Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(অর্থাত্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজহল্লিঙ্গ্, অজহত্-লিঙ্গ
(p. 8) ajahalliṅg, ajahat-liṅga বি. (ব্যাক.) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাত্ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের বিশেষণরূপে ব্যবহৃত হলেও সেটি ক্লীবলিঙ্গই থাকে)। [সং. ন+জহত্+লিঙ্গ]। 106)
অশ্ব-শক্তি
(p. 66) aśba-śakti বি. বিদ্যুত্ বা বাষ্পের সাহায্যে চালিত যন্ত্রের শক্তিনির্ণয়ের মাপকাঠি; এক অশ্বের শক্তির স্বীকৃত পরিমাণ (অর্থাত্ 1 মিনিটে প্রায় 4 মন ওজন 1 ফুট উঁচু করার জন্য প্রয়োজনীয় শক্তি), horsepower. [সং. অশ্ব + শক্তি]। 21)
আন2
(p. 89) āna2 ক্রি আনো (অর্থাত্ আনয়ন করো)-র বর্জি. রূপ। 120)
কটি2, কটী
(p. 158) kaṭi2, kaṭī বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ। [সং. √ কট্ + ই]। ̃ তট, ̃ দেশ বি. কোমর। ̃ ত্র, ̃ বন্ধ বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt, ̃ বসন, ̃ বাস বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)। ̃ বাত, ̃ শূল বি. কোমরের বাত বা বেদনা। ̃ ভূষণ বি. চন্দ্রহার, মেখলা। ̃ সূত্র বি. ঘুনসি। 9)
কল্প-ক্ষয়
(p. 172) kalpa-kṣaẏa বি. 1 কল্পের (অর্থাত্ ব্রহ্মার এক দিনের) অবসান; 2 প্রলয়। [সং. কল্প2 + ক্ষয়]। 29)
গোত্র2
(p. 256) gōtra2 বি. পর্বত ('গোত্রের প্রধান পিতা (অর্থাত্ হিমালয়); ভা. চ.)। [সং গো (পৃথিবী) + √ত্রৈ + অ]। ̃ প্রধান, ̃ শ্রেষ্ঠ বি. হিমালয়। ̃ ভিত্ (-দ্) বি. (পর্বত বিদীর্ণকারী) ইন্দ্র। 79)
দুরুত্তর
(p. 414) duruttara বি. কটু বা অন্যায় উত্তর। বিণ. 1 যার (অর্থাত্ যে প্রশ্নের) উত্তর দেওয়া কষ্টসাধ্য; 2 দুস্তর, যা উত্তীর্ণ হওয়া বা পার হওয়া দুঃসাধ্য এমন। [সং. দুর্ + উত্তর, উত্তর=উত্তরণ]। 2)
ধুম1
(p. 439) dhuma1 বি. 1 প্রাচুর্য, আধিক্য (খাওয়ার কী ধুম?); 2 জাঁকজমক, সমারোহ (পুজোর ধুম, উত্সবের খুব ধুম)। বিণ. তুমুল (ধুম মারামারি, ধুম লড়াই)। [ সং. ধূম (অর্থান্তরিত)]। ̃ ধাড়াক্কা বি. 1 জাঁকজমক; 2 শোরগোল (কালীপূজোর সময় যা ধুমধাড়াক্কা চলে!)। ̃ ধাম বি. জাঁকজমক, ঘটা, সমারোহ (ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছে)। 15)
নড়া1
(p. 444) naḍ়ā1 (অবজ্ঞার্থে) হাত, বাহু (একটু নড়া নেড়ে কাজ করো)। [দেশি-তু. নল (অর্থাত্ চোঙের সদৃশ বলে) + আ নড়া]। 40)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্য ও বিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয় ও বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
পর-জীবী
(p. 488) para-jībī (-বিন্) বিণ. বি. 1 যে পরকে আশ্রয় করে বেঁচে থাকে 2 (বিজ্ঞা.) পরাঙ্গপুষ্ট জীব, যে জীব (অর্থাত্ উদ্ভিদ বা প্রাণী) অন্য জীবের দেহে বাস করে ওই দেহের দ্বারা পুষ্টি লাভ করে, parasite (বি. প.)। [সং. পর3 + √জীব্ + ইন্]। 120)
পর-ভৃত
(p. 488) para-bhṛta বিণ. পরের দ্বারা (অর্থাত্ কাকের দ্বারা) পালিত, পরপুষ্ট (পরভৃত প্রাণী)। বি. কোকিল। [সং. পর3 + ভৃ + ত]। স্ত্রী. পর-ভৃতা। 163)
ভগ
(p. 655) bhaga বি. 1 ঐশ্বর্য বা ঐশীগুণ বা ঈশ্বরত্ব, বীর্য (অর্থাত্ সর্বশক্তি), যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য; এই ছয়রকম গুণ (ভগবান, ভগবতী); 2 মহিমা; মাহাত্ম্য; 3 সৌভাগ্য; 4 সৌন্দর্য (সুভগ); 5 ধর্ম; 6 স্ত্রী-যোনি (ভগাঙ্কুর); 7 মলদ্বার (ভগন্দর)। [সং. √ ভজ্ + অ]। 10)
মুখ
(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে। 6)
সু
(p. 834) su অব্য. শুভ সুন্দর মধুর উত্কৃষ্ট উত্তম অধিক খুব অত্যন্ত সহজ প্রভৃতি অর্থসূচক উপসর্গ। বিণ. ভালো (সুমতি, সুরুপা)। বি. শুভ বা উত্তম বিষয় (সু ও কুর দ্বন্দ্ব)। [সং.]। ̃ কঠিন বিণ. অত্যন্ত কঠিন। ̃ কণ্ঠ বিণ. মধুর কণ্ঠস্বরযুক্ত। ̃ কবি বি. উত্কৃষ্ট কবি। ̃ কণ্ঠ বিণ. অনায়াসে করণীয় (দুস্কর ও সুকর কর্ম)। ̃ কর্ম বি. 1 সত্কাজ; ভালো কাজ; 2 ধর্মকর্ম। ̃ কল্পিত বিণ. 1 বিশেষভাবে বা ভালোভাবে ভেবেচিন্তে রচিত বা স্হিরীকৃত (সুকল্পিত ফন্দি); 2 উত্তমরূপে কল্পিত। ̃ কান্ত বিণ. সুন্দর কান্তিযুক্ত। ̃ কীর্তি বিণ. অতিশয় যশস্বী; উত্তম যশের অধিকারী। বি. ব্যাপকভাবে প্রচারিত বা বিশেষ গৌরবসূচক যশ। ̃ কুমার বিণ. অতি কোমল বা অল্পবয়স্ক, স্নিগ্ধ (সুকুমার সৌন্দর্য, সুকুমার মতি)। সুকুমার শিল্প কাব্য সংগীত চিত্রাঙ্কন প্রভৃতি চারুকলা। ̃ কুমারী বিণ. সুকুমার -এর স্ত্রীলিঙ্গ। বি. নবমল্লিকা। ̃ কৃত বিণ. 1 সুসম্পন্ন; 2 সুনির্মিত; 3 সুগঠিত; 4 সত্কর্মের অনুষ্ঠাতা। বি. সুকৃতি। ̃ কৃত্ বিণ. 1 ধর্মাচারী; ধার্মিক; 2 সত্কর্মের অনুষ্ঠাতা; 3 পুণ্যবান; 4 ভাগ্যবান। ̃ কৃতি বি. 1 সত্কর্ম ('আজন্মের সঞ্চিত সুকৃতি': সু. দ.); 2 পুণ্য; 3 ধর্মকর্ম; 4 মঙ্গল; 5 সৌভাগ্য। ̃ কৃতী (-তিন্) সুকৃত্ এর অনুরূপ। ̃ কেশ বিণ. সুন্দর কেশযুক্ত। স্ত্রী. ̃ কেশা, (বাং.) &tilde কেশিনী। ˜ কোমল বিণ. 1 অতিশয় কোমল বা নরম; 2 অতি মধুর বা স্নিগ্ধ। ̃ কৌশলে ক্রি-বিণ. চমত্কার কৌশলের দ্বারা। ̃ ক্রিয়া বি. সত্কর্ম, পুণ্য। ̃ খ্যাতি বি. প্রশংসা; যশ। ̃ গঠন বিণ. সুগঠিত। বি. সুন্দর গ়ড়ন বা আকৃতি (সুগঠনে মণ্ডিত)। স্ত্রী. ̃ গঠনা। ̃ গঠিত বিণ. 1 সুন্দর আকারযুক্ত; 2 সুন্দরভাবে নির্মিত। ̃ গত বিণ. সুন্দর গতিযুক্ত। বি. বুদ্ধদেব। ̃ গতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ। ̃ গন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধ-বহ বি. বায়ু। ̃ গন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী। ̃ গন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ। ̃ গন্ধিত বিণ. মধুর গন্ধযুক্ত। ̃ গন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত। ̃ গভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)। ̃ গম, ̃ গম্য বিণ. 1 (পথাদিসম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য। ̃ গম্ভীর বিণ. অত্যন্ত গম্ভীর। ̃ গান বি. মধুর বা সুন্দর গান ('কবিত্ব সুগান' : কৃত্তি.)। ̃ গুপ্ত বিণ. সযত্নে বা সম্পূর্ণরূপে গুপ্ত রাখা হয়েছে এমন। ̃ গৃহীত-নামা (-নামন্) বিণ. উচ্চারণ করলে পুণ্য হয় এমন নামবিশিষ্ট; পুণ্যশ্লোক, প্রাতঃস্মরণীয়। ̃ গোল বিণ. 1 সম্পূর্ণ গোলাকার; 2 সুন্দর এবং গোলাকৃতি; 3 নিটোল। ̃ গ্রথিত বিণ. ভালোভাবে বিন্যস্ত বা রচিত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. ভালোভাবে গ্রহণকারী বা আকর্ষণকারী। ̃ গ্রীব বি. বানররাজ বালীর ভ্রাতা। বিণ. যার গ্রীবা বা কণ্ঠদেশ সুন্দর। ̃ চন্দন বি. উত্কৃষ্ট চন্দনবৃক্ষ। সুচরিত, সুচরিত্র বিণ. সচ্চরিত্র; সুস্বভাব। বি. উত্তম চরিত্র; সত্ স্বভাব। স্ত্রী. সুচরিতা, সুচরিত্রা। ̃ চরিতেষু সুচরিতসমীপে; চিঠিপত্রে ভদ্রতাসূচক পাঠবিশেষ। স্ত্রী. ̃ চরিতাসু। ̃ চারু বিণ. অতি সুন্দর (সুচারুরূপে সজ্জিত)। ̃ চিক্কণ বিণ. অতিশয় মসৃণ বা উজ্জ্বল; অত্যন্ত চকচকে। ̃ চিত্রিত বিণ. সুন্দরভাবে অঙ্কিত বা বর্ণিত। ̃ চিন্তিত বিণ. উত্তমরূপে বা বিশেষভাবে বিবেচিত (সুচিন্তিত অভিমত)। ̃ চির বিণ. অতি দীর্ঘস্হায়ী ('সুচির শর্বরী' : রবীন্দ্র)। বি. সুদীর্ঘ কাল। ̃ চেতা (-তস্) বিণ. 1 সন্তুষ্টচিত্ত; 2 সতর্ক। ̃ ছাঁদ বিণ. 1 সুগঠিত; 2 সুন্দর গঠনকৌশলযুক্ত; 3 সুন্দর ভঙ্গিযুক্ত। বি. সুন্দর ছাঁদ বা গঠন। ̃ জন বি. সত্ লোক; সজ্জন। ̃ জলা বিণ. প্রচুর উত্তম বা সুমিষ্ট জলপূর্ণ; প্রচুর ও উত্তম জলপূর্ণ নদীর দ্বারা সমৃদ্ধিশালিনী। ̃ জাত বিণ. 1 সদ্বংশজাত; 2 বৈধভাবে জাত অর্থাত্ জারজ নয়। স্ত্রী. ̃ জাতা। ̃ জেয় বিণ. সহজে জয়সাধ্য। ̃ ঠাম বিণ. সুন্দর চেহারাযুক্ত বা অঙ্গসৌষ্ঠববিশিষ্ট (সুঠাম দেহ)। ̃ ডোল, ̃ ডৌল বিণ. সুন্দর আকারযুক্ত; সুগঠন। ̃ তনু বিণ. 1 অতি কৃশ; কৃশাঙ্গ; 2 সুন্দর দেহযুক্ত; 3 ছিমছাম; 4 সুঠাম। ̃ তপা বিণ. উগ্র বা কঠোর তপস্যায় অভ্যস্ত, মহাতপা। বি. 1 ওই রকম তপস্বী; 2 সূর্য। ̃ তপ্ত বিণ. 1 অতিশয় তপ্ত; 2 প্রদীপ্ত, সমুজ্জ্বল। ̃ তার বিণ. সুস্বাদু। বি. উত্তম স্বাদ। ̃ তীক্ষ্ণ বিণ. 1 অত্যন্ত ধারালো; 2 অত্যন্ত মর্মদাহী (সুতীক্ষ্ণ বিদ্রুপ)। ̃ তীব্র বিণ. অত্যন্ত তীব্র। ̃ তুঙ্গ বিণ. অতি তুঙ্গ বা উচ্চ। ̃ দক্ষ বিণ. অতিশয় দক্ষ। ̃ দক্ষিণ বিণ. 1 অতি সরল বা উদার ('মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার': সু. দ.); 2 অতি নিপুণ। স্ত্রী. ̃ দক্ষিণা। ̃ দতী বি. স্ত্রী. সুন্দর দন্তযুক্তা যুবতী। ̃ দন্ত বিণ. সুন্দর দন্তযুক্ত। বি. সুন্দর দাঁত। ̃ দর্শন বিণ. 1 দেখতে সুন্দর (সুদর্শন যুবক); 2 নয়নরঞ্জন; শোভন। বি. বিষ্ণুর চক্র। ̃ দীর্ঘ বিণ. অতি দীর্ঘ (সুদীর্ঘ পথ)। ̃ দুশ্চর বিণ. অতি দুর্গম। ̃ দূর, ̃ দূর-বর্তী (-র্তিন্) বিণ. বি. অতিদূরবর্তী; অতিদূরবর্তী স্হান (সুদূরপ্রসারী; সুদূরের আহ্বান)। ̃ দূর-পরাহত বিণ. দূরবর্তী কালেও ব্যাহত অর্থাত্ ঘটা কঠিন বা অসম্ভবপ্রায়। ̃ দূর-প্রসারী (-রিন্) বিণ. অনেক দূর পর্যন্ত বিস্তৃত; দীর্ঘ (সুদূরপ্রসারী পরিকল্পনা)। ̃ দৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)। ̃ দৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়। ̃ দৃষ্টি বি. অনুকূল বা সদয় দৃষ্টি। ̃ ধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র। ̃ নজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)। ̃ নয়না, (বাং.) ̃ নয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. ̃ নয়ন। ̃ নাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। বি. মৈনাক পর্বত। ̃ নাম (-মন্) বি. খ্যাতি, যশ। ̃ নিপুণ বিণ. অতি নিপুণ। স্ত্রী. ̃ নিপুণা। ̃ নিয়ন্ত্রণ বি. সুষ্ঠু ব্যবস্হা বা পরিচালনা; সুবন্দোবস্ত; উত্তম নিয়ম। ̃ নিয়ন্ত্রিত বিণ. সুপরিচালিত, সংযমিত। ̃ নিয়ম বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ নির্দিষ্ট বিণ. 1 সুন্দরভাবে বা স্পষ্টভাবে স্হিরীকৃত (সুনির্দিষ্ট পথ বা পরিকল্পনা); 2 স্পষ্ট উল্লেখযুক্ত। ̃ নিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। বিণ. (বাং.) সুনিশ্চিত। ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য। ̃ নীতি বি. উত্কৃষ্ট নীতি। বিণ. (বিরল) উত্কৃষ্ট নীতিযুক্ত; নীতিমান। ̃ নীল বি. বিণ. চমত্কার বা গাঢ় নীল। ̃ নেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা। ̃ পক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)। ̃ পথ বি. উত্তম বা সত্ পথ। ̃ পরি-চিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন। ̃ পরি-জ্ঞাত বিণ. বিশেষভাবে জ্ঞাত। ̃ পরি-ণাম বি. ভালো পরিণাম বা ফলাফল। ̃ পর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি। ̃ প্রাচ্য বিণ. সহজে হজম হয় এমন, লঘুপাক। ̃ পাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. ̃ পাত্রী। ̃ পুত্র বি. গুণবান ছেলে। ̃ পুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)। ̃ প্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত। ̃ প্রজা-বতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তানপ্রসবকারিণী। ̃ প্রতিষ্ঠ, ̃ প্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত। ̃ প্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত। ̃ প্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী। ̃ প্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ। ̃ প্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)। ̃ প্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ। ̃ প্রশস্ত বিণ. 1 অত্যুত্তম (সুপ্রশস্ত কাল); 2 সুযোগ্য; 3 (বাং.) প্রচুর আয়তন বিশিষ্ট বা চওড়া (সুপ্রশস্ত কক্ষ বা রাস্তা)। ̃ প্রসন্ন বি. অতি প্রসন্ন বা অনকূল (ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন)। ̃ প্রসব বি. নির্বিঘ্নে প্রসব। ̃ প্রসিদ্ধ বিণ. অতি বিখ্যাত; ব্যাপকভাবে বা বিশেষরূপে লোকসমাজে পরিচিত। স্ত্রী. ̃ প্রসিদ্ধা। ̃ প্রাপ্য বিণ. সহজে পাওয়া যায় এমন, সুলভ। ̃ প্রিয় বিণ. অতি প্রিয়। স্ত্রী. ̃ প্রিয়া। ̃ ফল বি. 1 শুভ ফল, উত্তম পরিণতি; 2 তীর্থ-দর্শনের শুভ পরিণামের জন্য পাণ্ডার আশীর্বাদ। ̃ ফল-দায়ক, ̃ ফল-প্রসূ বিণ. শুভ ফলদায়ক। বিণ. স্ত্রী. ̃ ফলা উত্তম ফলপ্রসবিনী। বি. কলা। ̃ বঙ্কিম বিণ. বাঁকা অথচ সুন্দর। ̃ বদনা, (বাং.) ̃ বদনী বিণ. (স্ত্রী.) সুন্দর মুখশ্রীবিশিষ্টা। বিণ. (পুং.) ̃ বদন। ̃ বন্দোবস্ত বি. উত্তম ব্যবস্হা। ̃ বলিত বিণ. বলিষ্ঠ; সুগঠিত। ̃ বাক্য বি. (বাং.) উত্তম বা মধুর কথা। ̃ বিচার বি. উত্তম বিচার; ন্যায় বিচার; নিরপেক্ষ বিচার; সুমীমাংসা; সুবিবেচনা। ̃ বিচারক বিণ. সুবিচার করতে সক্ষম বা সুবিচার করে এমন। বি. তেমন ব্যক্তি বা বিচারক। ̃ বিদিত বিণ. উত্তমরূপে জ্ঞাত; অতি প্রসিদ্ধ। ̃ বিধান, ̃ বিধি বি. উত্তম নিয়ম বা ব্যবস্হা। ̃ বিনয় বি. যথোচিত বিনয়। ̃ বিনীত বিণ. 1 অত্যন্ত বিনীত; 2 সুষ্ঠুভাবে শিক্ষিত। বিণ. (স্ত্রী.) ̃ বিনীতা। ̃ বিন্যস্ত বিণ. যথাস্হানে সুন্দরভাবে স্হাপিত বা সজ্জিত। ̃ বিন্যাস বি. যথাস্হানে সুন্দরভাবে স্হাপন করা বা সাজানো। ̃ বিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. ̃ বিপুলা। ̃ বিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল। ̃ বিশাল বিণ. অতি বিশাল। ̃ বিস্তীর্ণ, ̃ বিস্তৃত বিণ. অতি বিস্তৃত। ̃ বিহিত বিণ. সঠিক ব্যবস্হার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। বি. উত্তম ব্যবস্হা বা প্রতিকার। ̃ বুদ্ধি বি. সত্ বুদ্ধি, সুমতি। বিণ. সত্ বুদ্ধিযুক্ত। ̃ বৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাত্, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)। ̃ বৃহত্ বিণ. অতি বৃহত্, মস্ত বড়ো, প্রকাণ্ড। ̃ বেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) ̃ বেশা। ̃ বোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গোবেচারা। বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান। ̃ বোধ্য বিণ. সহজে বোধগম্য। ̃ ব্যবস্হা বি. উত্কৃষ্ট ব্যবস্হা। ̃ ব্যবস্হিত বিণ. উত্কৃষ্ট ব্যবস্হাযুক্ত। ̃ ব্রত বিণ. সত্ব্রত পালনকারী; যে সুষ্ঠুভাবে ব্রত পালন করে। স্ত্রী. ̃ ব্রতা। ̃ ব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ। ̃ ব্রাহ্মণ বি. আচারনিষ্ঠ ব্রাহ্মণ; সত্ ব্রাহ্মণ। ̃ ভগ বিণ. 1 সৌভাগ্যশালী; 2 সুন্দর; 3 সুখদায়ক; 4 প্রিয়। স্ত্রী. ̃ ভগা - সুভগ -র সমস্ত অর্থে; এবং-পতিসোহাগিনি। ̃ ভদ্র বিণ. 1 পরমকল্যাণযুক্ত; 2 অত্যন্ত শিষ্ট। স্ত্রী. ̃ ভদ্র। ̃ ভাষ বি. সুবচন। ̃ ভাষিত বিণ. 1 সুন্দরভাবে কথিত; 2 মধুরভাষী; 3 বাক্পটু; 4 বাগ্মী বি 1 হিতবচন; 2 জ্ঞানগর্ভ কথা; 3 নীতিবাক্য। ̃ ভাষী বিণ. মধুরভাষী; প্রিয়ংবদ। স্ত্রী. ̃ ভাষিণী। ̃ ভিক্ষ বিণ. (স্হানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাত্ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)। ̃ মঙ্গল বি. পরমকল্যাণ, বিশেষ শুভ। ̃ মতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি। ̃ মধুর বিণ. অতি মধুর। ̃ মধ্যমা বিণ. (স্ত্রী.) সরু ও সুগঠিত কোমরবিশিষ্টা। ̃ মন বি. ফুল। ̃ মনা বিণ. জ্ঞানবান; মহত্, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি। ̃ মন্ত্রণা বি. উত্তম বা সত্পরামর্শ। ̃ মন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ। ̃ মহত্, ̃ মহান বিণ. অতি মহত্। স্ত্রী. ̃ মহতী। ̃ মিষ্ট বিণ. অতিমিষ্ট। ̃ মেধা (-ধস্) বিণ. উত্কৃষ্ট ধীশক্তিসম্পন্ন; অতি মেধাবী। ̃ যুক্তি বি. উত্তম পরামর্শ। ̃ যোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. ̃ যোগ্যা। ̃ রক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. ̃ রক্ষিতা। ̃ রঙ্গী বিণ. চমত্কার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত ('চলন ভঙ্গী অতি সুরঙ্গী' : চণ্ডী)। ̃ রঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. ̃ রঞ্জিতা। ̃ রব বি. মধুর ধ্বনি। ̃ রম্য বিণ. অতি রমণীয়। ̃ রস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। বি. মিষ্টি রস বা স্বাদ। ̃ রসা বি. স্ত্রী. 1 তুলসী; 2 রাস্না। ̃ রসাল বিণ. স্বাদু রসযুক্ত। ̃ রসিক বিণ. উত্তম রসবোধযুক্ত; অতিশয় রঙ্গরসপটু। স্ত্রী. ̃ রসিকা। ̃ রুচি বি. উত্তম ও মার্জিত রুচি। বিণ. সুরুচুসম্পন্ন। ̃ রূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন। স্ত্রী. ̃ রূপা। ̃ লক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। বি. উত্তম লক্ষণ। স্ত্রী. ̃ লক্ষণা। ̃ লোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. ̃ লোচন। ̃ লোহিত বিণ. গাঢ় লাল। ̃ শাসক বিণ. বি. সুশাসনকারী। ̃ শাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন। ̃ শাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত। ̃ শিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন। ̃ শিক্ষা বি. উত্তম শিক্ষা বা উপদেশ। ̃ শিক্ষিত বিণ. উত্তম শিক্ষাপ্রাপ্ত। স্ত্রী. ̃ শিক্ষিতা। ̃ শীতল বিণ. অতিশয় শীতল; যেরকম শীতলতায় দেহমন স্নিগ্ধ হয়। ̃ শীল বিণ. সত্স্বভাববিশিষ্ট; সচ্চরিত্র, ভদ্র। স্ত্রী. ̃ শীলা। ̃ শৃঙ্খল বিণ. সুব্যবস্হাযুক্ত; ভালোভাবে নিয়ন্ত্রিত। ̃ শৃঙ্খলা বি. উত্তম ব্যবস্হা বা নিয়ম। ̃ শোভন বিণ. সুন্দর শোভাযুক্ত; অতি সুন্দর; সুসংগত; মানানসই। ̃ শোভনা বিণ. স্ত্রী. অতিসুন্দর (শ্রীদুর্গার সুশোভনা মূর্তি)। ̃ শোভিত বিণ. সুন্দরভাবে ভূষিত বা সজ্জিত। স্ত্রী. ̃ শোভিতা। ̃ শ্রাব্য বিণ. 1 শ্রুতিমধুর; 2 অশ্লীলতাদি দোষবর্জিত। ̃ শ্রী বিণ. সুন্দর রূপযুক্ত বা লাবণ্যযুক্ত; কান্তিমান; সুন্দর; ̃ সংগত বিণ. সম্পূর্ণ সংগত বা সামঞ্জস্যপূর্ণ (সুসংগত পরিকল্পনা বা সমাধান)। ̃ সংগতি বি. উত্তম বা পূর্ণ সামঞ্জস্য (চার দিকের সঙ্গে সুসংগতি)। ̃ সংবাদ বি. শুভ বা আনন্দদায়ক খবর। ̃ সংবৃত বিণ. উত্তমরূপে আচ্ছাদিত। স্ত্রী. ̃ সংবৃতা। ̃ সংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত। ̃ সংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)। ̃ সংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)। ̃ সজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. ̃ সজ্জিতা। ̃ সভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. ̃ সভ্যা। ̃ সমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)। ̃ সময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়। ̃ সম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ। ̃ সম্পাদিত বিণ. উত্তমরূপে নিষ্পন্ন। ̃ সম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ। ̃ সহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন। ̃ সাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন। ̃ সিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)। ̃ স্হিত বিণ. 1 সুস্হ; 2 নিরূদ্বেগ; 3 সুপ্রতিষ্ঠিত; 4 অস্হিরতা থেকে মুক্ত (দেশের রাজনীতিক অবস্হা সুস্হিত নয়)। ̃ স্হির বিণ. 1 অতি শান্ত, সুধীর; 2 সম্পূর্ণ সুস্হ; 3 স্হিরীভূত (সুস্হির পরিবেশ)। ̃ স্নিগ্ধ বিণ. 1 অতি স্নিগ্ধ; 2 অতি মসৃণ বা চিক্কণ; 3 অতি স্নেহপূর্ণ। ̃ স্পষ্ট বিণ. অত্যন্ত বা সম্পূর্ণ স্পষ্ট অথবা ব্যক্ত (সুস্পষ্ট উপলব্ধি, সুস্পষ্ট ছবি)। ̃ স্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত। স্ত্রী. ̃ স্মিতা। ̃ স্বন বি. মধুর ধ্বনি। ̃ স্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন। ̃ স্বর বি. মধুর স্বর বা ধ্বনি। ̃ স্বাদ বি. উত্তম স্বাদ। বিণ. উত্তম স্বাদযুক্ত, সুস্বাদু। ̃ স্বাদু বিণ. অতি মধুর স্বাদযুক্ত। ̃ হাস বিণ. সুন্দর হাসিযুক্ত। বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. ̃ হাসিনী। 37)
স্বত
(p. 852) sbata (-তস্), স্বতঃ অব্য. স্বয়ং; নিজে থেকে, আপনা থেকে (স্বত-ই বিবাদ মিটবে, স্বত-ই মনে উদিত হয়)। [সং. স্ব + তস্]। স্বতঃপ্রবৃত্ত বিণ. স্বেচ্ছায় (অর্থাত্ পরের নির্দেশ ছাড়াই) প্রবৃত্ত। স্বতঃপ্রমাণিত, স্বতঃসিদ্ধ বিণ. এমনই স্পষ্ট যে সত্যতা উপলব্ধির জন্য প্রমাণ অনাবশ্যক, axiomatic. স্বতঃস্ফূর্ত বিণ. আপনা হতে (অর্থাত্ পরের চেষ্টা ছাড়াই) প্রকাশিত (স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বা ধর্মঘট)। স্বতো-বিরোধ, স্বতো-বিরুদ্ধতা বি. অন্তর্নিহিত অসংগতি, এক অংশের সঙ্গে অন্য অংশের অমিল (চরিত্রে বা লেখার মধ্যে স্বতোবিরোধ), self-inconsistency, self-contradiction, যাতে স্বতঃসিদ্ধ সত্যের সঙ্গে মিল নেই। 10)
স্হল
(p. 849) shala বি. 1 স্হান (রণস্হল); 2 ভূমি, ডাঙা (স্হলপথ); 3 ক্ষেত্র, অবস্হা (অনেক স্হল); 4 পদ, পরিবর্ত (তাঁর স্হলাভিষিক্ত); 5 পাত্র, আধার (ভরসাস্হল)। [সং. √ স্হল্ + অ]। স্হলী বি. (স্ত্রী.) স্হান; অকৃত্রিম ভূমি (বনস্হলী); ডাঙা; থলিয়া। ̃ কমল, ̃ পদ্ম বি. স্হলজ পদ্মবিশেষ। ̃ চর বিণ. স্হলে অর্থাত্ মাটির উপরে বাসকারী (স্হলচর প্রাণী)। ̃ পথ বি. যে-পথ ভূমির উপর দিয়ে গেছে (অর্থাত্ জলপথ বা আকাশপথ নয়)। ̃ বাণিজ্য বি. স্হলপথে পরিচালিত ব্যাবসা-বাণিজ্য। স্হলাভি-ষিক্ত বিণ. (অন্যের) পদে বা স্হানে অধিষ্ঠিত; কোনো পদের পরবর্তী অধিকারী, বদলি। স্হলারবিন্দ - স্হলকমল -এর অনুরূপ। স্হলীয় বিণ. (নির্দিষ্ট কোনো) স্হল সম্বন্ধীয় বা স্হলে স্হিত। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074216
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768699
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366107
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594660
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545194
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542308

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন