Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পাঁচটি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্রসিং
(p. 215) krasi বি. 1 দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); 2 কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]। 8)
অমর.তরু
(p. 55) amara.taru বি. পারিজাত মন্দার কল্পবৃক্ষ সন্তানবৃক্ষ ও হরিচন্দন; স্বর্গের এই পাঁচটি বৃক্ষ। [সং. অমর + তরু]। 55)
আঙুল
(p. 82) āṅula বি. হাত ও পায়ের শেষ প্রান্তের পাঁচটি অঙ্গ; অঙ্গুলি finger. [সং. অঙ্গুলি]। আঙুল ফুলে কলা গাছ হঠাত্ বিরাট পদোন্নতি, অবস্হার উন্নতি বা ধনবৃদ্ধি। ̃ .হাড়া আঙুলের যন্ত্রদায়ক রোগবিশেষ, আঙুলের মাথা পেকে ওঠা, whitlow. 78)
ইন্দ্রিয়
(p. 114) indriẏa বি. যেসমস্ত দেহযন্ত্র বা শক্তির সাহায্যে বাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান ও বিভিন্ন ক্রিয়া সম্পাদনে সামর্থ্য জন্মে-ইন্দ্রিয় চোদ্দোটি। বাক্ পাণি পাদ পায়ু উপস্হ: এই পাঁচটি কর্মেন্দ্রিয়; চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক: এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; এবং মন বুদ্ধি অহংকার চিত্ত: এই চারটি অন্তরিন্দ্রিয়। [সং. ইন্দ্র + ঈয় (ঘ)]। ̃ গম্য, ̃ গোচর, ̃ গ্রাহ্য বিণ. ইন্দ্রিয়ের সাহায্যে আয়ত্ত করা যায় এমন; প্রত্যক্ষ। ̃ গ্রাম বি. ইন্দ্রিয়সমূহ। ̃ জয়, ̃ দমন বি. ইন্দ্রিয়কে স্ববশে রাখা বা উচ্ছৃঙ্খল হতে না দেওয়া, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা; লালসা-কামনা জয় করা। ̃ দোষ বি. কামপ্রবৃত্তির প্রাবল্য; লাম্পট্য। ̃ নিগ্রহ বি. ইন্দ্রিয়ের সংযম। ̃ পর, ̃ পর.তন্ত্র, ̃ পর.বশ, ̃ পরবশতা, ̃ পরায়ণ ̃ সেবী -(বিন্) বিণ. ইন্দ্রিয়ের দাবি মেটাতে তত্পর; অতিরিক্ত ভোগবিলাসী; লম্পট। বি পরতা, ̃ পরবশতা, ̃ পরায়ণতা ̃ বৃত্তি বি. ইন্দ্রিয়ের শক্তি বা ক্রিয়া। ̃ সংযম বি. ইন্দ্রিয়সমূহকে নিয়ন্ত্রণে রাখা। ̃ সুখ বি. 1 ইন্দ্রিয়সমূহের পক্ষে সুখকর বস্তু অর্থাত্ শব্দ ঘ্রাণ শোভা ইত্যাদি; 2 (শিথিল অর্থে) কামবাসনার চরিতার্থতা। ̃ সেবা বি. ইন্দ্রিয়সমূহের সুখবিধান; ভোগবিলাস; কামবাসনার তৃপ্তিসাধন; লাপ্পট্য। 45)
ওড়ব, ঔড়ব
(p. 153) ōḍ়ba, auḍ়ba বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় - যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]। 8)
ক-বর্গ
(p. 164) ka-barga বি. ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ যে বর্গভুক্ত। 15)
কণ্ডূ
(p. 159) kaṇḍū বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। ̃ তি বি. 1 চুলকানি; 2 কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। ̃| য়ন বি. কণ্ডূতি; চুলকানো। ̃ য়-মান বিণ. চুলকাচ্ছে এমন। 26)
কাম-রাঙা, কাম-রাঙ্গা
(p. 181) kāma-rāṅā, kāma-rāṅgā বি. পাঁচটি শিরাযুক্ত অম্ল স্বাদের ফলবিশেষ। [সং. কর্মরঙ্গ]। 91)
কুলক
(p. 199) kulaka বি. একটিমাত্র ক্রিয়াপদের সাহায্যে রচিত কমপক্ষে পাঁচটি শ্লোকের সমষ্টি। [সং. কুল + ক]। 27)
কুসুম2
(p. 202) kusuma2 বি. 1 ফুল, পুষ্প ('জড়াই কুসুম-দাম': স. দ.); 2 ডিমের হলদে অংশ; 3 চোখের ব্যাধিবিশেষ; 4 স্ত্রীরজঃ। [সং. √ কুস্ (উজ্জ্বল হওয়া) + উম]। ̃ কলি বি. ফুলের কুঁড়ি। ̃ কানন বি. ফুলের বন। ̃ কার্মুক, ̃ চাপ, ̃ ধনু, ̃ ধন্বা (ন্বন্) বি. মদনদেব। ̃ কোরক বি. ফুলের কুঁড়ি। ̃ দাম বি. ফুলের মালা; ফুলের গুচ্ছ। ̃ পেলব বিণ. ফুলের মতো নরম। ̃ মালিকা বি. 1 ছোট ফুলের মালা, ক্ষুদ্র ফুলমালা; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ শয্যা বি. 1 ফুলশয্যা; 2 নরম বিছানা; 3 আরাম। ̃ শর বি. অশোক, অরবিন্দ ইত্যাদি পাঁচটি ফুলকে যিনি বাণ হিসাবে ব্যবহার করেন অর্থাত্ কামদেব, মদন। ̃ স্তবক বি. ফুলের তোড়া। কুসুমাকর, কুসুমাগম বি. ফুল ফোটার কাল অর্থাত্ বসন্তঋতু। কুসুমাঞ্জলি বি. ফুলসহযোগে অঞ্জলি; ফুল দিয়ে অঞ্জলি; ফুল নিবেদন। কুসুমায়ুধ বি. ফুল যার আয়ুধ বা অস্ত্র অর্থাত্ কন্দর্প, মদনদেব। কুসুমাসব বি. পুষ্পমধু, মকরন্দ। কুসুমাসার বি. পুষ্পবৃষ্টি। কুসুমাস্তরণ বি. কুসুমময় আচ্ছাদন বা গালিচা; ফুলের শয্যা। কুসুমাস্তীর্ণ বিণ. ফুল ছড়ানো; যেখানে ফুল বিছিয়ে দেওয়া হয়েছে (কুসুমাস্তীর্ণ পথ)। কুসুমিত বিণ. পুষ্পিত, পুষ্পযুক্ত (কুসুমিত বন)। কুসুমেষু বি. মদন; কন্দর্প। 4)
খানা1
(p. 226) khānā1 অব্য. টুকরো, খণ্ড, খান ('একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে': রবীন্দ্র); সংখ্যা-পরিমাণ, সংখ্যামাত্র (পাঁচখানা); বস্তু বা বিষয়ের নির্দেশকবিশেষ (বইখানা দাও)। [সং. খণ্ড]। 45)
খোস
(p. 235) khōsa বি. পাঁচড়া, চর্মরোগবিশেষ। [সং. খস; অথবা সং. কচ্ছ (=itching)]। 12)
গজ1
(p. 236) gaja1 বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ̃ কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)। 13)
গব্য
(p. 241) gabya বিণ. 1 গাভীসম্বন্ধীয়; 2 গোরুর দুধ থেকে প্রস্তুত (গব্য ঘৃত)। বি. গাভীজাত বস্তু (পঞ্চগব্য)। [সং. গো + য]। পঞ্চ-গব্য বি. দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র ও গোময়-এই পাঁচটি দ্রব্য। 15)
গলা2
(p. 244) galā2 ক্রি. 1 গলে যাওয়া, তরল বা দ্রব হওয়া (বরফ গলা) ; 2 সরু ফাঁকের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া (হাত দিয়ে জল গলে না, 'পাঁচিলের ফোকর গলে': নজরুল); 3 অভিভূত হওয়া (পুত্রস্নেহে গলে যাওয়া); 4 ফেটে নরম ও তরল হওয়া (ফোঁড়া গলে যাওয়া); 5 ঢোকা, প্রবেশ করা (এর মধ্যে মাথা গলবে না) ; 6 বেশি সিদ্ধ হয়ে নরম হওয়া (ভাত গলে গেছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. গলিত, দ্রবীভূত; জীর্ণ; অতিরিক্ত নরম হয়েছে বা ফেটে গেছে এমন; পচা (পচা-গলা)। [বাং. √গল্ (সং. √গল্) + আ]। ̃ নো ক্রি. 1 গালানো, দ্রব বা তরল করা ; 2 সংকীর্ণ ফাঁকের মধ্য দিয়ে চালনা করা (সে বলটা জানলা দিয়ে গলিয়ে দিল); 3 অভিভূত করা (মিষ্টি কথায় তাঁকে গলিয়ে দিল); 4 প্রবেশ করানো, ঢুকানো (ছুঁচে সুতো গলানো) ; 5 পরিধান করা (জুতোটা পায়ে গলাও, জামাটা গলিয়ে নিই)। বি. বিণ. উক্ত সব অর্থে। 8)
গাছা2, গাছি
(p. 246) gāchā2, gāchi সচ. দীর্ঘ ও সরু বস্তুর সংখ্যাসূচক বা নির্দেশক, enclitic; গোটা, খণ্ড, -টা, -টি (লাঠিগাছা, একগাছি মালা, পাঁচগাছি সজনে খাড়া)। 24)
গাড়ি
(p. 246) gāḍ়i বি. যান, স্হলপথে এক স্হান থেকে অন্যত্র পরিবহণের জন্য ব্যবহৃত যান, শকট। [হি. গাড়ী-তু. সং. গন্ত্রী]। গাড়ি করা ক্রি. বি. গাড়ি ভাড়া করা; নিজের ব্যবহারের জন্য গাড়ি কেনা। গাড়ি ডাকা ক্রি. বি. গাড়ি ভাড়া করে নিয়ে আসা। গাড়ি ধরা ক্রি. বি. গাড়িতে ওঠা (রোজ পাঁচটার গাড়ি ধরতে হয়)। গাড়ি ফেল করা ক্রি. বি. গাড়ি ধরতে না পারা। গাড়ি বারান্দা বি. যে বারান্দার নীচে গাড়ি দাঁড়াতে পারে। 33)
চ-বর্গ
(p. 279) ca-barga বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। 4)
জবা
(p. 312) jabā বি. (সচ.) লাল রঙের পাঁচটি পাপড়িযুক্ত গন্ধহীন ফুলবিশেষ। [সং. জপা প্রাকৃ. জবা]। 93)
জুবিলি
(p. 327) jubili বি. কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাধারণত পঞ্চাশ বত্সর উত্তীর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব; জয়ন্তী উত্সব। [ইং. jubilee]। রৌপ্য জুবিলি পাঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব, silver jubilee. স্বর্ণ বা সুবর্ণ জুবিলি পঞ্চাশ বত্সর পূর্তির উত্সব, golden jubilee. হীরক জুবিলি ষাট বত্সর পূর্তির উত্সব, diamond jubilee. 41)
ট বর্গ
(p. 341) ṭa barga বি. (ব্যাক.) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণ। 42)
ত বর্গ
(p. 367) ta barga বি. ত থ দ ধ ন-এই পাঁচটি বর্ণ। [ত1 + বর্গ]। 54)
তন্মাত্র2
(p. 367) tanmātra2 বি. 1 (সাংখ্যদর্শনে) ক্ষিতি, অপ্, তেজঃ, মরুত্ ও ব্যোম এই সূক্ষ্ম অমিশ্র পঞ্চভূত; 2 শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ-পঞ্চভূতের এই পাঁচটি গুণ। [সং. তদ্ + মাত্রা (সমাসান্ত)]। 30)
দেওয়া
(p. 419) dēōẏā ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)। 2)
দেওয়াল, (কথ্য) দেয়াল
(p. 419) dēōẏāla, (kathya) dēẏāla বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)। [ফা. দীবার]। ̃ গিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। ̃ ঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock. ̃ পঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার। 5)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071802
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767923
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365361
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720767
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697585
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594298
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544471
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542134

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন