Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

[দেশি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

খাঁকতি
(p. 224) khān̐kati বি. 1 অভাব; 2 লোভ, খাঁই (টাকার খাঁকতি)। [দেশি]। 52)
অগড়-বগড়
(p. 6) agaḍ়-bagaḍ় বি. অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল। [দেশি]। 9)
অজ৩
(p. 8) aja3 বিণ. 1 (মন্দার্থে) নিতান্ত, খাঁটি, একেবারে (অজ পাড়াগাঁ, অজ মূর্খ); 2 গোটা, সমস্ত (অজ পুকুরটা)। [দেশি]। 92)
অঢেল
(p. 14) aḍhēla বিণ. প্রচুর, অজস্র, দেদার। [দেশি]। 2)
অভদ্রা
(p. 50) abhadrā বি. (আঞ্চ) বাধা, বিঘ্ন; অশুভ ব্যাপার (গ্রামে যেন অভদ্রা লেগেছে)। [দেশি]। 52)
অলবড্ডে, অলবড্যে
(p. 64) alabaḍḍē, alabaḍyē বিণ. 1 অগোছালো, শৃঙ্খলাহীন; 2 নিটপিটে; 3 বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]। 13)
আঁকড়া
(p. 77) ān̐kaḍ়ā বি. কোনোকিছু ঝুলিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহার আংটা, hook; কড়া। [দেশি]। আঁকড়া-আঁকড়ি বি. জড়াজড়ি; টানাটানি। 51)
আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু
(p. 79) ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]। 2)
আঁচড়
(p. 79) ān̐caḍ় বি. দাগ, অগভীর রেখা; নখের আঘাত; (আল.) সামান্য চেষ্টা (এক আঁচড়েই বুঝে নিলাম)। [দেশি]। আঁচড়া-আঁচড়ি বি. নখের আঁচড়ের লড়াই। আঁচড়ানো ক্রি. 1 নখ দিয়ে ক্ষত সৃষ্টি করা; 2 চিরুনি দিয়ে চুল বিন্যাস করা। বি. বিণ. উক্ত দুই অর্থে। 7)
আঁচিল
(p. 79) ān̐cila বি. মানুষের চামড়ার উপর ব্রণের মতো ছোট মাংসপিণ্ড; উপমাংস, wart. [দেশি] 10)
আঁট-কুড়1
(p. 79) ān̐ṭa-kuḍ়1 বি জঞ্জাল, উচ্ছিষ্ট ইত্যাদি ফেলার জায়গা, আঁস্তাকুড়। [দেশি]। 16)
আঁট-কুড়2, আঁ-কুড়ে, আঁট-কুড়ো
(p. 79) ān̐ṭa-kuḍ়2, ā-n̐kuḍ়ē, ān̐ṭa-kuḍ়ō বিণ. নিঃসন্তান, সন্তান হয় না এমন। [দেশি]। আঁট-কুড়ি বিণ. (স্ত্রী) সন্তানহীনা, বাঁজা, বন্ধ্যা। 17)
আঁটি1, আটি
(p. 79) ān̐ṭi1, āṭi বি. শাক, ঘাস, খড় ইত্যাদির গোছা (শাকের আঁটি, খড়ের আঁটি, আঁটি বাঁধা)। [দেশি]। বোঝার উপর শাকের আঁটি প্রচুর ওজনের উপর সামান্য ভার; বিরাট দায়িত্ব বা বোঝা যার কাঁধে রয়েছে অতি সামান্য বাড়তি বোঝা তার কাছে কিছুই নয়। আঁটিসাঁটি দ্র আঁট। 19)
আঁটু-বাঁটু
(p. 79) ān̐ṭu-bān̐ṭu বি. ক্রি-বিণ. ঢিলেঢালা চলন; নড়বড়েভাবে ('চলনে আঁটুবাঁটু': ভা.চ.)। [দেশি]। আঁটুবাঁটু করা ক্রি. বি. জড়সড়ভাবে চলা। 22)
আঁদর্সা, আঁতসা, আঁদসা
(p. 80) ān̐darsā, ān̐tasā, ān̐dasā বি. গুড়ের রসে জ্বাল-দেওয়া নারকেল আর চালের গুঁড়োর পিঠে। [দেশি]। 7)
আঁশ-ফল
(p. 80) ām̐śa-phala বি. লিচুজাতীয় ছোট ফলবিশেষ। [দেশি?]। 12)
আঁস্তা-কুড়, আঁস্তা-কুঁড়
(p. 80) ām̐stā-kuḍ়, ām̐stā-kun̐ḍ় বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না। 18)
আই-ঢাই
(p. 77) āi-ḍhāi ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]। 10)
আওসা
(p. 77) āōsā বি. (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ। [দেশি?]। 41)
আক-কুটে, আক-খুটে
(p. 80) āka-kuṭē, āka-khuṭē বিণ. 1 জিনিসপত্র সম্পর্কে যত্নহীন; অগোছালো; 2 উড়নচণ্ডী; অমিতব্যয়ী। [দেশি]। 19)
আকচা-আকচি
(p. 80) ākacā-ākaci বি. পরস্পর ঈর্ষা; রেষারেষি। [দেশি]। 20)
আছাড়ি-পিছাড়ি
(p. 85) āchāḍ়i-pichāḍ়i বি. মাটিতে গড়াগ়ড়ি। [দেশি- তু. বাং. আছড়] 24)
আজে-বাজে
(p. 85) ājē-bājē বিণ. (জিনিস কথাবার্তা প্রভৃতি সম্বন্ধে) নানারকমের অকেজো, বাজে, তুচ্ছ। [দেশি]। 42)
আটক
(p. 85) āṭaka বি. বাঁধা, প্রতিবন্ধক (এতে কোনো আটক নেই)। বিণ. বন্দি; অবরুদ্ধ, কয়েদ (আটক ব্যক্তিদের ছাড়া হবে না)। [দেশি]। আটক পড়া ক্রি. বি. বন্দি হওয়া, অবরুদ্ধ হয়ে পড়া। 61)
আটা2
(p. 85) āṭā2 বি. পেষাই-করা গম, গমের চূর্ণ। [দেশি]। 67)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063451
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765141
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361849
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719281
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695840
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593212
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539884

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন