Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঁদা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
ককা, ককানো
(p. 156) kakā, kakānō ক্রি. 1 (প্রধানত পীড়িতের ও শিশুর) রুদ্ধস্বরে কাঁদা বা যন্ত্রণায় অস্ফুটভাবে কাঁদা; আর্তস্বরে কাঁদা; 2 অতিশয় অনুনয়বিনয় করা (কেঁদে ককিয়ে আদায় করল)। [সং. √ কক্ + বাং. আ, আনো]। ককানি বি. ককানোরণ কাজ বা শব্দ। 18)
কাঁদন
(p. 174) kān̐dana বি. ক্রন্দন, রোদন, কান্না। [কাঁদা দ্র]। কাঁদনি বি কাঁদূনি -র রূপভেদ। 76)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কাঁদি
(p. 174) kān̐di বি. ফলের বড় গুচ্ছ (কলার কাঁদি)। [সং. স্কন্ধ]। গাছে না উঠতেই এক কাঁদি-গাছ দ্র। 78)
কাঁদুনি, কাঁদনি
(p. 174) kān̐duni, kān̐dani বি. 1 কান্না; বিলাপ; 2 কাতরোক্তি; কাতরতা; সকাতরে আবেদন-নিবেদন। [কাঁদা দ্র]। কাঁদুনি গাওয়া ক্রি. বি. সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা। 79)
কাঁদুনে
(p. 174) kān̐dunē বিণ. অতিরিক্ত কাঁদে এমন; ঘ্যানঘেনে। [কাঁদা দ্র]। কাঁদুনে গ্যাস-কাঁদানে গ্যাস -এর চলিত রূপ। 80)
কাঁদোকাঁদো
(p. 174) kān̐dōkān̐dō বিণ. প্রায় কেঁদে ফেলেছে এমন, ক্রন্দনোন্মুখ (কাঁদোকাঁদো মুখ)। [কাঁদা দ্র]। 81)
কান্দা
(p. 181) kāndā ক্রি. কান্না, রোদন করা, ক্রন্দন করা। [বাং. √ কান্দ্ (সং. ক্রন্দ্) + আ]। ̃ নো ক্রি. কাঁদানো। 51)
কান্না
(p. 181) kānnā বি. ক্রন্দন, রোদন, দুঃখকষ্ট বা ব্যথায় চোখের জল ফেলা। [সং. √ ক্রন্দ্]। কান্না আসা, কান্না পাওয়া ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া। কান্না চাপা ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা। কান্না জোড়া ক্রি. বি. কাঁদতে আরম্ভ করা। ̃ কাটি বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়। 52)
কী
(p. 191) kī সর্ব. কোন্ বস্তু; কোন্ ধরনের জিনিস বা ব্যাপার (কী চাই? কী খাচ্ছ? কী যে বল)। বিণ. কেমন, কীরূপ (কী খেলা, কী কথা)। (বিস্ময়সূচক) অব্য. খুব, অতিশয় (কী আশ্চর্য!)। [বাং. কী সং. কিম্]। ̃ জন্য অব্য. কেন (কীজন্য কাঁদছ?)। ̃ রকম অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)। 20)
কুক
(p. 192) kuka বি. 1 (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; 2 ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া ক্রি. বি. 1 ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; 2 আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)। 42)
কেঁদকঁকিয়ে
(p. 205) kēn̐dakan̐kiẏē দ্র কাঁদা। 25)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
কোঁকা, কোঁকানো
(p. 209) kōn̐kā, kōn̐kānō ক্রি. 1 কোঁ-কোঁ করা, যন্ত্রণার অব্যক্ত কাঁদা; 2 কোঁথা। [ধ্বন্যা.]। কোঁকানি বি. যন্ত্রণায় অব্যক্ত কান্না; কোঁথানি। 3)
ক্রন্দন
(p. 210) krandana বি. কান্না, রোদন (ক্রন্দনরোল). [সং. √ ক্রন্দ্ + অন]। ̃ ধ্বনি বি. কান্নার শব্দ। ̃ রোল বি. কান্নার শব্দ। ̃ শীল, ̃ রত বিণ. কাঁদছে এমন।
খালি2
(p. 229) khāli2 বিণ. 1 শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি); 2 ফাঁকা (খালি কামরা); 3 কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)। ক্রি-বিণ. 1 কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব); 2 সর্বদা (ছেলেটা খালি কাঁদছে)। [আ. খালী]। খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)। বিণ. প্রায় ফাঁকা (ঘরটা খালি খালি ঠেকছে)। 4)
খেজুর
(p. 232) khējura বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। ̃ ছড়ি বি. 1 খেজুরের কাঁদি; 2 ধানবিশেষ; 3 খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)। 18)
গাছ
(p. 246) gācha বি. 1 শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, বৃক্ষ, তরু (আমগাছ, বটগাছ, গাছে ওঠা); 2 গাছের আকৃতিবিশিষ্ট বস্তু (ঘানিগাছ); 3 লতা, গুল্ম, তৃণ (লাউ গাছ)। বিণ. গাছের মতো লম্বা (মেয়েটা দিন দিন গাছ হয়ে উঠছে)। [সং. গচ্ছ]। গাছকোমর বাঁধা ক্রি. বি. (সাধারণত মেয়েদের সম্বন্ধে) গাছে ওঠার সময় বা অন্য কোনো ভারী কাজ করার সময় বস্ত্রাঞ্চল কোমরে জড়ানো। গাছে চড়ানো (আল.) ক্রি. বি. অযথা প্রশংসা করে বা চাটু বাক্য বলে কাউকে গর্বিত করা। গাছে তুলে মই কেড়ে নেওয়া ক্রি. বি. (বিদ্রুপে) প্ররোচনা দিয়ে কঠিন বা বিপজ্জনক কাজে লিপ্ত করবার পর অসহায় অবস্হায় ফেলে চলে যাওয়া। গাছে কাঁঠাল গোঁফে তেল, গাছে না উঠতেই এক কাঁদি (বিদ্রুপে) কাজ শুরুর আগেই ফল উপভোগের ব্যবস্হা। ̃ গাছড়া বৃক্ষলতাদি; ওষুধে ব্যবহৃত উদ্ভিজ্জ বস্তু। ̃ ড়া বি. যেকোনো ক্ষুদ্র বন্য গাছ বা গুল্মলতা; ওষুধে ব্যবহার্য উদ্ভিজ্জ। ̃ পাথর বি. হিসাবের নির্দেশক (তার বয়েসের গাছপাথর নেই-অর্থাত্ অনেক বয়েস হয়েছে)। ̃ পালা বি. বৃক্ষলতাপাতা; নানারকম গাছ ও লতাপাতা। 22)
গোঙানো2
(p. 256) gōṅānō2 ক্রি. বি. গোঁ গোঁ শব্দ করা বা ওই শব্দযোগে কাঁদা। গোঙানি বি. গোঁ গোঁ শব্দে কান্না (অন্ধকারে গোঙানি শুনে এগোতে লাগলাম)। 61)
ঝুরা1
(p. 339) jhurā1 ক্রি. (প্রা. বাং.) 1 খেদ করা বা কাঁদা ('কানুর পিরীতে ঝুরি দিবা রাতে': চণ্ডী); 2 ঝরা, গলে পড়া ('রূপ লাগি আঁখি ঝুরে': জ্ঞান.); 3 শীর্ণ বা ম্লান হওয়া ('ঝুরত তুয়া বিনু রাই': গো. দা.)। [মৈ. √ ঝুর প্রাকৃ. √ জুর সং. √ খিদ]। 13)
ডুকরা
(p. 357) ḍukarā ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ̃ নো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। বি. উক্ত অর্থে। 30)
ফুঁপা, ফোঁপা
(p. 565) phum̐pā, phōm̐pā ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ̃ নি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ̃ নো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074401
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768760
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366195
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698133
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594687
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545300
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন