Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ণযুক্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কর্বুর, কর্বূর
(p. 169) karbura, karbūra বি. 1 রাক্ষস; 2 পাপ। বিণ. নানা বর্ণযুক্ত; চিত্রবিচিত্র। [সং. √ কর্ + উর বিকল্পে ঊ]। ̃ পতি বি. রাক্ষসদের রাজা, রাবণ। কর্বুরিত বিণ. নানা বর্ণে রঞ্জিত। 19)
কষায়
(p. 174) kaṣāẏa বি. 1 তিক্ত বা কটু রস; 2 কষযুক্ত স্বাদ; 3 ক্বাথ; 4 ফিকে লাল বর্ণ; 5 খয়ের বর্ণ। বিণ. 1 কষায় স্বাদযুক্ত; 2 রক্তপীতমিশ্রিত বর্ণযুক্ত; 3 লোহিত; 4 রঞ্জিত। [সং. √ কষ্ + আয়]। কষায়িত বিণ. 1 রক্তবর্ণ, আরক্ত (রোষকষায়িত দৃষ্টি); 2 রঞ্জিত, রংযুক্ত। 2)
গেরুয়া
(p. 256) gēruẏā বিণ. গৈরিক বর্ণযুক্ত বা গৈরিক বর্ণে রঞ্জিত (গেরুয়া কাপড়)। বি. সাধারণত বৈরাগী বা সন্ন্যাসীদের পরিধেয় গেরুয়া রঙের বস্ত্র (গেরুয়া পরা লোক)। [সং. গৈরিক]। 30)
গোলাপ
(p. 261) gōlāpa বি. 1 সুগন্ধ ফুলবিশেষ, গুলাব; 2 গোলাপের নির্যাস-মেশানো জল। [ফা. গুলাব (গুল + আব)]। গোলাপি বি. বিণ. গোলাপের বর্ণ বা বর্ণযুক্ত। 3)
চিত্র
(p. 288) citra বি. 1 ছবি, আলেখ্য; 2 প্রতিকৃতি; 3 নকশা; 4 পত্রলেখা। বিণ. বিস্ময়কর; 2 বিচিত্র; 3 নানা বর্ণে রঞ্জিত। [সং. √চিত্র্ + অ]। ̃ কর, ̃ কার, ̃ কৃত্ বি. ষে ছবি আঁকে' পটুয়া। ̃ কলা বি. ছবি আঁকার বিদ্যা বা শিল্প। ̃ কল্প বি. কবিতায় বা গদ্যে শব্দ দিয়ে ছবি ফুটিয়ে তোলা, রূপকল্প, ভাবচ্ছবি, imagery. ̃ কৃত্ - চিত্রকর এর অনুরূপ। ̃ কাব্য বি. 1 যে কবিতার পদসমূহ চিত্র বা ছবির আকারে গ্রথিত হয়; 2 ব্যাঙ্গার্থহীন এবং শব্দার্থের আড়ম্বরপ্রধান কবিতা বা কাব্য। ̃ গন্ধ বি. 1 মনোহর গন্ধ; 2 হরিতাল। ̃ ণ বি. 1 চিত্রিতকরণ; 2 লেখন (চরিত্রচিত্রণ)। ̃ দীপ বি. পঞ্চপ্রদীপের অন্যতম। ̃ নাট্য বি. গল্প বা উপন্যাসের সিনেমার উপযোগী নাট্যরূপ, scenario, screenplay. ̃ পট বি. ছবি আঁকার জন্য মোটা বস্ত্রবিশেষ, canvas; চিত্রাঙ্কিত বস্ত্র। ̃ ফলক বি. চিত্রাঙ্কিত ধাতুপাত, কাষ্ঠখণ্ড প্রভৃতি। ̃ বিচিত্র বিণ. বিবিধ বর্ণযুক্ত বা চিত্রযুক্ত। ̃ বিদ্যা বি. চিত্রকলা। ̃ ময় বিণ. 1 ছবিতে ভরা; 2 ছবির তুল্য; 3 ছবির দ্বারা বর্ণিত। স্ত্রী. ̃ ময়ী। ̃ যোধী (-ধিন্) বি. অর্জুনের অন্য নাম। ̃ ল বিণ. চিত্রময় ('গড়ে তুলি ভাস্কর্যের চিত্রল প্রেরণা': বিষ্ণু.)। ̃ লেখনী বি. তুলি, ছবি আঁকার তুলি। ̃ শালা বি. 1 চিত্রকরের কর্মস্হান, studio; 2 চিত্রসমূহ রাখার বা সংগ্রহ করার স্হান। ̃ শিল্পী (-ল্পিন্) বি. চিত্রকর। 42)
জলাচরণীয়
(p. 312) jalācaraṇīẏa বিণ. জলচল, উচ্চবর্ণের হিন্দুরা যে নিম্নবর্ণের ছোঁয়া জল ব্যবহার করতে পারে সেই বর্ণযুক্ত। [সং. জল + আচরণীয়]। 159)
তাম্র
(p. 375) tāmra বি. ধাতুবিশেষ, তামা। বিণ. তামার মতো বর্ণযুক্ত (তাম্রকেশ). [সং. √ তম্ + র]। ̃ কুণ্ড বি. পূজায় ব্যবহৃত তামার তৈরি পাত্রবিশেষ। ̃ পট, ̃ পত্র, ̃ ফলক বি. তামার পাত্র বা তক্তি যাতে প্রাচীনকালে রাজার আদেশাদি খোদাই করা হত। ̃ পল্লব বি. 1 রক্তপল্লব; লালবর্ণযুক্ত পাতা; 2 অশোক গাছের পাতা; 3 রক্তচন্দন গাছের পাতা। ̃ পাত্র বি. তামার তৈরি বাসন। ̃ পুষ্প বি. 1 রক্তকাঞ্চন গাছ ও তার পাতা; 2 ভুঁইচাঁপা। বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তামাটে। তাম্রাভ বিণ. তামাটে, পিঙ্গল। ̃ লিপি বি. তামার ফলকে উত্কীর্ণ লিপি। ̃ শাসন বি. তামার ফলকে খোদিত বা উত্কীর্ণ রাজাজ্ঞা। ̃ সার বি. রক্তচন্দন। 53)
দূর্বা
(p. 416) dūrbā বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। ̃ দল বি. দূর্বাঘাসের পাতা। ̃ দল-শ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। ̃ ষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।
দ্ব্যক্ষর
(p. 426) dbyakṣara বিণ. দুই অক্ষরযুক্ত বা দুই বর্ণযুক্ত। বি. দুই অক্ষরযুক্ত মন্ত্রবিশেষ। [সং. দ্বি + অক্ষর]। 42)
পিঙ্গ, পিঙ্গল
(p. 519) piṅga, piṅgala বি. আগুনের মতো রং, কপিল বর্ণ; পীত আভাযুক্ত ঈষত্ রক্তবর্ণ, কপিল। বিণ. উক্ত বর্ণযুক্ত। [সং. √ পিঙ্গ + অ, +ল]। পিঙ্গলা বিণ. পিঙ্গল -এর স্ত্রীলিঙ্গ। বি. তন্ত্রোক্ত তিনটি নাড়ির অন্যতম। [ইড়া ও সুষুম্না দ্র]। 28)
বাদাম1
(p. 598) bādāma1 বি. শক্ত আবরণযুক্ত ভোজ্য ফলবীজবিশেষ। [ফা. বাদাম]। বাদামি বিণ. 1 বাদামের পরদা বা পাতলা খোসার মতো বর্ণযুক্ত, পাটকিলে; 2 বাদামের মতো। [বাং. বাদাম + ই]। 19)
বাসন্তী
(p. 605) bāsantī বি. 1 দুর্গা; 2 বসন্তকাল ('বাসন্তী, হে ভুবনমোহিনী': রবীন্দ্র)। বিণ. 1 বসন্তসম্বন্ধীয়; 2 (বাং.) ফিকে কমলা বর্ণযুক্ত, বসন্তী ('বাসন্তী-বাসপরা': রবীন্দ্র)। [সং. বাসন্ত + ঈ]। বাসন্তী পূজা বি. বসন্তকালে অনুষ্ঠিত দুর্গাপূজা। 7)
ময়ূর
(p. 685) maẏūra বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি [সং. √ মী + ঊর]। স্ত্রী. ময়ূরী। ̃ .কণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)। ̃ .পঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ। ̃ .পুচ্ছ বি. ময়ূরের লেজ। ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ। 22)
শবল
(p. 769) śabala বিণ. নানাবর্ণযুক্ত, চিত্রবিচিত্র। [সং. √ শব্ + অল]। শবলা, শবলী বিণ. শবল -এর স্ত্রীলিঙ্গে। বি. 1 বহুবর্ণা গাভি; 2 বশিষ্ঠের কামধেনু। শবলিত বিণ. নানাবর্ণে শোভিত; নানা বর্ণের সমাবেশে বিচিত্র। 44)
শ্যামল, (প্রা. কা.) শ্যামর
(p. 786) śyāmala, (prā. kā.) śyāmara বিণ. শ্যামবর্ণযুক্ত (শ্যামল বনানী)। [সং. শ্যাম + ল]। স্ত্রী. শ্যামলা (শস্যশ্যামলা)। বি. ̃তা ̃ত্ব, শ্যামালিমা (-মন্)। শ্যামলী বি. শ্যামবর্ণা গাভীর নাম। 44)
হরিত্, হরিত
(p. 860) harit, harita বি. 1 সবুজ বর্ণ; 2 সূর্যের অশ্ব। বিণ. সবুজবর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ইত্, ইত]। হরিতাশ্ম (-শ্মন্) বি. 1 (সবুজবর্ণ বলে) মরকত মণি; 2 তুঁতে। হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য। হরিদ্বর্ণ বিণ. হরিত্ বর্ণযুক্ত। 33)
হরিদ্রা
(p. 860) haridrā বি. (প্রধানত মশলারূপে ব্যবহৃত) পীতবর্ণ মূলবিশেষ, হলুদ। [সং. হরি + √ দ্রু + অ + আ]। ̃ ভ বিণ. পীতবর্ণযুক্ত; হলদে। 37)
হারিদ্র
(p. 867) hāridra বিণ. হরিদ্রাবর্ণযুক্ত। [সং. হরিদ্রা + অ]। 37)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071909
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767953
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365373
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720784
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697611
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594313
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544500
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542137

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন