Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুষ্ঠিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অদীক্ষিত
(p. 17) adīkṣita বিণ. যার দীক্ষা নেওয়া হয়নি এমন; বিশেষ অনুষ্ঠান ও সংকল্প করে কোনো কর্মে প্রবৃত্ত হয়নি এমন। [সং. ন+দীক্ষিত]। 10)
অধি-বাস2
(p. 17) adhi-bāsa2 বি. মাঙ্গল্য দ্রব্যাদির দ্বারা অর্থাত্ গম্ধমাল্য, ধূপ, ধান ইত্যাদির দ্বারা সংস্কার; বিবাহাদি শুভ কর্মের পূর্ববতী মাঙ্গলিক অনুষ্ঠান। [সং. অধি+√ বাসি (=বস্+ণিচ্)+অ]। ̃ ন বি. অধিবাসের কাজ। 75)
অধি-বেশন
(p. 17) adhi-bēśana বি. 1 সভা সমিতি ইত্যাদির বৈঠক বা অনুষ্ঠান, meeting; 2 উপবেশন। [সং. অধি+√বিশ্+অন]। 81)
অননুষ্ঠিত
(p. 22) ananuṣṭhita বিণ. অনুষ্ঠান বা সম্পাদন করা হয়নি এমন (যে সভাটি হওয়ার কথা ছিল তা আজও অননুষ্ঠিতই থেকে গেছে)। [সং. ন+অনুষ্ঠিত]। 12)
অনাড়ম্বর
(p. 24) anāḍ়mbara বিণ. আড়ম্বরহীন; জমকালো নয় এমন (অনাড়ম্বর অনুষ্ঠান)। [সং. ন + আড়ম্বর]। 12)
অনুষ্ঠাতা
(p. 31) anuṣṭhātā (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী। 26)
অনুষ্ঠান
(p. 31) anuṣṭhāna বি. 1 আরম্ভ; উদ্যোগ; 2 ক্রিয়াকর্ম, উত্সবাদি কর্মের সম্পাদন; নির্বাহ। [সং. অনু + √ স্হা + অন]। অনুষ্ঠিত বিণ. নির্বাহিত; আচরিত; সম্পাদিত। অনুষ্ঠেয় বিণ. নির্বাহ করা উচিত বা করার যোগ্য, অনুষ্ঠানযোগ্য (প্রতিদিনের অনুষ্ঠেয় কর্ম)। 27)
অন্তর্জলি
(p. 32) antarjali বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]। ̃ যাত্রা বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল। 49)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অব্যূঢ়
(p. 50) abyūḍh় বিণ. অবিবাহিত, বিয়ে হয়নি এমন। [সং. ন + ব্যূঢ়]। স্ত্রী. অব্যূঢ়া। অব্যূঢ়ান্ন বি. আইবুড়ো ভাত, বিবাহের পূর্বে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান। 42)
অভি-ষেক
(p. 50) abhi-ṣēka বি. 1 রাজসিংহাসন প্রাপ্তির বা পূজাবেদিতে স্হাপনের অনুষ্ঠান; 2 মন্ত্রপূত তীর্থজলে স্নান করানো; 3 রাজপদে বরণ বা স্হাপন, coronation; 4 অবগাহন, স্নান; 5 (আল.) কোনো মহত্ বা গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ বা কাজের আরম্ভ। [সং. অভি + √ সিচ্ + অ]। অভি-ষিক্ত বিণ. অভিষেক করা হয়েছে এমন; স্নান করানো হয়েছে এমন; আর্দ্র; সিঞ্চিত; (কর্মে) নিযুক্ত। অভি-ষেচন বি. ভালোরকমে সিক্ত করা; অভিষেক। 132)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আই-বড়, আই-বুড়ো
(p. 77) āi-baḍ়, āi-buḍ়ō বিণ. অবিবাহিত বা অবিবাহিতা। [সং. অব্যূঢ় ? সং. আয়ুর্বৃদ্ধি?] ̃ ভাত বি. গায়েহলুদের পরে এবং বিবাহ অনুষ্ঠানের আগে পাত্র-পাত্রীর অবিবাহিত অবস্হার শেষ ভাত খাওয়ার অনুষ্ঠান। 12)
আচরণ
(p. 85) ācaraṇa বি. 1 ব্যবহার, চালচলন; 2 পালন, অনুষ্ঠান (ধর্মাচরণ, পাপাচরণ)। [সং. আ + √ চর্ + অন]। ̃ .বিধি বি. চালচলনের বা মেনে চলার জন্য নিয়মাবলি। আচরণীয় বিণ. 1 আচরণের যোগ্য; ব্যবহার্য; 2 অনুষ্ঠান বা পালন করার যোগ্য। আচরিত বিণ. আচরণ করা হয়েছে এমন। 6)
আচার2
(p. 85) ācāra2 বি. 1 অনুষ্ঠান, পালন; 2 প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); 3 শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); 4 সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]। ̃ .নিষ্ঠা বি. আচার মেনে চলা। বিণ. ̃ .নিষ্ঠ। ̃ .বান, ̃ .বান্ বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিচার বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন। ̃ .ভ্রষ্ট বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী। আচারী (-রিন্) বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন। আচরণীয় দ্র আচরণ। 9)
আনুষ্ঠানিক
(p. 95) ānuṣṭhānika বিণ. 1 অনুষ্ঠানসম্বন্ধীয়; শাস্ত্রীয় রীতিসম্মত; 2 বিহিত অনুষ্ঠান অনুযায়ী (আনুষ্ঠানিক নির্বাচন)। [সং. অনুষ্ঠান + ইক]। 13)
আয়ুষ্টোম
(p. 103) āẏuṣṭōma বি. দীর্ঘায়ু লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞ। [সং. আয়ুঃ + স্তোম]। 21)
আয়োজক
(p. 103) āẏōjaka বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন। 27)
ইতু
(p. 114) itu বি. 1 সূর্য; 2 মিত্র; 3 সূর্যপূজার ঘট। [সং. মিত্র মিতু ইতু]। ̃ পূজা বি. অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত সূর্যপূজা। 14)
ইমাম
(p. 114) imāma বি. মুসলমানদের ধর্মনেতা বা ধর্মগুরু। [আ. ঈমাম্]। ̃ বাড়া বি. (বিশেষত) মোহরম অনুষ্ঠানের জন্য ধর্মগৃহ। 52)
উচ্চাটন
(p. 119) uccāṭana বি. 1 উত্পাটন, উত্পাটিত করা বা তুলে ফেলা, উচ্ছেদ করা; 2 অপসারণ; 3 উত্পীড়ন; 4 ব্যাকুলতা, উদ্বেগ; 5 শত্রুর ক্ষতিসাধনের জন্য অনুষ্ঠিত অভিচারকর্মবিশেষ (মারণ উচ্চাটন)। [সং. উত্ + √ চট্ + ণিচ্ + অন]। 38)
উত্-সব
(p. 123) ut-saba বি. আনন্দপূর্ণ বা জাঁকজমকপূর্ণ সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠান। [সং. উত্ + √ সু + অ]। ̃ প্রাঙ্গণ বি. যে খোলা জায়গায় উত্সব অনুষ্ঠিত হয়। ̃ মুখর বিণ. উত্সবের আনন্দে ব্যস্ত। 45)
উদ্বোধন
(p. 128) udbōdhana বি. 1 জ্ঞান বা বোধের উদ্রেক; 2 চেতনা সঞ্চার; 3 জাগরণ; 4 যা জানিয়ে দেয়; 5 (বাং. অর্থ) আনুষ্ঠানিক আরম্ভ বা উন্মোচন (অনুষ্ঠানের শুভ উদ্বোধন)। [সং. উত্ + বোধন]। 29)
উদ্যোগ
(p. 128) udyōga বি. 1 উদ্যম, চেষ্টা, সযত্ন চেষ্টা; 2 উপক্রম, আয়োজন (একটা বিরাট অনুষ্ঠানের উদ্যোগ চলছে); 3 (হিন্দির প্রভাবে)। শিল্পদ্রব্যাদি উত্পাদন বা উত্পাদনের চেষ্টা (গ্রামোদ্যোগ)। [সং. উত্ + √ যুজ্ + অ]। উদ্যোগী (-গিন্) বিণ. যত্নশীল, চেষ্টাযুক্ত; উদ্যমী, উত্সাহী (উদ্যোগী পুরুষ)। উদ্যোক্তা বিণ. আয়োজনকারী; উদ্যোগকারী। 46)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073908
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768625
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366007
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594623
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন