Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উল্লিখিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুল্লিখিত
(p. 31) anullikhita বিণ. উল্লেখ করা হয়নি এমন। [সং. ন + উল্লিখিত]। 17)
অম্বা2, অম্বালিকা, অম্বিকা1
(p. 59) ambā2, ambālikā, ambikā1 বি. 1 দুর্গা; 2 মহাভারতে উল্লিখিত কাশীরাজের যথাক্রমে জ্যেষ্ঠা, কনিষ্ঠা ও দ্বিতীয়া কন্যার নাম। [সং. অম্ব্ + অ + আ, অম্বলা + ক + আ, অম্বা + ক + আ]। 6)
উক্ত
(p. 119) ukta বিণ. বলা বা উল্লেখ করা হয়েছে এমন, কথিত, উল্লিখিত (উক্ত বিষয়, উক্ত স্হান)। [সং. √ বচ্ + ত]। উক্তি বি. কথা; বচন; কথন; উল্লেখ। 16)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
উদাহরণ
(p. 127) udāharaṇa বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত। 10)
উদিত2
(p. 127) udita2 বিণ. উক্ত, বলা হয়েছে এমন, উল্লিখিত। [সং. √ বদ্ + ত]। 13)
উপ-ন্যস্ত
(p. 132) upa-nyasta বিণ. 1 প্রস্তাবের আকারে উল্লিখিত; উপস্হাপিত; 2 ন্যস্ত, গচ্ছিত। [সং. উপ + নি + √ অস্ (নিক্ষেপ করা) + ত]। 32)
উপর্যুক্ত
(p. 133) uparyukta বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)। [সং. উপরি + উক্ত]। 47)
উল্লিখিত
(p. 133) ullikhita বিণ. 1 উল্লেখ করা হয়েছে এমন; 2 উপরে বা পূর্বে লেখা হয়েছে এমন, পূর্বোক্ত। [সং. উদ্ + লিখিত]।
ঐ2ওই
(p. 150) ai2ōi ওই, সেই, উল্লিখিত, সম্মুখস্হ (ঐ লোকটি ওই বিষয়)। অব্য. 1 অদূরে, সেখানে, দূরে কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্যভাবে ('সখী, ওই বুঝি বাঁশি বাজে': রবীন্দ্র); 2 সম্বোধন স্মরণ খেদ ইত্যাদি সূচক ধ্বনি (ঐ দেখ, ভুলে গেছি; ঐ যা, বইটা আনিনি)। [সং. অদস্]। 3)
ওখান
(p. 152) ōkhāna বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ̃ কার বিণ. সেই জায়গায়, সেখানকার। 17)
কুম্ভী-পাক
(p. 198) kumbhī-pāka বি. হিন্দু শাস্ত্রাদিতে উল্লিখিত নরকবিশেষ। [সং. কুম্ভী + √ পচ্ + অ]। 18)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
নিগদ
(p. 460) nigada বি. উক্তি, কথন; ভাষণ। [সং. নি + √ গদ্ + অ]। নিগদিত বিণ. উক্ত, কথিত; উল্লিখিত। 6)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
প্রযুক্ত
(p. 550) prayukta বিণ. 1 নিযুক্ত, প্রয়োগ করা হয়েছে এমন; 2 উল্লিখিত। (বাং. বর্ত. বিরল) অব্য. জন্য, হেতু, নিবন্ধন (স্নেহ প্রযুক্ত, অসুস্হতা প্রযুক্ত চলতে অক্ষম)। [সং. প্র + যুক্ত]। 8)
প্রাগুক্ত
(p. 554) prāgukta বিণ. পূর্বোক্ত, পূর্বে কথিত বা উল্লিখিত (প্রাগুক্ত গ্রন্হ, প্রাগুক্ত আলোচনা)। [সং. প্রাক্ + উক্ত]। 8)
বাঁক
(p. 591) bān̐ka বি. 1 বক্রতা (লোহার শিকটার নানা জায়গায় বাঁক); 2 নদীর বা রাস্তার মোড় (বাঁক ফেরা, 'ছোট নদী চলে বাঁকে বাঁকে': রবীন্দ্র); 3 ভারবহনের জন্য ব্যবহৃত দণ্ডবিশেষ (কাঁধে বাঁক নিয়ে চলেছে)। [প্রাকৃ. বঙ্ক সং. বক্র]। ̃ নল বি. 1 যে ফাঁপা নলের মধ্য দিয়ে ফুঁ দিয়ে চুল্লির আগুন জ্বালানো হয়, blowpipe; 2 মধ্যযুগে সাধক সম্প্রদায়ের উল্লিখিত সূক্ষ্ম নাড়ি, যা বেয়ে মাথার চাঁদি থেকে অমৃত ক্ষরিত হয় বলে ভাবা হত। ̃ মল বি. বাঁকা বা পাক দেওয়া পায়ের অলংকার, মলবিশেষ। 5)
মজ-কুর
(p. 676) maja-kura বি. লিখিত বা উল্লিখিত বিবরণ। বিণ. পূর্বোক্ত, উল্লিখিত। [আ. মজ্কূর]। 11)
শাস্ত্র
(p. 776) śāstra বি. 1 অপ্রত্যক্ষ জ্ঞানের ভাণ্ডার; 2 বেদ স্মৃতি পুরাণ ইত্যাদি বিধিনিষেধসমন্বিত সংস্কৃত গ্রন্হ (শাস্ত্রবিদ, শাস্ত্র মেনে চলা); 3 ধর্মগ্রন্হ (হিন্দুশাস্ত্র, ধর্মশাস্ত্র, ইসলামশাস্ত্র); 4 বিদ্যাবিজ্ঞানাদি-বিষয়ক গ্রন্হ (গণিতশাস্ত্র, নাট্যশাস্ত্র, দর্শনশাস্ত্র, চিকিত্সাশাস্ত্র); 5 বিদ্যা বা বিজ্ঞান (নানা শাস্ত্রে অভিজ্ঞ)। [সং. √ শাস্ + ত্র]। ̃ কার বিণ. শাস্ত্ররচনাকারী। ̃ চর্চা, শাস্ত্রানু-শীলন, শাস্ত্রালোচনা বি. শাস্ত্রপাঠ ও আলোচনা। ̃ জ্ঞ, ̃ জ্ঞানী (-নিন্), ̃ দর্শী (-র্শিন্) বিণ. শাস্ত্র জানে এমন। ̃ বিধি বি. শাস্ত্রের নির্দেশ বা অনুশাসন। ̃ বিহিত, ̃ সংগত, ̃ সম্মত, শাস্ত্রানু-মত, শাস্ত্রানু-মোদিত বিণ. শাস্ত্রনির্দিষ্ট। ̃ ব্যাখ্যা বি. শাস্ত্রীয় বিধিনির্দেশের অর্থ বা তাত্পর্য বর্ণনা। শাস্ত্রার্থ বি. শাস্ত্রের তাত্পর্য। শাস্ত্রী (-স্ত্রিন্) বিণ. শাস্ত্রজ্ঞ। বি. শাস্ত্রজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ। শাস্ত্রীয় বিণ. শাস্ত্রসম্বন্ধীয় (শাস্ত্রীয় আলোচনা); শাস্ত্রোক্ত, শাস্ত্রানুমত (শাস্ত্রীয় বিধি, অশাস্ত্রীয় অনুষ্ঠান)। শাস্ত্রীয় সংগীত বি. উচ্চাঙ্গ সংগীত। শাস্ত্রোক্ত বিণ. শাস্ত্রে উল্লিখিত। 34)
শেষ
(p. 784) śēṣa বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)। ̃ কালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত। ̃ কৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি। ̃ তম বিণ. সর্বশেষ, শেষের। [সং. শেষ + ওতমচ্]। ̃ যাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা। ̃ রাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ। ̃ শয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু। শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)। শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট। শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে। শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত। 30)
সংবিধান
(p. 795) sambidhāna বি. 1 সংঘটন; 2 রচনা; 3 প্রণয়ন; 4 ব্যবস্হাপনা, আয়োজন; 5 উপচার, সেবাসামগ্রী; 6 নিয়মবিধি; 7 রাষ্ট্রসংগঠনের ও পরিচালনার নিয়মাবলি, শাসনতন্ত্র, constitution. [সং. সম্ + বিধান]। ̃ বহির্ভূত বিণ. সংবিধানে উল্লিখিত নয় এমন। ̃ বিরোধী বিণ. সংবিধানের নীতি ও নিয়মের পরিপন্হী, অসাংবিধানিক। 5)
সৌত্র
(p. 846) sautra বিণ. 1 সূত্র-সংক্রান্ত; 2 সূত্রানুযায়ী; 3 (সং. ব্যাক.) গণপাঠের বহির্ভূত কিন্তু কোনো বিশেষ শব্দের ব্যুত্পত্তির জন্য সূত্রে উল্লিখিত (সৌত্র ধাতু)। বি. 1 ব্রাহ্মণ; 2 সৌত্র ধাতু। [সং. সূত্র + অ]। 22)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072216
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768029
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365460
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720821
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697662
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594377
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544557
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542152

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন