Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কর্মন্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকর্ম (-র্মন্)
(p. 2) akarma (-rman) বি. 1 অকাজ, কুকাজ অপকর্ম; 2 কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]। ̃ ক বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive, ̃ ণ্য বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম। ̃ ণ্যাতা বিণ. অক্ষমতা, অযোগ্যতা। অকর্মা (-র্মন্) বিণ. 1 কর্মহীন; 2 অলস; 3 অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি। অকর্মার ধাড়ি অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। 20)
অপ-কর্ম
(p. 34) apa-karma (-র্মন্) বি. নিন্দাজনক কাজ, কুকাজ; অপ্রীতিকর বা অন্যায় কাজ। [সং. অপ + কর্মন্]। অপ-কর্মা (-র্মন্) বিণ. কুকাজ করে এমন। 61)
করিত-কর্মা
(p. 167) karita-karmā বিণ. কর্মকুশল; চৌকস। [সং. কৃতকর্মন্]। 33)
কর্ম-কার
(p. 169) karma-kāra বি. 1 কামার, লৌহজীবী; 2 বাঙালি হিন্দুর পদবিবিশেষ। [সং. কর্মন্ + √ কৃ + অ]। 21)
কর্ম-ধারয়
(p. 169) karma-dhāraẏa বি. (ব্যাক.) সমাসবিশেষ, যাতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদ বিশেষ্যের অর্থ প্রধান হয় - যথা, নীলোত্পল, কানাকড়ি। [সং. কর্মন্ + √ ধৃ + ণিচ্ + অ]। 22)
কর্ম-প্রবচনীয়
(p. 169) karma-prabacanīẏa বি. অব্যয় পদবিশেষ, যা নির্দিষ্ট অর্থে কোনো বিশেষ্য বা সর্বনামের পর ব্যবহৃত হয়ে তাকে বিভক্তিযুক্ত করে - যথা, হাত দিয়ে খাও, গাছ থেকে পড়ে, তোমার প্রতি বিশ্বাস; অনুসর্গ। [সং. কর্মন্ + প্র + বচনীয়]। 23)
কর্মাকর্ম
(p. 169) karmākarma (-র্মন্) বি. কাজ ও অকাজ; কর্তব্য ও অকর্তব্য। [সং. কর্মন্ + অকর্মন্]। 24)
কর্মাধ্যক্ষ
(p. 169) karmādhyakṣa বি. কাজের পরিচালক; কাজের পরিদর্শক বা তত্ত্বাবধায়ক। [সং. কর্মন্ + অধ্যক্ষ]। 25)
কর্মানু-বন্ধ
(p. 169) karmānu-bandha বি. কাজের প্রয়োজন বা তাগিদ, কাজের বাঁধন। [সং. কর্মন্ + অনুবন্ধ]। 26)
কর্মানু-রূপ
(p. 169) karmānu-rūpa বিণ. কর্মানুযায়ী, কাজ অনুসারে (কর্মানুরূপ ফল, কর্মানুরূপ বেতন)। [সং. কর্মন্ + অনুরূপ]। 27)
কর্মান্তর
(p. 169) karmāntara বি. অন্য কর্ম, অন্য কাজ। [সং. কর্মন্ + অন্তর]। 28)
কর্মার
(p. 169) karmāra বি. কর্মকার, কামার, লৌহজীবী। [সং. কর্মন্ + √ ঋ + অ]। 29)
কর্মার্হ
(p. 169) karmārha বিণ. 1 কার্যোপযুক্ত (কর্মার্হ কাল, কর্মার্হ সময়); 2 কর্মক্ষম। [সং. কর্মন্ + অর্হ]। 30)
কর্মী
(p. 169) karmī (-র্মিন্) বিণ. বি. 1 কর্মক্ষম, কার্যদক্ষ; 2 কর্মচারী; 3 যে কর্ম বা কাজ করে, কর্মকারী। [সং. কর্মন্ + ইন্]। 32)
কর্মেন্দ্রিয়
(p. 169) karmēndriẏa বি. যে সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে কর্ম সম্পাদন করা হয়, যথা বাক্ পাণি, পাদ, পায়ু, উপস্হ। [সং. কর্মন্ + ইন্দ্রিয়]। 33)
কল্মষ
(p. 172) kalmaṣa বি. কলুষ, পাপ। বিণ. 1 মলিন; 2 পাপিষ্ঠ। [সং. কর্মন্ (শুভ কর্ম) + √ সো (বিনাশ করা) + অ র্ ল্]। 40)
কার্মিক
(p. 186) kārmika বিণ. 1 যার উপর সূচিকর্ম করা হয়েছে এমন, (সাধারণত) সূচিকর্মের দ্বারা কারুকার্য করা হয়েছে এমন; 2 বিচিত্র; 3 নির্মিত কর্মসম্বন্ধীয়। [সং. কর্মন্ + ইক]। 16)
কার্মুক
(p. 186) kārmuka বি. 1 ধনুক; 2 (জ্যামি.) জ্যামিতিক ক্ষেত্রবিশেষ. চাপ, arc (বি.প.)। [সং. কর্মন্ + উক]। 17)
কুকর্ম
(p. 192) kukarma (-র্মন্) বি. অসত্ বা হীন কাজ; খারাপ কাজ। [সং. কু + কর্মন্]। কুকর্মা (-মন্), কুকর্মী (-মিন্) বিণ. বি. অসত্ বা হীন কর্মকারী (ব্যক্তি)। 45)
চিত্র-কর্মা
(p. 288) citra-karmā (-র্মন্) বিণ. অদ্ভুত কাজ করে এমন। [সং. চিত্র + কর্মন্]। 46)
দুষ্কর্ম
(p. 416) duṣkarma (-র্মন্) বি. 1 কুকর্ম, অন্যায় বা অনুচিত কাজ; 2 পাপ। [সং. দূর্ + কর্মন্]। দুষ্কর্মা বিণ. কুকর্মকারী; পাপাত্মা। 30)
নিষ্কর্ম
(p. 473) niṣkarma বিণ. কর্মহীন। বি. (বাং.) কর্মহীনতা; অবসর। [সং. নিষ্কর্মন্]। 61)
নিষ্কর্মা
(p. 473) niṣkarmā (-র্মন্) বিণ. 1 কর্মহীন, বেকার; 2 অলস (নিষ্কর্মার মতো দিন কাটানো)। [সং. নির্ + কর্মন্]।
নৈষ্কর্ম্য
(p. 480) naiṣkarmya বি. 1 নিষ্ক্রিয়তা; 2 কর্মে অনীহা বা বীতস্পৃহা; 3 কর্মহীনতা, বেকারত্ব; 4 আলস্য। [সং. নিষ্কর্মন্ + য]।
ন্যাস
(p. 481) nyāsa বি. 1 গচ্ছিত রাখা (সম্পত্তি ন্যাস করা); 2 গচ্ছিত বস্তু; 3 গচ্ছিত বস্তু রক্ষার ভার, trust (স. প.); 4 অর্পণ; 5 রক্ষণাবেক্ষণ; 6 শ্বাসসংযম, প্রাণায়াম; 7 ত্যাগ (কাম্যকর্মন্যাস)। [সং. নি + √ অস্ + অ]। ̃ পাল বি. ন্যাসরক্ষক, trustee (স. প.)। ̃ রক্ষক বিণ. বি. গচ্ছিত বস্তুর রক্ষাকারী। 41)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074295
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768728
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366148
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721089
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698082
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545249
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন