Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লতাবিশেষ; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ইশর-মূল
(p. 116) iśara-mūla বি. বিষহর লতাবিশেষের মূল, অর্কমূলা, Aristolochia Indiaca. [বিষহর মূল?]। ইশাদি বি. সাক্ষী। [ফা. ইশাদী]। 22)
গন্ধ
(p. 240) gandha বি. 1 বস্তুর যে-গুণ কেবল নাকের দ্বারা অনুভবনীয়. বাস (গন্ধ ছড়ায়); 2 ঘ্রাণ (গন্ধ পাচ্ছি); 3 সুগন্ধ (গন্ধ মেখেছে?); 4 সামান্যতম উল্লেখ, লেশ (নামগন্ধ নেই); 5 সম্পর্ক (এর সঙ্গে টাকার কোনো গন্ধ নেই)। [সং. √গন্ধ্ + অ]। ̃ কাষ্ঠ বি. চন্দন কাঠ; কালাগুরু। ̃ গোকুল, ̃ গোকুলা বি. নকুল বা বেজিজাতীয় জন্তুবিশেষ, খট্টাশ। [সং. গন্ধনকুল]। ̃ তেল, ̃ তৈল বি. সুবাসিত তেল, ফুলেল তেল। ̃ দ্রব্য বি. 1 সুগন্ধ দ্রব্য ; 2 নাগকেশর। ̃ পুষ্প বি. সুগন্ধি ফুল; সচন্দন ফুল। ̃ বণিক (-ণিজ্) বি. গন্ধদ্রব্য ব্যবসায়ী; মশলা ব্যবসায়ী, বাঙালি হিন্দু সম্প্রদায়বিশেষ. গন্ধবেনে। ̃ বহ, ̃ বাহ বি. বাতাস। ̃ ভাদাল, ̃ ভাদুলি বি. দুর্গন্ধযুক্ত লতাবিশেষ, গাঁধাল। ̃ মাদন বি. রামায়ণোক্ত যে বিশাল পর্বত হনুমান বিশল্যকরণীর জন্য উপড়ে এনেছিলেন। ̃ মূষিক বি. ছুঁচো। ̃ মৃগ বি. কস্তুরীমৃগ। ̃ রাজ বি. সুগন্ধি সাদা ফুলবিশেষ। ̃ সার বি. চন্দন; চন্দন গাছ। গন্ধে গন্ধে ক্রি-বিণ. সূত্র অনুসরণ করে (গন্ধে গন্ধে এসে ঠিক হাজির হয়েছে)। 17)
গাঁধাল, গাঁদাল
(p. 246) gān̐dhāla, gān̐dāla বি. উত্কট গন্ধযুক্ত এবং ওষুধরূপে ব্যবহৃত লতাবিশেষ। [সং. গন্ধালী]। 16)
গুলঞ্চ
(p. 253) gulañca বি. লতাবিশেষ, গুড়ুচী। [সং. গুড়ুচী]। 39)
চই
(p. 274) ci বি. পিঁপুলজাতীয় লতাবিশেষ; তার ডাল বা মূল। [সং. চবিকা]। 3)
তাম্বূল
(p. 375) tāmbūla বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। ̃ করঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। ̃ রাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়। 52)
পটপটি2
(p. 486) paṭapaṭi2 বি. 1 অত্যধিক শুচিবাইয়ের ভাব; 2 নিয়ম সম্বন্ধে বাড়াবাড়ি; 3 আস্ফালন (মুখেই যত পটপটি); 4 পটপট শব্দকারক আতশবাজিবিশেষ; 5 খেলনা বাদ্যযন্ত্রবিশেষ; 6 মাছের পেটের বায়ুপূর্ণ থলি বা বায়ুকোষ; পটকা; 7 ছোটো লতাবিশেষ বা তার ফল। [দেশি]। 7)
বিশল্য
(p. 626) biśalya বিণ. 1 শল্যহীন বা শলাকাহীন; 2 বেদনাহীন; 3 ভাবনাহীন। [সং. বি (=বিগত) + শল্য]। ̃ করণী বি. (রামা.) শল্য-উন্মোচন ও ব্যথানিবারণের ওষুধরূপে বর্ণিত লতাবিশেষ। বিশল্যা বিণ. বিশল্য -র স্ত্রীলিঙ্গ; প্রসববেদনাহীন। বি. বেদনানাশক লতাবিশেষ, গুলঞ্চ। 26)
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
মঞ্জিষ্ঠা
(p. 676) mañjiṣṭhā বি. লাল রঙের লতাবিশেষ। [সং. মঞ্জু + √ স্হা + অ + আ]। 29)
মাধবী
(p. 692) mādhabī বি. স্ত্রী. 1 চিরহরিত্ লতাবিশেষ; 2 মাধবের পত্নী বিণ. বৈশাখী ('তোমায় দেখছি মাধবী রাতে': রবীন্দ্র)। [সং মাধব + ঈ]। ̃ .কুঞ্জ বি. মাধবীলতায় সমাচ্ছন্ন স্হান। ̃ .লতা বি মাধবী গাছের লতানো ডা়ল। 134)
রাস্না
(p. 743) rāsnā বি. পরগাছাজাতীয় লতাবিশেষ; অর্কিডবিশেষ। [সং. √ রস্ + ন + আ]। 33)
রুদ্র
(p. 743) rudra বি. 1 শিব; 2 কুপিত বা ক্রুদ্ধ অবস্হায় শিবের প্রলয়মূর্তি। বিণ. 1 উগ্র, ভীষণ (রুদ্র রূপ); 2 সংহারক (রুদ্র রোষ)। [সং. রোদি + র, বিকল্পে √ রুদ্ + র]। ̃ .জটা বি. 1 শিবের জটা; 2 লতাবিশেষ। ̃ .তাল বি. সংগীতের তালবিশেষ; তাণ্ডবনৃত্যের তাল। ̃ .বীণা বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ ('হে রুদ্রবীণা বাজো বাজো বাজো': রবীন্দ্র)। ̃ .মূর্তি বিণ. ক্রুদ্ধ চেহারাযুক্ত; ভীষণাকৃতি। রুদ্রাক্ষ বি. শুষ্ক ফলবিশেষ, যা দিয়ে জপমালা প্রস্তুত হয়। রুদ্রাক্ষ-মালা বি. রুদ্রাক্ষ দিয়ে তৈরি জপমালা। রুদ্রাণী বি. (স্ত্রী.) শিবের পত্নী ভবানী। 96)
লজ্জা
(p. 755) lajjā বি. 1 গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তিজনক ভাব, শরম, ব্রীড়া; 2 অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাধা, সংকোচ, কুণ্ঠা। [সং. লজ্জ্ + অ + আ]। ̃ .কর, ̃ .জনক বিণ. লজ্জার কারণযুক্ত, লজ্জা অনুভব হয় এমন। ̃ .নত, ̃ ব-নত বিণ. কুণ্ঠার দরুন মুখ তুলতে পারছে না এমন, লজ্জায় মাথা নিচু হয়ে আছে এমন। ̃ .বান, ̃ .শীল বিণ. লাজুক, লজ্জাযুক্ত। স্ত্রী.̃ .বতী ̃ .শীলা, বি. ̃ .বত্তা, ̃শীলতা। লজ্জাবতী লতা বি. লতাবিশেষ, যার পাতা স্পর্শমাত্রেই সংকুচিত হয়। ̃ .হীন, ̃ .শূন্য বিণ. নিলা়জ, নির্লজ্জ, বেহায়া। স্ত্রী. ̃ .হীনা, ̃ .শূন্যা। বি. ̃ .হীনতা, ̃ .শূন্যতা। লজ্জিত বিণ. লজ্জাযুক্ত, লজ্জা পেয়েছে এমন। স্ত্রী. লজ্জিতা। 10)
লবঙ্গ
(p. 756) labaṅga বি. মশলা বা মুখশুদ্ধির উপকরণরূপে ব্যবহৃত শুষ্ক ফুলবিশেষ। [সং. √ লু + অঙ্গ]। ̃ .লতা, ̃.লতিকা বি. 1 উপক্ষারহীন বনৌষধিবিশেষ; 2 সুগন্ধ ফুলফলযুক্ত লতাবিশেষ; 3 (আল.) গুণবতী ও নম্রা নারী; 4 ঘি বা ডালডায় ভাজা লবঙ্গযুক্ত মিষ্ঠান্নবিশেষ। 5)
শত
(p. 769) śata বি. 1 সংখ্যা। বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)। ̃ ক বিণ. শতসংখ্যাযুক্ত। বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। ̃ করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। ̃ কিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। ̃ কোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। ̃ ক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। ̃ খানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। ̃ গ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত। ̃ ঘ্নী বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ। ̃ চ্ছদ বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি। ̃ চ্ছিন্ন বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন। ̃ তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)। ̃ দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল। ̃ দল-বাসিনী বি. লক্ষ্মীদেবী। ̃ দ্রু বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)। ̃ ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত। বি. বজ্র। ̃ ধারে ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)। ̃ পত্র বি. 1 পদ্ম; 2 ময়ূর। শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ। ̃ পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো। ̃ বর্ষ বি. একশত বত্সর। ̃ বর্ষ-জীবী (-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)। ̃ ভিষক, ̃ ভিষা বি. নক্ষত্রবিশেষ। ̃ মারী (-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য। ̃ মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)। ̃ মুখী বি. ঝাঁটা। ̃ মূলী বি. লতাবিশেষ বা তার শিকড়। ̃ রূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে। ̃ সহস্র বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ। ̃ হ্রদা বি. বিদ্যুত্। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767406
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364642
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720514
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697277
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594082
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543793
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541980

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন