Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অর্থাদি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তুলট2
(p. 375) tulaṭa2 বি. তুলাদণ্ডে নিজেকে মেপে দাতার সমপরিমাণ অর্থাদি দান, তুলাদান। [সং. তুলা + বাং. ট]। 218)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
বাসর1
(p. 605) bāsara1 বি. 1 বরকন্যার বিবাহরজনী যাপন (বাসর জাগা); 2 বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। [সং. বাসগৃহ]। ̃ ঘর বি. বরকন্যার বিবাহরজনী যাপনের কক্ষ। ̃ জাগানি বি. বাসরে রাত্রি জাগরণের বাবদ বরপক্ষের কাছ থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থাদি। 12)
বিদায়2
(p. 614) bidāẏa2 বি. 1 দূরীকরণ (আপদ বিদায়); 2 চলে যাওয়ার বা স্হানত্যাগ করার অনুমতি (বিদায় চাওয়া); 3 প্রস্হান ('তার বিদায়বেলার মালাখানি': রবীন্দ্র); 4 বিচ্ছেদ (চিরবিদায়); 5 কর্ম বা বৃত্তি থেকে অবসর (চাকরি থেকে বিদায় গ্রহণ); 6 কার্যান্তে বা বিদায়কালে প্রদত্ত দক্ষিণা বা প্রণামিস্বরূপ প্রদত্ত অর্থাদি (ব্রাহ্মণবিদায়, কাঙালিবিদায়)। বিণ. প্রস্হিত (বিদায় হওয়া)। ̃ কালীন বিণ. বিদায় বা প্রস্হানের সময়ের। ̃ সম্ভাষণ বি. প্রস্হানকালীন আলাপ ও নমস্কার বিনিময়াদি। বিদায়ী (-য়িন্) বিণ. বিদায় গ্রহণ করছে এমন (বিদায়ী সম্পাদক)। বি. বিদায়কালে প্রদত্ত অর্থ ও উপহারাদি। 13)
ব্যপ-হরণ
(p. 648) byapa-haraṇa বি. স্বীয় তত্ত্বাবধানে রক্ষিত অপরের অর্থাদি আত্মসাত্করণ, defalcation (স.প.)। [সং. বি + অপহরণ]। 29)
ব্যাখ্যা, ব্যাখ্যান
(p. 648) byākhyā, byākhyāna বি. 1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা); 2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক); 3 বিশদ বিবরণ দান। [সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]। ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন। ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী। ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন। 56)
মজুত, মজুদ
(p. 676) majuta, majuda বিণ. 1 সঞ্চিত, বা জমা করা হয়েছে এমন (মজুত চাল); 2 বর্তমান, হাজির, উপস্হিত (আপনার সেবায় এই বান্দা সর্বদাই মজুত)। [আ. মৌজুদ্]। মজুদ তহবিল ভবিষ্যত্ প্রয়োজনের জন্য পৃথক করে রাখা অর্থাদি। ̃ .দার বি. যে ব্যবসায়ী দ্রব্যাদি (সচ. অন্যায়ভাবে) মজুত করে রাখে। ̃ .দারি বি. (সচ. অন্যয়ভাবে) মজুত করা। 17)
মাতোয়ালি
(p. 692) mātōẏāli বি. মুসলমানদের ধর্মার্থে বা লোকসেবার্থে প্রদত্ত অর্থাদির বা সম্পত্তির তত্ত্বাবধায়ক। [আ. মুত্বল্লি]। 114)
মালিক
(p. 703) mālika বি. 1 অধিকারী, কর্তা (এই জমির মালিক); 2 প্রভু (দীনদুনিয়ার মালিক)।[আ. মালিক]। মালকিন বি. মালিকের স্ত্রী; মহিলা-মালিক। মালিকানা বি. 1 অধিকার, স্বামিত্ব; 2 মালিকের প্রাপ্য অর্থাদি। মালিকি বি. মালিকত্ব, অধিকার, মালিকানা। বিণ. মালিকসংক্রান্ত; মালিকানাসংক্রান্ত (মালিকি স্বত্ব) 4)
রসিদ
(p. 738) rasida বি. অর্থাদির প্রাপ্তিস্বীকারপত্র, receipt. [ফা. রসীদ্]। 2)
সর-কার
(p. 817) sara-kāra বি. 1 প্রভু, মালিক; 2 ভূস্বামী; 3 শাসনকর্তা, নৃপতি; 4 শাসনবিভাগ, রাষ্ট্রশাসনতন্ত্র, গভর্নমেণ্ট; 5 অর্থাদি আদায় ও ব্যয়সংক্রান্ত কর্মচারী (বিলসরকার, বাজার সরকার); 6 মুসলমান আমলে হিন্দু ও মুসলমান রাজকর্মচারীকে প্রদত্ত খেতাববিশেষ। [ফা. সরকার্]। সর-কারি বি. সরকারের কাজ। বিণ. সরকারসম্বন্ধীয়; গভর্নমেণ্টের; সাধারণের (সরকারি সম্পত্তি)। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075661
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769359
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366773
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721286
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698316
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594858
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546071
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542399

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন