Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আপ্কা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভুক্ত
(p. 55) abhukta বিণ. 1 খায়নি এমন, অনাহারী, উপবাসে রয়েছে এমন (নিজে অভুক্ত থেকেও অতিথিকে আপ্যায়ন করা); 2 খাওয়া হয়নি এমন (অভুক্ত খাদ্য)। [সং. ন + ভুক্ত]। 5)
অভ্যর্থনা
(p. 55) abhyarthanā বি. 1 সংবর্ধনা; (অতিথিদের) আপ্যায়ন; সমাদরে ও সসম্মানে গ্রহণ ও আপ্যায়ন; 2 (বাংলায় অপ্র.) প্রার্থনা। [সং. অভি + √ অর্থ্ + অন + আ]। অভ্যর্থনা সভা, অভ্যর্থনা সমিতি বি. অভ্যর্থনা করার জন্য গঠিত সভা বা সমিতি, reception committee. অভ্যর্থিত বিণ. অভ্যর্থনা করা হয়েছে এমন, সাদরে ও সসম্মানে গৃহীত। 14)
আনাপ্য
(p. 24) ānāpya বিণ. যা প্রাপ্য নয়, যা পাওয়া যায় না। [সং. ন + আপ্য]। ̃ তা বি. অপ্রাপ্যতা, না পাওয়া। 24)
আপ
(p. 95) āpa বি. নিজে, আপনি (আপ ভালা তো জগত্ ভালা)। বিণ. নিজের, আপন (আপরুচি খানা)। [প্রাকৃ. আপ্পা; তু. হি. আপ্ (=আপনি, ইনি, উনি, তুমি)]। 34)
আপকা-ওয়াস্তে
(p. 95) āpakā-ōẏāstē অব্য. 1 আপনার জন্য; 2 নিজের জন্য। বিণ. স্বার্থান্বেষী; তোষামোদকারী। [হি. আপ্কা ওয়াস্তে]। 35)
আপনি
(p. 95) āpani সর্ব. 1 তুমি-র সম্ভ্রমসূচক রূপ (আপনি আসুন) 2 স্বয়ং, নিজে ('রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান': রবীন্দ্র)। [সং. আত্মন্; প্রাকৃ, অপ্পাণ; হি. আপ্নে, আপনা]। আপনি বাঁচলে বাপের নাম বংশমর্যাদা বা অন্য সবকিছুর চেয়ে নিজের জীবনের মূল্য বেশি। 48)
আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
আপ্ত2
(p. 97) āpta2 বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]। ̃ .কথা, আপতো কথা বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা। ̃ .গণ বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর। ̃ .সার বিণ. স্বার্থপর। বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা। ̃ .সুখী বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন। 18)
আপ্য
(p. 97) āpya বিণ. পাওয়া যায় এমন, প্রাপ্য। [সং. √ আপ্ + য]। 19)
আপ্যায়ন
(p. 97) āpyāẏana বি. সংবর্ধনা, অভ্যর্থনা; প্রীতি সম্পাদন; প্রীতি ও সৌজন্যসহকারে বন্ধু অতিথি ইত্যাদির অভ্যর্থনা। [সং. করেছে এমন, সংবর্ধিত, অভ্যর্থিত।] 20)
আপ্রাণ
(p. 97) āprāṇa বিণ. ক্রি-বিণ. যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ, প্রাণ থাকা পর্যন্ত (আপ্রাণ খেটে যাব); প্রাণপণ (আপ্রাণ চেষ্টা)। [সং. আ (=সীমা, অবধি) + প্রাণ]। 21)
আপ্লব, আপ্লাব, আপ্লাবণ
(p. 97) āplaba, āplāba, āplābaṇa বি 1 জলপ্লাবন, বন্যা; 2 অবগাহন, স্নান। [সং. আ + &tick প্লু + অ, অন]। আপ্লাবিত বিণ. প্লাবিত, ডুবে গেছে বা বন্যায় ভেসেছে এমন; সিক্ত। 22)
আপ্লুত
(p. 97) āpluta বিণ. সম্পূর্ণ সিক্ত; স্নাত; (আল.) অভিষিক্ত (করুণায় আপ্লুত মন) [সং. আ + √ প্লু + ত]। 23)
ঊন
(p. 140) ūna বিণ. 1 কম, ন্যূন (বয়সে ঊন, আপ্যায়নে ঊন, ঊনবিংশতি); 2 হীন; 3 দুর্বল, কমজোর। [সং. ঊন্ + অ]। ̃ কোটি বিণ. প্রায় এক কোটি। ̃ বিংশতি বিণ. বি. উনিশ সংখ্যা বা তার পূরক। ̃ বিংশতি-তম বিণ. উনিশ সংখ্যার পূরক। 4)
খাতির
(p. 226) khātira বি. 1 সম্মান, সমাদর, কদর (সেখানে সে খুব খাতির পেল); 2 প্রভাব (তার খাতিরেই কাজটা হল); 3 সৌহার্দ্য, সম্প্রীতি (তার সঙ্গে আমার যথেষ্ট খাতির আছে) ; 4 কারণ, গরজ, নিমিত্ত (সত্যের খাতিরে বলতেই হয়, চাকরির খাতিরে)। [আ. খাতর্]। খাতির করা ক্রি. বি. সমাদর বা আপ্যায়ন করা। ̃ জমা বি. নিশ্চয়তা; দৃঢ় ধারণা; নিশ্চিন্ততা। বিণ. নিশ্চিন্ত। ̃ দারি বি. সমাদর; আতিথ্য। ̃ নাদারত, ̃ নাদারদ বিণ. যে কাউকে খাতির করে কথা বলে না, যে কারও খাতিরে উচিত কথা বলতে পিছপা নয়; স্পষ্ট বক্তা। বি. উপেক্ষা। 28)
গরজ
(p. 242) garaja বি. 1 স্বার্থ, প্রয়োজন (গরজ থাকলে সে নিজেই তোমার কাছে আসবে); 2 যত্ন (পড়াশুনায় গরজ নেই)। [আ. গর্জ্]। গরজি বিণ. গরজবিশিষ্ট (আপ্তগরজি)। গরজ বড় বালাই প্রয়োজন বড় জ্বালা, তার দাবি যেমন করেই হোক মেটাতে হয়। গরজে গঙ্গাস্নান বি. দায়ে পড়ে পুণ্যকর্ম করা। 11)
ডগ-মগ
(p. 354) ḍaga-maga বিণ. 1 ঢলঢল (আহ্লাদে ডগমগ হয়েছে); 2 বিভোর, বিহ্বল, অস্হির, আপ্লূত। [ধ্বন্যা.-তু. হি. ডগমগ]। ডগ-মগি বিণ. আত্মহরা ('কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ' : বা. ঘো.)। ডগ-মগানো ক্রি. ডগমগ করা। 7)
ভক্তি
(p. 655) bhakti বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ ('ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর')। [সং. √ ভজ্ + তি]। ̃ .গীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ̃ .তত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা ̃ .পথ, ̃ .মার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ̃ .বাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ̃ .বিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ̃ .ভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ̃ .ভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ̃ .মান (-মত্) বিণ. ভক্ত; ভক্তিযুক্ত (ভক্তিমান পূজারি)। স্ত্রী. ̃ .মতী। ̃ .মূলক বিণ. ভক্তিবিষয়ক, ভক্তিসম্পর্কিত (ভক্তিমূলক গ্রন্হ, ভক্তিমূলক আলোচনা)। ̃ .যোগ বি. ভক্তির দ্বারা ঈশ্বরের আরাধনা। ̃ .রস বি. (অল.) সাহিত্যের নবরসের অন্যতম। ̃ .হীন বিণ. প্রাণে বা মনে ভক্তি নেই এমন (ভক্তিহীন পূজাকে ভণ্ডামি বলা যায়)। 8)
মগ৩
(p. 675) maga3 বিণ. 1 শীর্ষ মগডাল 2 আপ্লুত ডগমগ আর্বাচীন সং মঙ্গ মাস্তুল। 33)
মেজ-বান
(p. 714) mēja-bāna বি. আপ্যায়নকারী গৃহস্হ। [ফা. মেজবান]। 38)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075770
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769412
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366825
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721301
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698331
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594871
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546127
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542402

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন