Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুচ্চ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকথিত
(p. 2) akathita বিণ. অনুক্ত, না-বলা, অনুচ্চারিত (অকথিত কাহিনী)। [স. ন+কথিত]। 7)
অনুচ্চ
(p. 25) anucca বিণ. উঁচু নয় এমন, নিচু; মৃদু (অনুচ্চ কণ্ঠ, অনুচ্চ স্বর)। [সং. ন + উচ্চ]। 87)
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অনুচ্ছেদ
(p. 25) anucchēda বি. 1 প্রবন্ধ বা অন্যান্য গদ্য রচনার বিভাগবিশেষ, প্যারাগ্রাফ; 2 ধারা, article (স. প.)। [সং. অনু + ছেদ]। 89)
কাটুর-কুটুর
(p. 179) kāṭura-kuṭura বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ। 28)
খাটো
(p. 226) khāṭō বিণ. 1 আকৃতিতে ছোট, বেঁটে, লম্বা নয় এমন (খাটো গড়ন); 2 মৃদু, চাপা, অনুচ্চ (খাটো গলায় কথা বলা); 3 হীন (খাটো নজর, যোগ্যতায় কারও চেয়ে খাটো নয়)। [দেশি]। খাটো করা ক্রি. বি. ছোট করা; হীন বা অপমানিত করা। খাটো হওয়া ক্রি. বি. অপমানিত বা হীন হওয়া; হীন বোধ করা। 18)
খিল-খিল
(p. 230) khila-khila অব্য. বি. অনুচ্চ শব্দে ক্রমাগত হাসির শব্দ। [ধ্বন্যা.]। 4)
খুক
(p. 230) khuka অব্য. অনুচ্চ কাশির শব্দ। [দেশি]। ̃ খুক অব্য. ক্রমাগত অনুচ্চ কাশির শব্দ। ̃ খুকানি বি. ক্রমাগত অনুচ্চ কাশি (ও ঘর থেকে সারারাত দাদুর খুকখুকানির শব্দ এসেছে)। 24)
চাপা
(p. 281) cāpā ক্রি. 1 চাপ দেওয়া, ভর দেওয়া, ভার দেওয়া (চেপে বসা, বোঝা হয়ে চেপে থাকা); 2 টেপা (গলা চেপে ধরা); 3 ঢাকা, লুকানো (কথাটা চেপে গেছি); 4 ব্যাপ্ত করা ('পাঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা': কৃত্তি.); 5 আরোহণ করা (গাড়ি চেপে যাওয়া, ঘোড়ায় চাপা, মায়ের কোলে চেপে)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 রুদ্ধ (চাপা গলায় কথা); 2 পিষ্ট (গাড়ি চাপা পড়েছে); 3 আবৃত, আচ্ছাদিত (জায়গাটা কাঁটা ঝোপে চাপা); 4 অস্পষ্ট, অনুচ্চ (চাপা সুর); 5 গুপ্তভাবে রচিত বা প্রচলিত (চাপা গুজব); 6 টোল-খাওয়া, বসে-যাওয়া (মেরুদেশ কিঞ্চিত্ চাপা); 7 অব্যক্ত, প্রকাশ করে না এমন (চাপা দুঃখ); 8 মনের কথা সহজে প্রকাশ করে না এমন (চাপা স্বভাবের লোক)। [সং. √চপ্ + বাং. আ]। চাপা দেওয়া ক্রি. বি. 1 ঢাকা দেওয়া বা ভার চাপানো (কাগজটা চাপা দাও); 2 গোপন করা (একথা চাপা দেওয়া যাবে না)। চাপা পড়া ক্রি. বি. 1 ঢেকে যাওয়া (লতাপাতায় চাপা পড়েছে); 2 স্মরণ বা আলোচনার বাইরে থাকা (আমার কথাটা চাপা পড়ে গেল); 3 ভারের চাপে পড়া বা পিষ্ট হওয়া (গাড়ির নীচে চাপা পড়েছে)। চেপে ধরা ক্রি. বি. (আল.) বিশেষভাবে অনুরোধ বা পীড়াপীড়ি করা। চেপে যাওয়া বি. ক্রি. না বলে চুপ করে থাকা। চেপে বসা বি. ক্রি. 1 ঠেলে বসা; 2 কায়েম হয়ে বসা, দীর্ঘকালের জন্য বসা; উঠতে না দেওয়া; সম্পূর্ণভাবে অধিকার করা। ̃ চাপি বি. 1 পীড়াপীড়ি; 2 ঢাকাঢাকি; গোপনতা। ̃ চুপি বি. গোপনতা। 119)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
জপ
(p. 312) japa বি. (সচ. মনে মনে বা অনুচ্চ স্বরে) ইষ্টমন্ত্রাদি পুনঃ পুনঃ উচ্চারণ বা আবৃত্তি। [সং. √ জপ্ + অ]। ̃ তপ বি. জপ ও উপাসনা; পূজা-অর্চনা। ̃ তহি ক্রি. (ব্রজ.) জপ করে, জপ করছে। ̃ ন বি. জপ করা। ̃ মালা বি. ইষ্টমন্ত্রাদি জপ করার সময় যে মালার গুটিকা গোনা হয়; (আল.) সর্বদা স্মরণীয় বিষয় (টাকাই এখন তার জপমালা হয়েছে)। ̃ যজ্ঞ বি. ইষ্টনাম জপরূপ যজ্ঞ বা পূণ্যকর্ম। জপা ক্রি. জপ করা; মনে মনে আবৃত্তি করা। জপানো ক্রি. 1 জপ করানো; মূখস্হ করানো; 2 (কথ্য.) ক্রমাগত প্ররোচনা বা পরামর্শ দিয়ে কার্যোদ্ধারের চেষ্টা করা, ভজানো (লোভ দেখিয়ে তাকে জপানো সহজ হবে না)। জপ্য বিণ. জপের যোগ্য. জপনীয়। বি. জপমালা। 86)
প্যারা
(p. 534) pyārā বি. গদ্যরচনার বিভাগবিশেষ, অনুচ্ছেদ। [ইং. paragraph]। 87)
ফিক2
(p. 565) phika2 বি. দাঁত বার করে অনুচ্চ বা মৃদু হাসি (ফিক করে হেসে ফেলল)। [তু. সং. ফক্ক্ (ধীরগতি)]। ̃ ফিক বি. ক্রমাগত ফিক করে হাসি। 8)
ফুস-ফাস
(p. 567) phusa-phāsa বি. ফিসফিস করে কথা, গোপনে বা অনুচ্চস্বরে কথাবার্তা। [ধ্বন্যা.]। 32)
বিড়-বিড়
(p. 611) biḍ়-biḍ় বি. (প্রধানত আপনমনে) অস্পষ্ট ও অনুচ্চকথা (বিড়বিড় করে কী বলছ? কী বিড়বিড় করছ?)। [ধ্বন্যা.]। বিড়-বিড়িয়ে ক্রি-বিণ. বিড়বিড় করে (বিড়বিড়িয়ে কী বলে গেল?)। 64)
মৃদু
(p. 714) mṛdu বিণ. 1 কোমল, নরম (মৃদুগাত্রী); 2 আলতো (মৃদুস্পর্শ); 3 লঘু, হালকা (মৃদু ভূকম্পন); 4 ধীর, মন্হর, অদ্রুত (মৃদুগতি); 5 ক্ষীণ, অনুজ্জল (মৃদু অলোক); 6 অনুচ্চ, চাপ (মৃদু স্বর); 7 অতীব্র (মৃদু তাপ); 8 শান্ত, উত্তেজনাহীন (মৃদুস্বভাব)। [সং √ মৃদ্ + উ]। বি. ̃ তা। ̃ .গণ বি. (জ্যোতিষ.); চিত্র অনুরাধা মৃগশিরা ও রেবতি নক্ষত্র। ̃ .গমন বি. ধীর গতিতে গমন; মন্হর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গমনা বি. 1 ধীরগতিসম্পন্না নারী, মৃদুগামিনী নারী; 2 হংসী। বিণ. মন্হরগতিযুক্তা। ̃ .গামী বিণ. ধীরে যায় এমন। স্ত্রী. ̃ .গামিণী। ̃ .জল বি. লবণ ক্ষার ইত্যাদির ভাগ কম আছে এমন জল, soft water ̃ .ভাষী (-ষিন্) বিণ. অনুচ্চস্বরে বা অতীব্র অর্থাত্ কোমল ও মধুর (মৃদুমন্দ বায়ু, মৃদুমন্দ গতি)। ̃ .ল বিণ. 1 কোমল; 2 ধীর। স্ত্রী. ̃ .লা। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074485
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768774
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366224
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545323
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন