Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

করছে)। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকট-বিকট
(p. 1) akaṭa-bikaṭa বি. ভয়ে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি (ত্রাসে অকটবিকট করছে)। [ সং. আকৃতি-বিকৃতি]।
অপেক্ষা
(p. 40) apēkṣā বি. 1 প্রতীক্ষা (তোমার অপেক্ষায় আছি); 2 ভরসা (তাঁর দয়ার অপেক্ষায় বসে আছে); 3 দেরি, বিলম্ব (আর অপেক্ষা না করাই ভালো); 4 খাতির, তোয়াক্কা (সে কারও অপেক্ষা রাখে না)। অনু. চেয়ে, থেকে তুলনায় (বিন্ধ্য অপেক্ষা হিমালয় উচ্চতর)। [সং. অপ + √ ঈক্ষ্ + অ + আ]। ̃ কারী (-রিন্) বিণ. অপেক্ষা করে এমন। অপেক্ষক বিণ. অপেক্ষাকারী; অভিলাষী, কোনোকিছুর প্রত্যাশা করে এমন। বি. (গণি.) ভিন্ন সংখ্যা বা রাশির পরিবর্তনে যে সংখ্যা বা রাশির পরিবর্তন হয়, function. অপেক্ষ-মাণ বিণ. প্রতীক্ষা করছে এমন, প্রতীক্ষারত। অপেক্ষা-কৃত বিণ-. -বিণ. তুলনামূলকভাবে (অপেক্ষাকৃত ভালো)। অপেক্ষিত বিণ. প্রতীক্ষা করা হচ্ছে এমন, প্রত্যাশিত, ঈপ্সিত। অপেক্ষী (-ক্ষিন্) বিণ. অপেক্ষাকারী, প্রত্যাশী (মুখাপেক্ষী)। 42)
অব-স্হান
(p. 46) aba-shāna বি. 1 স্হিতি, বাস; 2 বাসস্হান, location. [সং. অব + √ স্হা + অন]. অবস্হান ধর্মঘট বি. কর্মস্হলে কর্মবিরতি পালন, stay-in-strike. অব-স্হিত বিণ. 1 আছে বা বাস করছে এণন, স্হিত, বিদ্যমান (গঙ্গার তীরে অবস্হিত); 2 স্হির বা প্রশান্ত (অবস্হিতচিত্ত)। অব-স্হিতি বি. বাস; বিদ্যমানতা। 34)
অবেক্ষণ, অবেক্ষা
(p. 50) abēkṣaṇa, abēkṣā বি. 1 দেখাশুনা (রক্ষণাবেক্ষণ); 2 পরিদর্শন, inspection; 2 পর্যবেক্ষণ; 4 অনুসন্ধান; 5 পর্যালোচনা, supervision. [সং. অব + √ ঈক্ষ্ + অন, অব + ঈক্ষ্ + অ + আ (স্ত্রী.)]। অবেক্ষক বি. বিণ. দর্শক; পরিদর্শক; পর্যবেক্ষক। অবেক্ষণীয় বিণ. দর্শনযোগ্য, পরিদর্শনের বা পর্যবেক্ষণের যোগ্য। অবেক্ষ-মাণ বিণ. দেখছে বা পরিদর্শন করছে এমন; পর্যবেক্ষণ করছে এমন। স্ত্রী. অবেক্ষ-মাণা। অবেক্ষাধীন বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পরীক্ষাধীন। অবেক্ষিত বিণ. পরীক্ষা করা হয়েছে এমন; পর্যালোচনা বা পরিদর্শন করা হয়েছে এমন। অবেক্ষ্য-মাণ বিণ. পরীক্ষা করে দেখা হচ্ছে এমন, পর্যালোচনা করা হচ্ছে এমন। 8)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
আঁকু-পাঁকু, আঁকু-বাঁকু
(p. 79) ān̐ku-pān̐ku, ān̐ku-bān̐ku বি. হাঁকডাক; ব্যস্ততা প্রকাশ (কিছু বলার জন্য সে কেবলই আঁকুপাঁকু করছে); অত্যন্ত ব্যাকুলতাসূচক অঙ্গভঙ্গি। [দেশি]। 2)
আই-ঢাই
(p. 77) āi-ḍhāi ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]। 10)
আওরানো
(p. 77) āōrānō ক্রি. 1 ফুলে ওঠা; 2 টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে); 3 রোদে শুকিয়ে যাওয়া। বিণ. ফুলে উঠেছে এমন; টনটন করছে এমন। বি. ফোলা; টনটনে ব্যথা। [বাং. √ আওরা + আনো]। 37)
আকুল
(p. 82) ākula বিণ. 1 ব্যগ্র, উত্কন্ঠিত (আকুল আহ্বান, আকুল প্রতীক্ষা); 2 অস্হির; 3 অসংবৃত, আলুলায়িত। [সং. আ + √কুল্ + অ]। বি. ̃ তা। আকুলা ক্রি. আকুল হওয়া। আকুলিত বিণ. আকুল হয়েছে এমন। আকুলি-বিকুলি বি. অতিশয় ব্যাকুলতা (খবরটা পাওয়ার জন্য সে আকুলি-বিকুলি করছে)। ক্রি-বিণ. অতি আকুলভাবে। আকুলি-ব্যাকুলি-আকুলি-বিকুলি -র রূপভেদ। আকুলী.কৃত বিণ. আকুল করা হয়েছে এমন। আকুলি.ভূত বিণ.আকুল হয়ে উঠেছে এমন। 2)
আগডুম - বাগ়ডুম, আগডোম- বাগডোম
(p. 82) āgaḍuma - bāg়ḍuma, āgaḍōma- bāgaḍōma বি. শিশুদের খেলাবিশেষ ও তার সঙ্গে আবৃত্ত ছড়ার প্রথম অংশ [সমগ্র ছড়াটি মূলে কোনো যুদ্ধযাত্রা বা বিবাহযাত্রার বর্ণনা করছে বলে মনে হয়]। 40)
আনক
(p. 89) ānaka বি. 1 ঢাক, ভেরী; 2 মৃদঙ্গ; 3 শব্দযুক্ত মেঘ। বিণ. শব্দায়মান, শব্দ করছে এমন। [সং. আ + √অন্ + অক]। 121)
আবর্তন
(p. 98) ābartana বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। 24)
আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া
(p. 99) ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য) 20)
আরভ-মাণ
(p. 104) ārabha-māṇa বিণ. 1 আরম্ভ করা হচ্ছে এমন; 2 আরম্ভ করছে এমন। [সং. আ + √রভ্ + মান (শানচ্)]। 11)
আশৈশব
(p. 108) āśaiśaba অব্য. ক্রি-বিণ. শিশুকাল থেকে (আশৈশব সংগীতচর্চা করছেন)। [সং. আ + শৈশব]। 31)
আসছে
(p. 108) āsachē ক্রি. আগমন করছে। বিণ. আগামী (আসছে কাল)। [বাং. আসিতেছে]। 48)
উড়ু-উড়ু
(p. 119) uḍ়u-uḍ়u বিণ. 1 উড়তে উদ্যত (পাখিটা উড়ুউড়ু করছে); 2 পালাই-পালাই ভাবযুক্ত; 3 চঞ্চল (মন উড়ুউড়ু)। [বাং. উড়া]। 100)
উদীয়-মান
(p. 127) udīẏa-māna বিণ. 1 উদিত হচ্ছে এমন (উদীয়মান সূর্য); 2 প্রতিষ্ঠা লাভ করছে এমন (উদীয়মান কবি)। [সং. উত্ + √ ঈ + শানচ্]। স্ত্রী. উদীয়-মানা। 16)
উদ্বাহন
(p. 128) udbāhana বি. 1 বিবাহদান, বিয়ে দেওয়া; 2 উদ্ধারকার্য; উদ্ধারসাধন। [সং. উত্ + √ বহ্ + ণিচ্ + অন]। উদ্বাহিত বিণ. বিবাহিত। উদ্বাহী (-হিন্) বিণ. বিবাহ করে বা করছে এমন। 18)
উপ-ক্রন্তা
(p. 131) upa-krantā (-ন্তৃ) বিণ. উপক্রম করছে এমন; আরম্ভ করছে এমন, উদ্যোক্তা। [সং. উপ + √ ক্রম্ + তৃ]। 4)
উপ-নিবেশ
(p. 132) upa-nibēśa বি. কোনো জনগোষ্ঠীর দ্বারা বিদেশে স্হাপিত স্হায়ী আবাস, colony. [সং. উপ + নি + √ বিশ্ + অ]। ̃ বাদ বি. কোনো উপনিবেশস্হাপয়িতা স্হায়ীভাবে উপনিবেশের কর্তৃত্ব বজায় রাখবে এই মতবাদ, colonialism. উপ-নিবিষ্ট, উপনিবেশিত বিণ. উপনিবেশে স্হিত, উপনিবেশে বসবাস করছে এমন। 26)
ওকালতি
(p. 152) ōkālati বি. উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); 2 পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)। 13)
কটকিনা, কটকেনা
(p. 156) kaṭakinā, kaṭakēnā বি. 1 নিয়মের বাঁধাবাঁধি বা কড়াকড়ি (শর্ত নিয়ে ওরা কটকিনা করছে); 2 মেয়াদি ইজারা বা লিজ; 3 প্রতিজ্ঞা (তার কটকিনা ভাঙা কঠিন)। [সং. কঠিন]। 65)
কন-কন
(p. 160) kana-kana বি. 1 তীব্র যন্ত্রণা (দাঁত কনকন করছে); 2 তীব্র ঠাণ্ডা বা শীত। কন-কনানি বি. কনকন করার অনুভূতি। কন-কনানো ক্রি. বি. কনকন করা (দাঁত কনকনাচ্ছে)। কন-কনে বিণ. অত্যন্ত কষ্টদায়ক, যন্ত্রণা বা অস্বস্তি জন্মায় এমন (কনকনে শীত, কনকনে হাওয়া)। 42)
করিষ্ণু
(p. 167) kariṣṇu বিণ. করণশীল, করে বা করছে এমন. ক্রিয়াশীল। [সং. √ কৃ +ইষ্ণু]। 36)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073964
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768641
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366025
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721035
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698027
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594632
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545134
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542290

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন