Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বৃদ্ধিপ্রাপ্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উচ্ছ্রয়, উচ্ছ্রায়
(p. 119) ucchraẏa, ucchrāẏa বি. 1 উচ্চতা; 2 উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্) বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ('উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)। 62)
কুরণ্ড, (কথ্য) কোরণ্ড
(p. 198) kuraṇḍa, (kathya) kōraṇḍa বি. অণ্ডকোষে জল-জমা রোগ, মুষ্কবৃদ্ধি রোগ বা ওই রোগে বৃদ্ধিপ্রাপ্ত অণ্ডকোষ, hydrocele. [সং. কু + √ রম্ + ড]। 31)
কূপিত
(p. 197) kūpita বিণ. 1 ক্রুদ্ধ, রুষ্ট, কোপযুক্ত; 2 (বৈদ্য.) বৃদ্ধিপ্রাপ্ত, দূষিত (কুপিত বায়ু)। [সং. √ কুপ্ + ত]। বিণ. (স্ত্রী.) কুপিতা। 8)
ঢল
(p. 360) ḍhala বি. 1 ঢালু জায়গা, ঢাল; ক্রমনিম্নতা; 2 পাহাড়ের ঢাল বেয়ে নিম্নগামী জলরাশি; 3 বন্যায় বৃদ্ধিপ্রাপ্ত জলরাশি (ঢল নামা)। [দেশি]। 14)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পুষ্ট
(p. 526) puṣṭa বিণ. 1 প্রতিপালিত (মামার অন্নে পুষ্ট); 2 বর্ধিত, বৃদ্ধিপ্রাপ্ত (রোদেজলে পুষ্ট গাছ); 3 নধর, মোটাসোটা (পুষ্ট শরীর); 4 পরিণত, সুপক্ব। [সং. √ পুষ্ + ত]। পুষ্টি বি. পোষণ, পালন; বৃদ্ধি; পরিপুষ্ট ভাব; স্হূলতা; পরিণতি; পক্বতা। পুষ্টি-কর, পুষ্টি-কারক বিণ. পুষ্টিদানকারী, যাতে পুষ্টি হয় (পুষ্টিকর খাদ্য)। 86)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
প্রকোপ
(p. 537) prakōpa বি. 1 প্রাবল্য (রোগের প্রকোপ); 2 ভীষণ ক্রোধ (দুর্বাসার প্রকোপ প্রশমিত হল না)। [সং. প্র + কোপ]। ̃ ন বি. 1 উত্তেজন; ক্রুদ্ধকরণ; 2 বৃদ্ধিকরণ। প্রকোপিত বিণ. উত্তেজিত; ক্রুদ্ধ; বৃদ্ধিপ্রাপ্ত। 13)
প্রচিত
(p. 538) pracita বিণ. 1 চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; 2 সঞ্চিত; 3 বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]। 17)
প্রবৃদ্ধ
(p. 548) prabṛddha বিণ. 1 অত্যন্ত বৃদ্ধ; 2 অতিশয় বৃদ্ধিপ্রাপ্ত; 3 সুবিস্তৃত। [সং. প্র + √ বৃধ্ + ত]। প্রবৃদ্ধ-কোণ (জ্যামি.) বি. দুই সমকোণের চেয়ে বড়ো কিন্তু চার সমকোণের চেয়ে ছোটো কোণ, reflex angle. (বি.প.)। 15)
প্রসৃত
(p. 552) prasṛta বিণ. 1 নির্গত, নিঃসৃত; 2 বিস্তৃত, ব্যাপ্ত; 3 বৃদ্ধিপ্রাপ্ত, প্রবৃদ্ধ; 4 প্রশস্ত, বিস্তারযুক্ত; 5 বিনীত, নম্র (প্রসৃতবাক্য)। [সং. প্র + √ সৃ + ত]। প্রসৃতি বি. 1 বিস্তার, ব্যাপ্তি; 2 নির্গমন; 3 বেগ; 4 হাতের কোষ। 19)
বর্ধন
(p. 580) bardhana বি. 1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা); 2 উন্নতি; 3 বৃদ্ধিপ্রাপ্তি। বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)। [সং. √ বর্ধি + অন]। বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)। বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)। 125)
বিবর্ধন
(p. 619) bibardhana বি. 1 সম্যক বৃদ্ধিসাধন। [সং. বি + √ বৃধ্ + ণিচ্ + অন]; 2 সম্যক বৃদ্ধি। [সং. বি + √ বৃধ্ + অন্]। বিবর্ধিত বিণ. সম্যক বর্ধিত; বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত (বিবর্ধিত উপার্জন)। 51)
সম়ৃদ্ধ
(p. 814) sam়ṛddha বিণ. 1 সম্যক বৃদ্ধিপ্রাপ্ত; 2 সম্পদশালী; 3 প্রাচুর্যযুক্ত (ফলপুষ্পসমৃদ্ধ বৃক্ষ)। [সং. সম্ + √ ঋধ্ + ত]। স্ত্রী. সমৃদ্ধা। সমৃদ্ধি বি. সম্যক বৃদ্ধি; উন্নতি; সম্পদ, ঐশ্বর্য। সমৃদ্ধি-শালী বিণ. ঐশ্বর্যযুক্ত। 32)
সমুচ্ছ্রায়, সমুচ্ছ্রয়
(p. 814) samucchrāẏa, samucchraẏa বি. 1 অতিশয় স্ফীতি বা উচ্চতা; 2 অত্যুন্নতি। [সং. সম্ + উদ্ + √ শ্রি + অ]। সমুচ্ছ্রিত বিণ. অতিশয় স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত; 2 অত্যুন্নতি। 6)
হৃত্
(p. 872) hṛt (-হৃদ্) বি. 1 হৃদয়; মন, অন্তঃকরণ; 2 বক্ষস্হল; বুকের ভিতরের অংশ। [সং.]। ̃ কমল বি. হৃদয়রূপ পদ্ম। ̃ কম্প বি. হৃত্পিণ়্ডের স্পন্দন; ভয়াদিজনিত হৃত্পিণ্ডের বৃদ্ধিপ্রাপ্ত স্পন্দনবেগ (দুঃসংবাদ শুনে হৃত্কম্প)। হৃদ্-গত বিণ. মনোগত (হৃদ্গত অভিলাষ)। ̃ পিণ্ড, হৃদ্-যন্ত্র বি. বুকের মধ্যে স্পন্দনশীল রক্তসঞ্চালক যন্ত্র, heart. হৃদ্-রোগ বি. বুকের ব্যাধি (হৃদ্রোগে আক্রান্ত)। ̃ স্পন্দন বি. হৃত্পিণ্ডের স্বাভাবিক গতি বা চলন। হৃদ্বোধ বি. ধারণা। 17)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071566
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767851
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365295
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720733
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697522
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594268
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544396
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542109

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন