Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঈক্ষ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরিক্ষ, অন্তরীক্ষ
(p. 32) antarikṣa, antarīkṣa বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল। 38)
অন্বীক্ষা
(p. 34) anbīkṣā বি. 1 পর্যালোচনা; 2 অন্বেষণ; 3 অনুমান। [সং. অনু + √ ঈক্ষ্ + অ + আ]। 50)
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
অবেক্ষণ, অবেক্ষা
(p. 50) abēkṣaṇa, abēkṣā বি. 1 দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); 2 পরিদর্শন, inspection; 2 পর্যবেক্ষণ; 4 অনুসন্ধান; 5 পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয় বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষ-মাণ বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষ-মাণা। অবেক্ষাধীন বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন। অবেক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্য-মাণ বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন। 8)
ইক্ষমাণ
(p. 118) ikṣamāṇa বিণ. দৃষ্ট হচ্ছে এমন, পরিদৃশ্যমান। [সং. √ ঈক্ষ্ + শানচ্]। 4)
ঈক্ষণ
(p. 118) īkṣaṇa বি. 1 দৃষ্টি, দেখা; 2 চোখ। [সং. √ঈক্ষ্ + অন]। ঈক্ষিত বিণ. দেখা গেছে বা দেখা হয়েছে এমন, দৃষ্ট। 3)
উত্-প্রেক্ষা
(p. 123) ut-prēkṣā বি. 1 অর্থালংকারবিশেষ-এতে উপমেয়কেই উপমান বলে কল্পনা করা হয়, যথা-'সুন্দর মুখে নিলীন হাসিটি তব, বিকচ পদ্মে লাবণ্য অভিনব': রবীন্দ্র); 2 বিচার; 3 অনুমান, আন্দাজ। [সং. উত্ + প্র + √ ঈক্ষ্ + অ + আ]। 34)
উদীক্ষণ
(p. 127) udīkṣaṇa বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, ঊর্ধ্বদৃষ্টি; 2 প্রতীক্ষা; 3 উত্সুকভাবে দেখা। [সং. উত্ + √ ঈক্ষ্ + অন]। উদীক্ষিত বিণ. উপরের দিকে দৃষ্টি রয়েছে এমন; প্রতীক্ষিত; উত্সুকভাবে দৃষ্ট। 14)
উপেক্ষা, উপেক্ষণ
(p. 133) upēkṣā, upēkṣaṇa বি. 1 অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা); 2 অবহেলা (আদেশ উপেক্ষা করা); 3 ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার। ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া। [সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]। উপেক্ষক বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী। উপেক্ষণীয় বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন। উপেক্ষিত বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন। স্ত্রী. উপেক্ষিতা। 117)
দূরেক্ষণ
(p. 416) dūrēkṣaṇa বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]। 65)
নিরখা
(p. 461) nirakhā ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা ('নিরখিয়া প্রাণে নাহি সয়': মধু.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + বাং. আ]। 125)
নিরীক্ষক
(p. 468) nirīkṣaka বিণ. বি. 1 নিরীক্ষণকারী, যে সযত্নে লক্ষ করে বা দর্শন করে, বিশেষভাবে দর্শনকারী; 2 আয়ব্যয়ের পরীক্ষক, auditor. (স. প.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + অক]। 8)
নিরীক্ষণ
(p. 468) nirīkṣaṇa বি. যত্নসহকারে দেখা, বিশেষভাবে দেখা, মনোযেগের সঙ্গে দেখা; পর্যবেক্ষণ। [সং. নির্ + √ ঈক্ষ্ + অন]। নিরীক্ষ-মাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। নিরীক্ষা বি. 1 বিশেষভাবে বা যত্নের সঙ্গে দেখা; 2 অন্বেষণ, জ্ঞানান্বেষণ। নিরীক্ষিত বিণ. নিরীক্ষণ করা হয়েছে এমন। নিরীক্ষ্য-মাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন, যা বা যাকে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করা হচ্ছে এমন (নিরীক্ষ্যমাণ বিষয়)। 9)
পরি-প্রেক্ষিত
(p. 499) pari-prēkṣita বি. 1 দৃশ্যমান বস্তুর বা বস্তুসমূহের দূরত্ব, আপেক্ষিক আকৃতি, ঘনত্ব, সংস্হান ইত্যাদি যেমন দেখা যায় কিংবা চিত্রে তার প্রতিফলন, perspective; 2 পটভূমি, পারিপার্শ্বিক অবস্হা, অনুষঙ্গ (বিষয়টি বিচার করতে হবে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে)। [সং. পরি + প্র + √ ঈক্ষ্ + ত]। 9)
পরীক্ষা
(p. 502) parīkṣā বি. 1 দোষগুণ ভালোমন্দ যোগ্যতা ইত্যাদির বিচার (রক্তপরীক্ষা, ভাগ্যপরীক্ষা, স্বাস্হ্যপরীক্ষা); 2 বিদ্যাচর্চায় পারদর্শিতা নির্ণয় (বার্ষিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা); 3 যাচাই (গ্রহরত্নাদি পরীক্ষা করা); 4 সত্যাসত্য নিরূপণ (সাক্ষীকে পরীক্ষা করা); 5 স্বরূপ নির্ণয় (অবস্হাটা পরীক্ষা করে দেখা দরকার); 6 গবেষণা বা তত্ত্বানুসন্ধান (বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে)। [সং. পরি + √ ঈক্ষ্ + অ + আ]। পরীক্ষক বিণ. বি. পরীক্ষাকারী; পরীক্ষাগ্রহণকারী। পরীক্ষণ বি. পরীক্ষা করা। পরীক্ষণীয় বিণ. পরীক্ষা করে দেখা যায় বা উচিত এমন; বিচার্য (পরীক্ষণীয় বিষয়)। ̃ গার বি. 1 যেখানে পরীক্ষা দেওয়া বা করা হয়; 2 বিদ্যার্থীদের পরীক্ষা দেওয়ার স্হান; 3 বৈজ্ঞানিক গবেষণাগার, laboratory. ̃ ধীন বিণ. পরীক্ষিত হচ্ছে এমন; বিচার্য; পরীক্ষাসাপেক্ষ (বিষয়টি এখনও পরীক্ষাধীন রয়েছে)। ̃ র্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. ̃ র্থিনী। পরীক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন (পরীক্ষিত সত্য)। পরীক্ষোত্তীর্ণ বিণ. পরীক্ষায় সন্তোষজনক বা আশানুরূপ বলে বিবেচিত হয়েছে এমন, পরীক্ষায় সফল হয়েছে এমন। 12)
পেখা
(p. 531) pēkhā ক্রি. বি. (প্রা. কা.) দেখা, নিরীক্ষণ করা। [সং. প্র + √ ঈক্ষ্ + বাং. আ]। পেখনু, পেখলু, পেখলুঁ ক্রি. দেখলাম ('কি পেখলুঁ নটবর গৌরকিশোর': গো. দা.)। 16)
প্রত্যবেক্ষণ, প্রত্যবেক্ষা
(p. 544) pratyabēkṣaṇa, pratyabēkṣā বি. 1 অনুসন্ধান; 2 পর্যবেক্ষণ; 3 গবেষণা; 4 বিচার; 5 তত্ত্বাবধান। [সং. প্রতি + অব + √ ঈক্ষ্ + অন, অ + আ]। 30)
প্রেক্ষক
(p. 554) prēkṣaka বিণ. দর্শক, দর্শনকারী। [সং. প্র + √ ঈক্ষ্ + অক]। স্ত্রী. প্রেক্ষিকা। 100)
প্রেক্ষণ
(p. 554) prēkṣaṇa বি. 1 দর্শন, দৃষ্টি; 2 চক্ষু। [সং. প্র + √ ঈক্ষ্ + অন]। প্রেক্ষণীয় বিণ. 1 দেখার যোগ্য; পর্যবেক্ষণীয়; 2 বিশেষভাবে বা সম্যক দর্শনীয়। 101)
প্রেক্ষা
(p. 554) prēkṣā বি. 1 দর্শন, পর্যবেক্ষণ; 2 পর্যালোচনা; 3 অভিনয় বা নৃত্য প্রদর্শন (প্রেক্ষাগৃহ)। [সং. প্র + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ গার, ̃ গৃহ বি. 1 রঙ্গালয়, নাট্যশালা বা সিনেমা-হল; 2 মানমন্দির, observatory. ̃ পট বি. দৃশ্যপট, কাছের বা দূরের দৃশ্য, পটভূমি, perspective. 102)
প্রেক্ষিত
(p. 554) prēkṣita বিণ. প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে এমন। [সং. প্র + √ ঈক্ষ্ + ত]। বি. (অশু.) পরিপ্রেক্ষিত, পটভূমি। 103)
বীক্ষণ
(p. 630) bīkṣaṇa বি. 1 বিশেষভাবে দর্শন, নিরীক্ষণ (স্নেহবীক্ষণ); 2 যার দ্বারা বিশেষপ্রকার নিরীক্ষণ হয় (দূরবীক্ষণ, অণুবীক্ষণ)। [সং. বি + √ ঈক্ষ্ + অন]। বীক্ষণীয় বিণ. বীক্ষণযোগ্য, নিরীক্ষণ করা যায় এমন। বীক্ষ-মাণ বিণ. নিরীক্ষণ করছে এমন। বীক্ষা বি. 1 বীক্ষণ, নিরীক্ষণ; 2 বিশেষ পর্যালোচনা (রবীন্দ্রবীক্ষা, বিশ্ববীক্ষা)। বিক্ষিত বিণ. বিশেষভাবে দৃষ্ট, নিরীক্ষিত। বীক্ষ্য-মাণ বিণ. নিরীক্ষিত হচ্ছে এমন। 52)
সংবীক্ষণ
(p. 795) sambīkṣaṇa বি. সম্যক দর্শন, বিশেষভাবে দেখা পর্যবেক্ষণ। [সং. সম্ + বি + √ ঈক্ষ্ + অন]। 7)
সমীক্ষক
(p. 808) samīkṣaka বিণ. বি. সম্যক বিচারকারী বা পর্যালোচনাকারী; পরীক্ষক। [সং. সম্ + √ ঈক্ষ্ + অক]। 131)
সমীক্ষণ
(p. 808) samīkṣaṇa বি. 1 সম্যক দৃষ্টি; 2 অন্বেষণ; 3 বিবেচনা; 4 যত্ন; 5 সম্যক জ্ঞান। [সং. সম্ + √ ঈক্ষ্ + অন]। সমীক্ষা বি. 1 সমীক্ষণ; 2 সবিশেষ পর্যালোচনা; 3 যত্ন; 4 মহত্ বা বুদ্ধি প্রভৃতি সাংখ্যের চতুর্বিশতি তত্ত্ব; 5 প্রকৃতি; 6 বুদ্ধি; 7 মীমাংসাদর্শন। সমীক্ষিত বিণ. 1 সম্যক দৃষ্ট, পর্যবেক্ষিত; 2 আলোচিত; 3 অন্বেষিত। সমীক্ষ্য বি. (বিরল) সাংখ্যদর্শন। বিণ. বিচার্য। সমীক্ষ্য-কারী (-রিন্) বিণ. পূর্বাপর বা ফলাফল বিবেচনা করে কাজ যে করে। বি. সমীক্ষ্য-কারিতা। সমীক্ষ্য-বাদী (-দিন্) বিণ. পূর্বাপর বিবেচনা করে কথা বলে এমন। 132)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074894
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769075
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366357
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721146
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698198
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545456
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542340

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন