Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আঁখি'। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
উত্-ফুল্ল
(p. 123) ut-phulla বিণ. 1 আনন্দে বিহ্বল; 2 অত্যন্ত আনন্দিত বা প্রফুল্ল, উল্লসিত (' উত্ফুল্ল নয়নে' ' উল্লাসে উত্ফুল্ল আঁখি')। [সং. উত্ + √ ফুল্ল্ + অ]। 35)
কমল
(p. 164) kamala বি. 1 পদ্ম; 2 জল। [সং. কম্ + √ অল্ + অ]। কমল-আঁখি বি. 1 পদ্মের মতো সুন্দর চক্ষু; 2 পদ্মের মতো চক্ষুবিশিষ্ট ব্যক্তি। ̃ কলি বি. পদ্মের কুঁড়ি। ̃ যোনি বি. বিষ্ণুর নাভিপদ্ম থেকে যার জন্ম বা উত্পত্তি, ব্রহ্মা। ̃ লোচন বি. পদ্মের মতো চক্ষু। বিণ. পদ্মের মতো চক্ষুবিশিষ্ট। কমলাক্ষ-কমললোচন এর অনুরূপ। কমলালয়া, কমলাসনা বি. লক্ষ্মীদেবী। কমলাসন বি. ব্রহ্মা। 46)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবার ও রাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
খঞ্জন
(p. 221) khañjana বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ। [সং. √খন্জ্ + অন]। খঞ্জনা, খঞ্জনিকা বি. (স্ত্রী.) 1 স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী; 2 খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা। ̃ গঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ। 23)
গঞ্জন
(p. 236) gañjana বি. তিরস্কার করা, লাঞ্ছিত করা। বিণ. অবজ্ঞা বা তিরস্কার করে এমন (অলিকুলগঞ্জন, খঞ্জন-গঞ্জন-আঁখি)। [সং. √গঞ্জ্ + অন]। গঞ্জনা বি. তিরস্কার, লাঞ্ছনা (শ্বশুরবাড়িতে তাকে অনেক গঞ্জনা সইতে হয়)। গঞ্জা ক্রি. তিরস্কার করা ('বৃথা গঞ্জ তুমি দশাননে': মধু)। 25)
চপল
(p. 278) capala বিণ. 1 অস্হির, চঞ্চল ('চপল তব নবীন আঁখিদুটি': রবীন্দ্র); 2 তরল; 3 প্রগল্ভ; 4 ক্ষণস্হায়ী। [সং. √চপ্ + অল]। চপলা বিণ. (স্ত্রী.) চপল অর্থে। বি. 1 লক্ষ্মী; 2 বিদ্যুত্। বি. ̃ তা।
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
ঠার
(p. 350) ṭhāra বি. ইশারা, সংকেত (আঁখিঠার)। [হি. ঠার]। ঠারা ক্রি. ইশারা বা ইঙ্গিত করা; আড়ভাবে দেখা (চোখ ঠারা)। ঠারা-ঠারি বি. চোখের ইশারা; চোখের ইশারা করে পরস্পরকে কিছু জানানো। ঠারে-ঠোরে ক্রি-বিণ. ইঙ্গিতে বা ইশারায় (সে ঠারেঠোরে তার মনের কথা জানিয়ে দিল)। 29)
ঢল-ঢল
(p. 360) ḍhala-ḍhala বি. 1 ঢিলা হওয়ার ভাব, ঢিলা ভাব (জামাটা ঢলঢল করছে); 2 লাবণ্যময়তার ভাব (মুখখানি ঢলঢল করছে); 3 রসে বিহ্বলতার ভাব (ভাবের ঢলঢল); 4 পরিপূর্ণতার জন্য চঞ্চলতা ('দিঘি-ভরা জল করে ঢলঢল': রবীন্দ্র)। বিণ. 1 আবেশবিভোর ও চঞ্চল (ঢলঢল আঁখি); 2 লাবণ্যচঞ্চল, সৌন্দর্যউচ্ছল ('ঢলঢল কাঁচা অঙ্গের লাবণি': গো. দা.)। [দেশি]। ঢল-ঢলে বিণ. 1 ঢিলা (ঢলঢলে জামা); 2 লাবণ্যময় (ঢলঢলে মুখ)। 15)
ঢুল
(p. 361) ḍhula বি. তন্দ্রা, নেশা প্রভৃতির ঘোর বা সেইজন্য মাথার দোলন বা ঝোঁক (সবেমাত্র একটু ঢুল এসেছিল)। [হি. √ ঢুল প্রাকৃ. √ ডোল সং. √ দুল্]। ̃ ঢুল, ̃ ঢুলে, ঢুলু-ঢুলু বিণ. তন্দ্রা বা নেশার ঘোরযুক্ত; ভাবে বিভোর ('চোখদুটি তার ঢুলঢুলে': স. দ.; ঢুলুঢুলু চোখ)। ঢুলঢুল করা, ঢুলুঢুলু করা ক্রি. বি. তন্দ্রা বা নেশার আবেশ হওয়া ('শুনে সুখে হরিণীর আঁখি করে ঢুলুঢুলু': বিহারী)। ̃ নি, ঢুলুনি বি. ঢুলঢুল ভাব বা অবস্হা (এরই মধ্যে ঢুলুনি এসে গেল)। ঢুলা, ঢোলা ক্রি. তন্দ্রা বা নেশার ঘোরে মাথা দোলানো বা ঝোঁকানো (ঘুমে ঢুলে পড়ছে)। বি. উক্ত অর্থে। ঢুলানো, ঢোলানো ক্রি. দোলানো। বি. বিণ. উক্ত অর্থে।
তপ্ত
(p. 367) tapta বিণ. 1 তাপযুক্ত, গরম (তপ্ত বালুকা); 2 রুষ্ট, উত্তেজিত (তপ্তকণ্ঠে বলল); 3 ক্রোধে আরক্ত (তপ্ত আঁখি); 4 আগুনে শোধিত, পোড়-দেওয়া (তপ্তকাঞ্চন)। [সং. √ তপ্ + ত]। ̃ কাঞ্চন-বর্ণ বিণ. পোড়-দেওয়া সোনার মতো রংবিশিষ্ট। বি. পোড়-দেওয়া সোনার মতো রং, উজ্জ্বল গৌরবর্ণ। ̃ কাঞ্চন-সন্নিভ বিণ. আগুনে শোধিত বা আগুনে পোড়-দেওয়া সোনার মতো। 46)
দিঘ
(p. 408) digha বি. (আঞ্চ.) দৈর্ঘ্য (আড়েদিঘে)। বিণ. (প্রা. বাং.) দীর্ঘ। [ সং. দীর্ঘ]। ̃ ল বিণ. (সচ. কাব্যে) দীর্ঘ, লম্বাটে (দিঘল আঁখি)। 9)
নহা
(p. 451) nahā ক্রি. না হওয়া (নহি, নহ, নহে)। [বাং. না + √ হ + আ]। নহ ক্রি. নও ('নহ মাতা নহ কন্যা': রবীন্দ্র)। নহি, (কথ্য ও চলিত) নই ক্রি. হই না ('নহি আমি পিছু পাও': সু. রা., আমি নই, সে)। নহিস অনু-ক্রি. হোস না। নহে, (কথ্য ও চলিত) নয় ক্রি. হয় না, না হয় ('নহে নহে প্রিয়, এ নয় আঁখিজল': নজরুল)। নহেন (কথ্য ও চলিত) নন ক্রি. হন না (তিনি কৃপণ নহেন)। 6)
নিদ্রা
(p. 461) nidrā বি. ঘুম, তন্দ্রা। [সং. নি + √ দ্রা + অ + আ]। নিদ্রা আসা, নিদ্রা পাওয়া ক্রি. বি. ঘুম পাওয়া। ̃ কর্ষণ বি. ঘুম পাওয়া। ̃ গত বিণ. নিদ্রিত। ̃ জনক বিণ. ঘুমপাড়ানি। ̃ তুর বিণ. ঘুমে কাতর। ̃ বিহীন বিণ. সজাগ, ঘুমহীন (নিদ্রাবিহীন রাত্রি)। ̃ বেশ বি. ঘুমের ঘোর; ঘুম পাওয়া। ̃ ভঙ্গ বি. ঘুম ভাঙা, জাগরণ। নিদ্রা ভাঙা ক্রি. বি. ঘুম থেকে জাগা। ̃ ভি-ভূত বিণ. ঘুমে আচ্ছন্ন; ঘুমন্ত। ̃ য়-মান বিণ. ঘুমোচ্ছে এমন। ̃ লস বিণ. ঘুম এসেছে বলে জড়তাগ্রস্ত ('নিদ্রালস আঁখি': রবীন্দ্র)। স্ত্রী. নিদ্রালসা। ̃ লু বিণ. 1 ঘুম পেয়েছে এমন; 2 নিদ্রাশীল; নিদ্রাপ্রিয়। নিদ্রিত বিণ. ঘুমন্ত, ঘুমোচ্ছে এমন। স্ত্রী. নিদ্রিতা। নিদ্রোত্থিত বিণ. ঘুম থেকে উঠেছে এমন, ঘুম ভেঙে জেগেছে এমন। স্ত্রী. নিদ্রোত্থিতা। 28)
নির্নিমিখ
(p. 468) nirnimikha বিণ. (কাব্যে.) পলকহীন, নিমেষহীন (নির্নিমিখ আঁখি, নির্নিমিখ দৃষ্টি)। ক্রি-বিণ. পলক না ফেলে, নিমেষহীনভাবে ('সূর্যের পানে চাহিল নির্নিমিখ': রবীন্দ্র)। [সং. নির্নিমেষ]। 75)
পদ্ম
(p. 488) padma বি. 1 (সচ.) লাল, নীল, গোলাপি ও সাদা রঙের জলজ ফুলবিশেষ, কমল, পঙ্কজ, উত্পল 2 তন্ত্রশাস্ত্রোক্ত দেহের চক্রবিশেষ 3 দশ লক্ষ কোটি সংখ্যা বা এক কোটি মিলিয়ন। [সং. √পদ্ + ম]। ̃ .আঁখি বি. শ্রীকৃষ্ণ রামচন্দ্র। ̃ .গোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ। ̃ .নাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু। ̃ .নেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন। ̃ .পলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি। ̃ .পলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। বি. বিষ্ণু। ̃ .পাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে 2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ। ̃ মুখ বি. পদ্মের মতো সুন্দর মুখ। বিণ. পদ্মের মতো সুন্দর মুখবিশিষ্ট। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। ̃যোনি, ̃ভূ, পদ্মোদ্ভব বি. পদ্ম (বা বিষ্ণুর নাভিপদ্ম) যার যোনি বা উত্পত্তিস্হল, ব্রহ্মা। ̃ রাগ বি. মূল্যবান মণিবিশেষ, ruby, চুনি (বি.প.)। ̃ লোচন বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট। স্ত্রী. ̃ লোচনা। 53)
ব্যতি-রেক
(p. 648) byati-rēka বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয়ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয়যেমন 'খঞ্জন-গঞ্জন আঁখি'। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতি-রেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতি-রেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)। 17)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
রক্ত
(p. 731) rakta বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ ক বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষুরক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 12)
স্পন্দ, স্পন্দন
(p. 849) spanda, spandana বিণ. 1 নিয়মিত কম্পন বা নড়াচড়া (নাড়ির স্পন্দন, প্রাণস্পন্দন); 2 স্ফুরণ, মৃদু কম্পন (আঁখিপাতার বা আলোকের স্পন্দন)। [সং. √ স্পন্দ্ + অ, অন]। স্পন্দ-মান বিণ. কাঁপছে এমন, কম্পমান ('যে জীবন নিত্য স্পন্দমান': বিষ্ণু)। ̃ রহিত, ̃ শূন্য, ̃ হীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ। স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত ('স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি': রবীন্দ্র)। স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079777
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770558
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721997
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699146
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595389
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547815
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542729

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন