Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আক্রমণ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্টো-পাস
(p. 4) akṭō-pāsa বি. 1 আটটি বাহু বা শুঁড়বিশিষ্ঠ সামুদ্রিক প্রাণিবিশেষ; 2 চতুর্দিক থেকে মারাত্মক আক্রমণ (নানান সমস্যা তাঁকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে)। [ইং. octopus]। 12)
অক্রেয়
(p. 4) akrēẏa বিণ. 1 ক্রয় করবার বা কেনার অসাধ্য বা অযোগ্য, কেনা যায় না এমন; 2 দুর্মূল্য, আক্রা। [সং. ন+ক্রেয়]। 20)
অতর্কিত
(p. 14) atarkita বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]। অতর্কিতে ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্। 19)
অধি-ক্রম
(p. 17) adhi-krama বি. আক্রমণ। [সং. অধি+√ ক্রম্+অ]। 56)
অধি-রূঢ়
(p. 17) adhi-rūḍh় বিণ. 1 আরোহণ করেছে এমন, আরুঢ়; 2 আক্রান্ত। [সং. অধি+√ রুহ্+ত]। 88)
অনাক্রমণ
(p. 24) anākramaṇa বি. আক্রমণের অভাব, আক্রমণহীনতা। [সং. ন+আক্রমণ]। 3)
অনাক্রম্য
(p. 24) anākramya বিণ. 1 আক্রমণ করা অসাধ্য বা অনুচিত এমন; যাকে আক্রমণ করা যায় না; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্ত, immune (বি.প.)। [সং. ন + আক্রম্য]। ̃ তা বি. 1 আক্রান্ত হবার সম্ভাবনা থেকে মুক্ত এই ভাব বা অবস্হা; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্তির অবস্হা বা ভাব, immunity (বি. প.)। অনাক্রান্ত বিণ. আক্রমণ করা হয়নি এমন, আক্রান্ত নয় এমন। 4)
অভি-ক্রম
(p. 50) abhi-krama বি. 1 অভিযান; আক্রমণ; 2 আরম্ভ। [সং. অভি + √ ক্রম্ + অ]। 70)
অভি-গ্রস্ত
(p. 50) abhi-grasta বিণ. আক্রান্ত; কবলিত, গ্রাস করা বা দখল করা হয়েছে এমন; লুন্ঠিত। [সং. অভি + গ্রস্ত]। 76)
অভি-গ্রহ
(p. 50) abhi-graha বি. 1 আক্রমণ; লুন্ঠন; 2 যুদ্ধের আহ্বান; 3 যুদ্ধের জন্য এগিয়ে যাওয়া। [সং. অভি + √ গ্রহ্ + অ]। ̃ ণ বি. আক্রমণ; লুন্ঠন। 77)
অভি-ভূত
(p. 50) abhi-bhūta বিণ. 1 বিহ্বল (আনন্দে, বিস্ময়ে বা আতঙ্কে অভিভূত); 2 আবিষ্ট, আচ্ছন্ন (ধর্মবুদ্ধি অভিভূত); 3 পরাজিত; আক্রান্ত। [সং. অভি + √ ভূ + ত]। বি. ̃ তা, অভি-ভূতি। 108)
অভ্যাহার
(p. 55) abhyāhāra বি. লুন্ঠন, বলপূর্বক হরণ; আক্রমণ, হামলা। [সং. অভি + আ + √ হৃ + অ]। অভ্যাহৃত বিণ. লুন্ঠিত, বলপূর্বক হরণ করা হয়েছে এমন, কেড়ে নেওয়া হয়েছে এমন; আক্রান্ত। 21)
অলক্ষিত
(p. 64) alakṣita বিণ. 1 লক্ষিত হয়নি বা দৃষ্টিগোচর হয়নি এমন (অলক্ষিত কারণে, অলক্ষিত উদ্দেশ্যে); 2 অতর্কিত (অলক্ষিত আক্রমণ)। [সং. ন + লক্ষিত]। ̃ .ভাবে, অলক্ষিতে, ক্রি-বিণ. অতর্কিতে, অসতর্ক মুহুর্তে; অজ্ঞাতসারে; দৃষ্টির অগোচরে; অদৃশ্যভাবে। 2)
আক্রম
(p. 82) ākrama বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়। [সং. আ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)। আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য। আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)। 7)
আক্রা
(p. 82) ākrā বিণ. দুর্মূল্য, মহার্ঘ, অত্যন্ত দামি। বি. দুর্মূল্যের অবস্হা, চড়া দাম (এই আক্রার সময়)। [সং. অক্রেয়]। 8)
আক্রামক
(p. 82) ākrāmaka বিণ. আক্রমণকারী। [সং. আ + √ ক্রম্ + অক]। স্ত্রী আক্রামিকা। 9)
আগ্রাসন
(p. 82) āgrāsana বি. বৈদেশিক রাজ্য বা দেশকে গ্রাস বা আক্রমণ করার প্রবৃত্তি, aggression. [সং. আ + √ গ্রস্ + ণিচ্ + অন]। আগ্রাসী (-সিন্) বিণ. অন্যের রাজ্য বা অধিকার গ্রাস করতে চায় এমন প্রবৃত্তিযুক্ত (আগ্রাসী নীতি, আগ্রাসী মনোভাব)। 71)
আততায়ী
(p. 85) ātatāẏī (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা। 111)
উই
(p. 119) ui বি. পিঁপড়ের মতো কীটবিশেষ, বল্মীক। [দেশি]। ̃ ঢিপি, ̃ ঢিবি বি. উইপোকা মাটি খুঁড়ে ঢিপির মতো যে বাসা তৈরি করে। ̃ ধরা, ̃ লাগা বিণ. উইয়ের দ্বারা আক্রান্ত। 3)
এঁড়ে
(p. 142) ēn̐ḍ়ē বি. বলদ, ষাঁড়, বৃষ। বিণ. 1 পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); 2 ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); 3 ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া এ]। ̃ তর্ক বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। 15)
ওত
(p. 153) ōta বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ̃ আত বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওত পাতা ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে)। শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা। 11)
কিস্তি৩
(p. 191) kisti3 বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ত্]। ̃ মাত বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ। 19)
কুনখ
(p. 196) kunakha বি. নখের রোগবিশেষ। [সং. কু + নখ]। কুনখী (-খিন্) বিণ. 1 কুত্সিত নখবিশিষ্ট; 2 নখের রোগে আক্রান্ত। 19)
গোরিলা যুদ্ধ
(p. 256) gōrilā yuddha বি. ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে এবং গোপন স্হান থেকে আক্রমণের দ্বারা শত্রুকে বিধ্বস্ত করার যুদ্ধপ্রণালী বা পদ্ধতিবিসেষ। [ইং. guerrilla war]। 29)
গ্রন্হ
(p. 261) granha বিণ. 1 গ্রাস করা হয়েছে এমন (রাহুগ্রস্ত); 2 গিলিত, গিলে ফেলা হয়েছে এমন (গ্রস্ত অন্ন) ; 3 আক্রান্ত (রোগগ্রস্ত); 4 অভিভূত (শোকগ্রস্ত)। [সং. √গ্রস্ + ত]। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073871
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768613
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365997
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545112
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542285

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন