Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যে-ব্যক্তি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কামার
(p. 181) kāmāra বি. যে-ব্যক্তি লৌহদ্রব্য গড়ে, কর্মকার। [সং. কর্মকার কর্মার]। ̃ নি বি. (স্ত্রী.) কামারের স্ত্রী। ̃ শালা বি. কামারের কারখানা বা কর্মস্হল। 104)
গল
(p. 243) gala বি. গলা, কণ্ঠদেশ। [সং. √গল্ + অ (অচ্)]। ̃ কম্বল বি. গোরুর গলার নিম্নদেশে লম্বমান মাংসপিণ্ড, সাম্না। ̃ গণ্ড বি. গলদেশের মাংসস্ফীতি রোগবিশেষ। ̃ গ্রহ বি. 1 গলায় অনভিপ্রেত বোঝা; 2 (আল.) যাকে ইচ্ছা না থাকলেও প্রতিপালন করতে হয়; যে-দায়িত্ব বা যে-ব্যক্তিকে অনিচ্ছা সত্ত্বেও পালন করতে হয়। ̃ দেশ বি. গলা। ̃ নালি বি. অন্ননালির উপর অংশে মুখের ঠিক পিছনে নলাকার দেহাংশ। ̃ বস্ত্র বি. গলায় কাপড় জড়িয়ে বিনয় প্রকাশ; বিনীত ভাব প্রকাশের জন্য গলায় কাপড় জড়ানো। বিণ. অতি বিনীত (গলবস্ত্র হয়ে অনুরোধ করা)। ̃ বিল বি. অন্ননালির উপরিভাগের গহ্বর, pharynx. ̃ রজ্জু বি. গলায় দড়ি, ফাঁসি। ̃ লগ্নী-কৃত-বাস, ̃ বস্ত্র বিণ. সবিনয় প্রার্থনাকালে নিজের গলায় কাপড় জড়িয়েছে এমন; অতি বিনীত। ̃ হস্ত বি. গলাধাক্কা, অর্ধচন্দ্র। 21)
ছেলে
(p. 304) chēlē বি. 1 বালক, শিশু (ছেলেখেলা); 2 পুত্র (তাঁর তিনটি ছেলে); 3 লোক, ব্যক্তি (বেটা ছেলে, মেয়ে ছেলে); 4 বিবাহের পাত্র (মেয়ের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম)। [বাং. ছাওয়াল, ছাবাল পা. ছাব-তু. সং. শাবক]। ̃ খেলা বি. 1 ছোটদের খেলা; 2 (আল.) অতি সহজসাধ্য ব্যাপার (সেতার বাজানো মোটেই ছেলেখেলা নয়)। ̃ ছোকরা বি. অপক্ববুদ্ধি যুবক, অপরিণতবুদ্ধি তরুণ। ̃ ধরা বি. যে-ব্যক্তি অসদুদ্দেশ্যে বালকবালিকাদের চুরি করে। ̃ পিলে, ̃ পুলে বি. 1 ছোট ছেলেমেয়ে; 2 সন্তানসন্ততি। ̃ বেলা বি. শিশুকাল, বাল্যকাল। ছেলে-ভুলানো বিণ. যাতে কেবল শিশুরাই ভোলে বা আকৃষ্ট হয় (ছেলে-ভুলানো ছড়া)। ̃ মানুষ বিণ. অল্পবয়স্ক; অপরিণতবুদ্ধি। ̃ মানুষি বি. বিণ. বালকসুলভ আচরণ; বালসুলভ (ছেলেমানুষি কথা)। ̃ মি বি. ছেলেমানুষি। ̃ মেয়ে বি. বালকবালিকা; সন্তানসন্ততি। 144)
প্রশ্ন
(p. 551) praśna বি. 1 জিজ্ঞাসা, জানতে চাওয়া (প্রশ্ন করা); 2 জিজ্ঞাসিত বিষয় (দুরূহ প্রশ্ন); 3 সমস্যা (কী করব সেটাই প্রশ্ন)। [সং. √ প্রচ্ছ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ পত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ। ̃ মালা বি. প্রশ্নসমূহ। প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)। প্রশ্নোত্তর বি. প্রশ্ন ও তার জবাব। 17)
প্রিণ্টার
(p. 554) priṇṭāra বি. মুদ্রাকর, যে-ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছেপে দেয়। [ইং. printer]। 92)
প্রোমোটার
(p. 554) prōmōṭāra বি. 1 যে-ব্যক্তি কোনো সংস্হা বা সংগঠনের নেতৃত্ব করে; 2 যে-ব্যক্তি বহুতল বাড়ির ফ্ল্যাট মালিকানা-ভিত্তিতে তৈরি ও বিক্রয় করে। [ইং. promoter]। 139)
বরগা2
(p. 580) baragā2 বি. ভাগে চাষযোগ্য জমি বা তার বন্দোবস্ত। [দেশি]। ̃ দার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে। 38)
ভিস্তি
(p. 667) bhisti বি. 1 জল বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলিবিশেষ, মশক (ভিস্তিতে করে জল নেওয়া); 2 মশকে করে যে-ব্যক্তি জল বহন ও সরবরাহ করে। [ফা. বিহিশত্]। ̃ .ওয়ালা বি. যে-ব্যক্তি মশকে করে জল বহন ও সরবরাহ করে ('রোগা এক ভিস্তিওয়ালা': সু. রা)। 6)
মণি
(p. 676) maṇi বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । ̃ ক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। ̃ .কর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। ̃ .কাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। ̃ .কাঞ্চন-যোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। ̃ .কা বি. 1 মণি; 2 মাটির জালা। ̃ .কার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী। ̃ .কুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে। ̃ .কোঠা বি মণিময় গৃহ। ̃ .মণ্ডিত, ̃ .ময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত। ̃ .মঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা। ̃ .মাণিক্য বি. বিভিন্ন রত্নাদি। ̃ .মালা বি. মণিময় হার। ̃ .রাগ বি হিঙ্গুল। ̃ .হার বি. মণিময় কণ্ঠহার। ̃ .হারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি। 48)
মেকানিক
(p. 714) mēkānika বি. কারিগর, মিস্ত্রি, যে-ব্যক্তি যন্ত্রপাতি মেরামতের কাজ করে।[ইং. mechanic.]। 29)
রাহা
(p. 743) rāhā বি. 1 পথ (রাহাজানি, রাহাখরচ); 2 উপায় (সুরাহা)। [ফা. রাহ্]। ̃ .খরচ বি. পথখরচ, পাথেয়। ̃ .জান বি. যে-ব্যক্তি রাজপথে ডাকাতি করে। ̃ .জানি বি. রাহাজানের বৃত্তি, পথে ডাকাতি। 34)
রূপ
(p. 747) rūpa বি. 1 মূর্তি, শরীর ('অরূপের রূপ দিক': রবীন্দ্র); 2 আকৃতি, চেহারা (নবরূপে অবতীর্ণ); 3 সৌন্দর্য, শ্রী, শোভা (রূপের জৌলুশ); 4 প্রকার, রকম, ধরন (এরূপ (ঘটনা, কীরূপ); 5 বর্ণ, রং ('কাল রূপ ছাড়া আন রূপ দেখব না'); 6 (ব্যাক.) শব্দমূলের বা ধাতুমূলের সঙ্গে বিভক্তিযোগ (শব্দরূপ, ধাতুরূপ); 7 (দর্শনে) দৃষ্টিসাধ্য বা প্রত্যক্ষ বিষয়। বিণ. তুল্য; অভিন্ন (স্নেহরূপ বন্ধন)। [সং. √ রূপ্ + অ]। ̃ .কার বি. 1 রূপদাতা; 2 শিল্পী; 3 যে-ব্যক্তি (প্রধানত অভিনেতাদের) পোশাক পরায়, সজ্জাকার। ̃ .চর্চা বি. সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার বা বাড়াবার জন্য দেহচর্চা বা প্রসাধনচর্চা। ̃ জ বিণ. রূপজনিত। ̃ .দক্ষ বিণ. 1 রূপধারণে দক্ষ; 2 রূপদানে বা রূপায়িত করতে দক্ষ শিল্পী, artist. ̃ .ধারণ বি. 1 মূর্তিপরিগ্রহ; 2 (প্রধানত অভিনয়ের বা ছদ্মবেশের) পোশাক পরিধান। ̃ .ধারী (-রিন্) বিণ. রূপধারণ করছে এমন। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত বিণ. সুন্দর, রূপ আছে এমন। স্ত্রী. ̃ .বতী। ̃ .ভেদ বি. ভিন্ন প্রকার অন্য রূপ বা রকম। ̃ .মাধুরী বি. সৌন্দর্যের কমনীয়তা। ̃ .মোহ বি. সৌন্দর্যের প্রতি অন্ধ আকর্ষণ; রূপবিহ্বলতা। ̃ .সজ্জা বি. 1 সাজগোজ; 2 অভিনয়াদির জন্য সাজসজ্জা। রূপের ডালি প্রচুর সৌন্দর্যের আধার; অত্যন্ত রূপবান বা রূপবতী। রূপের ধুচুনি (ব্যঙ্গে) অত্যন্ত কুরূপ। 19)
শেখ
(p. 784) śēkha বি. 1 স্বয়ং হজরত মোহাম্মদ কর্তৃক যে-ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বা তার বংশধর; 2 সম্ভ্রান্ত মুসলমান সম্প্রদায়বিশেষ। [আ. শইখ্]। 11)
শ্মশান
(p. 786) śmaśāna বি. শবদাহের স্হান, মশান। [সং. শ্মন্ + শান]। ̃কালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। ̃চারী (-রিন্), ̃বাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। ̃চারিণী, ̃বাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। বি. কালিকাদেবী। ̃পুরী, ̃ভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান। ̃বন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। ̃বৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে। 39)
স্পষ্ট
(p. 849) spaṣṭa বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। ̃ ত, (বর্জি.) ̃ তঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. ̃ তা। ̃ বক্তা (ক্তৃ), ̃ বাদী (দিন্), ̃ ভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. ̃ বাদিনী, ̃ ভাষিণী। বি. ̃ বাদিতা, ̃ ভাষিতা। স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টা-স্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টী-কৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন। স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2071344
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767742
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365148
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720688
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697459
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594230
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542070

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন