Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

Samsad Bangla to Bangla Dictionary (7th Edition)

By Sailendra Biswas
This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাষ্টার
(p. 703) māṣṭāra বি. 1 শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); 2 দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; 3 অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। ̃ নি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা। 23)
চুনা৩
(p. 290) cunā3 ক্রি. বেছে নেওয়া, নির্বাচন করা (চুনে চুনে জমিয়েছে)। বি. বাছাই; নির্বাচন। [হি. চুন্না]। চুনন বি. নির্বাচন; বাছাই। 88)
আসল
(p. 108) āsala বিণ. 1 খাঁটি (আসল হীরা); 2 সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); 3 অবিকৃত; 4 মূল, original (আসল দলিলটা দেখতে চাই); 5 খরচখরচা বাদে মোট, নিট। বি. 1 মূল জিনিস; 2 মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে ক্রি-বিণ. প্রকৃতপক্ষে। 58)
ওড়িয়া, উড়িয়া
(p. 153) ōḍ়iẏā, uḍ়iẏā বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]। 9)
হেঁচকি
(p. 872) hēn̐caki বি. হিক্কা (হেঁচকি ওঠা)। [দেশি-তু. হেঁচকা]। 27)
সার্ষ্টি
(p. 831) sārṣṭi বি. 1 সমান গতি বা শক্তি লাভ; 2 পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি; 3 ঈশ্বরের সমান শক্তি লাভ। [সং. স(=সমান) + ঋষ্টি (=গতি)]। 23)
আক-বরি, আকব্বরি
(p. 80) āka-bari, ākabbari বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)। [আ. আক্বর + বাং. ই]। 30)
কৃত্তি
(p. 204) kṛtti বি. 1 বাঘ, হরিণ বা হাতির চামড়া; 2 ত্বক। [সং. √কৃত্ + তি]। 16)
ওকড়া
(p. 152) ōkaḍ়ā বি. লতাগাছবিশেষ; তার ফল বা পাতা [দেশি]। 10)
বাঁশ
(p. 591) bām̐śa বি. তৃণজাতীয় লম্বা গাছবিশেষ, বেণু। [সং. বংশ]। ̃ গাড়ি বি. জমির সীমা নির্দেশ করে বাঁশের খুঁটি পোঁতা। বাঁশ দেওয়া ক্রি. বি. (কথ্য) সর্বনাশ করা; অসুবিধায় সৃষ্টি করা, বাগড়া দেওয়া। ̃ পাতা বি. 1 বাঁশের পাতার মতো পাতলা আঁশহীন মাছবিশেষ; 2 সবুজ রঙের পাখিবিশেষ। বাঁশবনে ডোম কানা বাঁশের কাজে অভ্যস্ত হয়েও ডোম যেমন বহু বাঁশের মধ্যে ভালো বাঁশ বেছে নিতে পারে না তেমনই, অসংখ্য ভালো জিনিসের মধ্যে উপযুক্ত একটি বেছে নিতে অক্ষম হওয়া; দিশাহারা। বাঁশের চেয়ে কঞ্চি দড় আসল লোকের চেয়ে তার অনুচরের কিংবা পিতার চেয়ে পুত্রের দৃঢ়তা বেশি। 29)
টঙ্ক৩
(p. 341) ṭaṅka3 বি. টাকা। [সং. টং (ধ্বন্যা.) + √ কৈ (শব্দ করা) + অ]। ̃ ক, ̃ পতি বি. টাঁকশালের অধ্যক্ষ। ̃ বিজ্ঞান বি. নানা দেশের ও নানা যুগের মুদ্রাবিষয়ক বিদ্যা, numismatics. ̃ শালা বি. টাঁকশাল। 21)
সভর্তৃকা
(p. 808) sabhartṛkā বিণ. (স্ত্রী.) সধবা; ভর্তাযুক্ত; স্বামীর সঙ্গে। [সং. সহ + ভর্তৃ + ক + আ]। 37)
থুক
(p. 394) thuka বি. থুতু (থুক দেওয়া, থুক ফেলা)। অব্য. বি. থুতু ফেলার শব্দসূচক (থুক করা)। [সং. থুত্কার]। 3)
মৌরি
(p. 719) mauri বি. মশলারূপে ব্যবহৃত জিরের আকৃতির শস্যবিশেষ। [সং. মধুরিকা]। 62)
ছড়ানো
(p. 301) chaḍ়ānō ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]। 21)
বিস্তার
(p. 630) bistāra বি. 1 প্রসার, ব্যাপ্তি (শিক্ষার বিস্তার); 2 প্রসারণ, বর্ধন; 3 পরিসর; 4 প্রস্হ, চওড়াই (দৈর্ঘ্য ও বিস্তার); 5 উচ্চাঙ্গ সংগীতে আলাপের দ্বারা রাগের বিকাশ। [সং. বি + √ স্তৃ + অ]। বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)। বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)। বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)। বিস্তৃতি বি. ব্যাপ্তি, বিস্তার, প্রসার। 20)
গুহ্যক
(p. 253) guhyaka বি. কুবেরের অনুচর দেবযোনিবিশেষ; যক্ষ। [সং. গুহ্য + ক]। 56)
বল2
(p. 580) bala2 বি. ইয়োরোপীয় নাচবিশেষ (বলনাচ)। [ইং. ball]। 152)
মঞ্জু
(p. 676) mañju বি. সুন্দর, মনোহর (মঞ্জুকেশী, মঞ্জুভাষী)। [সং √ মন্জ্ + উ]। ̃ .ঘোষ, ̃ .শ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন। 31)
বন্দা2
(p. 575) bandā2 ক্রি. (কাব্যে) বন্দনা করা ('বন্দিল সবে, জয় মা জননি': দ্বি. রা.)। [সং.√ বন্দ্ + বাং. আ]। 86)
চপেট, চপেটা, চপেটিকা
(p. 279) capēṭa, capēṭā, capēṭikā বি. চড়, থাপ্পড়। [সং. √চপ্ + অ = চপ + √ইট্ + অ, ক + আ]। চপেটাঘাত বি. চড়, করতলের আঘাত, করতলের প্রহার। 2)
অসংলগ্ন
(p. 67) asaṃlagna বিণ. 1 পরস্পরসম্বন্ধহীন (অসংলগ্ন কথাবর্তা); 2 অসম্বদ্ধ; 3 অবান্তর (অসংলগ্ন বিষয়ের অবতারণা)। [সং. ন + সংলগ্ন]। 42)
বাঁওড়
(p. 591) bām̐ōḍ় বি. নদীর যে বাঁকে স্রোত বদ্ধ বা অবরুদ্ধ হয়েছে। [দেশি-তু.বাং. বাঁকমোড়]। 3)
নাচ
(p. 452) nāca বি. 1 নৃত্য (নাচের ভঙ্গি, নাচগান); 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি, লাফালাফি। [প্রাকৃ. নচ্চ সং. নৃত্য]। ̃ উলি, ̃ ওয়ালি বি. 1 পেশাদার নর্তকী; 2 বাইজি। ̃ ঘর বি. 1 যেখানে বা যে ঘরে নাচ হয়; 2 রঙ্গমঞ্চ। ̃ ন, ̃ নি1, ̃ নাচুনি1 বি. 1 নাচ করা, নাচা, নৃত্য; 2 (বিদ্রূপে) হাস্যকর অঙ্গভঙ্গি (ওই নাচন দেখতে আর ভালো লাগে না)। ̃ নি2, ̃ নাচুনি2, বি. (স্ত্রী.) নর্তকী। বিণ. নাচের ভঙ্গিযুক্ত (নাচনি ছন্দ)। নাচিয়ে বি. নর্তক। বিণ. নৃত্যকারী। নাচুনে বিণ. নাচে এমন, নৃত্যকারী। 39)
তর-বেতর
(p. 367) tara-bētara বিণ. নানাধরণের, বহুবিধ; বিচিত্র। [আ. তরহ্-ওয়-তরহ্]। 108)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542158
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147868
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739828
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952724
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886476
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840136
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698619
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us