Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ন্যায়-অন্যায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিবেক
(p. 49) abibēka বি. 1 বিবেকের বা ন্যায়-অন্যায় বিবেচনার অভাব; 2 অজ্ঞান। বিণ. বিবেকহীন; মূঢ়, অজ্ঞ। [সং. ন + বিবেক]। অবিবেকী (-কিন্) বিণ. বিবেকহীন, বিচারবোধহীন; মূঢ়। অবিবেকিতা বি. বিবেচনার অক্ষমতা; বিবেচনার অভাব। 5)
অবিবেচক
(p. 49) abibēcaka বিণ. বিবেচনাহীন, ন্যায়-অন্যায় বোধ নেই এমন, বিচারবোধ নেই এমন। [সং. ন + বিবেচক]। 6)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
দিগ্বিদিক, দিগ্-বিদিক
(p. 408) digbidika, dig-bidika (-দিশ্) বি. 1 দিক ও দুই দিকের মধ্যবর্তী কোণ; 2 সর্বদিক; 3 গুরু-লঘু, হিতাহিত, ন্যায়-অন্যায় (লোকটার দিগ্বিদিক জ্ঞান নেই)। [সং. দিক্ + বিদিক্ (দ্ব.)]। 8)
নীতি
(p. 475) nīti বি. 1 কর্তব্য নির্ধারণের উপায় বা রীতি (এ কাজ আমার নীতিবিরুদ্ধ); 2 ন্যায়সংগত বা সমাজের পক্ষে হিতকর বিধান; 3 হিতাহিতবিষয়ক উপদেশ (নীতিকথা); 4 ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য বিচার (নীতিশাস্ত্র); 5 শাস্ত্র, বিদ্যা (রাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি); 6 প্রথা (দুর্নীতি); 7 প্রণালী, রীতি। [সং. √ নী + তি]। ̃ কথা, ̃ বাক্য বি. হিতোপদেশ। ̃ জ্ঞ বিণ. 1 ভালোমন্দ বা কর্তব্য-অকর্তব্য বিষয়ে বোধসম্পন্ন; 2 নীতিশাস্ত্রে অভিজ্ঞ। ̃ জ্ঞান বি. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান। ̃ বাগীশ বিণ. ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে অভিজ্ঞ এবং অত্যন্ত উত্সাহী। ̃ বিরোধী (-ধিন্) বিণ. ধর্মসংগত নিয়মের বিপরীত; নীতিশাস্ত্রবিরোধী; অন্যায়। ̃ শাস্ত্র বি. ন্যায়-অন্যায় ও কর্তব্যাকর্তব্য সম্বন্ধে বিচারবিষয়ক শাস্ত্র। ̃ সংগত, ̃ সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। 79)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
বিবেক
(p. 621) bibēka বি. 1 ধর্ম ও অধর্মের, পাপ ও পুণ্যের কিংবা উচিত ও অনুচিতের পার্থক্য নির্ণয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি বা বিচারবোধ; 2 পাপ-পুণ্য বা উচিত-অনুচিত সম্পর্কে অন্তর্দৃষ্টি; 3 সদসত্-বিচার; 4 বৈরাগ্য; 5 (সচ. যাত্রা বা পালা গানে) মানুষের বিচারবুদ্ধি জাগ্রতকারী বা সচেতনকারী গায়কবিশেষ। [সং. বি + √ বিচ্ + অ]। ̃ বান বিণ. পাপ-পুণ্য বা ন্যায়-অন্যায় সম্পর্কে অন্তর্দৃষ্টিসম্পন্ন। ̃ বুদ্ধি বি. বিবেক অনুযায়ী বুদ্ধি (নিম্নশ্রেণির প্রাণীদের বিবেকবুদ্ধি নেই)। ̃ হীন বিণ. বিবেক নেই এমন। বিবেকী (-কিন্) বিণ. বিবেকসম্পন্ন (বিবেকী শিল্পী)। 19)
স্বার্থ
(p. 855) sbārtha বি. 1 নিজের লাভ বা উপকার ('শুধু স্বার্থ নহেস্বার্থত্যাগও আছে এ সংসারে': দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ। [সং. স্ব + অর্থ]। ̃ চিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা। ̃ ত্যাগ বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন। ̃ পর, ̃ পরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর। বি. ̃ পরতা, ̃ পরায়ণতা। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন। স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন। স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা। স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী। স্বার্থোন্মত্ত বিণ. বিবেকবিরহিত হয়ে স্বার্থসাধনে বা স্বার্থরক্ষায় একান্ত তত্পর। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072079
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768010
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365413
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720802
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697635
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594347
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544541
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542145

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন