Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবনতি; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধো-গতি, অধো-গমন
(p. 20) adhō-gati, adhō-gamana বি. 1 নিম্নগতি, নীচের দিকে গতি; 2 হ্রাস; 3 অবনতি, অধঃপতন; 4 দুর্দশা; 5 নরকে যাওয়া; 6 (পরজন্মে) হীনতর দশাপ্রাপ্তি। [সং. অধঃ+গতি, গমন]। অধো-গত বিণ. যার অবনতি হয়েছে; দুর্দশাগ্রস্ত; নীচে পতিত। অধো-গামী (-মিন্) বিণ. নীচে নামছে এমন; যার অধঃপতন ঘটছে; কমছে এমন। 14)
অপ-কর্ষ
(p. 34) apa-karṣa বি. হীনতা, নিকৃষ্টতা; অবনতি। [সং. অপ + √ কৃষ্ + অ]। বি. অপ-কৃষ্ট। 62)
অপ-কৃষ্ট
(p. 34) apa-kṛṣṭa বিণ. নিকৃষ্ট, হীন; জঘন্য; অবনতি হয়েছে এমন (তু. উত্কৃষ্ট)। [সং. অপ + √ কৃষ্ + ত]। 66)
অপ-সংস্কৃতি
(p. 39) apa-saṃskṛti বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]। 23)
অব-নমন
(p. 45) aba-namana বি. অবনতকরণ, অবনত করা; নোয়ানো। [সং. অব + √ নম্ + অন]। অব-নমিত বিণ. নোয়ানো হয়েছে এমন; অবনত করা হয়েছে এমন; দমন করা হয়েছে এমন। 2)
অবনত
(p. 44) abanata বিণ. 1 নিচু, নত; আনত (অবনত মস্তকে, বিনয়াবনত); 2 পতিত, হীনাবস্হাপ্রাপ্ত; দুর্দশাগ্রস্ত (অবনত জাতি)। [সং. অব + নত]। অব-নতি বি. 1 অবনত ভাব (ভূমির অবনতি); 2 অধোগতি, দুর্দশা (দেশের আর্থিক অবনতি, চারিত্রিক অবনতি)।
অবাক2 অবাক্
(p. 46) abāka2 abāk বিণ. অবনত, নীচের দিকে নামানো। বি. দক্ষিণ দিক। অব্য. নিম্নদেশ, অধোদেশ। [সং. অব + √ অন্চ্ + ক্বিপ্]। 46)
আনত1
(p. 89) ānata1 বিণ. 1 অবনত; ঈষত্ নত, হেঁট; 2 প্রণত। [সং. আ + নত]। আনতি বি. 1 অবনমন 2 প্রণাম 3 নম্রতা। 125)
উঠতি
(p. 119) uṭhati বিণ. 1 বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে); 2 বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার); 3 উন্নতিশীল (উঠতি অবস্হা)। বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)। [বাং. √ উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠতি-পড়তি বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি। উঠতির মুখ বি. উন্নতির আরম্ভ। 80)
উত্থান
(p. 126) utthāna বি. 1 ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); 2 উন্নতি; 3 অভুদ্যয়, আবির্ভাব; 4 বিদ্রোহ। [সং. উত্ + √ স্হা + অন]। ̃ পতন বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি। ̃ শক্তি-রহিত বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)। 4)
চিত্ত
(p. 288) citta বি. মন, হৃদয়, অন্তঃকরণ। [সং. √চিত্ + ত]। ̃ ক্ষোভ বি. মনের ক্ষোভ বা দুঃখ। ̃ চাঞ্চল্য বি. মনের চঞ্চলতা বা বিকার। ̃ চোর বি. মনোহরণকারী, প্রেমিক। ̃ দমন বি. আত্মসংযম, মনকে সংযত করা। ̃ দাহ বি. মনের জ্বালা, মর্মযন্ত্রণা। ̃ নিরোধ বি. বাহ্য বিষয় থেকে মনকে নিবৃত্ত করা। ̃ প্রসাদ বি. প্রফুল্লতা, সন্তোষ; মনের আনন্দ। ̃ বিকার বি. মনের বিকৃতি বা নৈতিক অবনতি। ̃ বিক্ষেপ বি. 1 ভিন্ন বিষয়ে আকৃষ্ট হবার ফলে মনোযোগের হানি; 2 যোগে ব্যাঘাতসৃষ্টিকারী মানসিক চাঞ্চল্য। ̃ বিনোদন বি. মানসিক প্রফুল্লতাবিধান, মনকে আনন্দদান। ̃ বিভ্রম বি. মনের বিমূঢ়তা, বুদ্ধিভ্রংশ। ̃ বৃত্তি বি. মনের ধর্ম ক্রিয়া বা প্রকৃতি। ̃ বৈকল্য বি. মনের বিকার; নৈতিক অবনতি; কর্তব্যনির্ণয়ে অক্ষমতা। ̃ ভ্রংশ বি. মনের বিকার; স্মৃতিশক্তির লোপ, মানসিক শক্তির নাশ। ̃ রঞ্জন বি. চিত্তবিনোদন, মনের আনন্দসাধন। বিণ. মনে আনন্দ দেয় এমন। ̃ রঞ্জিনী বৃত্তি বি. মনের যে আনন্দদায়ক প্রকৃতি মানুষকে সৌন্দর্য ও রস উপভোগে প্রবৃত্ত করায়। ̃ শুদ্ধি বি. মনের পাপ মালিন্য বা কু-ভাব দূর করে মনকে নির্মল করা। ̃ স্হৈর্য বি. মানসিক অচঞ্চলতা; উদ্বেগহীনতা। ̃ হারী (-রিন্) বিণ. মন-ভুলানো, চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক বিণ. 1 মনোহর; 2 কৌতূহল জাগায় এমন। চিত্তোন্নতি বি. মানসিক উন্নতি, চিত্তবৃত্তির উন্নতি। 41)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
নম্র
(p. 447) namra বিণ. 1 বিনয়ী, বিনীত (কথাবার্তায় নম্র); 2 শান্ত, শিষ্ট; 3 কোমল, নমনীয়; 4 বিনয়ে নত, বিনয়ে অবনত (নম্রমুখে কথা বলা)। [সং. √ নম্ + র]। বি. ̃ তা। 48)
নামা৩
(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]। নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা। ̃ নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)। বি. বিণ. উক্ত সব অর্থে। 50)
নিচু2, নীচু
(p. 460) nicu2, nīcu বিণ. অবনত, অনুন্নত; নিম্ন ('আকাশ যেন নামতে থাকে নিচুর চেয়ে নিচু': শ. ঘো)। বি. নিম্নস্হান। [সং. নীচ > নিচ + বাং. উ]। 21)
নুয়া
(p. 475) nuẏā ক্রি. ঝোঁকা, অবনত হওয়া (গাছটা নুয়ে রয়েছে, নুয়ে দেখো)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √ নু সং. নম্]। [নোয়া2 দ্র]। ̃ নো ক্রি. অবনত করা। বি. বিণ. উক্ত অর্থে। 114)
নৈতিক
(p. 480) naitika বিণ. নীতিসম্বন্ধীয় (নৈতিক সমর্থন, নৈতিক শক্তি, নৈতিক অবনতি)। [সং. নীতি + ইক]। 23)
পড়তি
(p. 486) paḍ়ti বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা। 36)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পতন
(p. 488) patana বি. 1 পড়ে যাওয়া, পড়া, পাত (পতন ও মূর্ছা); 2 অধোগতি, অবনতি, নীচের দিকে পড়া (গাছ থেকে পতন); 3 বর্ষণ (বৃষ্টিধারার পতন); 4 দুর্দশাপ্রাপ্তি (সাম্রাজ্যের পতন); 5 বিনাশ, মৃত্যু (শত্রুর পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে); 6 শত্রুকর্তৃক অধিকৃত হওয়া (দুর্গের পতন); [সং. √ পত্ + অন]। ̃ শীল বিণ. পড়ে যায় বা যাচ্ছে এমন (পতনশীল প্রতিষ্ঠান)। পতনোন্মুখ বিণ. পড়ে যাবার উপক্রম করেছে এমন, পড়োপড়ে। 11)
পতিত
(p. 488) patita বিণ. পড়ে বা ঝরে গেছে এমন (ভূপতিত, অধঃপতিত); 2 ভ্রষ্ট, স্খলিত; 3 অধোগত; 4 বর্ষিত (বৃষ্টিধারা ভূমিতে পতিত); 5 দুর্দশাপ্রাপ্ত; 6 সমাজে অবনত (পতিত জাতি); 7 পাপী (পতিতোদ্ধারিণী গঙ্গা); 8 অকর্ষিত, অনাবাদি (পতিত জমি); 9 উপস্হিত, হাজির (দৃষ্টিপথে পতিত)। [সং. √ পত্ + ত]। ̃ পাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. ̃ পাবনী। 15)
পদাব-নত
(p. 488) padāba-nata বিণ. 1 পদানত 2 বশীভূত। [সং. পদ + অবনত]। স্ত্রী. পদাব-নতা। 44)
বিনত
(p. 616) binata বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। বি. কশ্যপমুনির পত্নী। বিনতা-নন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়। 35)
বিনয়
(p. 616) binaẏa বি. 1 নম্রতা; 2 বিনীত নিবেদন, মিনতি; 3 শিক্ষা (তু. বৌ. শা. বিনয়পিটক); 4 দমন, শাসন। [সং. বি + √ নী + অ]। ̃ নম্র বিণ. বিনয়াবনত (বিনয়নম্র ব্যবহার)। বিনয়াব-নত বিণ. বিনয়ে অবনত; অতি বিনয়ী। স্ত্রী. বিনয়াব-নতা। বিনয়ী (-য়িন্) বিণ. বিনয়যুক্ত, বিনীত। 38)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075246
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769175
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366472
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721206
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698244
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594808
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545583
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542362

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন