Samsad Bangla to Bangla Dictionary (7th Edition)

By Sailendra Biswas
This is the world's leading online source for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

[অ] [আ] [ই] [ঈ] [উ] [ঊ] [ঋ] [এ] [ঐ] [ও] [ঔ] [ক] [খ] [গ] [ঘ] [চ] [ছ] [জ] [ঝ] [ট] [ঠ] [ড] [ঢ] [ত] [থ] [দ] [ধ] [ন] [প] [ফ] [ব] [ভ] [ম] [য] [র] [ল] [শ] [ষ] [স] [হ] [ ক্ষ]

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla language. It's a very simple & easy. use & enjoy....


ভূরি
(p. 668) bhūri বিণ. প্রচুর, প্রভূত, অনেক (ভূরিভোজন, ভূরি প্রমাণ)। [সং. √ ভূ + রি]। ̃ .ভোজ, ̃ .ভোজন বি. ভালোমতো ভোজ বা খাওয়া। ভূরি ভূরি বিণ. প্রচুর, অনেক। ̃ শ, (বর্জি.) ̃ .শঃ ক্রি-বিণ. প্রচুর পরিমাণে; বহুবার। 42)
রূপোপ-জীবিনী
(p. 748) rūpōpa-jībinī বি. বেশ্যা। [সং. রূপ + উপরজীবিনী]। 9)
স্ক্রু
(p. 846) skru বি. প্যাঁচযুক্ত ধাতুর কীলকবিশেষ যার সাহায্যে পরস্পর সংলগ্ন বস্তুকে আটকানো যায়। [ইং. screw]। 57)
চাঁদ-মারি
(p. 281) cān̐da-māri বি. ধনুর্বাণ বন্দুক প্রভৃতি ছোড়া অভ্যাসের জন্য স্হাপিত লক্ষ্য, নিশানা, target. [দেশি]। 43)
মলন
(p. 687) malana বি. 1 মর্দন, দলন; 2 রগড়ানো।[সং. √ মল্ + অন]। 15)
মকর
(p. 675) makara বি. 1 কুমিরে আকৃতিবিশিষ্ঠ জলজন্তুবিশেষ; 2 গঙ্গাদেবীর বাহন; 3 কন্দর্পের ধ্বজচিহ্ন; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দশম রাশি। [সং ম + √ কৃ + অ]। ̃ .কুণ়্ডল বি মকরাকৃতি কর্ণভূষণ। ̃ .কেতন, ̃ .কেতু বি যার পতাকায় মকর আছে, কন্দর্পদেব। ̃ .ক্রান্তি, ̃ .ক্রান্তি-বৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn ̃ ধ্বজ বি 1 তেজস্কর আয়ুর্বেদীয় ওষুধবিশেষ; 2 কন্দর্প। ̃ বাহিনী বি গঙ্গাদেবী। ̃ .বূহ্য বি মকরাকারে স্হাপিত বা সজ্জিত সৈন্যসমাবেশ। ̃ .সংক্রান্তি বি মাঘমাসের সংক্রান্তি-তিথি, যেদিন সূর্য মকর রাশিতে সংক্রমণপূর্বক উত্তরায়ণ আরম্ভ করে। 18)
কর-কর
(p. 166) kara-kara অব্য. 1 কাঁকর বা কাঁকরের মতো ক্ষুদ্র কঠিন দ্রব্যের ঘর্ষণজনিত শব্দ; 2 কাঁকরের আঁচড় বা ঘষা লাগার অনুভূতি; 3 অস্হিরতাবোধ; 4 জ্বালা বা যন্ত্রণা (চোখ করকর করা)। [সং. কর্কর হি. কর্কর্]। কর-করা ক্রি. করকর করা। কর-করানো বি. ক্রি. করকর করা। কর-করে বিণ. 1 কর্কশ, বালির মতো দানাদার (তু. খরখরে); 2 শুষ্ক ও করকর শব্দকারক (করকরে ভাত); 3 আনকোরা, একেবারে নতুন (করকরে নোট)। 24)
লংজাম্প
(p. 753) lañjāmpa বি. ছুটে এসে এক লাফে দুরত্ব অতিক্রম করার খেলাবিশেষ, দীর্ঘ লম্ফন। [ইং. long jump]। 6)
আপীন
(p. 97) āpīna বি. 1 গবাদি পশুর স্তন বা পালান; 2 পালানের বাঁট। বিণ. সুপুষ্ট; স্ফীত। [সং. আ + √প্যায়্ + ত]। 11)
সাপট
(p. 827) sāpaṭa বি. আস্ফালন, ঝাপটা (লেজ সাপট); তোড়, তেজ (মুখসাপট)। [দেশি]। 14)
কোঁতকা, (বর্জি.) কোত্কা
(p. 209) kōn̐takā, (barji.) kōtkā বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুত্কা]। 13)
এলোপ্যাথি
(p. 149) ēlōpyāthi দ্র আলোপ্যাথি। 23)
লঘূ-করণ
(p. 753) laghū-karaṇa বি. 1 ভারী জিনিসকে হালকা করা; 2 জটিল বিষয়কে সরল করা; 3 (গণি.) মিশ্র রাশিকে অমিশ্র এবং অমিশ্র রাশিকে মিশ্র রাশিতে পরিণত করা, reduction [সং. লঘু + √ কৃ + অন]। লঘু-কৃত বিণ. লঘু করা হয়েছে এমন; (গণি.) লঘূকরণ করা হয়েছে এমন। 46)
সমান্তর
(p. 808) samāntara বিণ. 1 (গণি.) সমান পরিমাণ বা দূরত্ববিশিষ্ট, equidistant; 2 সমান পার্থক্যযুক্ত (যেমন, 2 6 1 ইত্যাদি)। [সং. সম্ + অন্তর]। সমান্তর শ্রেঢ়ী সমান ব্যবধানযুক্ত সংখ্যাসমূহ (যেমন 3 6 9 12 15) arithmetical progression. সমান্তরাল (জ্যামি.) বিণ. সর্বত্র সমান ব্যবধানবিশিষ্ট, parallel. 98)
নর্তন
(p. 447) nartana বি. নাচন, নাচ, নৃত্য ('অতি সনাতন ছন্দে, করতেছে নর্তন': রবীন্দ্র)। [সং. √ নৃত্ + অন]। নর্তিত বিণ. 1 নাচছে বা নাচানো হচ্ছে এমন; 2 আন্দোলিত। 78)
লস্কর-লশকর
(p. 757) laskara-laśakara এর বানানভেদ। 10)
রিল
(p. 743) rila বি. 1 সেলাইয়ের সুতো জড়ানোর জন্য কাঠের নলি; 2 ছিপের সুতো গুটানোর জন্য চাকা। [ই. reel]। 65)
মেকানিক
(p. 714) mēkānika বি. কারিগর, মিস্ত্রি, যে-ব্যক্তি যন্ত্রপাতি মেরামতের কাজ করে।[ইং. mechanic.]। 29)
গলতি
(p. 243) galati বি. ভূল, ভূলত্রুটি। [আ. গল্তী]। 24)
জরদা, জর্দা
(p. 312) jaradā, jardā বি. পানের সঙ্গে খাবার সুগন্ধ তামাকচূর্ণবিশেষ, সুরতি। বিণ. হলদে, পীত। ̃ পোলাও বি. জাফরানমিশ্রিত হলদে রঙের মিষ্টি পোলাও। 139)
বিদাহী
(p. 614) bidāhī (-হিন্) বিণ. প্রদাহ জন্মায় এমন, পোড়ায় বা ক্ষয় করে এমন, caustic (বি.প.)। [সং. বি + √ দহ্ + ইন্]। 15)
অবন্ধুর
(p. 45) abandhura বিণ. বন্ধুর বা অসমতল নয় এমন; সমতল। [সং. ন + বন্ধুর]। 9)
তূণ, তূণীর
(p. 375) tūṇa, tūṇīra বি. বাণ বা শর রাখার আধার। [সং. √ তূণি + অ, ঈর]। 238)
ফ্রাই
(p. 571) phrāi বি. ভাজা; মাছ ইত্যাদি ভাজা। [ইং. fry]। 3)
পতত্র
(p. 488) patatra বি. পাখির ডানা। [সং. √ পত্ + অত্র]। পতত্রি, পতত্রী বি. পাখি। 10)
Random Fonts
Nikosh Light Ban Bangla Font
Nikosh Light Ban
Download
View Count : 5496
Moderne Bangla Font
Moderne
Download
View Count : 476
HaldaMJ Bangla Font
HaldaMJ
Download
View Count : 5283
SushreeP Bangla Font
SushreeP
Download
View Count : 469
Lipi Maloti Bangla Font
Lipi Maloti
Download
View Count : 557
Lipi Golap Bangla Font
Lipi Golap
Download
View Count : 552
IchamotiMJ Bangla Font
IchamotiMJ
Download
View Count : 5251
Lipi Bangla Font
Lipi
Download
View Count : 714
TonnyBanglaMJ Bangla Font
TonnyBanglaMJ
Download
View Count : 13739
ArhialkhanMJ Bangla Font
ArhialkhanMJ
Download
View Count : 6924

ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন