Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অশোভন) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশোভন
(p. 66) aśōbhana বিণ. শোভা পায় না এমন; মানায় না এমন, বেমানান (অশোভন আচরণ); সুদৃশ্য বা সুসজ্জিত নয় এমন। [সং. ন + শোভন]। স্ত্রী. অশোভনা। ̃ তা বি. বেমানান ব্যাপার, আচরণ ইত্যাদি। অশোভিত বিণ. অসজ্জিত, সাজানো নয় এমন। 15)
অসাজন্ত
(p. 70) asājanta বিণ. অসজ্জিত; অশোভন, বেমানান। [বাং. অ + সাজন্ত]। 47)
অসুন্দর
(p. 72) asundara বিণ. সুন্দর নয় এমন, কুত্সিত, কুরূপ, দেখতে ভালো নয় এমন; অশোভন; শালীনতাবর্জিত। [সং. ন + সুন্দর]। 15)
আলুর দোষ, আলু-দোষ
(p. 106) ālura dōṣa, ālu-dōṣa বি. (আশি.) মেয়েদের প্রতি পুরুষের মাত্রাতিরিক্ত ও অশোভন আসক্তি। 49)
গোবদা
(p. 256) gōbadā বিণ. অশোভন বা বেমানানরকম মোটা (গোবদা লাউ, গোবদা লাঠি, গোবদা গোবদা পা)। [দেশি-তু হি. গব্দা]। 107)
গ্রাম্য
(p. 261) grāmya বিণ. 1 গ্রামসম্বন্ধীয়, গ্রামবিষয়ক; 2 গ্রামজাত, গ্রামে উত্পন্ন ; 3 গ্রামস্হ, গ্রামের; 4 ইতর, অমার্জিত, অভদ্র, প্রাকৃত (গ্রাম্য স্বভাব)। [সং. গ্রাম + য]। ̃ তা বি. 1 অমার্জিত ভাব, অভদ্রতা; 2 ভাষার শব্দগত ও অর্থগত অশোভনতা। ̃ ধর্ম বি. গ্রামধর্ম, স্ত্রীসম্ভোগ। ̃ মৃগ বি. কুকুর। 65)
ঘ্যাম
(p. 272) ghyāma বিণ. (অশোভন) উঁচুদরের (এসব ঘ্যাম ব্যাপারের মর্ম তুমি কী বুঝবে?)। [দেশি]। 31)
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চোট
(p. 297) cōṭa বি. 1 আঘাত (লাঠির চোট, পায়ে চোট আছে); 2 জোর, শক্তি (কথার চোট, মারের চোটে); 3 ক্রোধ, রাগ, কোপ (চোটপাট করা); 4 বেগ, তোড়, দমক (হাসির চোট); 5 দফা, বার (একচোটে অনেকটা)। [হি. চোট্]। ̃ পাট বি. ক্রোধ প্রকাশ; তিরস্কার, বকুনিঝকুনি। চোট হওয়া ক্রি. বি. (অশোভন) ক্ষতি হওয়া; লোকসান হওয়া (অনেকগুলো টাকা চোট হয়ে গেল)। 12)
টপ2
(p. 341) ṭapa2 বিণ. (কথ্য, অশোভন) সবচেয়ে ভালো; খুব ভালো (একেবারে টপ খেলা, টপ দেখতে)। [ইং. top]। 33)
টুপি
(p. 346) ṭupi বি. মাথার আবরণীবিশেষ; শিরস্ত্রাণবিশেষ। [হি. টোপী-তু. পো. topo]। টুপি পরানো ক্রি. বি. (অশোভন) লোভ দেখিয়ে কাজ হাসিল করা; তোষামোদ করা (তাকে টুপি পরানো সহজ হবে না)। 23)
ঠেক1
(p. 350) ṭhēka1 বি. (অশোভন) 1 আশ্রয়; 2 আড্ডা (চায়ের দোকানটা এখন তার নতুন ঠেক হয়েছে)। [হি. ঠেক]। 55)
ঢপ৪
(p. 360) ḍhapa4 বি. (অশোভন) ধাপ্পা, মিথ্যে কথা, গুলপট্টি (আমাকে ঢপ দেওয়া সহজ নয়)। [দেশি]। 13)
তাপ্পি
(p. 375) tāppi বি. 1 ছেঁড়া কাপড় ইত্যাদি সংস্কারের জন্য বাঁধা পটি, তালি (তাপ্পি-মারা মশারি); 2 (অশোভন) ধাপ্পা, গুলপট্টি। [বাং তু. সং. তল্লিকা]। 33)
তেলানো
(p. 375) tēlānō বি. ক্রি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 তেল মাখানো; 3 (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. 1 তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; 2 (ব্যঙ্গে) তোষামোদ; 3 তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি। 313)
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
নেড়া, ন্যাড়া
(p. 479) nēḍ়ā, nyāḍ়ā বিণ. 1 মাথা মুড়ানো হয়েছে এমন (নেড়া মাথা); 2 নিরাভরণ (নেড়া হাত); 3 পাতাহীন (নেড়া গাছ); 4 গাছ, পাতা, ঘাস কিছুই নেই এমন (নেড়া মাঠ); 5 সজ্জাহীন, অশোভনভাবে সজ্জাহীন (নেড়া নেড়া) দেখাচ্ছে)। বি. (ব্যঙ্গে) বৈষ্ণব বৈরাগী (নেড়ানে়ড়ির কাণ্ড)। [তু. নাড়িয়া (চর্যা.)]। স্ত্রী. নেড়ি। 17)
নেড়ে
(p. 479) nēḍ়ē (অশোভন) বি. নিম্নশ্রেণির মুসলমান। [বাং. নেড়া + এ]। 21)
পর-ভাতার
(p. 488) para-bhātāra বি. (অশোভন) অন্যের স্বামী। [সং. পর3 + বাং. ভাতার]। 160)
পুরিয়া
(p. 526) puriẏā বি. 1 কাগজের মোড়ক; 2 কাগজে মোড়া ওষুধ বা অনুরূপ বস্তু; 3 রাগিণীবিশেষ; 4 (অশোভন) পরীক্ষায় নকল করার কাগজ বা কাগজের টুকরো। [হি. পুড়িয়া সং. পুট, পুটক]। 49)
প্যাঁক
(p. 534) pyān̐ka বি. হাঁসের ডাক। [ধ্বন্যা.]। প্যাঁক দেওয়া ক্রি. বি. (অশোভন) বিদ্রুপাত্মক ধ্বনি দেওয়া, ব্যঙ্গবিদ্রুপ করা (এই পোশাকে সেখানে গেলে লোকে প্যাঁক দেবে)। 73)
প্যাঁদানো
(p. 534) pyān̐dānō বি. ক্রি. (অশোভন) প্রহার দেওয়া, মারধর করা। [দেশি]। প্যাঁদানি বি. (অশোভন) প্রহার। 79)
ফাঁট
(p. 563) phān̐ṭa (অশোভন) বি. ঠাট, জাঁক (পয়সাকড়ি হওয়ায় সে আজকাল খুব ফাঁটে চলে)। [দেশি]। 11)
ফুটানি, (কথ্য) ফুটুনি
(p. 567) phuṭāni, (kathya) phuṭuni বি. 1 অশোভন বাবুগিরি বা জাঁক (হাতে দুটো পয়সা পেয়েই ফুটানি শুরু করেছে); 2 অশোভন অহংকার বা বড়াই (অত ফুটানি কোরো না, তোমার ক্ষমতা জানা আছে)। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + আনি]। ̃ রাম বি. 1 হামবড়া বা দেমাকি লোক; 2 অশোভনভাবে বাবুগিরি করে এমন লোক। 8)
ফেকলু
(p. 567) phēkalu (অশোভন) বি. বিণ. ফালতু, বাজে (যত সব ফেকলুপার্টি)। [দেশি]। ̃ পার্টি বি. আজেবাজে লোক। 40)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074763
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769023
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366329
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721131
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698188
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594760
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545440
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542336

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন