Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অর্থহীন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগড়-বগড়
(p. 6) agaḍ়-bagaḍ় বি. অর্থহীন প্রলাপ বা কাজ; আবোল-তাবোল। [দেশি]। 9)
অনর্থ
(p. 23) anartha বি. 1 অমঙ্গল, অশুভ, অনিষ্ঠ (অনর্থের সৃষ্টি); 2 ভুল অর্থ; 3 কুকাজ, দুর্ঘটনা (মহা অনর্থ ঘটবে, অনর্থ বাধিয়ে দেবে)। বিণ. অর্থহীন। [সং. ন+অর্থ]। ̃ কর বিণ. অনিষ্টকর, ক্ষতিকর। ̃ পাত বি. দুর্ঘটনা, বিপদ। 25)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অসম্বদ্ধ
(p. 70) asambaddha বিণ. অসংলগ্ন, পরস্পর মিল নেই বা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পর্ক বা সংগতি নেই এমন; এলোমেলো; অর্থহীন (অসম্বদ্ধ উক্তি, অসম্বদ্ধ প্রলাপ)। [সং. ন + সম্বদ্ধ]। বি. ̃ তা। 32)
অসম্বন্ধ
(p. 70) asambandha বিণ. সম্বন্ধহীন; অনাত্মীয়, সম্পর্কহীন; অসম্বদ্ধ, অসংলগ্ন; অবান্তর, অর্থহীন। [সং. ন + সম্বন্ধ]। 33)
আগড়ম-বাগ়ড়ম
(p. 82) āgaḍ়ma-bāg়ḍ়ma বি. অর্থহীন অপ্রয়োজনীয় বা অসংলগ্ন কথা (আগড়ম-বাগড়ম বকছে)। [হি. আওড়ম্ - বওড়ম]। 39)
আগ়ড়-বাগ়ড়
(p. 82) āg়ḍ়-bāg়ḍ় বি. 1 নানারকম বাজে জিনিস; 2 বাজে কথা; অর্থহীন প্রলাপ। [তু. হি. অগ়ড় বগড়]। 38)
আলটু-ফালটু
(p. 104) ālaṭu-phālaṭu বি. আজেবাজে কথা; অর্থহীন ও অসার কথাবার্তা (আলটুফালটু বকা)। বিণ. উক্ত অর্থে (আলটুফালটু কথা)। [দেশি]। 62)
গতানু-শোচনা, গতানু-শোচন
(p. 239) gatānu-śōcanā, gatānu-śōcana বি. গত বিষয়ের জন্য বা কৃতকর্মের জন্য খেদ বা আক্ষেপ, যা ঘটে গেছে তার জন্য দুঃখ, পশ্চাত্তাপ (আদে এসব ভাবোনি, এখন গতানুশোচনা অর্থহীন)। [সং. গত + অনুশোচনা, অনুশোচন]। 10)
তেলেনা
(p. 375) tēlēnā বি. মার্গ সংগীতের মুখবন্ধস্বরূপ অর্থহীন বোলসমষ্টি (যেমন তেরে নে তেরে না তুম তানা)। 318)
নিরর্থ
(p. 467) nirartha বিণ. অর্থহীন ('নিরর্থ হাহাকারে': রবীন্দ্র)। [সং. নির্ + অর্থ]। ̃ ক বিণ. 1 অর্থহীন, নিষ্ফল, অকারণ (নিরর্থক কলহ); 2 উদ্দেশ্যহীন (নিরর্থক ছোটাছুটি)। ক্রি-বিণ. বৃথা; অকারণ। 5)
প্রলাপ
(p. 550) pralāpa বি. অর্থহীন উক্তি বা বাক্য, অসংলগ্ন কথাবার্তা (পাগলের প্রলাপ)। [সং. প্র + √ লপ্ + অ]। প্রলাপী (-পিন্) বিণ. প্রলাপকারী। স্ত্রী. প্রলাপিনী। প্রলাপোক্তি বি. প্রলাপ, অর্থহীন কথাবার্তা। 27)
প্রহসন
(p. 552) prahasana বি. 1 হাস্যরসাত্মক নাটক; 2 খেলো, তুচ্ছ বা অর্থহীন ব্যাপার (অনুষ্ঠানটি নিতান্তই প্রহসনে পরিণত হল); 3 (বর্ত. বিরল) অতি হাসি। [সং. প্র + √ হস্ + অন]। 44)
বাজে
(p. 595) bājē বিণ. 1 খেলো, অকেজো (বাজে মাল); 2 তুচ্ছ, গুরুত্বহীন (বাজে লোক); 3 অসার, অর্থহীন, মিথ্যা (বাজে কথা); 4 অনর্থক, নিষ্ফল (বাজে খাটুনি); 5 বাড়তি, ফালতু, অতিরিক্ত (বাজে খরচ)। [আ. বাজ্]। ̃ মার্কা বিণ. খেলো, কাজের নয় এমন, আজেবাজে। 24)
লব্জ, লব্জ
(p. 756) labja, labja বি. 1 শব্দ; 2 বাচনভঙ্গি; 3 কথার মাত্রারূপে ব্যবহৃত অর্থহীন শব্দ। [উ. লব্জ্]। 6)
হিং. টিং ছট্
(p. 867) hi. ṇṭi ñchaṭ (বিদ্রূপে) সংস্কৃতের মতো কিন্তু প্রকৃতপক্ষে অর্থহীন ও বিভ্রান্তিজনক শব্দসমষ্টি। 73)
হিজি-বিজি
(p. 869) hiji-biji বি. পরস্পরজড়িত অর্থহীন রেখা বা অবোধ্য লেখা (খাতাখানা হিজিবিজিতে ভরা)। বিণ. পরস্পরজড়িত ও অবোধ্য (হিজিবিজি লেখা); জটিল, বিশৃঙ্খল (হিজিবিজি কাণ্ড)। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069501
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364215
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720374
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697090
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593952
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543081
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541903

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন