Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুগ্রহ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-কম্পা
(p. 25) anu-kampā বি. 1 সহানুভূতি; 2 দয়া, অনুগ্রহ। [সং. অনু + √ কম্প্ + ও + আ]। 68)
অনু-গৃহীত
(p. 25) anu-gṛhīta বিণ. অনুগ্রহ বা দয়া লাভ করেছে এমন, উপকৃত। [সং. অনু + √ গ্রহ্ + ত]। স্ত্রী. অনুগৃহীতা। 80)
অনু-গ্রহ
(p. 25) anu-graha বি. 1 উপকার; আনুকূল্য; 2 প্রসন্নতা, প্রসাদ; 3 দয়া, কৃপা (অনুগ্রহ করে চলে যান, তাঁরই অনুগ্রহে এসব হয়েছে)। [সং. অনু + √ গ্রহ্ + অ]। অনু-গ্রাহক, অনু-গ্রাহী (-হিন্) বি. বিণ. অনুগ্রহণকারী; সহায়। 82)
অনু-বল
(p. 29) anu-bala বি. 1 সহায় ('কেবা মোর হবে অনুবল': ক. ক.); 2 ক্ষমতা, প্রভাব ('ব্যাসের তপের অনুবলে': ভা. চ.); 3 প্রসাদ, অনুগ্রহ ('ধর্ম অনুবলে তাহা হইল পূরণ': কাশী.); 4 সৈন্যের পৃষ্ঠরক্ষক সৈন্য। বিণ. শক্তি অনুযায়ী, সামর্থ্যানুযায়ী। [সং. অনু (অনুগত) + বল]। 19)
অনু-বেদন
(p. 29) anu-bēdana বি. 1 জ্ঞানদান, জ্ঞাপন; 2 সহানুভূতি, অনুগ্রহ ('তুমি অনুবেদন করিলে পাই হরি': শি.)। [সং. অনু + √ বিদ্ + অন]। 27)
অলং-কার, (বর্জি.) অলঙ্কার
(p. 62) ala-ṅkāra, (barji.) alaṅkāra বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। 34)
আনু-কুল্য
(p. 94) ānu-kulya বি. 1 সহায়তা, পোষকতা (সরকারি আনুকূল্যে কাজটি সম্পন্ন হয়েছে): 2 অনুগ্রহ, উপকার। [সং. অনুকূল + য]। বিণ. অনুকূল। 28)
উপ-কার
(p. 130) upa-kāra বি. মঙ্গলসাধন, হিতসাধন; কল্যাণ; সাহায্য; অনুগ্রহ। [সং. উপ + √ কৃ + অ]। ̃ ক, উপ-কারী (-রিন্) বিণ. উপকার করে এমন, উপকর্তা। স্ত্রী. উপ-কারিকা, উপ-কারিণী। উপ-কারিতা বি. উপযোগিতা, উপকারসাধনের ক্ষমতা। উপ-কার্য বিণ. উপকারলাভের যোগ্য।
করুণ
(p. 167) karuṇa বিণ. 1 শোক বা করুণা উদ্রেককারী (করুণ বিলাপ); 2 করুণাপূর্ণ (করুণ হৃদয়); 3 আর্ত, কাতর (করুণ স্বরে)। বি. (অল.) 1 শোকরূপ স্হায়িভাব থেকে জাত করুণা উদ্রেককারী রস; 2 দয়া, অনুগ্রহ। [সং. করুণা + অ (অস্ত্যর্থে)]। 41)
করুণা
(p. 167) karuṇā বি. দয়া, কৃপা, অনুগ্রহ। [সং.√ কৃ (চিত্ত বিক্ষিপ্ত হওয়া) + উন + আ]। ̃ নিদান, ̃ নিধান, ̃ নিধি, ̃ নিলয়, ̃ ময় বিণ. (সচ. ঈশ্বর সম্বন্ধে প্রযুক্ত) দয়ালু, দয়াময়। বিণ. (স্ত্রী.) ̃ ময়ী। 42)
কৃপা
(p. 204) kṛpā বি. 1 দয়া, করুণা (কৃপাময়); 2 অনুকম্পা (কৃপার পাত্র); 3 প্রসন্নতা, অনুগ্রহ (কৃপাদৃষ্টি)। [সং. √কৃপ্ + অ + আ]। ̃. দৃষ্টি বি. অনুগ্রহ। ̃ ব.লোকন বি. দয়াপূর্ণ দৃষ্টি, সদয় দৃষ্টি। ̃. ময় বিণ. দয়ালু, করুণাময়। ̃. লু বিণ. দয়ালু। ̃. সিন্ধু বিণ. বি. দয়ার সাগর। 27)
চাওয়া1
(p. 281) cāōẏā1 ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ̃ নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। 25)
দাক্ষিণ্য
(p. 402) dākṣiṇya বি. 1 অনুগ্রহ, দয়া (কারও দাক্ষিণ্যে বেঁচে থাকতে চাই না); 2 ঔদার্য; 3 সারল্য; 4 সৌজন্য। [সং. দক্ষিণ + য]। 42)
দেবানুগ্রহ
(p. 421) dēbānugraha বি. দেবতার দয়া। [সং. দেব + অনুগ্রহ]। 10)
দেবাশ্রিত
(p. 421) dēbāśrita বিণ. দেবতাদের দ্বারা রক্ষিত; দেবতার অনুগ্রহপ্রাপ্ত। [সং. দেব + আশ্রিত]। 14)
দৌলত
(p. 426) daulata বি. 1 সম্পদ, ঐশ্বর্য (ধনদৌলত); 2 সাহায্য, অনুগ্রহ, প্রভাব (শ্বশুরের দৌলতে)। [আ. দওলত্]। ̃ খানা বি. ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ। ̃ দার বিণ. ঐশ্বর্যশালী। ̃ দারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা। 7)
দয়া
(p. 399) daẏā বি. 1 অন্যের দুঃখ অনুভব করা ও তা দূর করার প্রবৃত্তি (গরিবের প্রতি দয়া); 2 বদান্যতা, অনুগ্রহ (তাদের দয়ায় বেঁচে থাকতে চাই না); 3 ক্ষমা (এবারের মতো দয়া করুন)। [সং. √ দয়্ + অ + আ]। ̃ দাক্ষিণ্য বি. দয়া, দান ইত্যাদি, বদান্যতা। ̃ নিধি বি. দয়াবান; দয়াময়; করুণাময় ঈশ্বর। ̃ পরতন্ত্র, ̃ পরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়। ̃ বান (বত্), ̃ ময়, ̃ ল, ̃ লু, ̃ শীল বিণ. সদয়, কৃপাময়। স্ত্রী. ̃ বতী, ̃ ময়ী, ̃ শীলা। ̃ র্দ্র বিণ. দয়ায় বা করুণায় হৃদয় কোমল হয়েছে এমন, দয়াপরবশ। 5)
নজর
(p. 444) najara বি. 1 দৃষ্টি (নজরে পড়া, কু-নজর); 2 মনোবৃত্তি (ছোট নজর); 3 লুব্ধ দৃষ্টি (অন্যের খাবারে নজর দেওয়া, পরের সৌভাগ্যে নজর দেওয়া); 4 তত্ত্বাবধান (ছেলেটার দিকে নজর রেখো); 5 মনোভাব, ধারণা (নেকনজর); 6 ভালো ধারণা (কর্তার নজরে পড়েছ, আর ভাবনা কী?); 7 অশুভ বা অমঙ্গলজনক দৃষ্টি (নজর লেগেছে, পেঁচোর নজর); 8 ভেট, উপহার, নজরানা। [আ. নজর্]। নজর কাড়া ক্রি. বি. দর্শনীয় বা আকর্ষণীয় হওয়া, চোখে লাগা (তার খেলা সকলের নজর কেড়েছে)। ̃ দার বি. 1 পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক, invigilator; 2 প্রহরী। নজর দেওয়া ক্রি. বি. 1 লক্ষ্য রাখা (আমার দিকেও একটু নজর দিয়ো); 2 অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টি দেওয়া; লুব্ধ দৃষ্টি দেওয়া (অন্যের খাবারে নজর দেওয়া)। ̃ বন্দি বিণ. চোখের আ়ড়ালে যেতে দেওয়া হয় না এমন; অন্তরিত। বি. অন্তরিত ব্যক্তি। নজর লাগা ক্রি. বি. অশুভ বা ঈর্ষালু দৃষ্টিতে পড়া; প্রেতযোনির উত্পাতে পড়া। নজরে পড়া ক্রি. বি. 1 দৃষ্টিগোচর হওয়া; 2 অনুগ্রহ বা সমাদর লাভ করা। নজরে রাখা ক্রি. বি. চোখের বাইরে যেতে না দেওয়া; তত্ত্বাবধান করা, লক্ষ্য রাখা। 21)
নেক-নজর
(p. 479) nēka-najara বি. 1 অনুকূল দৃষ্টি, অনুগ্রহদৃষ্টি (চিন্তা কী, তোমার উপর কর্তার নেকনজর আছে); 2 (ব্যঙ্গে) কুনজর। [ফা. নেক + আ. নজর্]। 13)
নেয়া-মত
(p. 480) nēẏā-mata বি. 1 দয়া, অনুগ্রহ; 2 স্নেহ। [আ. নে'মত্]। 6)
পদ
(p. 488) pada বি. 1 পা, চরণ (পদধ্বনি); 2 পদক্ষেপ (প্রতিপদে, পদে পদে); 3 পায়ের চিহ্ন বা দাগ (পদানুসরণ); 4 কবিতার চরণ বা পঙ্ক্তি (ত্রিপদী, চতুর্দশপদী); 5 বৈষ্ণব কবিদের রচিত শ্লোক বা গান বা গীতিকবিতা (পদকর্তা); 6 কাজের ভার অধিকার বা চাকরি (পদপ্রার্থী); 7 আধিপত্য, অবস্হা, উপাধি (পদগৌরব, পদমর্যাদা); 8 বিভিন্ন প্রকারের বস্তু (অনেক পদ রান্না হয়েছে); 9 (ব্যাক.) বিভক্তিযুক্ত শব্দ (বিশেষ্যপদ)। [সং. √ পদ্ + অ]। ̃ কর্তা (-র্তৃ) বিণ. বি. বৈষ্ণব পদ বা গীতিকবিতা রচনাকারী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কার বিণ. বাক্য বা শ্লোক রচনাকারী। বি. বেদের মন্ত্রপদবিভাজক গ্রন্হকার। ̃ ক্ষেপ বি. পা ফেলা, কদম; পদার্পণ। ̃ .গৌরব বি. পদের বা আধিপত্যের মর্যাদা। ̃ .চারণ বি. পায়চারি। ̃ .চিহ্ন বি. পায়ের দাগ। ̃ .চ্যুত বিণ. অধিকারভ্রষ্ট কর্মচ্যুত কর্মভার বা চাকরি থেকে বরখাস্ত। বি. ̃ .চ্যুতি। ছায়া, চ্ছায়া বি. চরণতলে আশ্রয় অনুগ্রহ। ̃ .ত্যাগ বি. আধিপত্য কর্মভার বা চাকরি ত্যাগ। ̃ .দলিত বিণ. পায়ের তলায় পিষ্ট। স্ত্রী. ̃ .দলিতা। ̃.ধূলি বি. পায়ের তলার ধূলো। ̃ .ধ্বনিপদশব্দ -র অনুরূপ ('শুনেছে অন্তরপথে বিপ্লবের নিত্য পদধ্বনি': সু. দ.)। ̃ .ন্যাস বি. পা ফেলা, পদচালনা পদস্হাপন। ̃ .পঙ্কজ বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ .পল্লব বি. পল্লবের মতো কোমল চরণ। ̃ .পৃষ্ঠ বি. পায়ের পাতা। ̃ .প্রান্ত বি. চরণতল পায়ের কাছের স্হান। ̃ .প্রার্থী (-র্থিন) বিণ. 1 কোনো পদ বা চাকরি লাভে ইচ্ছুক 2 চরণাশ্রয়প্রার্থী। স্ত্রী. ̃ .প্রার্থিনী। ̃.বিক্ষেপ বি. পদক্ষেপ পা ফেলা, কদম ('কাহার পদবিক্ষেপের এ শব্দ' ব. চ.। ̃ .ব্রজ বি. পায়ে হেঁটে যাওয়া। ̃ .মর্যাদা-পদগৌরব এর অনুরূপ। ̃ .যাত্রা বি. 1 পায়ে হেঁটে যাওয়া 2 পায়ে হেঁটে মিছিল। ̃ .রজ, ̃.রজঃ বি. পদধূলি। ̃ .রেণু বি. পদধূলি। ̃ .লেহন বি. পা চাটা অত্যন্ত হীনভাবে তোষামোদ। ̃ .শব্দ বি. হাঁটার সময় পায়ের আওয়াজ। ̃ .সঞ্চার, ̃.সঞ্চালন বি. কদম, পা ফেলা, হাঁটা। ̃ .সেবা বি. পা টেপা। ̃ .স্খলন বি. 1 পা পিছলে পড়া 2 অধঃপতন। ̃ .স্খলিত বিণ. 1 পা পিছলে পড়েছে এমন 2 অধঃপতিত। স্ত্রী. ̃ .স্খলিতা। ̃স্হ বিণ. 1 পদে বা অধিকারে প্রতিষ্ঠিত; 2 উঁচু পদে অধিষ্ঠিত (পদস্হ চাকুরে)। পদে পদে, প্রতি-পদে ক্রি-বিণ. সবসময় যতই অগ্রসর হওয়া যায় ততই (পদে পদে বাধা)। 33)
পদাশ্রয়
(p. 488) padāśraẏa বি. 1 চরণরূপ আশ্রয়, চরণে আশ্রয়; 2 অনুগ্রহ, দায়। সং. পদ + আশ্রয়। পদাশ্রয়ী (-য়িন্) বিণ. চরণে আশ্রয় পেয়েছে এমন। পদাশ্রিত বিণ. চরণে আশ্রয় লাভ করেছে এমন অনুগৃহীত। স্ত্রী. পদাশ্রিতা। 49)
প্রসাদ
(p. 552) prasāda বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ ন, ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য। 6)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বর্ষণ
(p. 580) barṣaṇa বি. 1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ); 2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ); 3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া। [সং. √ বৃষ্ + অন]। ̃ মন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর ('বর্ষণমন্দ্রিত অন্ধকারে': রবীন্দ্র)। বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন। 133)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074489
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768778
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366233
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721108
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594698
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545329
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন