Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনাহারী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনশন
(p. 23) anaśana বি. উপবাস; অনাহার। [সং. ন + অশন]। ̃ ক্লিষ্ট বিণ. অনাহারে বা উপবাসে কাতর। অনশন ধর্মঘট বি. ধর্মঘটে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। ̃ ব্রত বি. উপবাসের অর্থাত্ আহার বর্জনের সংকল্প। 33)
অনাহার
(p. 25) anāhāra বি. না খেয়ে থাকা, উপবাস। [সং. ন + আহার]। অনাহারী (-রিন্) বিণ. 1 উপবাসী; 2 (ব্যঙ্গে) বেতন পায় না এমন। 24)
অভুক্ত
(p. 55) abhukta বিণ. 1 খায়নি এমন, অনাহারী, উপবাসে রয়েছে এমন (নিজে অভুক্ত থেকেও অতিথিকে আপ্যায়ন করা); 2 খাওয়া হয়নি এমন (অভুক্ত খাদ্য)। [সং. ন + ভুক্ত]। 5)
উপোষণ
(p. 133) upōṣaṇa বি. উপবাস, অনাহার, না খেয়ে থাকা। [সং. উপ + √ বস্ + অন]। উপোষিত বিণ. না খেয়ে আছে এমন, অভুক্ত; উপবাসী। 121)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
ক্লিশিত, ক্লিষ্ট
(p. 215) kliśita, kliṣṭa বিণ. 1 ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); 2 ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]। 45)
নিরাহার
(p. 468) nirāhāra বি. অনাহার, উপবাস। বিণ. অনাহারী, উপবাসী। [সং. নির্ + আহার]। 3)
পেট
(p. 531) pēṭa বি. 1 উদর, জঠর; 2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না); 3 গর্ভ (পেটে ধরা); 4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে); 5 মন (পেটের কথা পেটেই রাখো); 6 উদরান্ন (পেট চালানো)। [তা. পেটু?]। পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া। পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা। পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন। পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া। পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া। পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া। পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া। পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা। পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া। পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা। পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া। পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো। ̃ মোটা বিণ. 1 ভুঁড়িওয়ালা; 2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)। ̃ রোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট। ̃ সর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক। পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)। পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)। পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)। পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা। পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)। পেটে খিদে মুখে লাজ মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা। পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়। পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা। পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে। পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না। পেটের দায় বি. ক্ষুধার তাড়না। পেটের ভিতর হাতপা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়। কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা। খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট। নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট। 22)
বায়ু
(p. 600) bāẏu বি. 1 পৃথিবীকে ঘিরে রেখেছে এমন অক্সিজেন ও নাইট্রোজেনজাত গ্যাসীয় বস্তু, হাওয়া, বাতাস; 2 দেহমধ্যস্হ পঞ্চবায়ু; 3 (আয়ু.) দেহমধ্যস্হ ধাতুবিশেষ (কুপিত বায়ু, বায়ুরোগ); 4 বাতিক, বাই। [সং. √ বা + উ]। ̃ কেতু বি. ধূলি, বাতকেতু। ̃ কোণ বি. উত্তর ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ। ̃ গতি-বিদ্যা বি. বায়ুর গতি বা প্রবাহসংক্রান্ত বিদ্যা, aerodynamics.̃ গ্রস্ত বিণ. বায়ু রোগে আক্রান্ত; বাতিকগ্রস্ত। ̃ জীবী (-বিন্) বিণ. কেবলমাত্র বায়ু আহার করে জীবনধারণকারী, বায়ুভূক, aerobic (বি. প.)। ̃ তাড়িত বিণ. বাতাস তাড়িয়ে নিয়ে গেছে এমন। ̃ দূষণ বি. বাতাস দূষিত হওয়া, air pollution. ̃ নিরোধক বিণ. বায়ুর প্রবেশ বন্ধকারী. airtight. ̃ পথ বি. আকাশ। ̃ পরিবর্তন বি. স্বাস্হ্যোন্নতির জন্য অন্য স্হানে যাওয়া। ̃ প্রবাহ বি. ধাবমান বায়ুর স্রোত বা বেগ। ̃ ভুক (-ভুজ্) বিণ. 1 বায়ু ভক্ষণকারী; 2 (ব্যঙ্গে বা কৌতুকে) অনাহারী। বি. সাপ। ̃ মণ্ডল বি. পৃথিবীর উপরিস্হ যে-স্হান পর্যন্ত বায়ু আছে; পৃথিবীর উপরিস্হ বায়ু, atmosphere. ̃ রোগ বি. 1 কুপিত বায়ুজনিত রোগ; 2 উন্মাদ রোগ। ̃ শূন্য বিণ. বায়ুহীন; বায়ু নেই এমন। ̃ সেবন বি. উন্মুক্ত স্হানের বিশুদ্ধ বায়ু শ্বাসপ্রশ্বাসের সঙ্গে দেহের মধ্যে গ্রহণ। ̃ স্তর বি. 1 বায়ুমণ্ডল; 2 বায়ুর থাক। 42)
মরা
(p. 685) marā বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া ('বাতাস আলো গেল মরে': রবীন্দ্র)। বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। ̃ কটাল. বি. ভাটা। ̃ .কান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না। মরা গাং, মরা নদী মজে-যাওয়া নদী ('এবার তোর মরা গাঙে বান এসেছে': বরীন্দ্র)। মরা পেট, মরা নাড়ি বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী। ̃ .মাস বি. খুশকি। ̃ .হাজা বিণ. 1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর); 2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)। 36)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072120
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768015
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365438
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720806
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697645
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594355
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544544
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন