Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

(আকাশে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-চারী
(p. 281) -cārī (-রিন্) বিণ. (উপপদের পরে) 1 বিচরণকারী (আকাশচারী, গগনচারী); 2 আচরণকারী (ব্রতচারী)। [সং. √চর্ + ইন্] স্ত্রী. চারিণী। 155)
অত্বর
(p. 14) atbara বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]। অত্বরা বি. ত্বরার অভাব, মন্হরতা। 37)
আকাচা
(p. 81) ākācā বিণ. কাচা হয়নি এমন; ধোয়া হয়নি এমন (আকাচা কাপড়)। [বাং. আ + কাচা]। 9)
আকাট2
(p. 81) ākāṭa2 বিণ. নিরেট; সম্পূর্ণ; অত্যন্ত; নির্ভেজাল (আকাট মূর্খ)। ̃ .মূর্খ বিণ. বি. মহামূর্খ। 11)
আকাটা
(p. 81) ākāṭā বিণ. কাটা হয়নি এমন (আকাটা ফল, আকাটা হীরে)। [বাং. আ + কাটা]। 12)
আকামানো
(p. 81) ākāmānō বিণ. 1 কামানো বা মুড়ানো হয়নি এমন (আকামানো মাথা); 2 শ্রমের দ্বারা রোজগার করা হয়নি এমন; 3 (আঞ্চ.) সাপের বিষদাঁত ভাঙা হয়নি এমন (আকামানো সাপ)। [বাং. আ + কামানো]। 15)
আকার2
(p. 81) ākāra2 বি. 1 আকৃতি, চেহারা; 2 গঠন; 3 প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); 4 মূর্তি (আদর্শকে আকার দেওয়া)। [সং. আ + √ কৃ + অ]। ̃ .ইঙ্গিত, ̃ .প্রকার বি. ভাবভঙ্গি। ̃ .মাত্রিক বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)। 17)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আবির,
(p. 99) ābira, (বর্জি.) আবীর বি. 1 ফাগ; রং-মেশানো অভ্রের চূর্ণ; 2 আবিরের রং (আকাশে আবির)। [সং. অভ্র; হি. আবীর]। আবির খেলা ক্রি. বি. (সচ. হোলি-উত্সবে) পরস্পরের দেহে আবির দেওয়া। 17)
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
খগ
(p. 221) khaga বি. (আকাশে বিচরণ করে বলে) পাখি। [সং. খ + √ গম্ + অ]। ̃ পতি, ̃ রাজ, খগেন্দ্র বি. পাখিদের রাজা, গরুড়। 9)
খোলসা
(p. 235) khōlasā বিণ. 1 পরিষ্কৃত, মুক্ত (আকাশ খোলসা হয়েছে); 2 খোলা, অকপট (খোলসা করে বলো); 3 খালি, উজাড় (মনের কথা খোলসা করো)। [আ. খুলাসা]। 4)
গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
ছোঁয়া, ছুঁয়া
(p. 304) chōm̐ẏā, chum̐ẏā ক্রি. স্পর্শ করা (ময়লা ছোঁয়া)। বি. স্পর্শ (ছোঁয়া লেগেছে)। বিণ. 1 স্পৃষ্ট, ছোঁয়া লেগেছে এমন (পাপে ছোঁয়া মন); 2 ছুঁয়েছে বা ঠেকেছে এমন, স্পর্শী (আকাশছোঁয়া)। [সং. √ ছুপ + বাং. আ]। ̃ চে বিণ. স্পর্শ করলেই বা ছুঁলেই সংক্রামিত হয় এমন (ছোঁয়াচে রোগ)। ̃ ছুঁয়ি বি. পরস্পর স্পর্শ; স্পর্শদোশ; ছুঁতমার্গ। ̃ নো ক্রি. স্পর্শ করানো, ঠেকানো (মাথা ছোঁয়ানো, একটা টাকাও ছোঁয়াল না)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ লেপা বি. অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শদোষ। 153)
জ্বল-জ্বল
(p. 331) jbala-jbala বি. প্রখর দীপ্তির ভাব; দীপ্তভাবে অবস্হানের ভাব (আকাশে তারা জ্বলজ্বল করছে)। [সং. জ্বল্ + অ + জ্বল্ + অ]। জ্বলজ্বলে বিণ. প্রদীপ্ত; অতিশয় উজ্জ্বল। 25)
ঝামর
(p. 336) jhāmara বিণ. ঝামার মতো বিবর্ণ বা মলিন ('হেমকান্তি ঝামর হইল': যদু.)। [সং. ঝামক]। ঝামরা ক্রি. ঝামরানো। ̃ চুলো বিণ. বিবর্ণ বা মলিন চুলবিশিষ্ট ('ডাইনী যেন ঝামরচুলো': স. দ.)। ঝামরানো বি. ক্রি. 1 মলিন বা বিবর্ণ হওয়া; 2 শ্লেষ্মা বা রসের বৃদ্ধির জন্য অস্বাভাবিক হওয়া (চোখ-মুখ ঝামরেছে); 3 জলভারাক্রান্ত হওয়া; 4 বৃষ্টির সংকেত দেওয়া (আকাশ ঝামরে উঠেছে)। বিণ. উক্ত সব অর্থে। 36)
ঢাকা
(p. 360) ḍhākā বি. 1 ঢাকনা; 2 আবরণ ('খুলে দিলে স্তব্ধতার ঢাকা': রবীন্দ্র)। বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ক্রি. 1 আবৃত করা, আচ্ছাদিত করা; 2 ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); 3 চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]। 23)
থম-থম
(p. 392) thama-thama অব্য. 1 নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); 2 জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থম-থমে বিণ. 1 নিস্তব্ধ ও ভীতিজনক; 2 গম্ভীর। 12)
নাইঘরে খাঁই
(p. 451) nāigharē khām̐i বি. অভাবের সংসারে পরিজনদের পেটুকপনা।[বাং.নাই6 + ঘরে + খাঁই. (আকাঙ্ক্ষা)। 19)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
ফরসা, ফর্সা
(p. 560) pharasā, pharsā বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]। 46)
বাণী
(p. 596) bāṇī বি. 1 কথা, উক্তি (আকাশবাণী, দৈববাণী); 2 উপদেশপূর্ণ বা স্মরণীয় উক্তি (কবির বাণী, মহাপুরুষের বাণী); 3 (ব্যঙ্গে) বড়ো বড়ো কথা, গালভরা কথা (তোমার বাণী এবার থামাও); 4 সরস্বতী দেবী (বাণীর আরাধনা)। [সং. √ বণ্ + ই + ঈ]। ̃ মন্দির বি. বিদ্যালয়, বিদ্যাচর্চার স্হান। 31)
বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম
(p. 630) bihaga, bihaṅga, bihaṅgama বি. পাখি। [সং. বিহায়স্ (আকাশ) + √ গম্ + অ (খচ্ ম্ আগম)। স্ত্রী. বিহগী, বিহঙ্গী, বিহঙ্গমী, (কাব্যে) বিহঙ্গিনি। 37)
বোঁ
(p. 646) bō অব্য. বি. বেগে ঘূর্ণন গমন ধাবন উড্ডয়ন প্রভৃতি ভাবব্যঞ্জক (মাথাটা বোঁ করে ঘুরে গেল)। [ধ্বন্যা.]। বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)। 14)
ভাঙা
(p. 661) bhāṅā ক্রি. 1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা); 2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল); 3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা); 4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে); 5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো); 6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে); 7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে); 8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল); 9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে); 1 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)। বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)। বিণ. 1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা); 2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর); 3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি); 4 হতাশ (ভাঙা মন); 5 মন্দ (ভাঙা কপাল)। [সং. √ ভন্জ্ + বাং. আ]। ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা। ̃ .গড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা। ̃ .চোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)। ভাঙা-ভাঙা বিণ. 1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়; 2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)। আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)। ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074232
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768709
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366117
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721070
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698081
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545218
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন