Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পোকা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-খেকো
(p. 232) -khēkō বিণ. 1 যে খায় (মানুষখেকো বাঘ); 2 ভক্ষিত (পোকায় খেকো ফল)। [বাং. √খা + উকা]। 14)
আর-শোলা
(p. 104) āra-śōlā বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]। 16)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
উই
(p. 119) ui বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ̃ ঢিপি, ̃ ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ̃ ধরা, ̃ লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 3)
উকুন
(p. 119) ukuna বি. চুলের পোকা, উত্কুণ। [সং. উত্কুণ]। 14)
উড়শ
(p. 119) uḍ়śa বি. (অপ্র.) ছারপোকা। [ সং. উদ্দংশ]। 94)
উত্-কুণ
(p. 123) ut-kuṇa বি. চুলের পোকা, উকুণ। [সং. উত্ + √ কুণ্ + অ]। 5)
কপ
(p. 162) kapa অব্য. তাড়াতাড়ি মুখে পোরার বা গেলার ধ্বন্যাত্মক শব্দবিশেষ (কপ করে পোকাটা গিলে ফেলল)। [ধ্বন্যা.]। কপ কপ অব্য. বারবার ওইরকম করার শব্দ (কপ কপ করে খাওয়া)। কপা-কপ ক্রি-বিণ. কপ কপ ক'রে (কপাকপ খেয়ে ফেলল)। 25)
কাঁচ-পোকা
(p. 174) kān̐ca-pōkā বি. উজ্জ্বল নীল রঙের বোলতাজাতীয় পতঙ্গবিশেষ। [বাং. কাচ + পোকা]। 53)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কিড়া, কীড়া
(p. 190) kiḍ়ā, kīḍ়ā বি. পোকা, কীট (ধানের কিড়া, কাঠের কিড়া)। [সং. কীট]। 2)
কীট
(p. 191) kīṭa বি. 1 পোকা; 2 কৃমি। [অর্বাচীন সং. √ কীট্ + অ]। ̃ ঘ্ন বিণ. কীটনাশক। ̃ জ বিণ. কীট থেকে উত্পন্ন। ̃ দষ্ট বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)। ̃ পতঙ্গ বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি। কীটাণু বি. অতি ক্ষুদ্র পোকা। কীটাণু-কীট বি. 1 ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট; 2 (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি। 22)
কুপো, কুপোকাত
(p. 197) kupō, kupōkāta দ্র কুপা1। 11)
কুমরে পোকা
(p. 198) kumarē pōkā বি. ঘরের দেওয়ালে, দরজায় বা জানালায় মাটির বাসা নির্মাণকারী পোকাবিশেষ। [বাং. কুমার (কুমোর) পোকা]। 3)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
কেড়া
(p. 206) kēḍ়ā বি. 1 কীট, পোকা (তোমার মাথায় কি কেড়া আছে?); 2 সাধারণত কাঠে থাকে এমন পোকা, কেড়া পোকা। [সং. কীট, তু. হি. কিড়া]। কেড়ি বি. কীটবিশেষ, যে পোকা ধান, চাল ইত্যাদি শস্যে থাকে। 11)
কেতাব, কিতাব
(p. 206) kētāba, kitāba বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি বিণ. 1 পুঁথিগত; 2 বইসম্বন্ধীয়। কেতাব-কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট। 15)
কেশ
(p. 207) kēśa বি. চুল। [সং. কে (মস্তকে) + √ শী + অ]। ̃ কর্ম (-র্মন্) বি. চুল বাঁধা; কবরী রচনা। ̃ কলাপ, ̃ গুচ্ছ, ̃ দাম, ̃ পাশ বি. চুলের গোছা। ̃ কীট বি. চুলের পোকা, উকুন। ̃ গ্রহণ বি. চুল ধরা। ̃ ঘ্ন বি. টাক। ̃ তৈল বি. চুলে বা মাথায় মাখার উপযুক্ত তেল। ̃ প্রসাধন বি. চুলের পরিচর্যা; চুলের সংস্কার ও শোভা বর্ধন। ̃. বতী বি. (স্ত্রী.) ভালো চুল আছে যে নারীর। ̃. বিন্যাস বি. চুল বাঁধা; চুলের সংস্কার; চুল আঁচড়ানো; চুলের বাহার। ̃. মুণ্ডন বি. মাথা মুড়িয়ে ফেলা, নেড়া হওয়া। 24)
কোষ
(p. 210) kōṣa বি. 1 আধার, পাত্র, (অণ্ডকোষ, বীজকোষ); 2 খাপ (কোষবদ্ধ তরোয়াল); 3 ভাণ্ডার (রাজকোষ); 4 ধনরাশি (কোষাগার); 5 কাঁঠাল লেবু ইত্যাদির কোয়া (কাঁঠালের কোষ); 6 প্রাণিদেহের সূক্ষ্ম অংশবিশেষ, cell; 7 (দর্শ.) জৈবসত্তার বিভিন্ন স্তর (অন্নময় কোষ, মনোময় কোষ); 8 অভিধান (শব্দকোষ); 9 মুষ্ক, প্রাণিদেহের অণ্ড (কোষবৃদ্ধি); 1 মঞ্জুষা, পেটিকা; 11 কোষা; 12 রেশমগুটি, গুটিপোকা। [সং. √ কুষ্ + অ]। ̃ কার বি. পরস্পর সম্পর্কহীন কবিতার সংকলনগ্রন্হ। ̃ কার বি. অভিধানপ্রণেতা। ̃ বৃদ্ধি বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। 62)
ক্যারা
(p. 210) kyārā বি. 1 কেন্নো; 2 কীট, পোকা; 3 (আল.) পাগলামি, খ্যাপামি (মাথায় ক্যারা আছে)। [দেশি]। 130)
খদ্যোত
(p. 221) khadyōta বি. জোনাকি পোকা। [সং. খ + √দ্যুত্ + অ]। স্ত্রী. খদ্যোতিকা। 70)
গন্ধী
(p. 240) gandhī (-ন্ধিন্) বিণ. গন্ধযুক্ত। বি. 1 গন্ধবণিক; 2 গাঁধিপোকা। [সং. গন্ধ + ইন্]। 22)
গান্ধি, গান্ধি পোকা
(p. 246) gāndhi, gāndhi pōkā বি. শস্য ধ্বংসকারী দুর্গন্ধযুক্ত কীটবিশেষ। [দেশি]। 58)
গু
(p. 250) gu বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ̃ খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ̃ খুরি, ̃ খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)। 23)
গুজরি, গুজরি-পঞ্চম
(p. 250) gujari, gujari-pañcama বি. 1 গাছের পোকাবিশেষ; 2 প্রাচীন ভারতে ব্যবহৃত পায়ের অলংকারবিশেষ। [ধ্বন্যা. গুঞ্জরন গুজরি + পঞ্চম]। 44)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071602
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767878
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365314
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720740
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697530
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594275
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544409
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542112

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন