Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(বিয়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
খ্যাঁট
(p. 235) khyān̐ṭa বি. (কৌতু.) ভোজ, ভোজন; জবর খাওয়া (বিয়েবাড়িতে খ্যাঁট কেমন হল?)। [সং. খেট]। ̃ ন বি. ভোজ, খ্যাঁট। 14)
ঘটা2
(p. 265) ghaṭā2 ক্রি. 1 সংঘটিত হওয়া (বিপদ ঘটেছে); 2 সম্পন্ন হওয়া (ঘটে উঠল না) ; 3 পরিণতি লাভ করা (কী থেকে কী ঘটল)। বি. সংঘটন। [বাং. √ঘট্ (সং. √ঘট্) + আ]। ̃ নো ক্রি. 1 সংঘটিত করানো (ছেলেটা দেখছি বিপদ ঘটাবে); 2 সম্পন্ন করানো (বিয়েটা ঘটিয়ে দাও)। বি. সংঘটিত করা (এ বিয়ে ঘটানো আমার কর্ম নয়)। বিণ. অন্যের দ্বারা সংঘটিত (শত্রুর দ্বারা ঘটানো বিপদ)। 14)
জোগাড়, (বর্জি.) যোগাড়
(p. 327) jōgāḍ়, (barji.) yōgāḍ় বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী। 98)
ঠিক
(p. 350) ṭhika বিণ. 1 যথার্থ, সত্য (ঠিক কথা, খবরটা ঠিক নয়); 2 স্হির (এখনও কিছু ঠিক হয়নি); 3 নির্ধারিত (দিন ঠিক করা); 4 নির্ভূল (অঙ্কটা ঠিক হয়েছে); 5 অবিকল, কমবেশি নয় এমন (ঠিক দুমাস); 6 উপযুক্ত (ঠিক লোকের কাছেই গেছে); 7 দোষমুক্ত, নির্দোষ (ঠিক পথে চলবে); 8 প্রস্তুত (জামাকাপড় পরে ঠিক হয়ে আসি); 9 বিন্যস্ত, পরিপাটি, গোছালো (চূলটা ঠিক করে নাও, কাপড়টা ঠিক করো); 1 বিবেচিত, পরিগণিত (তাকে কি পণ্ডিত বলে ঠিক করেছ?); 11 জব্দ, ঢিট (মেরে ঠিক করে দাও)। বি. 1 স্হিরতা (বিয়ের এখনও ঠিক নেই); 2 সুস্হতা (মাথার ঠিক নেই); 3 সত্যতা (কথার ঠিক নেই); 4 যোগ, সমষ্টি (ঠিক দিয়ে দেখো)। ক্রি-বিণ. নিশ্চিন্তভাবে, নিশ্চয় (ঠিক বলছি, ঠিক যাব)। [সং. স্হিত ঠিঅ ঠিক]। ̃ ঠাক বিণ. অবিকল, যথাযথ, পাকাপাকিভাবে স্হিরীকৃত। ঠিক ঠিক বিণ. যথার্থ, সত্য; পুরোপুরি ঠিক। ক্রি-বিণ. ঠিক করে, ঠিকভাবে। ̃ ঠিকানা বি. 1 নিশ্চয়তা, স্হিরতা (কী করে বসবে তার ঠিকঠিকানো নেই); 2 সন্ধান, নির্দিষ্ট বাসস্হান। ̃ মতো বিণ. ক্রি-বিণ. নির্ভূল; নির্ভূলভাবে, যথাযথভাবে (ঠিকমতো দেখে বলো)। ঠিক দেওয়া ক্রি. বি. যোগ দেওয়া, যোগ করা। ঠিকে ভুল বি. যোগে ভুল; বিচারে বা সিদ্ধান্তে ভূল। 33)
ত2, তো
(p. 363) ta2, tō অব্য. 1 প্রশ্নসূচক (সেখানে যাবে তো?); 2 নিশ্চয়তা বা দৃঢ়তাসূচক (এই তো সেই বাড়ি, তাই তো আমি বলেছিলাম); 3 অনুরোধসূচক (একবার দেখুন তো); 4 'যদিও বা', 'সত্ত্বেও' ইত্যাদি অর্থবোধক (তুমি তো চাও, কিন্তু সে চায় না); 5 'কিন্তু' অর্থবোধক (তারা তো খাবে না); 6 'তবে' বা 'তা হলে' অর্থবাচক (বাঁচতে চাও তো ওষুধ খাও); 7 'অন্তত' অর্থবোধক (আজ তো নয় পরে দেখা যাবে); 8 অনিশ্চয়তাসূচক (যাই তো একবার, দেখি কিছু পাই কি না); 9 সন্দেহসূচক (ঠিক বলছ তো? সে একথা স্বীকার করবে তো?); 1 পরিণতি, ঘটনা, অঘটন ইত্যাদি ব্যঞ্জক (বিয়ে তো হল, কিন্তু বরপক্ষ খুশি তো হল না); 11 সংশয়সূচক (হয়তো তাই, কে জানে)। [সং. তাবত্]। 3)
তত্ত্ব
(p. 365) tattba বি. 1 স্বরূপ, সত্য, যথার্থ রূপ (তত্ত্বাভিজ্ঞ, তত্ত্বদর্শী); 2 ব্রহ্ম; 3 সুসম্বন্ধ জ্ঞান, বিজ্ঞান (জীবতত্ত্ব); 4 সাংখ্যমতে চব্বিশটি মূল পদার্থ ('চতুর্বিংশতি তত্ত্ব'); 5 পারমার্থিক জ্ঞান (তত্ত্বকথা); 6 অনুসন্ধান, খোঁজ (তবিলম্বে তার তত্ত্ব নাও); 7 দার্শনিক বা বৈজ্ঞানিক সিদ্ধান্ত, theory; 8 উপঢৌকন (বিয়ের তত্ত্ব)। [সং. তদ্ + ত্ব]। তত্ত্ব করা ক্রি. বি. 1 খোঁজ নেওয়া; 2 কুটুমের বাড়িতে লোকাচার অনুযায়ী উপহার বা উপঢৌকন পাঠানো। ̃ চিন্তা বি. 1 ব্রহ্ম সম্বন্ধে ভাবনাচিন্তা; 2 দার্শনিক বা আধ্যাত্মিক চিন্তা। ̃ জিজ্ঞাসা বি. 1 তত্ত্বজ্ঞানলাভের আকাঙ্ক্ষা; 2 ব্রহ্মবিষয়ক প্রশ্ন। ̃ জ্ঞ বিণ. 1 তত্ত্ব জানে এমন; 2 ব্রহ্মজ্ঞ; 3 দর্শনশাস্ত্রবিদ। ̃ জ্ঞান বি. 1 ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান; ধর্মজ্ঞান; প্রকৃত জ্ঞান; 2 দার্শনিক জ্ঞান। ̃ জ্ঞানী বিণ. 1 ব্রহ্মজ্ঞানী; 2 দার্শনিক। ̃ তল্লাস, ̃ তালাশ বি. 1 খোঁজখবর; 2 লৌকিকতা। [সং. তত্ত্ব + আ. তলাশ]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. 1 তত্ত্বজ্ঞানী; 2 ব্রহ্মজ্ঞানী; 3 জ্ঞানী; 4 বিচক্ষণ; 5 স্বরূপদর্শী। বি. ̃ দর্শিতা। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. তত্ত্বজ্ঞানী। তত্ত্বানু-সন্ধান বি. 1 তত্ত্বের বা তথ্যের খোঁজ; 2 ব্রহ্মজ্ঞানলাভের চেষ্টা; 3 প্রকৃত অবস্হা জানার চেষ্টা। তত্ত্বানু-সন্ধায়ী (-য়িন্) বিণ. তত্ত্বানুসন্ধান করে এমন, তত্ত্বজিজ্ঞাসু। তত্ত্বাব-ধান বি. 1 পরিচালনা; 2 খোঁজখবর নেওয়া; 3 অধ্যক্ষতা; 4 রক্ষণাবেক্ষণ (সম্পত্তির তত্ত্বাবধান করা)। তত্ত্বাব-ধায়ক বিণ. বি. তত্ত্বাবধানকারী। তত্ত্বাব-ধারক বিণ. বি. প্রকৃত তথ্য বা সত্য নির্ধারণ। তত্ত্বালোচনা বি. তত্ত্বজ্ঞানচর্চা; দার্শনিক তথ্য বা জ্ঞান সম্বন্ধে অনুশীলন। তত্ত্বীয় বিণ. 1 তত্ত্ববিষয়ক, মতবাদবিষয়ক; 2 সিদ্ধান্তবিষয়ক, theoretical. 8)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
প্রস্তাব
(p. 552) prastāba বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ̃ ক বিণ. প্রস্তাবকারী। ̃ না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত। 23)
বউ, বৌ
(p. 572) bu, bau বি. 1 পত্নী, স্ত্রী (বিয়ের পর বউকে নিয়ে বেড়াতে গেল); 2 কুলবধূ বা কুলনারী (পাড়ার বউ-ঝিরাও নীরব ছিল না); 3 নববধূ (বউভাত); 4 পুত্রবধূ বা তত্তুল্যা। [প্রাকৃ. বহু সং. বধূ]। বউ কথা কও বি. কোকিলজাতীয় পাখিবিশেষ, পাপিয়া। ̃ কাঁটকি বি. যে শাশুড়ি পুত্রবধূকে নিরন্তর খোঁটা ও গঞ্জনা দেয়। ̃ ড়ি বি. অল্পবয়স্কা বধূ। ̃ দি, ̃ দিদি বি. দাদার বউ। ̃ ভাত বি. হিন্দুবিবাহে বরের আত্মীয়স্বজনের নববধূর দেওয়া অন্ন গ্রহণরূপ অনুষ্ঠানবিশেষ, পাকস্পর্শ। ̃ মা বি. পুত্রবধূ বা তত্তুল্যা কোনো বধূ বা কনিষ্ঠ ভ্রাতার পত্নী। 8)
বন্দো-বস্ত
(p. 575) bandō-basta বি. 1 আয়োজন (বিয়ের বন্দোবস্ত); 2 বিলিব্যবস্হা, বন্দেজ; 3 প্রজা কর্তৃক জমিদারের কাছ থেকে নির্দিষ্ট শর্তে গৃহীত জমির পত্তনি, জমির মালিকানা বা দখলসংক্রান্ত শর্তাদি বা ব্যবস্হা। [ফা. বন্দ্-ও-বস্ত্]। 95)
বরাত
(p. 580) barāta বি. 1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ); 2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না); 3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে); 4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?); 5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি; 6 হুণ্ডি। [আ. বরাত্]। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)। বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)। 65)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
বিয়োগ
(p. 621) biẏōga বি. 1 বিচ্ছেদ, বিরহ (বিয়োগব্যথা); 2 মৃত্যু (আত্মীয়বিয়োগ); 3 অভাব; 4 (গণি.) এক রাশি থেকে জন্য রাশি বাদ দেওয়া, ব্যবকলন। [সং. বি + যুজ্ + অ]। ̃ ফল বি. (গণি.) বিয়োগ করার পর যে রাশি অবশিষ্ট থাকে। ̃ বিধুর বিণ. বিচ্ছেদের কষ্টে কাতর। ̃ ব্যথা বি. বিচ্ছেদের বা বিরহের কষ্ট। বিয়োগান্ত বিণ. 1 নায়ক-নায়িকার বিচ্ছেদে পরিসমাপ্ত (বিয়োগান্ত নাটক); 2 দুঃখে যার সমাপ্তি। বিয়োগী (-গিন্) বিণ. (বাং. অপ্র.) বিচ্ছেদযুক্ত; বিরহী। স্ত্রী. বিয়োগিনী। 91)
লগন
(p. 753) lagana বি. লগ্ন -র কথ্য রূপ (বিয়ের লগন)। ̃ সা বি. যে সময়ে নানান উত্সব-অনুষ্ঠানের লগ্ন নির্দিষ্ট আছে (লগনসার সময় জিনিসপত্রের দাম তো বাড়বেই)। [সং. লগ্নসময়]। ̃ .চাদা বিণ. সৌভাগ্যবান (লগনচাঁদা ছেলে)। 34)
লগ্ন2
(p. 753) lagna2 বিণ. (জ্যোতিষ) 1 রাশির উদয়কাল; 2 সূর্যের রাশিসংক্রমণের মুহুর্ত; 3 উপযুক্ত বা শুভ সময় (বিয়ের লগ্ন)। [সং. √ লগ্ + ত]। ̃ .পত্র বি. যে লিপিতে বিবাহের লগ্ন জ্যোতিষ-বিচারের দ্বারা স্হির করা হয়েছে। ̃ .ভ্রষ্ট বিণ. 1 লগ্নকালের মধ্যে কার্যারম্ভ করতে পারেনি এমন; 2 (সচ. বিবাহের) উপযুক্ত বা শুভ সময় হারিয়েছে এমন। স্ত্রী. ̃ .ভ্রষ্টা (লগ্নভ্রষ্টা মেয়ে)। লগ্নাচার্য বি. দৈবজ্ঞ, জ্যোতিষী। 40)
শাদি
(p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 54)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071637
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767897
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365329
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720745
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697546
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594285
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544419
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542121

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন