Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অচ্ছ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষত
(p. 4) akṣata বিণ. 1 ক্ষত বা আঘাতপ্রাপ্ত হয়নি এমন, অনাহত; অচ্ছিন্ন; 2 নিখুঁত। বি. 1 আতপ চাল; 2 যব; 3 খই। [সং. ন+ক্ষত]। ̃ .দেহ, ̃ শরীর বি. ক্ষতহীন দেহ বা শরীর। বিণ. ক্ষতহীন দেহবিশিষ্ট। ̃ যোনি বিণ. (স্ত্রী.) যৌনসংগম করেনি এমন, যৌনসংগমের দ্বারা যার যোনি ক্ষত হয়নি; নির্দোষ কুমারী। 27)
অচ্ছ
(p. 8) accha বিণ. 1 দৃষ্টি রোধ করে না এমন; 2 নির্মল, পরিষ্কার, স্বচ্ছ (সু+অচ্ছ); স্ফটিকের মতো স্বচ্ছ। বি. স্ফটিক। [সং. √ ছো (ছেদন করা অর্থে) + অ, দৃষ্টিকে যা ছেদন করে না, এই অর্থে ছো ধাতু]। 78)
অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অচ্ছিদ্র
(p. 8) acchidra বিণ. 1 ছিদ্র নেই এমন; 2 ত্রুটিহীন। [সং. ন+ছিদ্র]। 80)
অচ্ছিন্ন
(p. 8) acchinna বিণ. ছিন্ন নয় বা খণ্ডিত নয় এমন; অবিভক্ত। [সং. ন+চ্ছিন্ন]। ̃ ত্বক (-ত্বচ্) বি. খত্না হয়নি বা লিঙ্গমুণ্ডের ত্বক ছেদন-সংস্কার অর্থাত্ সুন্নত হয়নি এমন, মুসলমানি হয়নি এমন। 81)
অচ্ছুত্, অচ্ছুত
(p. 8) acchut, acchuta বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি (অচ্ছুত্ জাতি)। [(1) সং. অশুদ্ধ অশুধ অচ্ছুত (?); (2) সং. অশুচ (?) (3) সং. ন+√ছুপ ছুত্ (?)]। 82)
অচ্ছেদনীয়
(p. 8) acchēdanīẏa বিণ. ছেদন করা বা কাটা যায় না বা উচিত নয় এমন। [সং. ন+ছেদনীয়]। 83)
অচ্ছেদ্য
(p. 8) acchēdya বিণ. 1 ছেদন করা বা কাটা যায় না এমন; 2 পৃথক করা যায় না এমন (অচ্ছেদ্য বন্ধন, অচ্ছেদ্য অংশ)। [সং. ন+চ্ছেদ্য]। 84)
অচ্ছোদ
(p. 8) acchōda বিণ. স্বচ্ছজলবিশিষ্ট, যার অর্থাত্ যে জলাশয় ইত্যাদির জল স্বচ্ছ, নির্মল এমন ('অচ্ছোদসরসীনীরে রমণী যেদিন': রবীন্দ্র)। বি. হিমালয় অঞ্চলের সরোবরবিশেষ। [সং. অচ্ছ+উদ]। ̃ পটল বি. অক্ষিগোলকের স্বচ্ছ আবরণ, cornea (বি.প.)। 85)
অনচ্ছ
(p. 21) anaccha বিণ. 1 যার ভিতর দিয়ে দেখা যায় না এমন, অস্বচ্ছ; 2 যার ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে না, opaque (বি. প.)। [সং. ন+অচ্ছ]। 19)
অপিধান
(p. 40) apidhāna বি. আবরণ, অচ্ছাদন। একই অর্থে পিধান দ্র। বিণ. অনাচ্ছাদিত (অ-পিধান অর্থে)। [সং. অপি + √ ধা + অন]। 26)
অভিন্ন
(p. 50) abhinna বিণ. 1 ভিন্ন বা আলাদা নয় এমন; একই প্রকারের, সমান (অভিন্নহৃদয়); 2 ভেদ করা বা ছিন্ন করা হয়নি এমন, অচ্ছিন্ন। [সং. ন + ভিন্ন। বি. ̃ তা, ̃ ত্ব। 96)
অস্পর্শ
(p. 73) asparśa বি. স্পর্শের অভাব; সম্পর্কের অভাব। বিণ. স্পর্শহীন; অসম্পর্কিত, অসংলগ্ন। [সং. ন + স্পর্শ]। ̃ ন বি. স্পর্শের অভাব। ̃ নীয় বিণ. স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; ছোঁয়া যায় না এমন। অস্পর্শ্য বিণ. অস্পৃশ্য, অস্পর্শনীয়, ছোঁয়া উচিত নয় এমন। অস্পৃশ্য বিণ. ছোঁয়ার অযোগ্য, ছোঁয়া উচিত নয় এমন; ছোঁয়া নিষেধ এমন; অচ্ছুত; ঘৃণ্য; অশুচি। বি. অস্পৃশ্যতা। 41)
আচ্ছা
(p. 85) ācchā অব্য. সম্মতিসূচক বা স্বীকারসূচক শব্দ (আচ্ছা, তাই হবে); ধরা যাক (আচ্ছা তাই যেন হল)। বিণ. ক্রি-বিণ. 1 বেশ, ভালো, উত্তম, খুব (আচ্ছা সেজেছে, আচ্ছা বলেছ ভাই); 2 (ব্যঙ্গে) বিলক্ষণ (আচ্ছা সাধুর পাল্লায় পড়েছ); 3 চমত্কার (আচ্ছা বুদ্ধি বটে তোমার, আচ্ছা কথা শুনিয়ে দিলাম)। [সং. অস্তু ? অচ্ছ?]। 14)
স্বচ্ছ
(p. 852) sbaccha বিণ. 1 দৃষ্টিদ্বারা বা আলোকদ্বারা ভেদ্য; 2 প্রতিবিম্বধারণে সমর্থ; 3 অতি নির্মল (স্বচ্ছসলিলা, স্বচ্ছ দৃষ্টি)। [সং. সু + অচ্ছ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ মণি বি. কাচ। 6)
হাড়
(p. 862) hāḍ় বি. 1 যা দিয়ে মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো তৈরি, অস্হি; 2 (আল.) মর্ম (হাড়ে-হাড়ে টের পাওয়া)। [সং. হ়ড্ড]। হাড় কালি হওয়া, হাড় ভাজা ভাজা হওয়া ক্রি. বি. অতিশয় জ্বালাযন্ত্রণা বা দুঃখ ভোগ করা; কষ্টের আধিক্যহেতু অত্যন্ত কাতর হওয়া। হাড় গুঁড়ো করা ক্রি. বি. অতিশয় প্রহার করা। ̃ কিপটে বিণ. অতি কৃপণ। ̃ গোড় বি. ছোটো-বড়ো সমস্ত হাড়-পাঁজরা। হাড়গোড় ভাঙা দ হাড়-গোড় ভেঙে যাওয়ার ফলে চলনশক্তি রহিত হয়ে উপবিষ্ট; (আল.) সম্পূর্ণ অক্ষম বা হতাশ। হাড়-গোড় ভাঙা ক্রি. বি. (আল.) প্রচণ্ড প্রহার করা। হাড়-জিরজিরে বিণ. কঙ্কালসার। হাড় জুড়ানো ক্রি. বি. স্বস্তিলাভ করা। হাড় জ্বালানো ক্রি. বি. অত্যন্ত জ্বালাতন করা। হাড় মাটি করা - মাটি দ্র। হাড়-জ্বালানো বিণ. অত্যন্ত জ্বালাতন করে এমন। ̃ পাকা বিণ. পাকামিতে দড় বা পটু। ̃ ভাঙা বিণ. অতি শ্রমসাধ্য (হাড়ভাঙা পরিশ্রম)। ̃ মাস বি. (কথ্য) হাড় ও মাংস। হাড়-মাস আলাদা করা ক্রি. বি. (আল.) নিদারুণ প্রহার করা। হাড়ে-মাসে-জড়ানো বিণ. অচ্ছেদ্য সম্পর্কযুক্ত। হাড়ে-মাসে জ্বালানো ক্রি. বি. খুব জ্বালাতন করা। ̃ হদ্দ ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ মূলদেশ পর্যন্ত, আগাগোড়া (হাড়হদ্দ জানি)। ̃ হাভাতে বিণ. একেবারে নিঃস্ব বা লক্ষ্মীছাড়া। হাড়েহাড়ে ক্রি-বিণ. হাড় পর্যন্ত অর্থাত্ সম্পূর্ণ, পুরোপুরি (তাকে হাড়েহাড়ে চিনি)। 79)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085259
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772725
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370420
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722921
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700234
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596082
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550555
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543184

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন