Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নার্স। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনার্তবা
(p. 25) anārtabā বিণ. (স্ত্রীলোক সম্বন্ধে) ঋতুমতী হয়নি এমন, যে নারীর রজোদর্শন হয়নি। [সং. ন + আর্তবা]। 11)
অনার্দ্র
(p. 25) anārdra বিণ. 1 ভিজে নয় এমন; 2 (রসা.) জলহীন, anhydrous (বি. প.)। [সং. ন + আর্দ্র়]। বি. ̃ তা। 12)
অনার্য
(p. 25) anārya বিণ. 1 আর্য নয় এমন, আর্য ভিন্ন অন্য; 2 অসভ্য, অভদ্র; 3 নীচকুলজাত। বি. 1 আর্য ভিন্ন অন্য জাতি; 2 আর্য ভাষায় কথা বলে না এমন জাতি বা সেই জাতির লোক। [সং. ন + আর্য]। 13)
অনার্য
(p. 25) anārya দ্র সাস্মানিক। 14)
গমন
(p. 241) gamana বি. 1 যাওয়া, প্রস্হান; 2 চলন, গতি; 3 স্ত্রী-সম্ভোগ (পরদার গমন)। [সং. √গম্ + অন]। গমনাগমন বি. যাতায়াত, আনাগোনা। গমনার্হ, গমনীয় বিণ. যাওয়া যেতে পারে এমন; গন্তব্য; গমনযোগ্য। গমনোদ্যত, গমনোন্মুখ বিণ. যাবার জন্য প্রস্তুত হয়েছে এমন বা যাবার উপক্রম করেছে এমন। গমিত বিণ. 1 অতিবাহিত; 2 জ্ঞাপিত, জানানো হয়েছে এমন ; 3 প্রাপিত, পাওয়ানো হয়েছে এমন। 24)
ঘুম
(p. 270) ghuma বি. নিদ্রা, শরীর ও মনের যে (রাত্রীকালীন) অবস্হায় চোখ বন্ধ থাকে, নার্ভতন্ত্র নিষ্ক্রিয় থাকে এবং পেশি থাকে শিথিল। [দেশি]। ঘুম চটে যাওয়া ক্রি. বি. ঘুমের আবেশ কেটে যাওয়া। ঘুম দেওয়া, ঘুম যাওয়া, ঘুম লাগানো ক্রি. বি. ঘুমানো। ঘুম পাড়ানো ক্রি. বি. (কাউকে) নিদ্রিত করা। ̃ কাতুরে বিণ. নিদ্রালস; সর্বদাই ঘুমাতে চায় এমন; অনেকক্ষণ ঘুমাতে না পারলে কাতর হয় এমন। ̃ ঘোর বি. 1 গভীর ঘুম; 2 ঘুমের আবেশ (তখনও তার ঘুমঘোর কাটেনি)। ̃ ন্ত বিণ. নিদ্রিত (ঘুমন্ত শিশু, ঘুমন্ত বাঘ)। ̃ পাড়ানি বিণ. নিদ্রিত করায় এমন, ঘুমিয়ে পড়তে সাহায্য করে এমন (ঘুমপাড়ানি গান)। ঘুমা ক্রি. ঘুমানো। ঘুমিয়ে থাকা ক্রি. বি. (আল.) অলস বা অসতর্ক হয়ে থাকা (সামনে বিপদ। এখনও ঘুমিয়ে থাকবে?)। ঘুমানো ক্রি. নিদ্রিত হওয়া; নিদ্রিত থাকা। বি. উক্ত অর্থে। কাঁচা ঘুম বি. অপূর্ণ ঘুম। 3)
জগ-মোহন
(p. 312) jaga-mōhana বিণ. পৃথিবীকে মুগ্ধ করে এমন, জগন্মোহন। [বি. 1 পৃথিবীকে মুগ্ধ করে এমন ব্যক্তি; 2 মন্দির ও নাটমন্দিরের মধ্যবর্তী স্হান; 3 পুরীর জগন্নাথমন্দিরে যে স্হান থেকে দর্শনার্থীরা ঠাকুর দর্শন করে। [বাং. জগ1 + সং. মোহন]। 3)
জনার্দন
(p. 312) janārdana বি. ('জন' নামক অসুরের নিধনকারী বলে) বিষ্ণু। [সং. জন + অর্দন (=পীড়ন, দমন)]। 60)
জুষ্ট
(p. 327) juṣṭa (বর্ত. বিরল) বিণ. সেবিত, পূজিত (অনার্যজুষ্ট)। [সং. √ জুষ্ + ত]। 55)
ডিস-ট্রিক্ট
(p. 357) ḍisa-ṭrikṭa বি. জেলা। [ইং. district]। ডিসট্রিক্ট বোর্ড বি. জেলার উন্নয়ন সাধনার্থে স্বয়ংশাসিত সমিতিবিশেষ। ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট বি. জেলাশাসক। 26)
তপস্যা
(p. 367) tapasyā বি. তপ, যোগ, ব্রত; পাপক্ষয় স্বর্গলাভ ব্রহ্মজ্ঞান জ্ঞানার্জন ইত্যাদি কোনো মহত্ উদ্দেশ্যে কঠোর সাধনা। [সং. তপস্ + য + অ + আ (স্ত্রী.)]। 38)
দাস
(p. 407) dāsa বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। ̃ খত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। ̃ ত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। ̃ প্রথা, ̃ ত্ব-প্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। ̃ ব্যবসায়, ̃ ব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। ̃ মনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানু-দাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র। 5)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
নার্ভ
(p. 454) nārbha বি. দেহস্হ তন্তুবিশেষ যার সাহায্যে সংবেদন ও পেশিক্রিয়া নির্বাহিত হয়। [ইং. nerve]। 76)
নার্স
(p. 454) nārsa বি. হাসপাতাল প্রভৃতি চিকিত্সালয়ের সেবিকা। [ইং. nurse]। নার্সিং হোম বি. রোগীর সেবা ও নিরাময়ের জন্য বেসরকারি চিকিত্সালয়বিশেষ। 77)
নৈমিত্তিক
(p. 480) naimittika বিণ. 1 নিমিত্ত থেকে আগত বা উদ্ভূত (নৈমিত্তিক প্রলয়); 2 বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠেয়, প্রয়োজনার্থক (নৈমিত্তিক পূজাপার্বণ); 3 নিমিত্ত সম্বন্ধে অভিজ্ঞ, নিমিত্তবিত্, শুভাশুভলক্ষণ জানে এমন। [সং. নিমিত্ত + ইক]। 30)
প্রতি-বচন
(p. 541) prati-bacana বি. 1 উত্তর বা প্রত্যুত্তর; 2 প্রতিকূল বাক্য; 3 সমানার্থক বাক্য; 4 প্রতিধ্বনি। [সং. প্রতি + বচন]। 32)
প্রত্যুত্থান
(p. 544) pratyutthāna বি. আগন্তুকের সম্মানার্থে উঠে দাঁড়ানো। [সং. প্রতি + উত্থান]। প্রত্যুত্থিত বিণ. প্রত্যুত্থান করেছে এমন।
বিভিন্ন
(p. 621) bibhinna বিণ. 1 নানারকম, বিবিধ (বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম); 2 অন্য, অন্যরকম (বিভিন্ন কথা, বিভিন্ন প্রসঙ্গ); 3 বিভক্ত, বিদীর্ণ (বিভিন্নবক্ষ)। [সং. বি + √ ভিদ্ + ত]। ̃ তা বি. পার্থক্য; বৈচিত্র্য। বিভিন্নার্থ, বিভিন্নার্থক বিণ. বিবিধ বা নানান অর্থযুক্ত। 42)
বেদন
(p. 633) bēdana বি. 1 বোধ, অনুভূতি (অবেদন, সংবেদন); 2 জ্ঞান, জ্ঞাপন (আবেদন, নিবেদন); 3 ব্যথা, বেদনা ('বজ্রবেদনে জাগায়ো আমারে': রবীন্দ্র); 4 বিবাহ; 5 ব্যথা, যন্ত্রণা (সারা গায়ে বেদনা হচ্ছে); 2 মনস্তাপ, দুঃখ ('আমার কী বেদনা সে কি জান': রবীন্দ্র); 3 অনুভূতি। বেদনার্ত বিণ. বেদনায় কাতর। ̃ হীন বিণ. যাতে বেদনা অনুভূত হয় না এমন। বেদনীয় বিণ. জ্ঞেয়; অবুভবনীয়। 182)
ব্যথা
(p. 648) byathā বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ̃ তুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)। 24)
ভিন্ন
(p. 664) bhinna বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ̃ .রুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)। 55)
মানিনী
(p. 699) māninī বিণ. (স্ত্রী.) 1 মান্যা, সম্মানার্হা; 2 গর্বিণী, অভিমানিনী; 3 প্রণয়কোপবতী। 13)
মানী
(p. 699) mānī (-নিন্) বিণ. 1 মান্য, সম্মানার্হ (মানী লোকের মানরক্ষা); 2 অভিমানী, গর্বী। [সং. মান + ইন্]। 12)
মালা৩
(p. 700) mālā3 বি. 1 মাল্য, হার (মুণ্ডমালা, কন্ঠমালা, মটরমালা); 2 পুষ্পমাল্য; 3 শ্রেণি, সমূহ (ঊর্মিমালা)। [সং. মা + √ লা + অ + আ]। ̃. কর, ̃. কার বি. বিণ. 1 পুষ্পমাল্যরচনাকারী, মালী ('আমি তব মালঞ্চের হব মালাকার': রবীন্দ্র); 2 বি. বাঙ্গালি হিন্দুর পদবিবিশেষ। ̃. চন্দন বি. পূজ্য বা সম্মানার্হ ব্যক্তিকে বরণ করার উপকরণরূপে ব্যবহৃত পুষ্পমাল্য ও চন্দন। ̃. বদল বি. 1 বিবাহে বরকনের পরস্পর মালাবিনিময়ের অনুষ্ঠান; 2 বিবাহ। 77)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2062133
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764650
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361410
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719065
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695558
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593086
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541364
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন