Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আমেরিকার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া
(p. 99) ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য) 20)
ইয়াংকি, ইয়াঙ্কি
(p. 114) iẏāṅki, iẏāṅki বি. (বিদ্রূপে বা ঈষত্ নিন্দায়) আমেরিকার লোক। বিণ. আমেরিকার অধিবাসীসংক্রান্ত (ইয়াঙ্কি কালচার)। [ইং. Yankee]। 55)
ঔপ-নিবেশিক
(p. 155) aupa-nibēśika বিণ. 1 উপনিবেশসংক্রান্ত; 2 উপনিবেশ স্হাপনকারী (আমেরিকার ইংরেজ ঔপনিবেশিক); 3 উপনিবেশে বাসকারী (আমেরিকায় ঔপনিবেশিকদের অভাব-অভিযোগ)। বি. উপনিবেশে বাসকারী ব্যক্তি। [সং. উপনিবেশ + ইক]। 22)
কংগ্রেস
(p. 156) kaṅgrēsa বি. 1 মহাসভা, সম্মেলন; 2 আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্হাপক পরিষদ; 3 ভারতের রাজনৈতিক দলবিশেষ। [ইং. congress]। কংগ্রেসি বিণ. 1 ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; 2 কংগ্রেসসম্বন্ধীয়। 13)
কোয়াশিয়া
(p. 210) kōẏāśiẏā বি. দক্ষিণ আমেরিকার সুপরিচিত গাছবিশেষ; ভেষজরূপে ব্যবহৃত এই গাছের অত্যন্ত তিক্ত স্বাদের ছাল। [ইং. quassia Quassi (এই গাছের ছালের ভেষজগুণের আবিষ্কর্তার নাম)]। 33)
ডালিয়া1
(p. 355) ḍāliẏā1 বি. মধ্য আমেরিকার সুন্দর বড় ফুলবিশেষ। [ইং. dahlia]। 52)
তৃতীয় বিশ্ব
(p. 375) tṛtīẏa biśba বি. উন্নত ও শক্তিশালী ধনতান্ত্রিক আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি এবং রাশিয়া ইত্যাদি দেশ ব্যতীত বিশ্বের (প্রধানত এশিয়া ও আফ্রিকার) বিপুলসংখ্যক অনুন্নত বা উন্নতিশীল দেশের সমষ্টিগত নাম। [ইং. Third World - এর অনুবাদ]। 247)
পাশ্চাত্য, পাশ্চাত্ত্য
(p. 518) pāścātya, pāścāttya বিণ. 1 পশ্চিমের দেশ বা জগত্ সম্বন্ধীয়, প্রতীচ্য, ইয়োরোপ বা মার্কিন দেশীয় (পাশ্চাত্য শিক্ষা); 2 (বিরল) পশ্চাদ্বর্তী; 3 (বিরল) পিছনে আগত। বি. পশ্চিমি জগত্ অর্থাত্ ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি দেশ। [সং. পশ্চা + ত্য, পশ্চাত্ + ত্য]। 32)
প্রশান্ত
(p. 551) praśānta বিণ. অতিশয় শান্ত বা স্হির, অচঞ্চল, বিক্ষোভহীন ('কার্তিকের প্রশান্ত আকাশে': বিষ্ণু, প্রশান্তবদন, প্রশান্তকণ্ঠ)। [সং. প্র + শান্ত]। প্রশান্ত মহাসাগর বি. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী বিশাল মহাসমুদ্রবিশেষ, Pacific Ocean. প্রশান্তি বি. প্রশান্ত অবস্হা বা ভাব, উদ্বেগহীনতা; গাম্ভীর্য। 12)
বিভার
(p. 621) bibhāra বি. উত্তর আমেরিকার ইঁদুরজাতীয় উভচর জন্তুবিশেষ। [ইং. beaver]। 38)
বিলিয়ন
(p. 626) biliẏana বি. 1 লক্ষকোটি, মহাপদ্ম; 2 (মূলত আমেরিকায়) শতকোটি। [ইং. billion]। 5)
মার্কিন
(p. 700) mārkina বি. 1 (কলে তৈরী) মোটা সুতিকাপড়বিশেষ; 2 আমেরিকা যুক্তরাষ্ট্র (মার্কিনমুলুক); 3 আমেরিকার অধিবাসী। বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয় (মার্কিন রীতি)। [ ইং. American। মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়। 38)
যুক্ত
(p. 726) yukta বিণ. 1 সংলগ্ন, একত্র, মিলিত ('যুক্ত কর হে সবার সঙ্গে': রবীন্দ্র); 2 অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত); 3 রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত); 4 উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত); 5 পরিমিত (যুক্ত আহার); 6 যোগরত; 7 (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন। [সং. √ যুজ্ + ত]। স্ত্রী. যুক্তা। ̃ .কর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত। বি. জোড় করা হাত। ̃ .প্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম। ̃ .বেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি। ̃ .রাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড। ̃ .রাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র। যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ। 49)
লামা2
(p. 760) lāmā2 বি. (প্রধানত) দক্ষিণ আমেরিকার উটের মতো কিন্তু উটের চেয়ে ছোটো প্রাণীবিশেষ। [স্পে. llama]। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073957
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366025
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721035
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698027
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545134
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন