Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অস-ক্রি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ-সারণ
(p. 39) apa-sāraṇa বি. স্হানান্তরিত করা, বিতাড়ন, সরানো। [সং. অপ + √ সৃ + ণিচ্ + অন]। অপ-সারি অস-ক্রি. অপসারিত করে, সারিয়ে দিয়ে, দূরীভূত করে ('বিঘ্ন দাও অপসারি': রবীন্দ্র)। অপ-সারিত বিণ. দূরে সারিয়ে দেওয়া হয়েছে এমন, দূরীকৃত (বাধা অপসারিত হয়েছে)। 25)
উচ্ছ্রয়, উচ্ছ্রায়
(p. 119) ucchraẏa, ucchrāẏa বি. 1 উচ্চতা; 2 উন্নতি। [সং. উত্ + √ শ্রি + অ]। উচ্ছ্রায়ী (-য়িন্) বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল। উচ্ছ্রিত বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত। উচ্ছ্রিয়া অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ('উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)। 62)
এঁটে
(p. 142) ēn̐ṭē অস-ক্রি. আঁট করে, শক্ত করে (বস্তার মুখটা এঁটে বাঁধো)। এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, পেরে ওঠা (তাঁর সঙ্গে কথায় এঁটে ওঠা সহজ নয়)। 12)
করই
(p. 166) kari অস-ক্রি. (ব্রজ.) করতে। [বাং. √ কর্]। 22)
করিয়া
(p. 167) kariẏā অস-ক্রি. (সাধু) করার পর, ক'রে (খেলা করিয়া, গমন করিয়া)। অব্য. 1 দ্বারা, সাহায্যে, অবলম্বনে (হাতে করিয়া, মুখে করিয়া); 2 বিবেচনায় (এক টাকা করিয়া চাঁদা, দোষ কম করিয়া দেখি); 3 প্রকারে, উপায়ে (কী করিয়া এ কাজ করিলে? ভালো করিয়া খাও); 4 পর্যায়ক্রমে (একজন-একজন করিয়া যাও)। [বাং. √ কর্ + ইয়া]। 34)
কহ, কহো
(p. 174) kaha, kahō ক্রি. (অনুজ্ঞায়) বলো, বর্ণনা করো ('কহো মোরে কে গো তুমি মাত': রবীন্দ্র)। [বাং. √ কহ্]। ̃ ই ক্রি. বলে; অস-ক্রি বলতে। ̃ ত ক্রি. (ব্রজ.) বল। ̃ ব ক্রি. বলব। ̃ বি ক্রি. বল্বি। 20)
কেঁচে
(p. 205) kēn̐cē অস-ক্রি. 1 পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); 2 নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা। 21)
খেটে2
(p. 232) khēṭē2 অস-ক্রি. 'খাটিয়া'-র চলিত রূপ, পরিশ্রম করে (খেটে-খাওয়া মানুষ)। [বাং. √খাটা]। ̃ ল বি. যে ব্যক্তি শারীরিক পরিশ্রমের দ্বারা আহার সংগ্রহ করে; মেহনতি মানুষ; শ্রমিক, মজুর। 21)
গণইতে
(p. 236) gaṇitē অস-ক্রি. (ব্রজ.) গণনা করতে ('গণইতে দোষ গুণ লেশ ন পাওবি': বিদ্যা.)। [গনা দ্র]। 44)
গিয়া, গিয়ে, গে
(p. 246) giẏā, giẏē, gē অস-ক্রি. গমন করে (ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করব)। অব্য. কথার মাত্রাবিশেষ (তারপর হল গিয়ে, যাওগে, খাওগে)। [বাং. √যা (সং. √গম্) + ইয়া, ইয়ে, এ]। 114)
গোই
(p. 256) gōi অস-ক্রি. (ব্রজ.) গোপন করে ('মরমহি গোই': গো. দা.)। [ব্রজ. গোপই]। 47)
ঘষা
(p. 266) ghaṣā ক্রি. ঘর্ষণ করা (গা ঘষা)। বি. ঘর্ষণ (ঘষা লেগেছে)। বিণ. 1 ঘর্ষিত (ঘষা কাচ); 2 ক্ষয়প্রাপ্ত (ঘষা পয়সা)। [সং. √ঘৃষ্ + বাং. আ]। ঘষা ঘষা বিণ. সামান্য ঘষা, ঘষাভাবযুক্ত। ̃ ঘষি বি. 1 পরস্পর ঘর্ষণ; 2 ক্রমাগত ঘর্ষণ। ̃ মাজা বি. ঝকঝকে করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা। ঘষে মেজে অস-ক্রি. নানাভাবে চেষ্টাচরিত্র করে; তোয়াজ-তদারক করে। 41)
চিকনিয়া
(p. 281) cikaniẏā অস-ক্রি. চিকন করে, সুন্দর করে ('চিকনিয়া গাঁথিনু সজনি ফুলমালা': মধু.)। [বাং. √চিকনা (নামধাতু) + ইয়া]। 200)
চিন্তে
(p. 290) cintē বি. চিন্তা -র বিকৃত কথ্য রূপ। অস-ক্রি. চিন্তিয়া -র কথ্য রূপ (ভেবেচিন্তে কাজ করবে)। 18)
চেয়ে2
(p. 294) cēẏē2 অস-ক্রি. চাওয়া দ্র। 73)
চৌঙকি
(p. 299) cauṅaki অস-ক্রি. (ব্রজ.) চমকে ('চৌঙকি চলয়ে ক্ষণে ক্ষণে': বিদ্যা.)। [সং. চমক]। 9)
ছেঁদে
(p. 304) chēn̐dē অস-ক্রি. 1 দৃঢ়ভাবে জড়িয়ে ('ছেঁদে ধরি গলে'); 2 কৌশলে উত্থাপন করে (কথা ছেঁদে)। [বাং. ছাঁদা]। 131)
তুড়া1
(p. 375) tuḍ়ā1 ক্রি. 1 মুখের উপর অপমানজনক কথা বলা বা ধমকানো (তাকে একচোট তুড়ে দিয়েছি); 2 (প্রধানত কথা দিয়ে) তেজ বা ক্রোধ প্রকাশ করা। [প্রাকৃ. √ তুড়্ + বাং. আ]। তুড়ে অস-ক্রি মুখের উপর অপমানজনক কথা বলে; কড়াভাবে ধমক দিয়ে (তুড়ে ধমকে দেওয়া); চুটিয়ে বা জোরে তেজ প্রকাশ করে (তুড়ে ঝগড়া করা)। 184)
তেড়ে
(p. 375) tēḍ়ē অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া এ]। ̃ ফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। ̃ মেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে ('তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা': সু. রা)। [তাড়া2 দ্র]। 287)
পালটি2, পালটিয়া
(p. 513) pālaṭi2, pālaṭiẏā অস-ক্রি. (কাব্যে) প্রত্যাবর্তন করবার পর; পিছন ফিরে (পালটি দেখে)। [পালটা দ্র]। 167)
পেড়ে2
(p. 532) pēḍ়ē2 অস-ক্রি. 1 পাড়া-ক্রিয়ার অসমাপিকা রূপবিশেষ (গাছ থেকে পেড়ে আনো); 2 নীচে ফেলে (পেড়ে ফেলা)। [পাড়া দ্র]। 20)
ফিরে
(p. 565) phirē অস-ক্রি ফিরিয়া -র চলিত রূপ। বিণ. পরবর্তী (ফিরে বার)। ফিরে ফিরে ক্রি-বিণ. বারংবার ('ফিরে ফিরে ডাক দেখি রে': রবীন্দ্র)। [ফিরা দ্র]। 29)
বাওয়া1
(p. 590) bāōẏā1 ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)। 27)
বয়ে1
(p. 580) baẏē1 অস-ক্রি. বখে, ফাজিল হয়ে, কুসংসর্গে পড়ে নষ্ট হয়ে (ছেলেটা ক্রমেই বয়ে যাচ্ছে)। [সং. √ বহ্ + বাং. আ]। 20)
বয়ে2
(p. 580) baẏē2 অস-ক্রি. বহে, বহিয়া। [সং. √ বহ্ + বাং. আ]। বয়ে যাওয়া ক্রি. বি. (কথ্য) 1 ক্ষতি বা লোকসান হওয়া (তোমার চাকরি গেলে আমার কী বয়ে যাবে?); 2 কোনো প্রয়োজন বা ইচ্ছা না হওয়া (সেখানে যেতে আমার ভারি বয়ে গেছে)। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074427
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768767
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366200
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721099
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698143
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594695
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545310
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542314

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন