Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অংশীদার; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অংশ2
(p. 1) aṃśa2 বি. 1 ভাগ, খণ্ড, টুকরো; 2 সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; 3 অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); 4 অঙ্গপ্রত্যঙ্গ; 5 পৃথিবীর পরিধির 36 ভাগের 1 ভাগ বা 1 ডিগ্রি, degree (বি.প.); 6 রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; 7 বিষয় (সে কোনো অংশে হীন নয়); 8 দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); 9 ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। ̃ ক বি. 1 জ্ঞাতি; 2 দিন; 3 (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)। ̃ .কল্পনা বি. ভাগ দেওয়া, অংশ প্রদান। ̃ গত বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। ̃ গ্রাহী বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (তস্) ক্রি-বিণ. আংশিকভাবে, কিয়দংশে। ̃ ন বি. বণ্টন, বিভাজন। ̃ নীয় বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য। ̃ প্রেষ বি. (বিজ্ঞা.) আংশিক চাপ (বি.প.)। ̃ ভাক (ভাজ্) বিণ. অংশের অধিকারী; উত্তরাধিকারী, অংশীদার। ̃ ভাগী বিণ. অংশ ভাগকারী। অংশাংশি বি. যথাযোগ্য ভাগাভাগি, পরস্পর ভাগ। 9)
অংশী-দার
(p. 1) aṃśī-dāra বি. সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি, ভাগীদার, partner (বি. প.)। [সং. অংশী + ফা. দার]। অংশী-দারি বি. অংশীদারের ভাব কাজ বা অবস্হা partnership অংশীদারি চুক্তি যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement. 13)
পার্ট-নার
(p. 513) pārṭa-nāra বি. অংশীদার; ব্যাবসা কাজকর্ম ইত্যাদিতে সহযোগী। [ইং. partner]। 136)
পুঁজি
(p. 523) pun̐ji বি. 1 সঞ্চিত ধন, যে অর্থ নিয়ে ব্যাবসা আরম্ভ হয়, মূলধন; 2 সম্বল (সততাকে পুঁজি করে কাজে প্রবৃত্ত হল)। [সং. পুঞ্জ]। ̃ পতি বি. প্রচুর পুঁজির মালিক। ̃ পাটা বি. সঞ্চিতধনসম্পত্তি; সঞ্চিত টাকাপয়সা ও অন্যান্য সম্পদ; স্হাবর ও অস্হাবর সম্পত্তি। ̃ বাদ বি. যে আর্থনীতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ বা পুঁজি উত্পাদনে ব্যবহৃত হয়; যে ব্যবস্হায় পুঁজিপতি উত্পাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এবং পুঁজির মালিকের ব্যক্তিগত মুনাফা স্বীকৃত হয়, ধনতন্ত্রবাদ, capitalism. ̃ বাদী (-দিন্) বিণ. পুঁজিবাদসম্বন্ধীয় (পুঁজিবাদী অর্থব্যবস্হা)। বি. পুঁজিবাদের অংশীদার বা সমর্থক। 22)
বখরা
(p. 573) bakharā বি. অংশ, ভাগ (আমার বখরা কোথায় ? সবাই বখরা করে নিল)। [ফা. বখ্রহ্]। ̃ দার বি. অংশীদার। ̃ দারি বি. অংশের বিভাগ; অংশের ভাগ ভোগের অধিকার। 38)
ভাগী1
(p. 660) bhāgī1 (-গিন্) বিণ. যে ভাগ নেয় বা পায়, অংশী (সম্পত্তির ভাগী)। [সং. ভাগ + ইন্]। স্ত্রী. ভাগিনী। ̃ .দার বি. অংশীদার। 19)
যশ
(p. 723) yaśa (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। [সং. √ অশ্ + অস্ য্ আগম]। ̃ .কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ̃ .স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ̃ .স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ̃ .স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ̃ .স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি। 48)
রিক্থ
(p. 743) riktha বি. 1 ধন, স্হাবর ও অস্হাবর সম্পত্তি; 2 উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ধনসম্পত্তি। [সং. √ রিচ্ + থ]। ̃ .গ্রাহী (-হিন্), ̃ .ভাক বিণ. বি. উত্তরাধিকারী অংশীদার। 41)
শরা-কত
(p. 772) śarā-kata বি. 1 অংশীদারি, অংশের মালিকানা; 2 যোগাযোগ, সম্পর্ক। [আ. শিরকত্]। 12)
শরিক
(p. 772) śarika বি. অংশী, ভাগীদার (দুই শরিকের বিবাদ)। [ফা. শরীক্]। শরিকান বি. শরিকরা, শরিকগণ। শরিকানা বি. শরিকের প্রাপ্য অংশ। শরিকি, শরিকানি বিণ. 1 একাধিক অংশীদার বা শরিক আছে এমন, এজমালি (শরিকি সম্পত্তি); 2 শরিকসংক্রান্ত (শরিকি বিবাদ)। 17)
হিস্সা, হিস্যা, (কথ্য) হিস্সে, হিস্যে
(p. 869) hissā, hisyā, (kathya) hissē, hisyē বি. প্রাপ্য ভাগ বা অংশ; ভাগ (সম্পত্তির হিস্সা, ডাকাতির হিস্সা)। [আ. হিস্সা]। ̃ দার বি. বিণ. অংশীদার। 43)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079454
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770487
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368203
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721964
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699093
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595346
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547693
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542708

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন