Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবিরাম দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-ই
(p. 113) -i অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে 'ই' যুক্ত হয়। যথা নিশ্চয়ার্থে - আমি বলবই, বাড়িতেই থাকবে। অবিরাম অর্থে - বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। অধিক অর্থে - যতই বলো, কতই বা আর খাবে। অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে - আহা, কী গানই গাইলে! পূরণবাচক বিশেষণে - সাতই চৈত্র। অনিশ্চয়ার্থে -দেখলই যদি, যদিই বা যায়। [তু. সং. এব]। 3)
অজস্র
(p. 8) ajasra বিণ. অসংখ্য, প্রচুর, দেদার (অজস্র উদাহরণ, অজস্র ফুল)। ক্রি-বিণ. সর্বদা, অবিরত, নিত্য। [সং. ন+√ জস্+র]। 105)
অঝর, অঝোর
(p. 8) ajhara, ajhōra বিণ. অবিরাম, অবিশ্রান্ত (অঝোর বাদল, অঝর বর্ষণ)। [সং. অজস্র (?) তু. মৈ. অঝর.]। অঝরে, অঝোরে ক্রি-বিণ, অবিরাম ধারায়, অবিশ্রান্ত ধারায়, ঝরঝর করে (অঝোরে বৃষ্টি হচ্ছে)। 135)
অতন্দ্র, অতন্দ্রিত
(p. 14) atandra, atandrita বিণ. 1 নিদ্রাহীন; 2 সজাগ; 3 সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী); 4 মনোযোগী; 5 নিরলস; 6 অবিরাম। [সং. ন+তন্দ্রা]। 16)
অধ্যবসায়
(p. 20) adhyabasāẏa বি. ক্রমাগত চেষ্টা; দৃঢ় ও অবিরাম উদ্যম ও সাধনা। [সং. অধি+অব+√ সো+অ]। ̃ শীল, অধ্যবসায়ী (-যিন্) বিণ. অবিরাম চেষ্টা করে যায় এমন, নিয়ত যত্নশীল। 24)
অনব-রত
(p. 23) anaba-rata বিণ. ক্রি-বিণ. ক্রমাগত, অবিরাম; সর্বদা। [সং. ন+অব+√রম্+ত]। 2)
অনর্গল
(p. 23) anargala বিণ. অর্গল বা বাধা নেই এমন, মুক্ত, অবারিত (অনর্গল বাক্যস্রোত)। ক্রি-বিণ. অবিরাম (অনর্গল কথা বলা)। [সং. ন+অর্গল]। 23)
অনি-বার
(p. 25) ani-bāra বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যা না এমন; 2 অবিরল। ক্রি-বিণ. 1 সর্বদা, নিরন্তর; 2 অবিরলভাবে ('গাহি যদি কোনো গান, গাব তবে অনিবার': কামিনী)। [সং. ন + নিবার (নিষেধ)]। ̃ ণীয় বিণ. 1 নিবারণ করা বা বাধা দেওয়া যায় না এমন; 2 অনিবার্য; 3 এড়ানো যায় না এমন। অনি-বারিত বিণ. 1 নিবারণ করা হয়নি এমন; 2 অনিষিদ্ধ; 3 অপ্রতিহত। 35)
অনু-ব্রত
(p. 30) anu-brata ক্রি-বিণ. সর্বদা, অবিরত। বিণ. সহায়; অনুকূল কাজ করে এমন। [সং. অনু + √ বৃ + অত]। 2)
অবিচ্ছেদ
(p. 48) abicchēda বি. 1 বিচ্ছেদের অভাব; 2 অভেদ (অতীত ও বর্তমানের অবিচ্ছেদ)। বিণ. 1 অবিভক্ত, অখণ্ড; 2 অবিরাম, বিরতিহীন; 3 ক্রমাগত, ধারাবাহিক। [সং. ন + বিচ্ছেদ]। অবিচ্ছেদী (-দিন্) বিণ. বিচ্ছেদহীন; ভেদহীন। অবিচ্ছেদে ক্রি-বিণ. না থেমে একটানাভাবে, ধারাবাহিকভাবে (অবিচ্ছেদে বৃষ্টি পড়ছে)। অবিচ্ছেদ্য বিণ. বিভক্ত বা বিচ্ছিন্ন করা যায় না এমন (অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য সম্পর্ক)। 19)
অবিরত
(p. 49) abirata বিণ. বিরামহীন, অবিশ্রান্ত, একটানা, ক্রমাগত। ক্রি-বিণ. অনবরত, সতত, একটানাভাবে ('অবিরত বহে ধারা')। [সং. ন + বিরত]। 14)
অবিরল
(p. 49) abirala বিণ. বিরামহীন, ফাঁকহীন (অবিরল ধারায় বৃষ্টি); নিরন্তর, অজস্র। ক্রি-বিণ. অবিশ্রান্তভাবে (' তোর চক্ষে অবিরল বহে বারিধারা': দে. সে)। [সং. ন + বিরল]। 15)
অবিরাম
(p. 49) abirāma বিণ. বিরাম নেই এমন, বিরতি বা ফাঁক নেই এমন; থামে না এমন। ক্রি-বিণ. সর্বদা, সতত, ক্রমাগত (অবিরাম বয়ে চলেছে)। [সং. ন + বিরাম]। 16)
অশ্রান্ত
(p. 67) aśrānta বিণ. শ্রান্তি নেই এমন; শ্রান্তিহীন; অক্লান্ত; বিরামহীন (অশ্রান্ত অধ্যবসায়)। ক্রি-বিণ. অবিরত, বিরামহীনভাবে (পাহাড়ি নদী অশ্রান্ত বয়ে চলেছে)। [সং. ন + শ্রান্ত]। অশ্রান্তি বি. শ্রান্তির অভাব; শ্রান্তিহীনতা বিরামহীনতা। 10)
এক
(p. 142) ēka বি. 1 1 সংখ্যা; 2 এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. 1 1 সংখ্যক; 2 একটি (এক মাস); 3 অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); 4 পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); 5 অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); 6 মিলিত, একত্র ('বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক': রবীন্দ্র); 7 যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); 8 মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); 9 অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); 1 অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)। এক-এক বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)। ̃ ক বি. 1 সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; 2 পরিমাপের মাত্রা, unit. বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)। ̃ কলমি বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)। এক কলসি দুধে এক ফোঁটা চোনা এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে। ̃ কাট্টা বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)। ̃ কালীন বিণ. 1 একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); 2 সমসাময়িক (এককালীন লোক)। এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো) ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া। ̃ খানা বি. বিণ. একটি; এক খণ়্ড বা টুকরো। ̃ গলা বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)। ̃ গাছা, ̃ গাছি বি. একটি. একখানা। ̃ গাদা বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার। ̃ গাল বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)। ̃ গুঁয়ে বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)। ̃ ঘরে বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত। ̃ ঘেয়ে বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous. ̃ চক্ষু, (বর্জি.) ̃ চক্ষুঃ (-ক্ষুস্) বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা। ̃ চত্বারিংশত্ (কথ্য) ̃ চল্লিশ বি. বিণ. 41 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 41 সংখ্যক। ̃ চর বি. গণ্ডার। বিণ. একাকী বিচরণ করে এমন। ̃ চালা বি. একটি চালাযুক্ত ঘর। বিণ. একটি চালাযুক্ত। ̃ চিত্ত বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন। ̃ চুল বিণ. একগাছি চুল পরিমাণ। ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)। ̃ চেটিয়া, ̃ চেটে বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)। ̃ চোখো বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট। ̃ চোখোমি বি. পক্ষপাতিত্ব। ̃ চোট বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)। ̃ চ্ছত্র বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)। ̃ ছুট বি. 1 এক দৌড় (এক ছুট লাগাও); 2 এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে। ̃ জাই ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)। বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)। বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)। ̃ জোট বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)। ̃ টা, ̃ টি বিণ. বি. 1 সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)। একটা-কিছু বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটাকিছু গোলমাল আছে এখানে)। বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)। ̃ টানা বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)। ̃ টু, ̃ টুকু বিণ. অল্প, সামান্য কিছু। ঠাঁই বিণ. এক জায়গায় মিলিত। ̃ তন্ত্রী (-স্ত্রিন্) বি. একতারা। বিণ. 1 একটি তারবিশিষ্ট; 2 একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); 3 একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)। ̃ তম বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক। ̃ তরফ বি. এক দিক; এক পাশ; এক পক্ষ। ̃ তরফা বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte. ̃ তলা বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)। ̃ তা বি. ঐক্য; মিলন; ঐকতান। ̃ তান বিণ. 1 এক সুরে বাঁধা; 2 একাগ্রচিত্ত। বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান। ̃ তারা বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল, ̃ তালা বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ তিল-তিল দ্র। ̃ ত্ব বি. অভিন্নতা, একতা; ঐক্য। ̃ ত্র অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত। ̃ ত্রিত বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত। ̃ ত্রিংশ বিণ. 31 সংখ্যক। &tilde ; ত্রিংশত্ (কথ্য) ̃ ত্রিশ বি. 31 সংখ্যা। ̃ ত্রিংশত্তম বিণ. 31 সংখ্যক। ̃ দম ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)। ̃ দমে ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)। ̃ দা অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে। ̃ দৃষ্টি বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি। বি. একনজর। ̃ দৃষ্টে ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)। ̃ দেশ বি. এক অংশ। ̃ দেশ-দর্শী (-র্শিন্) বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন। ̃ ধর্মা (-র্মন্) বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট। ̃ ধর্মী (-র্মিন্) বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত। ̃ নজরে ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে। ̃ নবতি বি. বিণ. 91 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 91 সংখ্যক বা তার পূরক। ̃ নলা বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)। ̃ নাগাড়ে ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)। ̃ নায়ক বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা। ̃ নায়ক-তন্ত্র বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy. ̃ নিষ্ঠ বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)। বি. ̃ নিষ্ঠতা। ̃ নিষ্ঠা। ̃ পঞ্চাশত্ বি. 51 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 51 সংখ্যক। ̃ পতিকা বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা। ̃ পত্নীক বিণ. যাঁর একটিমাত্র পত্নী। ̃ পত্নী-ব্রত বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত। ̃ পদী-করণ বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা। ̃ পেট বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)। ̃ পেশে বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী। ̃ প্রস্হ বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)। ̃ বচন বি (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number. ̃ বর্গা, ̃ বগ্গা বিণ. একরোখা, একগুঁয়ে। ̃ বর্ণ বিণ. একরঙা। বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)। ̃ বলকা বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]। ̃ বস্ত্র বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন। ̃ বাক্যে ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে। ̃ বার বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়। ̃ বিংশতি বি. বিণ. 21 সংখ্যা; 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিংশতি-তম বিণ. 21 সংখ্যক, 21 সংখ্যার পূরক। ̃ বিধ বিণ. একরকম; সদৃশ; অভিন্ন। ̃ ভিতে ক্রি-বিণ. এক ধারে; এক পাশে ̃ মতাবলম্বী (ম্বিন্) বিণ. এক মতে বিশ্বাসী। ̃ মনা (বর্জি.) ̃ মনাঃ (-নস্) বিণ. একাগ্রচিত্ত। ̃ মনে ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে। ̃ মাত্র বিণ. কেবল একটি। ̃ মুখো বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট। ̃ মুঠ, ̃ মুঠো, ̃ মুষ্টি বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা। ̃ মেটে বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)। একমেটে করা ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা। ̃ মেবাদ্বিতীয়ম্ বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই। ̃ যোগে ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)। ̃ রকম বিণ. একই ধরনের, একজাতীয়। ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)। ̃ রঙা বিণ. কেবল একটি রঙে রঞ্জিত। ̃ রতি, ̃ রত্তি বিণ. 1 এক রতি পরিমাণ; 2 সামান্য একটুখানি; খুব অল্প; 3 অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)। ̃ রাশ বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ। ̃ রূপ বিণ. একরকম এর অনুরূপ। ̃ রোখা বিণ. 1 একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; 2 যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)। ̃ লপ্ত বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)। ̃ লেডা বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন। ̃ শত, ̃ শো বিণ. বি. 1 সংখ্যা; 1 সংখ্যক। ̃ শিরা বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ। ̃ শিলা বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া। ̃ শৃঙ্গ বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)। ̃ শেষ বি. 1 চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); 2 (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ষষ্টি বি. বিণ. 61 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্টি-তম বিণ. 61-র পূরক। ̃ সপ্ততি বি. বিণ. 71 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 71-এর পূরক। ̃ সহস্র, ̃ হাজার বি. বিণ. 1 সংখ্যা বা সংখ্যক। ̃ হাত বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)। ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)। ̃ হৃদয় বিণ. অভিন্নহৃদয়, একাত্মা। 17)
এনতার, এন্তার
(p. 146) ēnatāra, ēntāra বিণ. অজস্র, প্রচুর, দেদার; অবিরাম। [পো. entaro তু. ইং. entire]। 61)
কল৩
(p. 169) kala3 বি. মধুর অস্ফুট ধ্বনি; কাকলি। বিণ. অস্ফুট কিন্তু মধুর (কলধ্বনি)। [সং. √ কল্ + অ]। ̃ কণ্ঠ বি. সুস্বর, মধুর স্বর; মধুর ধ্বনি। বিণ. 1 অব্যক্ত মধুর রবকারী; মধুর কণ্ঠবিশিষ্ট; 2 মধুর কাব্যরচনাকারী (কলকণ্ঠ কবি)। ̃ কণ্ঠী বি. (স্ত্রী.) মধুর কণ্ঠবিশিষ্টা। ̃ কল বি. 1 মধুর অস্ফুট ধ্বনি; 2 অবিরাম জলপ্রবাহের বা জলনির্গমনের শব্দ; 3 পাখির কলরব; 4 কোলাহল। ̃ কলানি বি. কলকল শব্দ। ̃ কলানো ক্রি. বি. মধুর অস্ফুট ধ্বনি করা; কাকলিধ্বনি করা। ̃ কল্লোলিনী বিণ. (স্ত্রী.) (সাধারণত নদী সম্বন্ধে) মধুর ধ্বনিযুক্ত তরঙ্গ যার (কলকল্লোলিনী যমুনা)। ̃ তান বি. মধুর ধ্বনি (যমুনার কলতান, পাখির কলতান)। ̃ নাদ বি. মধুর ধ্বনি। ̃ নাদিনী। ̃ রব, ̃ রোল বি. 1 কলকল শব্দ; 2 সমবেত বহু লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ, কোলাহল। ̃ স্বন, ̃ স্বর বি. 1 অস্পষ্ট শব্দ; 2 উচ্চ স্বর, তারস্বর। বিণ. ওইরকম শব্দকারী। ̃ স্বনা বিণ. (স্ত্রী.) অস্পষ্ট শব্দকারিণী (কলস্বনা নদী)। ̃ হংস বি. 1 রাজহাঁস; 2 বালিহাঁস। বি. (স্ত্রী.) ̃ হংসী। ̃ হাস, ̃ হাস্য বি. মধুর অস্পষ্ট হাসির শব্দ; মধুর অস্পষ্ট হাসি। ̃ হাসিনী বিণ. (স্ত্রী.) কলহাস্যকারিণী। 38)
কান্না
(p. 181) kānnā বি. ক্রন্দন, রোদন, দুঃখকষ্ট বা ব্যথায় চোখের জল ফেলা। [সং. √ ক্রন্দ্]। কান্না আসা, কান্না পাওয়া ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া। কান্না চাপা ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা। কান্না জোড়া ক্রি. বি. কাঁদতে আরম্ভ করা। ̃ কাটি বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়। 52)
কাল2
(p. 186) kāla2 বি. 1 সময় (রাত্রিকাল, শিশুকাল); 2 অবসর (কালাভাব); 3 মানবজীবনে বিভিন্ন অবস্হা অর্থাত্ শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ইত্যাদি (তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে); 4 আয়ুষ্কাল (তাঁর কাল পূর্ণ হয়েছে); 5 সম; মৃত্যু; সর্বনাশ (কালের কবলে); 6 সমূহ বিপদ (মামলা করাই তার কাল হয়েছে); 7 (ব্যাক.) ক্রিয়ার কার্যের সময় অর্থাত্ অতীত, বর্তমান, ভবিষ্যত্ প্রভৃতি। [সং. √ কল্ + ণিচ্ + অ]। ̃ কর্ণী বি. অলক্ষ্মী। ̃ কূট বি. মারাত্মক বিষবিশেষ। ̃ ক্রমে ক্রি-বিণ. কালে কালে; কিছুকাল পরে; সময়ে। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. সময় অতিবাহন, কালাতিপাত। ̃ গ্রাস বি. মৃত্যুর কবল, মৃত্যু (কালগ্রাসে পতিত হল)। ̃ ঘাম বি. মৃত্যুকালীন ঘাম; অতিশয় পরিশ্রমজনিত ঘাম। ̃ ঘুম, ̃ নিদ্রা বি. মৃত্যুরূপ ঘুম, যে ঘুম কখনো ভাঙে না (কালঘুমে ঢলে পড়ল)। ̃ চক্র বি. চক্রবত্ অবিরাম ভ্রমণশীল সময়। ̃ জ্ঞ বিণ. কালবিত্, কোন কালে কী কর্তব্য তা জানে এমন। বি. দৈরজ্ঞ। ̃ জ্ঞান বি. সময়ের বোধ, যথাযোগ্য সময়ের বোধ; জ্যোতিষশাস্ত্র। ̃ ধর্ম বি. 1 মৃত্যু; কালের ধর্ম; 2 বিভিন্ন বয়সের বা ঋতুর স্বাভাবিক প্রকৃতি বা গুণ; 3 কালক্রমে যা নিশ্চয়ই ঘটবে। ̃ পুরুষ বি. 1 যমের অনুচরবিশেষ; 2 পুরুষাকৃতি নক্ষত্রপুঞ্জবিশেষ, Orion. ̃ বেলা বি.(জ্যোতিষ.) অশুভ সময়বিশেষ। ̃ বৈশাখী (কথ্য.) ̃ বোশেখি বি. চৈত্র-বৈশাখ মাসের বৈকালিক ঝড়বৃষ্টি। ̃ ব্যাজ বি. এখন নয় পরে করা যাবে: এইরকম চিন্তা করে বিলম্ব;A গড়িমসি। ̃ ভৈরব বি. শিবের অংশ থেকে বা দেহ থেকে জাত ভৈরববিশেষ। ̃ যাপন বি. সময় কাটানো, কালক্ষেপ। ̃ রাত্রি বি. 1 যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে; ভয়ংকর রাত্রি; 2 (জ্যোতিষ.) রাত্রির অশুভ ভাগ। ̃ শুদ্ধি বি. 1 কালের শুদ্ধি; 2 (জ্যোতিষ.) কালের প্রশস্ত বা শুভ ভাগ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো অনন্তবিস্তার কাল। ̃ স্রোত বি. সময়ের অগ্রগতি ('কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান': রবীন্দ্র)। ̃ হরণ বি. কালযাপন, সময় কাটানো। কালে ক্রি-বিণ. ভবিষ্যতে, কালক্রমে (এ ছেলে কালে উন্নতি করবে)। কালে কালে ক্রি-বিণ. কালক্রমে, ক্রমে ক্রমে; বিভিন্ন কালে। কালে-ভদ্রে ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো। 25)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
ঘন
(p. 266) ghana বি. 1 মেঘ (ঘনঘটা); 2 (গণি.) সমান তিন রাশির গুণফল, cube - যেমন, 2x2x2=8; 3 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট বস্তু, solid. বিণ. 1 নিবিড়, দুর্ভেদ্য, দুর্গম (ঘন অন্ধকার, ঘন জঙ্গল, ছায়াঘন পথ) ; 2 অবিরল, বারংবার কৃত (ঘন ঘন বিলাপ, ঘন ঘন আসা-যাওয়া) ; 3 ঠাসা, ঠাসবুনটযুক্ত (ঘন বুনানি); 4 জমাট, মোটা (ঘন কাপড়); 5 প্রবল, গভীর (ঘন বরষা); 6 দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাবিশিষ্ট (ঘন ক্ষেত্র)। [সং. √হন্ + অ]। ̃ কৃষ্ণ বিণ. মেঘের মতো কালো; গাঢ় কৃষ্ণবর্ণ। ̃ ঘটা বি. মেঘের আড়ম্বর বা সমারোহ। ঘন ঘন ক্রি-বিণ. প্রায়ই, বারংবার; খুব কাছাকাছি (ঘন ঘন সন্নিবিষ্ট)। ̃ ঘোর বিণ. মেঘে আচ্ছন্ন ও অন্ধকারময়। ̃ তা, ̃ ত্ব বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধ-এই ত্রিমাত্রাযুক্ত অবস্হা বা আকার; দৃঢ়তা; নিবিড়তা; গাঢ়তা। ̃ ফল বি. দৈর্ঘ্য প্রস্হ ও বেধের গুণফল। ̃ বসতি বি. গায়ে গায়ে লাগা ঘরবাড়ি; যেখানে খুব কাছাকাছিভাবে লোকে বাস করে। ̃ বিন্যাস বি. ফাঁক না রেখে পরপর স্হাপন। ̃ বীথি বি. মেঘলোক, মেঘমালা; আকাশপথ। ̃ মূল বি. যে রাশি আপনার দ্বারা দুবার গুণিত হয় সেই রাশি উক্ত গুণফলের ঘনমূল, cube-root. ̃ শ্যাম বিণ. মেঘের মতো শ্যামবর্ণ। বি. 1 শ্রীকৃষ্ণ; 2 রামচন্দ্র।̃ সার বি. 1 কর্পূর; 2 চন্দন ; 3 পারদ। 13)
জল
(p. 312) jala বি. 1 স্বাদ-বর্ণ-গন্ধহীন স্বচ্ছ তরল, বারি, সলিল, উদক, অম্বু, নীর (পানীয় জল, নদীর জল); 2 বৃষ্টি (আজ নিশ্চয়ই জল হবে); 3 (আঞ্চ.) হালকা খাবার (তুমি সকালে জল খেয়েছ?)। বিণ. 1 শীতল (প্রাণ জল হয়ে গেল); 2 শান্ত (মিষ্টি কথায় জল হয়ে গেলাম); 3 তরল, সরল ('বুঝিয়ে দিলে যেন জল': সু. রা.); 4 নষ্ট, অপব্যয়িত (টাকা জল হওয়া, পরিশ্রম জল হওয়া)। [সং. √ জল্ + অ]। ̃ কণা বি. জলের ফোঁটা, জলের বিন্দু। ̃ কন্যা বি. নদী ইত্যাদি থেকে উত্থিতা অপ্সরী; জলপরি। ̃ কপাট বি. নদী ইত্যাদির মধ্যে জলস্রোত নিয়ন্ত্রণের জন্য কপাটযুক্ত বাঁধবিশেষ, floodgate. ̃ কর বি. জলাশয়াদির উপর ধার্য খাজনা; মাছ চাষের জন্য জলাশয়ের উপর যে খাজনা ধার্য হয়। ̃ কল্লোল বি. জলস্রোতের কলকল শব্দ; শব্দকারী জলতরঙ্গ। ̃ কষ্ট বি. জলের অভাবের জন্য কষ্ট। ̃ কাদা বি. বৃষ্টির জল এবং তার ফলে রাস্তায় কাদা। ̃ কুক্কুট বি. গাংচিল। ̃ কেলি, ̃ ক্রীড়া, ̃ খেলা বি. জলের মধ্যে আনন্দে সাঁতার ও অন্য ক্রীড়াকৌতুক। জল খাওয়া ক্রি. বি. 1 জল পান করা; 2 হালকা খাবার বা জলখাবার খাওয়া। ̃ খাবার বি. সকাল-বিকালের হালকা খাবার, জলযোগ, টিফিন। ̃ গৃহ - জলটুঙি -র অনুরূপ। ̃ চর বিণ. জলে বিচরণ করে এমন (জলচর পাখি)। ̃ চল বিণ. যার ছোঁয়া জল পান করতে বাধা নেই। ̃ চূড়ি বি. পরিধেয় বস্ত্রাদিতে সরু ডোরার মতো জলছাপ। ̃ চৌকি বি. ছোট ও নিচু চৌকো বসার টুল। ̃ ছত্র - জলসত্র -র চলিত রূপ। ̃ ছবি বি. যেঁ ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে চেপে ছাপ তোলা যায়। ̃ জ বিণ. জলে বা জলাশয়াদিতে উত্পন্ন হয় এমন (জলজ উদ্ভিদ)। বি. পদ্ম ফুল। ̃ জন্তু বি. জলচর জন্তু। ̃ জিয়ন্ত, ̃ জ্যান্ত বিণ. সম্পূর্ণ সজীব; সম্পূর্ণ স্পষ্ট (জলজ্যান্ত প্রমাণ); একেবারে, ডাহা (জলজ্যান্ত মিথ্যা)। ̃ টল বি. জল ও ওইজাতীয় অন্য জিনিস; জলখাবার (জলটল খেয়েছে?)। ̃ টুঙি, ̃ টুঙ্গি বি. পুকুর, দিঘি প্রভৃতির মধ্যে নির্মিত ঘর। ̃ ঢোঁড়া বি. জলচর নির্বিষ ঢোঁড়া সাপবিশেষ। ̃ তরঙ্গ বি. 1 জলের ঢেউ; 2 সাতটি জল-ভরা বাটিতে কাঠির আঘাতে সুর তোলা হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ। ̃ তেষ্টা বি. জলপিপাসা, তৃষ্ণা। ̃ দ বিণ. জল দেয় এমন। বি. মেঘ। ̃ দস্যু বি. যারা নদীতে বা সমুদ্রপথে ডাকাতি করে বেড়ায়। ̃ দেবতা বি. জলে অধিদেবতা; বরুণ। ̃ দোষ বি. 1 উদরীরোগ; 2 কোষবৃদ্ধি। ̃ ধর বিণ. জলধারণকারী; জলপূর্ণ। বি. 1 মেঘ (নব জলধর); 2 সমুদ্র। ̃ ধি বি. সমুদ্র। ̃ নালি, ̃ প্রণালী বি. জলনিকাশের নর্দমা। ̃ নিধি বি. সমুদ্র। ̃ পাটি বি. দেহের আহত স্হানে বাঁধার জন্য বা জ্বরের তাপ কমানোর জন্য কপালে দেবার জলসিক্ত কাপড়ের টুকরো বা ফালি। ̃ পড়া বি. রোগ-বালাই, ভূত প্রভৃতি অমঙ্গল দূর করার জন্য মন্ত্রপূত জল। ̃ পথ বি. নৌকা জাহাজ প্রভৃতি যোগে চলবার পথ অর্থাত্ নদী, সমুদ্র ইত্যাদি। ̃ পরি বি. জলে বিচরণ বা বাস করে এমন কাল্পনিক কন্যা, জলকন্যা। ̃ পান বি. জলখাবার। ̃ পানি বি. 1 মেধাবী ছাত্রের পুরস্কার বা বৃত্তি; 2 জলখাবার খাওয়ার পয়সা। ̃ পিপি বি. জলে ভাসমান উদ্ভিদের উপর চলে বেড়ায় এমন বকজাতীয় পাখিবিশেষ, water jacana. ̃ প্রপাত বি. পর্বত বা ওইরকম উঁচু জায়গা থেকে অবিরত বেগে পতনশীল জলধারা। ̃ প্লাবন বি. প্রবল বন্যা। ̃ বসন্ত, পানি-বসন্ত বি. সংক্রামক কিন্তু মারাত্মক নয় এমন, গুটিকারোগ, chicken-pox. ̃ বাতাস, ̃ বায়ু বি. আবহাওয়া। ̃ বিছুটি বি. জলে ভিজানো বা জলে জাত বিছুটি গাছ, যা গায়ে লাগলে অত্যন্ত চুলকায় জ্বালা করে। ̃ বিজ্ঞান বি. জলবিষয়ক শাস্ত্র। ̃ বিদ্যুত্ বি. প্রধানত জল থেকে বা বাষ্প থেকে উত্পাদিত বিদ্যুত্, hydroelectricity. ̃ বিভাজিকা বি. বিভিন্ন নদী ইত্যাদির মিলনস্হানে জলের বিভাজক রেখা; দুই নদীর জলের মিলনস্হানে যে রেখা দুই নদীর জলকে পৃথকভাবে চিহ্নিত করে, watershed. ̃ বিম্ব বি. জলের বুদ্বুদ, ভুড়ভুড়ি। ̃ বিষুব বি. কার্তিক মাসের সংক্রান্তি। ̃ বিহার বি. জলক্রীড়া। জল ভাঙা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 সন্তানপ্রসবের অনতিপূর্বে গর্ভিণীর গর্ভাশয় থেকে জল বার হওয়া; 3 জলের মধ্য দিয়ে হাঁটা (জল ভেঙে এত পথ যাওয়া যায়?)। ̃ ভাত বি. (আল.) অতি সহজ ব্যাপার (এটা বুঝছ না? এ তো জলভাত)। ̃ ভ্রমি বি. নদী সমুদ্র প্রভৃতির মধ্যে জলের আবর্ত বা ঘূর্ণি। ̃ মগ্ন বিণ. জলে ডুবে গেছে বা ডুবে আছে এমন। ̃ ময় বিণ. জলপূর্ণ, জলে ভরা; জলপ্লাবিত। জল মরা ক্রি. বি. জল কমে বা শুকিয়ে যাওয়া। ̃ মার্জার বি. উদ্বিড়াল। ̃ মুক (-মুচ্) বি. মেঘ। ̃ যন্ত্র বি. 1 জল তুলবার যন্ত্র; 2 জলঘড়ি; 3 ধারাযন্ত্র, পিচকারি, spray. ̃ যাত্রা বি. 1 জলপথে যাত্রা; 2 জল আনার জন্য যাওয়া। ̃ যান বি. জলপথে যাতায়াতের জন্য নৌকো জাহাজ ইত্যাদি যান। ̃ যোগ বি. জলখাবার খাওয়া। ̃ রং বি. জলে গুলে নিয়ে আঁকতে হয় এমন রং। ̃ রোধী বিণ. 1 জল আটকায় এমন, watertight; 2 যার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে না, waterproof. ̃ শৌচ বি. মলমূত্রাদি ত্যাগের পর জল দিয়ে শরীরের অঙ্গ ধোওয়া। ̃ সত্র, ̃ ছত্র বি. যে স্হান থেকে সর্বসাধারণকে বিনামূল্যে জল দান করা হয়। জল সরা ক্রি. বি. 1 জল বার হওয়া; 2 পুকুর ইত্যাদি জলাশয়ে নিত্যপ্রয়োজনে জল ব্যবহার করা। জল সহা, (কথ্য) জল সওয়া ক্রি. বি. বিবাহাদি উপলক্ষ্যে প্রতিবেশীর বাড়ি থেকে জল সংগ্রহরূপ মঙ্গলাচরণ করা। ̃ সেক বি. জলসেচন; গরম জলে ন্যাকড়া তুলো ইত্যাদি ভিজিয়ে সেক দেওয়া। ̃ স্তম্ভ বি. সমুদ্র নদী ইত্যাদিতে স্তম্ভের আকারে উত্থিত জলরাশি, waterspout. জল হওয়া ক্রি. বি. 1 বৃষ্টি হওয়া; 2 তরল বা দ্রব হওয়া (গলে জল হয়ে গেছে); 3 শান্ত বা শুঁড়িবিহীন জলজন্তুবিশেষ। ̃ হাওয়া বি. আবহাওয়া। জলীয় বিণ. 1 জলপূর্ণ; 2 জলসম্বন্ধীয়; 3 জলমিশ্রিত। জলে দেওয়া, জলে ফেলা ক্রি. বি. নষ্ট করা; অপাত্রে দান করা। জলে পড়া ক্রি. বি. অস্হানে উপস্হিত হওয়া; অপাত্রে পড়া; বিপদে পড়া। জলে যাওয়া ক্রি.বি. নষ্ট হওয়া; অপচয় হওয়া; লোকসান বা ব্যর্থ হওয়া। জলের দাগ বি. নিমেষেই মুছে যায় এমন চিহ্ন। জলের দামে ক্রি-বিণ. নামমাত্র দামে, খুব সস্তায়। 152)
ঝরঝর
(p. 334) jharajhara বি. 1 ক্রমাগত লক্ষণ, পতন বা প্রবহিত হওয়ার শব্দ (চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে); 2 পরিচ্ছন্নতার ভাব (ঘরদুয়ার ঝরঝর করছে)। ক্রি-বিণ. অবিরল ধারায় ('ঝরঝর বরিষে বারিধারা': রবীন্দ্র)। [সং. ঝর্ঝর]। ঝরঝরা ক্রি. ঝরঝর করে পড়া ('বাদল ঝরঝরে': রবীন্দ্র)। ঝরঝরে বিণ. 1 পরিষ্কারপরিচ্ছন্ন (ঘরদোর ঝরঝরে রাখে); 2 তাজা, হালকা, সুস্হ (শরীরটা বেশ ঝরঝরে লাগছে); 3 গোটা-গোটা ও শক্ত (ঝরঝরে ভাত); 4 স্পষ্ট ও পরিচ্ছন্ন (ঝরঝরে হাতের লেখা); 5 ঝাঁঝরা, বিনষ্ট (পরকাল ঝরঝরে হওয়া)। 36)
ঝাড়া
(p. 336) jhāḍ়ā ক্রি. 1 ঝাঁটা ঝাড়ন কুলো ইত্যাদি দিয়ে ময়লা দূর করা (ধান চাল ঝাড়া); 2 নাড়া দিয়ে পরিষ্কার করা (চুল ঝাড়া); 3 খালি করা, উজাড় করা (ঝুলি ঝাড়া); 4 যেকোনো পাত্র উপুড় করে নাড়া; 5 নিক্ষেপ করা (মাথায় ইট ঝাড়া); 6 মিটানো (গায়ের ঝাল ঝাড়া); 7 (বিদ্রূপে) দেওয়া, প্রয়োগ করা (কটা টাকা ঝাড়ো তো, বক্তৃতা ঝাড়া); 8 দূর করা (মন থেকে ঝেড়ে ফেলা); 9 আছড়ানো (ধান ঝাড়া); 1 মন্ত্রাদির বলে তাড়ানো (সরষে দিয়ে ভূত ঝাড়া)। বি. উক্ত সব অর্থে। বিণ. 1 ঝাড়া হয়েছে এমন (ঝাড়া মশলা); 2 পরিষ্কৃত, সাফ; 3 যথাবত্, সম্পূর্ণ (ঝাড়া মুখস্হ); 4 একটানা, অবিরাম (ঝাড়া দুঘণ্টা)। [হি. √ ঝাড়]। ঝাড়-পোঁছ, ঝাড়া-পোঁছা বি. ঝেড়ে ও মুছে (ঘরদোর ইত্যাদি পরিষ্কার করা। ঝাড়-ফুঁক বি. ভূত, বিষ, রোগ প্রভৃতি দূর করার জন্য মন্ত্রপাঠ, ফুত্কার প্রভৃতি। ̃ ই বি. ঝাড়ার কাজ (অনেক ঝাড়াইপোঁছাই করতে হবে)। ̃ ই-বাছাই বি. শোধন, পরিষ্কার করা। ঝাড়ান (উচ্চা. ঝাড়ান্) বি. রোজাকে দিয়ে ঝাঁড়ফুঁক করিয়ে ভূত, বিষ, রোগ প্রভৃতি দূরীকরণ। ̃ নো ক্রি. ঝাড়াই করানো, পরিষ্কৃত করানো; রোজাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে ভূত বিষ রোগ প্রভৃতি দূর করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ বাছা বি. পরিষ্কার করা বা শোধন করা; ঝাড়াইবাছাই। 28)
তড়িত্বান, (বর্ত. অপ্র.) তড়িত্বান্
(p. 364) taḍ়itbāna, (barta. apra.) taḍ়itbān (-ত্বত্) বি. মেঘ। [সং. তড়িত্ + বত্]। তড়িদ্-গতি বি. 1 বিদ্যুতের মতো গতি বা অবিরাম প্রবাহ; 2 (গৌণ অর্থে) অতি দ্রুত গতি। তড়িদ্-গর্ভ বি. মেঘ। তড়িদ্দাম বি. বিদ্যুতের রেখা। 31)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074114
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768670
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366062
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698054
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545163
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন