Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অবিশ্বাসী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনাস্হা
(p. 25) anāshā বি. 1 অবিশ্বাস; 2 উপেক্ষা; 3 ভরসাহীনতা। [সং. ন+আস্হা]। অনাস্হা প্রস্তাব বি. (রাজ.) কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে কিংবা মন্ত্রিমণ্ডলের বিরুদ্ধে কিংবা সরকারের বিরুদ্ধে সংসদে বা পরিষদে আনীত অনাস্হাসূচক প্রস্তাব, vote of no-confidence. 21)
অপ্রত্যয়
(p. 42) apratyaẏa বি. অবিশ্বাস, প্রত্যয়ের বা বিশ্বাসের অভাব, সন্দেহ। [সং. ন + প্রত্যয়]। অপ্রত্যয়ী (-য়িন্) বিণ. বিশ্বাস করে না এমন, অবিশ্বাসী। 8)
অবিশ্বাস
(p. 49) abiśbāsa বি. বিশ্বাসের অভাব, বিশ্বাসহীনতা, অনাস্হা; সন্দেহ। [সং. ন + বিশ্বাস]। অবিশ্বাসী (-সিন্) বি. বিণ. বিশ্বাস করে না এমন, সন্দিগ্ধ; বিশ্বাসভাজন নয় এমন। অবিশ্বাস্য বিণ. বিশ্বাসের অযোগ্য; অসম্ভব। 25)
অভরসা
(p. 50) abharasā বি. ভরসা বা আস্হার অভাব; অবিশ্বাস। [বাং. অ + ভরসা]। 57)
অভি-শঙ্কা
(p. 50) abhi-śaṅkā বি. 1 আশঙ্কা, ভয়; 2 সন্দেহ; 3 ভূল, ভ্রান্তি। [সং. অভি + শঙ্কা]। অভি-শঙ্কিত বিণ. আশঙ্কিত, ভীত; ভ্রান্ত। অভি-শঙ্কী (-ঙ্কিন্) বিণ. অবিশ্বাসী, সন্দিগ্ধ। 127)
অশ্রদ্ধা
(p. 67) aśraddhā বি. 1 অভক্তি (অশ্রদ্ধার দান); 2 অনুরাগ, প্রীতি বা প্রেমের অভাব; 3 অরুচি, ঘৃণা (আহারে অশ্রদ্ধা); অবজ্ঞা; অপ্রবৃত্তি; 4 অবিশ্বাস। [সং. ন + শ্রদ্ধা]। অশ্রদ্ধ বিণ. শ্রদ্ধাহীন; আস্হাহীন। অশ্রদ্ধেয় বিণ. 1 শ্রদ্ধার অযোগ্য; 2 অবিশ্বাস্য (একথা সম্পূর্ণ অশ্রদ্ধেয়)। 7)
আজ-গুবি, আজ-গবি
(p. 85) āja-gubi, āja-gabi বিণ. অবিশ্বাস্য, অসম্ভব, অদ্ভুত ('আজগুবি চাল বেঠিক বেতাল': সু. রা)। [ফা. অজ্ + আ. গায়েব]। 27)
আবার
(p. 99) ābāra ক্রি-বিণ. অব্য. 1 পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও); 2 অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি); 3 অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব) [সং. অপর; প্রাকৃ. অবর]। 8)
ইল্লি
(p. 116) illi বি. (সচ. ছোটদের মধ্যে প্রচলিত) অবিশ্বাসসূচক শব্দ (তুমি এ কাজ করেছ ? ইল্লি আর কী?)। [দেশি?]। 20)
কাফের, কাফির
(p. 181) kāphēra, kāphira বি. 1 ইসলামধর্মে অবিশ্বাসী বা ইসলামবিরোধী লোক; 2 নিষ্ঠুর ব্যক্তি। [আ. কাফির্]। 68)
খটকা
(p. 221) khaṭakā বি. সন্দেহ, সংশয়, অবিশ্বাস ('মনে লাগে খটকা': সু. রা)। [হি. খট্কা]। 28)
গন-গন, গন্-গন্
(p. 240) gana-gana, gan-gan বি. অব্য. অগ্নিশিখার প্রজ্বলনের আওয়াজ বা তার প্রখরতার ভাবসূচক (গনগন করছে)। গন-গনে বিণ. তেজালো, লেলিহান ('গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে': শ. ঘো.)। 6)
জন্মা
(p. 312) janmā ক্রি. 1 জন্মগ্রহণ করা (পুত্র জন্মাল); 2 উত্পন্ন হওয়া (ধান জন্মে)। [বাং. √ জন্ম্ + আ]। ̃ নো ক্রি. জন্মগ্রহণ করা; উত্পন্ন হওয়া; উত্পাদন করা (মনে অবিশ্বাস জন্মানো)। বি. উক্ত সব অর্থে। 75)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
ধুত্
(p. 433) dhut বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]। 116)
নাস্তিক
(p. 458) nāstika বি. বিণ. 1 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, ঈশ্বরের অস্তিত্বে যে বিশ্বাস করে না, নিরীশ্বরবাদী; 2 বেদ বা শাস্ত্রে অবিশ্বাসী। [সং. নাস্তি + ক]। ̃ তা, নাস্তিক্য বি. নাস্তিকের মতবাদ বা আচরণ। 4)
নেও
(p. 479) nēō ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]। 4)
বিশ্বাস
(p. 627) biśbāsa বি. 1 প্রত্যয়, সত্য বা যথার্থ বলে ধারণা (ঈশ্বরবিশ্বাস); 2 আস্হা (লোকটির উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে); 3 শ্রদ্ধা (ধর্মবিশ্বাস)। [সং. বি + √ শ্বস্ + অ]। ̃ ঘাতক, ̃ ঘাতী (-তিন্), হন্তা (-ন্তৃ) বিণ. বিশ্বাসভঙ্গকারী, বিশ্বাসের পাত্র হয়েও অবিশ্বাসের কাজ করে এমন, বেইমান। স্ত্রী. ̃ ঘাতিকা, ̃ ঘাতিনী, ̃ হন্ত্রী। বি. ̃ ঘাতকতা। ̃ ভঙ্গ বি. বিশ্বস্ত হয়েও অবিশ্বাসের কাজ করা; অকৃতজ্ঞতা। ̃ ভাজন বিণ. বিশ্বাসের পাত্র। ̃ যোগ্য বিণ. বিশ্বাসের পাত্র, যাকে বিশ্বাস করা যায়। বিশ্বাসী (-সিন্) বিণ. 1 বিশ্বাসভাজন (বিশ্বাসী চাকর); 2 বিশ্বাস করে এমন (ভগবদ্বিশ্বাসী)। বিশ্বাস্য বিণ. বিশ্বাসযোগ্য। 25)
বৈহাসিক
(p. 646) baihāsika বিণ. পরিহাসবিষয়ক। বি. পরিহাস করে বা ভাঁড়ামি করে এমন ব্যক্তি ('বৈহাসিক অবিশ্বাসী ঢালে যদি বিষাক্ত বিদ্রূপ': সু.দ.)। [সং. বিহাস + ইক]। 13)
ভূতুড়ে
(p. 668) bhūtuḍ়ē বিণ. 1 ভূতপ্রেতসম্বন্ধীয় (ভূতুড়ে গল্প); 2 ভূতপ্রেত দ্বারা কৃত (ভূতুড়ে কাণ্ড); 3 অবিশ্বাস্য। [সং. ভূত + বাং. ড়িয়া ড়ে]। 28)
ভ্রু, ভ্রূ
(p. 674) bhru, bhrū বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083209
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771893
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369699
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722633
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699911
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595800
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543047

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন