Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাগজে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
অয়েল
(p. 60) aẏēla বি. তেল। [ইং. oil]। অয়েল করা ক্রি. বি. 1 যন্ত্রাদি সচল রাখার জন্য তাতে তেল দেওয়া; 2 (ব্যঙ্গে) স্তাবকতা করা। ̃ .ক্লথ বি. (সেচ. শিশুদের বিছানায় পাতা হয় এমন) তেলা কাপড়বিশেষ, oil cloth. ̃ .পেপার বি. তেলা কাগজবিশেষ, oil paper. ̃ .পেইন্টিং বি. তৈলচিত্র, oil painting, অয়েলিং বি. (ব্যঙ্গে) তোয়াজ। 8)
আঁতুড়
(p. 80) ān̐tuḍ় বি. যে ঘরে শিশু ভূমিষ্ঠ হয়, সূতিকাগার, সন্তানপ্রসব গৃহ। [সং. অন্ত্র আঁত + বাং. উড়ি=আঁতুড়ি আঁতুড়]। আঁতুড়ে বিণ. নিতান্তই কচি (শিশু)। 3)
আখবার
(p. 82) ākhabāra বি. খবরের কাগজ। [আ. আখ্বার]। 22)
আজ্ঞা
(p. 85) ājñā বি. আদেশ, অনুজ্ঞা, অনুমতি। অব্য. মান্য ব্যক্তির কথায় বা ডাকে সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞা যাই, আজ্ঞা তাই হবে)। [সং. আ + √ জ্ঞা + অ + আ]। ̃ .কারী (-রিন্) বিণ. আদেশদাতা। স্ত্রী. ̃ .কারিণী। ̃ ধীন, ̃ নু-বর্তী (-র্তিন্), ̃ .বহ বিণ. আদেশ পালন করে এমন, বাধ্য। ̃ পক বি. বিণ. আদেশদাতা। ̃ .পত্র, ̃ .লিপি বি. হুকুমনামা, আদেশপত্র, যে কাগজে হুকুম লেখা হয়। ̃ পন বি. হুকুমদান। ̃ পিত বিণ. আদেশ দেওয়া হয়েছে এমন, আদিষ্ট। ̃ .বহ বিণ. আজ্ঞা পালন বা বহন করে এমন। আজ্ঞে অব্য মান্য ব্যক্তির বা গুরুজনের ডাকে বা কথায় সম্মতিসূচক সাড়া দেবার শব্দ (আজ্ঞে ঠিক আছে, আজ্ঞে যাই)। যে আজ্ঞা, যে আজ্ঞে অব্য ঠিক আছে, তাই হবে। 45)
আর্ট
(p. 104) ārṭa বি. 1 চারুকলা, সুকুমার শিল্পকলা; 2 চিত্রাঙ্কন সাহিত্য নৃত্যগীতাদির অভিনয় প্রভৃতি অবলম্বনে রসসৃষ্টি; 3 সৌন্দর্যসৃষ্টির উদ্দেশ্যে কৃত্রিম ভঙ্গি (কথা বলার আর্টি)। [ইং. art]। আর্ট কলেজ চারুকলা বা শিল্পকলা লেখার প্রতিষ্ঠান। ̃ পেপার বি. ছবি আঁকার উপযোগী পুরু ও বড় মাপের কাগজ। 35)
আল-পিন
(p. 104) āla-pina বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]। 69)
এন-ভেলপ, এন-ভেলাপ
(p. 146) ēna-bhēlapa, ēna-bhēlāpa বি. কাগজের খাম, লেফাফা। [ইং. envelope]। 65)
কপি2
(p. 163) kapi2 বি. 1 রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?); 2 ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)। [ইং. copy]। কপি করা ক্রি. বি. 1 নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা; 2 পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)। ̃ রাইট বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব। [ইং. copyright]। 15)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাগজি, (বর্জি.) কাগজী
(p. 177) kāgaji, (barji.) kāgajī বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। 25)
কাগতি
(p. 177) kāgati বি. কাগজনির্মাতা সম্প্রদায়বিশেষ, কাগজপ্রস্তুতকারক মুসলমান সম্প্রদায়বিশেষ। [তু. মৈ. কগতা]। 26)
কাগা-বগা
(p. 177) kāgā-bagā অব্য. বি. ছন্নছাড়া বা উচ্ছৃঙ্খল ভাব; সামঞ্জস্যহীন ভাব। [দেশি]। 27)
কার-বন, কার্বন
(p. 185) kāra-bana, kārbana বি. মৌলিক পদার্থবিশেষ, যা অঙ্গার হীরা কৃষ্ণসীসা প্রভৃতির প্রধান উপাদান; অঙ্গার। [ইং. carbon]। ̃ পেপার বি. (লেখার সঙ্গে প্রতিলিপি গ্রহণের সহায়ক) এক পিঠে কালি-মাখানো কাগজবিশেষ। 16)
কারেনসি নোট
(p. 185) kārēnasi nōṭa বি. পত্রমুদ্রা, কাগজি মুদ্রা, টাকার নোট। [ইং. currency note]।
কার্ড
(p. 186) kārḍa বি. মোটা কাগজখণ্ড, পুরু কাগজের ফলক। [ইং. card]। 7)
কোম্পানি
(p. 210) kōmpāni বি. 1 বণিক সমিতি; 2 যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; 3 ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান। [ইং. company]। কোম্পানির আমল বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র। 28)
কোরা1
(p. 210) kōrā1 বিণ. 1 সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; 2 (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; 3 মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। আন-কোরা দ্র আনকোরা। 39)
ক্রাউন
(p. 215) krāuna বি. 1 রাজমুকুট; 2 কাগজের মাপবিশেষ। [ইং. crown]। 9)
খচ-মচ, খচো-মচো
(p. 221) khaca-maca, khacō-macō অব্য. বি. 1 করতাল খঞ্জনি ইত্যাদি বাজাবার কর্কশ শব্দ; 2 কাগজ ইত্যাদি নাড়াচাড়া করার বা দলা পাকাবার শব্দ (প্যাকিং বাক্সের মধ্যে বিড়ালটা খচমচ করছে)। বি. গোলমেলে ব্যাপার; গণ্ডগোল ('রাজসেবা কত খচমচ': ভা. চ.; সবসময় ওখানে খচমচ লেগেই আছে)। 13)
খবর
(p. 221) khabara বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। 85)
খাতা
(p. 226) khātā বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। ̃ পত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা। ̃ বন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা। 27)
খুঁটা2, খোঁটা2
(p. 230) khun̐ṭā2, khōn̐ṭā2 ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ̃ খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ̃ নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)। 15)
গোছা1
(p. 256) gōchā1 বি. 1 গুচ্ছ (এক গোছা চুল, চাবির গোছা); 2 থোকা, থোলো, তাড়া (গোছা গোছা কাগজ); 3 পায়ের গোছ। [বাং. গোছ + আ (স্বার্থে)]। 64)
ঘুড়ি1, (আঞ্চ.) ঘুড্ডি
(p. 269) ghuḍ়i1, (āñca.) ghuḍḍi বি.পাতলা কাগজে বাঁশের শলাকা এঁটে তৈরি আকাশে উড়াবার খেলনাবিশেষ। [তু. হি. গুড্ডী]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063445
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765136
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361847
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719279
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695840
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593212
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541434
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539883

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন