Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাটবার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কচ1
(p. 156) kaca1 অব্য. তীক্ষ্ণ অস্ত্র দিয়ে নরম জিনিস কাটবার বা দাঁত দিয়ে কামড়াবার অনুকারধ্বনিবিশেষ। ̃ কচ অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ। ̃ কচানি, ̃ কচি বি. 1 একটানা কচকচ শব্দ; 2 ঝগড়াঝাঁটি; 3 তর্কবিতর্ক (আইনের কচকচি)। ̃ কচে বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন। 32)
কচাত্
(p. 156) kacāt অব্য. নরম জিনিস এক কোপে কাটবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]। 41)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
করাত
(p. 167) karāta বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা। 28)
কলম৪
(p. 169) kalama4 বি. 1 লেখনী; 2 কলমের আকারের যন্ত্র (কাচ কাটবার কলম)। [সং. কলম্ব; আ. ক'ল্ম্]। ̃ দান বি. কলম রাখার পাত্র। ̃ পেশা বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি। ̃ বাজ বিণ. বি. দক্ষ লেখক। ̃ বাজি বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ। কলমের খোঁচা বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা। 56)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কাটারি
(p. 179) kāṭāri বি. কাটবার অস্ত্রবিশেষ, দা। [সং. কর্তরী]। 24)
কাটুর-কুটুর
(p. 179) kāṭura-kuṭura বি. অব্য. কাটবার বা কাটাকাটি করার মৃদু, অনুচ্চ শব্দ। 28)
কাট্য
(p. 179) kāṭya বিণ. কাটবার যোগ্য, খণ্ডনীয় (তু. অকাট্য)। [বাং. √ কাট্ + সং. য]। 29)
কুটনা, (কথ্য) কুটনো
(p. 194) kuṭanā, (kathya) kuṭanō বি. রান্নার জন্য ছোট ছোট খণ্ডে কাটা বা কাটবার তরকারি (এখনও কুটনো কোটা হয়নি)। কুটনা কোটা, কুটনো কোটা ক্রি. বি. রান্নার জন্য তরকারি কোটা। 38)
ক্যাঁচ
(p. 210) kyān̐ca অব্য. বি. ছুরি, কাঁচি ইত্যাদি তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কাটবার (কল্পিত) ধ্বনিবিশেষ (ক্যাঁচ করে খানিকটা চুল কেটে দিল)। [ধ্বন্যা.]। ̃ ক্যাঁচ, ক্যাঁচর-ক্যাঁচর অব্য. বি. ক্রমাগত কাটবার বা ঘষার শব্দ। ক্যাঁচর-ম্যাচর অব্য. বি. বহু কণ্ঠের মিলিত কলরব (সবাই মিলে ক্যাঁচরম্যাচর করলে আমি কারও কথাই শুনতে পাব না)। ̃ ক্যাঁচানি বি. ক্যাঁচক্যাঁচ শব্দ (তোমাদের ক্যাঁচক্যাঁচানি এবার থামাও)। 108)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
গাঁতি2, গাঁইতি
(p. 246) gān̐ti2, gām̐iti বি. শক্ত মাটি, ইট, পাথর প্রভৃতি কাটবার দুমুখো কুড়ুলবিশেষ, pickaxe. [হি. গাঁয়ত্, গৈঁতি]। 11)
ঘচ-ঘচ
(p. 265) ghaca-ghaca অব্য. বি. নরম জিনিস ক্রমাগত কাটবার শব্দ। [ধ্বন্যা.]। ঘচাঘচ ক্রি-বিণ. ঘচঘচ শব্দে (ঘচাঘচ কাটতে লাগল)। 3)
জাঁতা2
(p. 320) jān̐tā2 ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা ('চরণ জাঁতিছে')। বি. বিণ. উক্ত দুই অর্থে। [জাঁতা1 দ্র]। জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া। ̃ নো ক্রি. (আঞ্চ.) চাপানো। বি. বিণ. উক্ত অর্থে। জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ। [সং. যন্ত্র]। ̃ কল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ। 7)
তঙ্ক
(p. 364) taṅka বি. পাথর কাটবার বা ভাঙবার অস্ত্রবিশেষ, ছেনি বা বাটালি। [সং. √ তঙ্ক্ + অ]। 5)
নরুন
(p. 447) naruna বি. নখ কাটবার অস্ত্রবিশেষ। [তু. সং. নখদারণ, নখরঞ্জন, নখহরণিকা]। ̃ পেড়ে বিণ. নরুনের মতো সরু পাড়বিশিষ্ট। 74)
শাঁখ, শাঁক
(p. 773) śān̐kha, śān̐ka বি. 1 শক্ত খোলাযুক্ত সামুদ্রিক প্রাণীবিশেষ; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে ফুঁ দিয়ে বাজাবার জন্য ব্যবহৃত ওই প্রাণীর খোলা, শঙ্খ। [সং. শঙ্খ]। শাঁখের করাত 1 শাঁখ কাটবার জন্য বিশেষভাবে নির্মিত করাত; 2 (আল.) দুইদিকেই বিপদ, যে বিপদ থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয়সংকট। ̃ চূর্ণী, ̃ চুন্নি, শাঁকিনি বি. প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। 27)
সিঁধ
(p. 832) sin̐dha বি. (প্রধানত চুরি করার উদ্দেশ্যে) বাইরে থেকে ঘরের দেওয়ালে বা ভিতে কাটা সুড়ঙ্গ। [ সং. সন্ধি]। সিঁধ কাটা, সিঁধ দেওয়া ক্রি. বি. উক্ত সুড়ঙ্গ খনন করা। ̃ কাঠি বি. সিঁধ কাটবার ছোটো শাবলবিশেষ। সিঁধেল বিণ. সিঁদ কেটে চুরি করে বা চুরি করতে দক্ষ এমন (সিধেঁল চোর)।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768754
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366187
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594685
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন