Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অরুণ। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অনিচ্ছা
(p. 25) anicchā বি. 1 ইচ্ছার অভাব; 2 অরুচি; 3 অসম্মতিচ 4 [সং. ন + ইচ্ছা]। ̃ কৃত বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)। অনিচ্ছু, অনিচ্ছুক বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন। 28)
অনূরু
(p. 32) anūru বিণ. উরু নেই এমন; ঊরুহীন। বি. গরুড়ের অনুজ অরুণ, অকালে ডিম ফোটার জন্য তাঁর ঊরু অপুষ্ট ছিল। [সং. ন + ঊরু]। 16)
অপ্রবৃত্তি
(p. 42) aprabṛtti বি. অরুচি, অনিচ্ছা, অনাসক্তি (আহারে অপ্রবৃত্তি, অসাধু কাজে অপ্রবৃত্তি)। [সং. ন + প্রবৃত্তি]. 16)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
অরণ
(p. 61) araṇa বি. 1 সূর্যের সারথি, গরুড়ের জ্যেষ্ঠ ভ্রাতা; 2 সদ্য - উদিত সূর্য; 3 উষাকালীন বা সন্ধ্যাকালীন সূর্যের দীপ্তি; 4 রক্তের বর্ণ। বিণ. রক্তবর্ণবিশিষ্ট; সদ্য- উদিত সূর্যের কিরণে লাল (অরুণ উষা); আরক্ত, লাল। [সং. √ ঋ + উণ]। অরুণা বিণ. (স্ত্রী.) রক্তবর্ণবিশিষ্টা। বি. গরুড়ের ভগিনী। ̃. বসন বি. লাল রঙের বস্ত্র। ̃. লোচন, ̃. নেত্র বি. রক্তচক্ষু। ̃ সারথি বি. সূর্য। অরুণিত বিণ. রক্তের রঙে রঞ্জিত, লাল রঙে রাঙানো। অরুণিম বিণ. লাল আভাবিশিষ্ট। অরুণিমা বি. (স্ত্রী.) লালচে আভা; রক্তিমা। অরুণোদয় বি. সূর্যোদয়ের পূর্বমুহূর্ত, উষা। 15)
অরুগ্ণ
(p. 61) arugṇa বিণ. শরীরে রোগ নেই এমন; সুস্হ। [সং. ন + রুগ্ণ]। 13)
অরুচি
(p. 61) aruci বি. (খাবারে) অনিচ্ছা বা বিরাগ; রোগবিশেষ যাতে খাবার জিনিস মুখে বিস্বাদ লাগে; যাতে প্রবৃত্তি হয় না। [সং. ন + রুচি]। ̃. কর বিণ. 1 অপ্রীতিকর, অমনঃপূত; 2 বিরক্তিকর। 14)
অরুদ্ধ
(p. 61) aruddha বিণ. রুদ্ধ বা আবদ্ধ নয় এমন; অবারিত। [সং. ন + রুদ্ধ]। 16)
অরুন্তুদ
(p. 61) aruntuda বিণ. মর্মভেদী; মর্মান্তিক; অত্যন্ত কর্কশ। [সং. অরুস্ (=মর্মস্হল) + √ তুদ্ + অ]। 17)
অরুন্ধতী
(p. 61) arundhatī বি. সপ্তর্ষিমন্ডলের দ্বারা বেষ্টিত ক্ষীণ নক্ষত্রবিশেষ; বশিষ্ঠমুনির পত্নী। [সং. ন + √ রুধ্ + ত + ঈ (স্ত্রী.)]। 18)
অশ্রদ্ধা
(p. 67) aśraddhā বি. 1 অভক্তি (অশ্রদ্ধার দান); 2 অনুরাগ, প্রীতি বা প্রেমের অভাব; 3 অরুচি, ঘৃণা (আহারে অশ্রদ্ধা); অবজ্ঞা; অপ্রবৃত্তি; 4 অবিশ্বাস। [সং. ন + শ্রদ্ধা]। অশ্রদ্ধ বিণ. শ্রদ্ধাহীন; আস্হাহীন। অশ্রদ্ধেয় বিণ. 1 শ্রদ্ধার অযোগ্য; 2 অবিশ্বাস্য (একথা সম্পূর্ণ অশ্রদ্ধেয়)। 7)
অসাধ
(p. 70) asādha বি. 1 সাধের অভাব, অনিচ্ছা (তোমাকে খাওয়াতে কি আমার অসাধ?); 2 অরুচি। [বাং. অ + সাধ]। 50)
বিতৃষ্ণ
(p. 611) bitṛṣṇa বিণ. 1 তৃষ্ণাহীন; 2 নিস্পৃহ, উদাসীন; 3 রুচিহীন; 4 বিমুখ (সংসারধর্মে বিতৃষ্ণ)। [সং. বি + তৃষ্ণা + সমাসান্ত]। বিতৃষ্ণা বি. 1 তৃষ্ণার অভাব; 2 অনিচ্ছা, অরুচি (ধূমপানে বিতৃষ্ণা); 3 উদাসীনতা, নিস্পৃহতা। 86)
বিনত
(p. 616) binata বিণ. 1 নিচু হয়ে আছে এমন, অবনত, নত; 2 প্রণত; 3 নম্র (বিনত ভঙ্গি)। [সং. বি + নত]। বিনতা বিণ. বিনত -র স্ত্রীলিঙ্গ। বি. কশ্যপমুনির পত্নী। বিনতা-নন্দন, বৈনতেয় বি. বিনতার পুত্র অরুণ ও গরুড়। বিনতি বি. 1 প্রণতি; 2 নম্রতা, বিনয়; 3 বিনয়পূর্বক নিবেদন, অনুনয়। 35)
বৈনতেয়
(p. 644) bainatēẏa বি. 1 বিনতার পুত্র; 2 বিনতার পুত্র গরুড়; 3 বিনতার পুত্র অরুণ। [সং. বিনতা + এয়]। 41)
মুখ
(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে। 6)
যম2
(p. 723) yama2 বি. 1 মৃত্যুর অধিদেবতা, শমন, কৃতান্ত; 2 মৃত্যু। [সং. √ যম্ + ণিচ্ + অ]। ̃ .জয়ী (-য়িন্) বিণ. অমর, মৃত্যুঞ্জয়, মৃত্যুহীন। ̃ .জাঙ্গাল বি. আকাশগঙ্গা, ছায়াপথ। ̃ .দণ্ড বি. 1 যমের অস্ত্র বা আয়ুধ 2 যমের দেওয়া শাস্তি; 3 মৃত্যুদণ্ড। ̃ .দূত বি. 1 যমের অনুচর; 2 (আল.) মৃত্যুর মতো ভীষণ সংবাদ যে বহন করে আনে; 3 ভয়ংকর আকৃতির লোক। ̃ .দ্বার বি. 1 যমের বাড়ির দরজা 2 যমের রাজ্য বা নরক। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া, যে তিথিতে ভাইফোঁটা দেওয়া হয়, ভ্রাতৃদ্বিতীয়া। ̃ .পুকুর বি. কার্তিক মাসে অনুষ্ঠেয় কুমারীব্রতবিশেষ। ̃ .পুরী, যমালয় বি. মৃত্যুপুরী, নরক। ̃ .যন্ত্রণা, ̃.যাতনা বি. (আল.) মৃত্যুকালীন কষ্টের মতো ভয়ংকর কষ্ট। ̃ .রাজ বি. মৃত্যুর দেবতা, দক্ষিণ দিকের অধিদেবতা, যম। ̃ .যমান্তক বি. যমজয়ী শিব, মৃত্যুঞ্জয়। ̃ .যমে ধরা ক্রি. বি. মারা যাওয়া; সর্বনাশা দুর্বুদ্ধিগ্রস্ত হওয়া। ̃ .যমের অরুচি এমন জঘন্য লোক যাকে যমও স্পর্শ করে না। যমের দোসর বি. যমের সহচর অর্থাত্ অতি ভয়ংকর লোক। যমের বাড়ি যাওয়া ক্রি. বি. মৃত্যুমুখে পতিত হওয়া, মারা যাওয়া। 41)
রঞ্জন
(p. 733) rañjana বি. 1 রং করা, রঞ্জিত করা (বস্ত্ররঞ্জন); 2 তুষ্টিসম্পাদন, আনন্দদান (মনোরঞ্জন, প্রজারঞ্জন)। বিণ. 1 প্রীতিকর ('সুন্দর, হৃদিরঞ্জন তুমি': রবীন্দ্র); 2 আনন্দদায়ক (নয়নরঞ্জন রূপ)। [সং. √ রঞ্জ্ + ণিচ্ + অন]। রঞ্জক বিণ. 1 রংকারী, যে রঞ্জিত করে (রঞ্জকসাবান); 2 অনুরাগ-উত্পাদনকারী; 3 √ প্রীতিকর। বি. রঞ্জকদ্রব্য। স্ত্রী. রঞ্জিকা। রঞ্জক-দ্রব্য বি. যে বস্তুর সাহায্যে রং করা হয়। রঞ্জনী বিণ. (স্ত্রী.) 1 প্রীতিদায়িনী 2 যা দিয়ে রাঙানো হয় (নখরঞ্জনী)। রঞ্জিত বিণ. 1 রঞ্জন করা হয়েছে এমন, সন্তোষিত 2 চিত্রিত (অরুণরাগরঞ্জিত)। স্ত্রী. রঞ্জিতা। 28)
রাগ
(p. 738) rāga বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন। 38)
লেখা1
(p. 763) lēkhā1 বি. 1 লিখন; 2 রচনা (তাঁর প্রায় সব লেখাই আমি পড়েছি); 3 বিন্যস্ত অক্ষর (হাতের লেখা); 4 রেখা (চিত্রলেখা, পূর্বগগনের অরুণলেখা); 5 শ্রেণি (তরঙ্গ লেখা, ধূমলেখা); 6 চিহ্ন। বিণ. লিখিত (তাঁর লেখা চিঠি, হাতে-লেখা পুঁথি)। [সং. √ লিখ্ + অ + আ]। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2077600
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770081
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367624
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721595
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698733
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595124
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546942
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542578

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন