Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ব্যবস্থা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ক্রসিং
(p. 215) krasi বি. 1 দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); 2 কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]। 8)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অধি-বাসিত
(p. 17) adhi-bāsita বিণ. 1 অধিবাস করানো হয়েছে এমন; 2 বাস করার ব্যবস্হা হয়েছে এমন; 3 স্হাপিত। [সং. অধি+√ বাসি+ত]। 76)
অধ্যক্ষ
(p. 20) adhyakṣa বি. 1 কর্মকর্তা; পরিচালক; তত্ত্বাবধায়ক; 2 ভারপ্রাপ্ত কর্মচারী (মঠাধ্যক্ষ); 3 কলেজের প্রিন্সিপ্যাল, principal; 4 কর্মপরিচালক, manager (স.প.); 5 বিধানসভা ব্যবস্হাপক সভা ইত্যাদির সভাপতি, পরিচালক, speaker (স. প.)। [সং. অধি+অক্ষ]। বি. ̃ তা, ̃ ত্ব। 23)
অনবস্হা
(p. 23) anabashā বি. 1 অব্যবস্হা; 2 অস্হিরতা; 3 নিয়মের অভাব; 4 উপপাদ্য ও উপপাদকের অর্থাত্ যা প্রমাণ করতে হবে এবং যা প্রমাণের সহায় নেই দুইয়ের অনবরত উল্লেখজনিত তর্কদোষবিশেষ। [সং. ন+অবস্হা]। অনবস্হ, অনব-স্হিত বিণ. অস্হির, অব্যবস্হাযুক্ত। অনব-স্হিত-চিত্ত বিণ. যার চিত্ত চঞ্চল, যার মনের স্হিরতা নেই; অস্হিরচিত্ত; ক্ষণে ক্ষণে মত বদলায় এমন। 7)
অনাগত
(p. 24) anāgata বিণ. 1 এখনও আসেনি এমন; আগামী, ভবিষ্যত্ (অনাগত যুগ); 2 অনুপস্হিত। [সং. ন+আগত]। ̃ বিধাতা (-তৃ) বি. বিণ. ভবিষ্যতের জন্য সংস্হানকারী; পরিণাম বিবেচনা করে ব্যবস্হা করে এমন ব্যক্তি। 5)
অনু-বিধি
(p. 29) anu-bidhi বি. নিয়মাবলি বা আইনের অন্তর্ভুক্ত বিশেষ ব্যবস্হা, proviso (স. প.)। [সং. অনু + বিধি]। 25)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অবিধান
(p. 48) abidhāna বি. 1 অন্যায় বিধান, অন্যায় নিয়ম, অশাস্ত্রীয় বিধান; 2 অব্যবস্হা। [সং. ন + বিধান]। 29)
অব্যবস্হা
(p. 50) abyabashā বি. সুষ্ঠু ব্যবস্হার অভাব, শৃঙ্খলার অভাব, বেবন্দোবস্ত; গোলযোগ; অরাজকতা (দেশে তখন চরম প্রশাসনিক অব্যবস্হা)। [সং. ন + ব্যবস্হা]। অব্যবস্হ বিণ. ব্যবস্হাহীন, বিশৃঙ্খল; গোলযোগপূর্ণ; অস্হির। 27)
অব্যবস্হিত
(p. 50) abyabashita বিণ. অস্হির; সদা পরিবর্তনশীল (অব্যবস্হিতচিত্ত)। [সং. ন + ব্যবস্হিত]। ̃ চিত্ত বিণ. মতি স্হির নেই এমন। 28)
অমাত্য
(p. 57) amātya বি. মন্ত্রী, পরামর্শ বা মন্ত্রণা দেন যিনি। [সং. অমা + √ অত্ + য]। ̃ .তন্ত্র বি. অমাত্যদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্হা। 17)
অরক্ষিত
(p. 60) arakṣita বিণ. 1 রক্ষা করা হয়নি এমন; রক্ষার ব্যবস্হা করা হয়নি এমন, unprotected (অরক্ষিত নগরী, অরক্ষিত অঞ্চল); 2 পালন করা হয়নি এমন (অরক্ষিত আদেশ); 3 অসঞ্চিত; বাজে খরচ করা হয়েছে এমন (অরক্ষিত ধন)। [সং. ন + রক্ষিত]। 26)
অস্হির
(p. 73) ashira বিণ. 1 স্হির নয় এমন, স্হির থাকে না এমন; চঞ্চল; 2 আকুল, উদ্গ্রীব; 3 অনির্ধারিত, স্হিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; 4 নশ্বর। [সং. ন + স্হির]। বি. ̃ তা, ̃ ত্ব, অস্হৈর্য। ̃ চিত্ত বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. ̃ চিত্ততা। ̃ পঞ্চানন বি. স্বভাবে অস্হির ও ছটফটে লোক। ̃ বুদ্ধি বিণ. বুদ্ধি বা মতের স্হির নেই এমন। বি. উক্ত অর্থে। ̃ সংকল্প বিণ. সংকল্প বা কর্তব্য স্হির করেনি এমন; অব্যবস্হিতচিত্ত। 31)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আটকা
(p. 85) āṭakā বি. বাধা, প্রতিবন্ধক। বিণ. বন্দি, অবরুদ্ধ (জালে আটকা-পড়া মাছ, কলে আটকা ইঁদুর)। [বাং. আটক + আ]। আটকা-আটকি বি. কড়াকড়ি ব্যবস্হা। 63)
আটকে, আটকিয়া
(p. 85) āṭakē, āṭakiẏā বি. পুরীর জগন্নাথের প্রসাদবিশেষ। [ও. একাটিয়া]। আটকে বাঁধা জগন্নাথমন্দিরে পুণ্য অর্জনের জন্য অর্থদান যাতে একজনের উপযোগী প্রসাদের ব্যবস্হা হয়। 65)
আড়ত
(p. 85) āḍ়ta বি. গোলা, কেনা-বেচার কেন্দ্র, depot (কয়লার আড়ত)। তু. হি. আঢ়ত্]। ̃ দার বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে। ̃ দারি বি. আড়তদারের কাজ বা পেশা। বিণ. আড়তদারসংক্রান্ত বা আড়তদারের পেশাসংক্রান্ত। 87)
আত্মোদর-পূর্তি
(p. 89) ātmōdara-pūrti বি. নিজের পেট ভরার ব্যবস্হা; নিজের ক্ষুধা মেটানো। [সং. আত্মন্ + উদরপূর্তি] 38)
আবাসন
(p. 99) ābāsana বি. নাগরিকদের বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ বণ্টন ও সংরক্ষণের সরকারি ব্যবস্হা (আবাসন-পর্ষদ্)। [সং. আ + ̃ বস্ + ণিচ্ + অন]। 12)
আমলা2
(p. 101) āmalā2 বি. 1 কেরানি; 2 কর্মচারী; 3 উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। ̃ তন্ত্র বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy. 29)
আলোক
(p. 106) ālōka বি. 1 দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়; 2 কিরণ (সূর্যালোক)। [সং. আ + √লোক্ + অ]। ̃ চিত্র বি. ফোটোগ্রাফ। ̃ চ্ছটা বি. আলোকরশ্মি। ̃ পাত বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)। ̃ বর্ষ বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year. ̃ বিজ্ঞান বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics. ̃ লতা বি. পরগাছাবিশেষ। ̃ শক্তি বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy. ̃ সংকেত বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon. ̃ সজ্জা বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা। ̃ সপ্পাত বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল। ̃ স্তম্ভ বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house. আলোকিত বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত। আলোকোজ্জ্বল বিণ. উদ্ভাসিত, দীপ্ত। 59)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
ইন্তিজাম
(p. 114) intijāma বি. ব্যবস্হা; সুব্যবস্হা। [আ. ইন্তিজাম্]। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2069361
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767036
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364184
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720349
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697072
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593936
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543049
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541891

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন