Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদ্ভিদকে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঙ্গ
(p. 8) aṅga বি. 1 অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; 2 আকৃতি, মূর্তি ('একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে'; রবীন্দ্র); 3 অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); 4 উপকরণ (পূজার অঙ্গ); 5 (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); 6 ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)। [সং. √ অঙ্গ্+অ]। &tilde .গ্রহ বি. অঙ্গের আক্ষেপ বা খিঁচুনি, convulsion, spasm; গায়ের ব্যথা; ধনুষ্টঙ্কার রোগ। ̃ .গ্লানি বি. 1 শরীরের কষ্ট; 2 দেহের ময়লা। ̃ চালন, ̃ সঞ্চালন বি. হাত-পা প্রভৃতি অঙ্গের নাড়াচাড়া; ব্যায়াম। ̃ চ্ছেদ, ̃ চ্ছেদন বি. দেহের অংশ কেটো বাদ দেওয়া; মূল অংশ থেকে এক অংশের ছেদন। ̃ জ, .জনু বিণ. দেহ থেকে জাত বা উত্পন্ন; উদ্ভিদধর্মী, vegetative (বি.প.)। বি. সন্তান। ̃ জা বি. বিণ. কন্যা। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. অঙ্গকে যে ত্রাণ বা রক্ষা করে; বর্ম; সাঁজোয়া। ̃ .ন্যাস বি. বিভিন্ন মন্ত্রোচ্চারণ সহকারে শরীরের বিভিন্ন অংশ স্পর্শ। ̃ প্রত্যঙ্গ বি. অঙ্গ ও অঙ্গের অংশ; সমুদয় দেহ। ̃ .প্রায়শ্চিত্ত বি. পাপক্ষালনের জন্য দেহশোধন; অশৌচ শেষ হওয়ার পর দ্বিতীয় দিনে পাপমোচনের জন্য দেহশোধন। ̃ বিকৃতি বি. শরীরের বা চেহারার বিকার, monstrosities (বি.প.); মৃগি রোগ, apoplexy. ̃ বিক্ষেপ বি. অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালন; নৃত্যের সময় দেহ সঞ্চালন। ̃ বিন্যাস বি. দেহের ভঙ্গি বা, ঢং, posture (বি. প.)। ̃ .বিহীন বিণ. দেহের অংশবিশেষ নেই এমন, বিকলাঙ্গ; (বিরল) অশরীরী। ̃ ঙঙ্গ, ̃ ভঙ্গি, ̃ ভঙ্গিমা বি. অঙ্গচালনার দ্বারা মনোভাবের ইঙ্গিত জ্ঞাপন; ইশারা। ̃ মর্দন বি. গা টেপা, massage, ̃ মোটন বি. গা মটকানো; গা মোড়া দেওয়া। ̃ .রক্ষা, ̃ .রাখা বি. আংরাখা; জামা। ̃ রাগ বি. প্রসাধন, দেহসজ্জা; প্রসাধন দ্রব্য। ̃ .রাজ বি. অঙ্গরাজ্যের অধিপতি; মহাভারতের প্রসিদ্ধ বীর কর্ণ। ̃ .রুহ বি. 1 লোম; 2 পশম; 3 পালক। ̃ .সংস্হান বি. দেহের গঠন বা গঠনতত্ত্ব, mirphology (বি. প.)। ̃ সৌষ্ঠব বি. দেহের সৌন্দর্য। ̃ .হানি বি. দেহের কোনো অংশের বিকৃতি বা অভাব; অনুষ্ঠানের বা কার্যাদির আংশিক ত্রুটি। ̃ .হার বি. নৃত্যগীতাদির বিধি অনুযায়ী অঙ্গচালনা, নৃত্যের নিয়মানুযায়ী অঙ্গভঙ্গি। ̃ .হীন বিণ. বিকলাঙ্গ; (অনুষ্ঠান বা কার্যাদি সম্পর্কে) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ; (বিরল) অশরীরী। 36)
অপা-মার্গ
(p. 40) apā-mārga বি. ক্ষারযুক্ত উদ্ভিদবিশেষ, আপাং গাছ। [সং. অপ + আ + মৃজ্ + অ]। 13)
ইসবগুল
(p. 116) isabagula বি. উদ্ভিদবিশেষের বীজ যা কোষ্ঠপরিষ্কারক হিসাবে পরিচিত। [ফা. ইস্প্গুলা]। 35)
উদ্ভিজ্জ
(p. 128) udbhijja বিণ. উদ্ভিদজাত, উদ্ভিদ থেকে তৈরি (উদ্ভিজ্জ তেল)। বি. তরুলতাগুল্মাদি যাকিছু ভূমি ভেদ করে জন্মে। [সং. উদ্ভিদ্ + √ জন্ + অ]। উদ্ভিজ্জাণু বি. যে ক্ষুদ্র উদ্ভিদকে খালি চোখে দেখা যায় না। উদ্ভিজ্জাশী (-শিন্) বিণ. উদ্ভিদভোজী; নিরামিষাশী। 37)
উদ্ভিদ
(p. 128) udbhida (-দ্) বিণ. বি. তৃণলতাগুল্মাদি যা মাটি ভেদ করে জন্মে, এবং তাদের অঙ্কুর। [সং. উত্ + √ ভিদ্ + ক্বিপ্]। ̃ ণু বি. উদ্ভিজ্জাণু। ̃ বিদ্যা বি. উদ্ভিদসংক্রান্ত বিজ্ঞান, botany. 38)
ঔদ্ভিজ্জ, ঔদ্ভিদ
(p. 155) audbhijja, audbhida বিণ. 1 উদ্ভিদ থেকে জাত; 2 উদ্ভিদসংক্রান্ত। বি. সৈন্ধব লবণ। [সং. উদ্ভিজ্জ + অ, উদ্ভিদ্ + অ]। 18)
কচুরি-পানা
(p. 156) kacuri-pānā বি. অতি দ্রুত বৃদ্ধি পায় এমন জলজ উদ্ভিদবিশেষ, water-hyacinth. [বাং. কচুরি + পানা 2]। 47)
ক্যাঙারু, ক্যাঙ্গারু
(p. 210) kyāṅāru, kyāṅgāru বু. অস্ট্রেলিয়ার উদ্ভিদভোজী চতুষ্পদ অঙ্কগর্ভ প্রাণিবিশেষ-এদের সামনের পা দুটি পিছনের পায়ের তুলনায় অস্বাভাবিকরকম ছোট বলে এরা প্রাগৈতিহাসিক জীবজগতের নমুনারূপে পরিগণিত। [ইং. kangaroo]। 111)
দাম1
(p. 405) dāma1 (-মন্) বি. দড়ি, বন্ধনরজ্জু (দামোদর); 2 রেখা, ছটা (বিদ্যুদ্দাম); 3 মালা (কুসুমদাম); 4 গুচ্ছ (কেশদাম); 5 শৈবাল, দল, জলজ উদ্ভিদবিশেষ। [সং. √ দো + মন্]। 18)
ভুঁই
(p. 667) bhum̐i বি. 1 ভূমি (ভুঁয়ে লুটায়); 2 মাটি; খেত (ভুঁইকুমড়ো); 3 স্হান, ঠাঁই 4 (বিদেশবিভুঁই)। [ সং. ভূমি]। ̃ .কুমড়ো বি. মাটিতে জন্মায় এমন কুমড়োবিশেষ। ̃ .চাঁপা বি. লালচে রঙের সুগন্ধি ফুলবিশেষ। ̃ .ফোঁড় বিণ. (আল.) 1 হঠাত্ বড়োলোক হয়েছে এমন; 2 হঠাত্ আবির্ভূত হয়েছে এমন। বি. ছত্রাকজাতীয় উদ্ভিদবিশেষ। ̃ .মালী বি. 1 ঝাড়ুদার; 2 (আঞ্চ.) ঢাকি। 17)
মরু
(p. 685) maru বি. মরুভূমি, জল-প্রাণী-উদ্ভিদশূন্য বালুকাময় বিস্তীর্ণ স্হলভাগ। [সং. + মৃ + উ]। ̃ .ঝড় বি. মরুভূমিতে বালির যে ঝড় বয়। ̃ ভূ, ̃ .ভূমি, ̃ .স্হল, ̃ .স্হলী বি. মরুময় স্হান। ̃ .ময় বিণ. মরুভূমির প্রকৃতিবিশিষ্ট, বৃক্ষহীন ও বালুকাময়। ̃ .সম্ভব বিণ. মরুভূমিতে জাত। 44)
রেউ-চিনি
(p. 748) rēu-cini বি. উদ্ভিদবিশেষের মূল। [ফা. রেবন্দ-ইচিনি]। 13)
শোলা
(p. 786) śōlā বি. 1 জলজ উদ্ভিদবিশেষ; 2 উক্ত উদ্ভিদের পলকা ও নরম কাঠ (শোলা শিল্প)। [হি. সোলা]। 3)
হোগল, হোগলা
(p. 874) hōgala, hōgalā বি. জলাভূমিজাত লম্বা ঈষত্ ত্রিকোণাকার ও চ্যাপটা উদ্ভিদবিশেষ (এর পাতা দিয়ে ঘরের বেড়া দেওয়া হয়)। [দেশি]। হোগল-কুঁড়ি, হোগল-গুঁড়ি বি. হোগলাফুলের রেণু। 2)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081108
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771121
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368850
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722206
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699413
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595543
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548459
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542847

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন