Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অপহৃত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অব-হৃত
(p. 46) aba-hṛta বিণ. 1 অপহৃত, চুরি গেছে এমন; 2 সরিয়ে নেওয়া হয়েছে এমন, অপসারিত; 3 উদ্ধৃত; quoted. [সং. অব + √ হৃ + ত]। 44)
খোয়া2
(p. 234) khōẏā2 ক্রি. হারানো; নষ্ট করে ফেলা (কলমটাকে কীভাবে খোয়ালে? সম্মান খোয়ানো)। বিণ. হারিয়ে গেছে এমন; নষ্ট; অপহৃত (কলমটা খোয়া গেছে)। [সং. ক্ষয়িত]। খোয়া যাওয়া ক্রি. বি. হারিয়ে যাওয়া; চুরি যাওয়া। ̃ নো ক্রি. হারানো, নষ্ট করে ফেলা (সর্বস্ব খোয়ানো, মানসম্মান খুইয়েছে)। বি. বিণ. উক্ত অর্থে। 22)
চোরা2
(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)। [বাং. চুরি + আ]। ̃ কারবার বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা। ̃ গর্ত বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত। ̃ গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি। ̃ গোপ্তা বিণ. যে কাজের কর্তা অদৃশ্য ও অজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)। ̃ চালান বি. অবৈধভাবে ও গোপনে মাল চালান, smuggling. ̃ পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ। ̃ বালি বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়। 22)
চোরাই
(p. 298) cōrāi বিণ. চুরি করা হয়েছে এমন, অপহৃত (চোরাই মাল উদ্ধার)। [বাং. চোর + আই]। 24)
চোরিত
(p. 298) cōrita বিণ. (বর্ত. অপ্র.) অপহৃত। [সং. √চুর্ + ত]। 25)
বগল
(p. 573) bagala বি. 1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ; 2 পার্শ্ব; 3 সামীপ্য, নৈকট্য। [ফা. বগল্]। ̃ দাবা বিণ. 1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন; 2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে); 3 গোপনে অপহৃত। বগল বাজানো ক্রি. বি. 1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা; 2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা। 45)
বামাল
(p. 600) bāmāla বি. অপহৃত বা লুণ্ঠিত বস্তু (পুলিশ কি বামাল উদ্ধার করতে পেরেছে?)। ক্রি-বিণ. চোরাই মাল সমেত (চোরটা বামাল ধরা পড়েছে)। [ফা. বমাল]। 26)
বিলুণ্ঠন
(p. 626) biluṇṭhana বি. 1 গড়াগড়ি দেওয়া; 2 অপহরণ; 3 লুণ্ঠন, লুঠ। [সং. বি + লুণ্ঠন]। বিলুণ্ঠিত বিণ. 1 গড়াগড়ি দিচ্ছে বা দিয়েছে এমন (ভূমিতে বিলুণ্ঠিত, বিলুণ্ঠিত বস্ত্রাঞ্চল); 2 অপহৃত, লুণ্ঠিত (বিলুণ্ঠিত ধনরত্ন)। স্ত্রী. বিলুণ্ঠিতা। 9)
লুণ্ঠন
(p. 760) luṇṭhana বি. 1 লুঠ, বলপূর্বক অপহরণ, অন্যায়ভাবে আত্মসাত্ করা; 2 ভূমিতে গড়াগড়ি দেওয়া। [সং. √ লুণ্ঠ্ + অন]। লুণ্ঠিক বিণ. 1 অপহৃত, লুঠ হয়েছে এমন (লুণ্ঠিত ধন); 2 ভূমিতলে পতিত (ধূলিলুণ্ঠিত); 3 গড়াগড়ি দিচ্ছে এমন। স্ত্রী. লুণ্ঠিতা। 80)
হাত
(p. 865) hāta বি. 1 প্রধানত কিছু ধরার জন্য এবং উঠানোনামানোর জন্য দেহের যে অঙ্গ ব্যবহার করা হয়, কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 2 চব্বিশ অঙ্গুলি বা আঠারো ইঞ্চি পরিমিত দৈর্ঘ্যের মাপবিশেষ; 3 (আল.) অধিকার, বশবর্তিতা (হাতে আসা, হাতের জিনিস); 4 প্রভাব (হাত থাকা, হাত এড়ানো); 5 সাহায্য বা বিরোধিতার জন্য যোগদান (কোনো ব্যাপারে হাত দেওয়া)। [প্রা. হত্থ সং. হস্ত]। হাত আসা ক্রি. বি. অভ্যাস হওয়া। হাত কচলানো ক্রি. বি. দুই করতল ক্রমাগত ঘষে মিনতি করা বা প্রার্থনা করা। ̃ কড়া, ̃ কড়ি বি. কয়েদির দুই হাত বাঁধার জন্য লোহার বালা, handcuff (s). হাত করা ক্রি. বি. অধিকারে বা স্বপক্ষে আনা। &tilde ; করাত বি. যে করাত একজনে হাত দিয়ে চালাতে পারে। ̃ কাটা বিণ. 1 হাত কাটা গিয়েছে এমন, ছিন্নহস্ত (হাতকাটা লোক); 2 বগল থেকে কনুই পর্যন্ত হাতওয়ালা অথবা হাতাশূন্য (হাতকাটা জামা)। হাত কামড়ানো ক্রি. বি. আপশোস করা। ̃ খরচ, ̃ খরচা বি. ব্যক্তিগত খুচরো ব্যয়। ̃ খালি বিণ. 1 রিক্তহস্ত; 2 হাতের সমস্ত টাকা খরচ করে ফেলেছে এমন; 3 নিরাভরণ হাতবিশিষ্ট। ̃ খোলা বিণ. খরচের ব্যাপারে উদার; ব্যয়শীল; দানশীল। হাত গুটানো ক্রি. বি. নিরস্ত হওয়া। হাত গোনা ক্রি. হস্তরেখা বিচারকপূর্বক ভাগ্য নির্ণয় করা। ̃ ঘড়ি বি. যে-ঘড়ি কবজিতে বাঁধা যায়, রিস্ট ওয়াচ (wrist-watch). হাত চলা ক্রি. বি. হাত দিয়ে প্রহার করা। ̃ চালা বি. অপহৃত দ্রব্য বার করার জন্য বা চোর ধরার জন্য আভিচারিক মন্ত্রবলে হস্তচালনা। হাত চালানো ক্রি. বি. দ্রুত কাজ করা। ̃ চিঠা, (কথ্য) &tilde ; চিঠে বি. ছোটো চিঠি বা রসিদ। ̃ ছাড়া বিণ. 1 বেহাত, হস্তচ্যুত, বেদখল (সুযোগ টাকা বা জমি হাতছাড়া হওয়া); 2 আয়ত্তের বাইরে গিয়েছে এমন (ছেলে হাতছাড়া হওয়া)। ̃ ছানি বি. হাত নেডে ইশারা। হাতজোড় করা ক্রি. বি. (দুই করতল যুক্ত করে) ক্ষমাপ্রার্থনা অনুনয় বা নমস্কার করা। হাত জোড়া থাকা ক্রি. বি. কাজে ব্যস্ত থাকা। হাত তোলা ক্রি. বি. প্রহারের জন্য বা সমর্থনের জন্য হাত উঁচু করা। ̃ টান বি. কৃপণতা; (ছিঁচকে) চুরির অভ্যাস। ̃ ড়া, ̃ ড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]। ̃ তালি বি. (আনন্দ প্রশংসা উপহাস প্রভৃতিতে বা গানে তাল রাখার জন্য) দুই করতলে সশব্দ আঘাত, তাই। ̃ তোলা বি. দয়া করে অন্যে দেয় এমন বস্তু। বিণ. (পরের) অনুগ্রহপ্রদত্ত; (পরের) অনুগ্রহের উপর নির্ভরশীল। হাত দেওয়া ক্রি. বি. 1 সাহায্য করার বা বাধা দেওয়ার জন্য যোগ দেওয়া। হাত দেখা ক্রি. বি. 1 হাত গোনা, কররেখাদ্বারা ভাগ্যবিচার করা; 2 নাড়ি পরীক্ষাপূর্বক স্বাস্থ্যের অবস্থা নির্ণয় করা। ̃ ধরা বিণ. বশীভূত। হাত ধুয়ে বসা ক্রি. বি. 1 আশা বা সম্পর্ক ত্যাগ করা; 2 দায়িত্ব না রাখা; 3 (উপহাসে) ভোজের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে আহারের জন্য অত্যধিক ব্যস্ত হওয়া। হাত পড়া ক্রি. বি. 1 হস্তক্ষেপ হওয়া; 2 স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা। হাত পাকানো ক্রি. বি. 1 অভ্যাসদ্বারা পটু হওয়া; 2 প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া। &tilde ; পাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়। হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা। হাত-পা না ওঠা ক্রি. বি. অত্যন্ত ভীত ও ভরসাহীন হওয়া। হাত-পা-বাঁধা বিণ. নিরুপায়। হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. 1 উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; 2 নিতান্ত অপাত্রে কন্যাদান করা। হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া। হাত পা বার হওয়া ক্রি. বি. 1 অতিশয় অতিরঞ্জিত হওয়া; 2 কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া। ̃ বদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর। ̃ বাক্স বি. (প্রধানত টাকাকডি রাখবার জন্য) ছোটো বাক্সবিশেষ। হাত বাড়ানো ক্রি. বি. 1 কিছু ধরবার জন্য হাত প্রসারিত করা; 2 (আল.) লোভ করা; পাবার চেষ্টা করা। ̃ ভরা বিণ. করতল ভরে যায় এমন। ̃ ভারী বিণ. কৃপণস্বভাব, সহজে টাকা বার করতে বা দিতে নারাজ। ̃ মোজা বি. দস্তানা। ̃ যশ বি. (প্রধানত চিকিত্সকের) দক্ষ বা পারদর্শী বলে খ্যাতি।থ ̃ সই বিণ. হস্তপ্রমাণ, এক হাত মাপবিশিষ্ট। বি. হাতের ভালো টিপ বা নিশানা, হাতের টিপ। ̃ সাফাই বি. হস্তলাঘব; হাতের পটুতা; হাত দিয়ে চুরির কাজে ক্ষমতা। ̃ সুতা, (কথ্য) ̃ সুতো বি. মাছ ধরার কাজে ছিপের বদলে ব্যবহৃত কৃত বা আয়ত্ত (হাতে-কলমে শিক্ষা), practical. ক্রি-বিণ. (হাতে-কলমে শেখা)। হাতেখড়ি বি. 1 খড়ি দিয়ে লিখিয়ে শিশুর বিদ্যারম্ভ; 2 (আল.) শিক্ষারম্ভ বা কর্মারম্ভ। হাতে-গড়া বিণ. হাত দিয়ে তৈরি। হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা। হাতে নয় ভাতে মারা ক্রি. বি. প্রহার না করে কেবল উপবাসী রেখে দুর্বল করা। হাতেনাতে ক্রি-বিণ. 1 অপরাধের প্রমাণসহ; 2 বমাল; 3 অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)। হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা। হাতে পাওয়া ক্রি. বি. অধিকারে বা তাঁরে পাওয়া। হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক। হাতেপাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে। হাতে-পায়ে ক্রি-বিণ. 1 একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); 2 স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)। হাতে বেড়ি পড়া ক্রি. বি. (আল.) অপরাধের দায়ে গ্রেপ্তার হওয়া। হাতে মাথা কাটা ক্রি. বি. 1 শুধু হাত দিয়েই মাথা কাটা; 2 (আল.) অতিশয় কঠোরভাবাপন্ন বা ক্ষমাহীন হওয়া। হাতে মারা ক্রি. বি. প্রহার করা (কথায় না মেরে হাতে মারা=তিরস্কার না করে প্রহার করা)। হাতের জল না গলা ক্রি. বি. অতিশয় কৃপণ হওয়া। হাতের ঢিল ছুড়ে দিলে আর ফেরে না সুযোগ হারালে আর পাওয়া যায় না। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা ক্রি. বি. হেলায় সুযোগ হারানো। হাতেহাতে ক্রি-বিণ. 1 সঙ্গে সঙ্গে, অবিলম্বে; 2 সরাসরি (হাতেহাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); 3 এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)। এক হাত নেওয়া ক্রি. বি. অপ্রীতিকর কথা শুনানো; পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়া। [এক দ্র]। কপালে হাত দেওয়া ক্রি. বি. ভাগ্যের দোহাই দেওয়া। কাঁচা হাত 1 অপটু হাত; 2 দক্ষতার অভাব; 3 অনভিজ্ঞতা। পাকা হাত 1 পটু হাত; 2 দক্ষতা; 3 অভিজ্ঞতা। 3)
হারা
(p. 867) hārā ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। বি. উক্ত অর্থে। বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ̃ নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ̃ হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]। 29)
হৃত
(p. 872) hṛta বিণ. 1 অপহৃত, লুণ্ঠিত; 2 আনীত; 3 আকৃষ্ট। [সং. √ হৃ + ত]। ̃ সর্বস্ব বিণ. যার যাবতীয় ধনসম্পত্তি চুরি বা লুঠ হয়ে গেছে। হৃতাধি-কার বিণ. অধিকার বা প্রভুত্ব হারিয়েছে এমন। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769057
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366337
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698190
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545446
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542337

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন