Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাচের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
আতশ, আতস
(p. 85) ātaśa, ātasa বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। ̃ বাজি বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে। 119)
আল-গোছ
(p. 104) āla-gōcha বিণ. অসংলগ্ন, আলগা, আলাদা, অন্যকিছুর সংস্পর্শ থেকে মুক্ত (বাসনগুলো আলগোছ করে রাখো)। [তু. সং. অলগ্ন - তু. হি. অলগ]। আল-গোছে ক্রি-বিণ. 1 আলগাভাবে, আলতো করে (কাচের বাসনগুলো আলগোছে রেখো); 2 সন্তর্পণে (আলগোছে যাও)। 57)
কণ্ডূ
(p. 159) kaṇḍū বি. চুলকানি; খোসপাঁচড়া। [সং. √ কণ্ডু + ক্বিপ্]। ̃ তি বি. 1 চুলকানি; 2 কোনো কিছুর জন্য অতিরিক্ত ব্যগ্রতা বা উসখুস ভাব (হস্তকণ্ডূতি, কণ্ঠকণ্ডূতি)। ̃| য়ন বি. কণ্ডূতি; চুলকানো। ̃ য়-মান বিণ. চুলকাচ্ছে এমন। 26)
কাচা2
(p. 178) kācā2 ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। ̃ নো ক্রি. ধোয়ানো। বি. অন্যের দ্বারা ধৌতকরণ। বিণ. অন্যের দ্বারা ধৌত। 8)
কাচ্চা-বাচ্চা
(p. 178) kāccā-bāccā বি. কচি বা অতি অল্পবয়স্ক ছেলেমেয়ে। [দেশি; তু. কচি + বাচ্চা]। 9)
কাচ৩
(p. 178) kāca3 বি. 1 ল্যাঙট, কৌপীন; 2 কাছা। [তু. হি. কাছ]। 6)
খিড়কি
(p. 229) khiḍ়ki বি. বাড়ির পিছনের দরজা (খিড়কি দিয়ে চোর পালিয়েছে)। [ হি. খড়ক্কী]। খিড়কি পুকুর বি. বাড়ির পিছন দিকের পুকুর, সাধারণত যেখানে মেয়েরা বাসন মাজে ও কাপড় কাচে। 24)
চশমা
(p. 281) caśamā বি. দৃষ্টিসহায়ক কাচবিশেষ, নাকে উপর স্হাপনীয় দৃষ্টিসহায়ক কাচের যন্ত্রবিশেষ, উপনেত্র, spectacles. [ফা. চশ্মহ্]। 17)
চানকা
(p. 281) cānakā ক্রি. 1 তত্পর করা, আলস্য বা জড়তা দূর করা, নেড়েচেড়ে তত্পর করা (তিনি তাঁর ভৃত্যকে চানকে দিলেন, ঘুম থেকে উঠে আগে শরীরটাকে চানকাতে লাগল); 2 সমুজ্জ্বল করা, রং বার্নিশ প্রভৃতি প্রয়োগ করে উজ্জ্বলতা দান করা (প্রতিমার চোখ চানকাচ্ছেন শিল্পী, কাঠের আলামারিটাকে চানকাচ্ছে); 3 গরম করা বা অল্প অল্প ভাজা (কড়াইয়ে মশলা চানকাচ্ছে) 4 (আঞ্চ.) ভাজার সময় খোলা থেকে মুড়ি উঠিয়ে নেওয়া। [হি. চনক (=ফেটে যাওয়া)। ̃ নো ক্রি. বি. চানকা। বিণ. উক্ত সমস্ত অর্থে। 103)
চাবকা
(p. 281) cābakā ক্রি. চাবুক দিয়ে মারা (লোকটাকে নিষ্ঠুরভাবে চাবকাচ্ছে)। [ফা. চাবুক + বাং. আ]। ̃ নো ক্রি. চাবুক দিয়ে মারা (তাকে আচ্ছা করে চাবকে দিল)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ নি বি. চাবুকের প্রহার। 123)
ছানা৩
(p. 304) chānā3 বি. বাচ্চা; পশুপাখির শাবক (বিড়ালছানা, পাখির ছানা)। [বাং. ছা ( পা. ছাব) + না (?)-তু. হি. সৌনা]। ̃ পোনা বি. কাচ্চাবাচ্চা। 22)
জুল-জুল
(p. 327) jula-jula অব্য. বি. 1 মিটমিট বা অল্প উজ্জ্বলতার ভাব (জুলজুল করে তাকানো); 2 চকচকে ভাব। বিণ. ঈষত্ উজ্জ্বল; আশা, আনন্দ বা লোভে চকচকে (জুলজুল চোখে তাকাচ্ছে)। [দেশি]। 49)
ঝাঁকা2, ঝাঁকানো
(p. 334) jhān̐kā2, jhān̐kānō ক্রি. সবেগে নাড়া দেওয়া (গাছের ডাল ধরে ঝাঁকাচ্ছে); দেহ সবেগে নাড়ানো (মাথা ঝাঁকিয়ে বলল)। বি. নাড়া (বাতাস গাছগুলোকে প্রবল ঝাঁকা দিচ্ছে)। [বাং. √ ঝাঁক্ + আ, নো]। ঝাঁকরানো ক্রি. জোরে নাড়ানো বা ঝাঁকানো। বি. বিণ. উক্ত অর্থে। ঝাঁকানি, ঝাঁকরানি, ঝাঁকুনি বি. জোর নাড়া বা আন্দোলন (গোরুর গাড়ির ঝাঁকুনি)।
ডোম1
(p. 357) ḍōma1 বি. কাচের তৈরি গোলাকার বাতির চিমনি, ডুম। [ইং. dome =গম্বুজের মতো গোল আকৃতি]। 66)
দর্পণ
(p. 400) darpaṇa বি. দেহের প্রতিবিম্ব দেখার জন্য ব্যবহৃত পালিশ-করা ধাতুফলকবিশেষ; স্বচ্ছ কাচের ফলকবিশেষ, আয়না, আরশি, মুকুর। [সং. √ দৃপ্ (=হৃষ্ট করা) + অন]। 6)
ধাক্কা
(p. 433) dhākkā বি. 1 ঠেলা (দরজায় ধাক্কা দেওয়া); 2 সংঘর্ষ, ঠোকাঠুকি, ঠেলাঠেলি (ট্রামে-বাসে ধাক্কা লাগে); 3 সহসা চাপ, তাড়া বা বেগ (কাজের ধাক্কা সামলানো)। ক্রি. ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়া (অমন ধাক্কাচ্ছ কেন?)। [তু. হি. ধক্কা; মৈ. ঢেকা]। ধাক্কা সামলানো ক্রি. বি. 1 সংঘর্ষ বা ঠেলাঠেলি প্রতিরোধ করা; 2 সংকট বা ঝামেলা থেকে রক্ষা পাওয়া। 23)
পর-কলা
(p. 488) para-kalā বি. 1 কাঁচ 2 (চশমাদিতে ব্যবহৃত) কাচের গোল চাকতি, lens 3 আয়না। [ফা. পর্কালা]। 105)
পুঁতি
(p. 523) pun̐ti বি. মুক্তোর আকারে তৈরি ছিদ্রযুক্ত কাচের টুকরো (পুঁতির মালা)। [তু. হি. পোতী সং. প্রোত]। 28)
বর্ণালি, বর্ণালী
(p. 580) barṇāli, barṇālī বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। 104)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
বাচ্চা, বাচ্ছা
(p. 591) bāccā, bācchā বি. 1 শিশু (কচি বাচ্চা); 2 সন্তান (তোমার কটি বাচ্চা?); 3 ছানা, শাবক (গাধার বাচ্চা)। বিণ. অল্পবয়স্ক (বাচ্ছাছেলে)। [প্রাকৃ. বচ্ছ সং. বত্সতু. হি. ফা. বাচ্চা]। ̃ কাচ্চা বি. 1 ছোটো ছোটো ছেলেমেয়ে; 2 শিশুসন্তান। 96)
বিকার2
(p. 605) bikāra2 বি. 1 চওড়া মুখওয়ালা কাচের পানপাত্রবিশেষ; 2 বৈজ্ঞানিক পরীক্ষাগারে ব্যবহৃত চওড়া মুখওয়ালা কাচের পাত্রবিশেষ। [ইং. beaker]। 95)
বিবর্ধক
(p. 619) bibardhaka বিণ. বিবর্ধনকারী। [সং. বি + বর্ধক]। বিবর্ধক কাচ বি. যে কাচের ভিতর দিয়ে দেখলে অক্ষরাদি বড়ো দেখায়, magnifying glass. 50)
বেলোয়ারি
(p. 642) bēlōẏāri বিণ. স্ফটিকের মতো পলতোলা কাচের তৈরি (বেলোয়ারি ঝাড়)। [ফা. বিল্লৌরী]। 32)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074133
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768671
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366065
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721056
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698056
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545167
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542297

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন