Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাতরতা দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমত্সর
(p. 55) amatsara বিণ. হিংসাশূণ্য, পরশ্রীকাতরতা নেই এমন। [সং. ন + মত্সর]। 40)
আর্তি
(p. 104) ārti বি. 1 যন্ত্রণা, কাতরতা, পীড়া; 2 দুঃখ (প্রাণের আর্তি)। [সং. √ঋ + তি]। 39)
আল-কাতরা
(p. 104) āla-kātarā বি. পাথুরে কয়লা ইত্যাদি থেকে তৈরি গাঢ় কালো রঙ্গের আঠালো পদার্থ। [আ. অলকত্রহ্ - তু. পো. alcatrao]। 52)
ঈর্ষা, ঈর্ষ্যা
(p. 118) īrṣā, īrṣyā বি. পরশ্রীকাতরতা, দ্বেষ; হিংসা (বাং. অর্থে)। [সং. ঈর্ষ্য + অ + আ]। ঈর্ষ্যা শুদ্ধ, ঈর্ষা অধিকতর চলিত রূপ]। ঈর্ষণীয় বিণ. হিংসনীয়, ঈর্ষার যোগ্য। ̃ ম্বিত, ̃ লু, ঈর্ষী বিণ. দ্বেষযুক্ত, পরশ্রীকাতর। 9)
উহু, উঃ
(p. 139) uhu, uḥ অব্য. বেদনা যন্ত্রণা বা কাতরতাসূচক ধ্বনি। 24)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কাঁদুনি, কাঁদনি
(p. 174) kān̐duni, kān̐dani বি. 1 কান্না; বিলাপ; 2 কাতরোক্তি; কাতরতা; সকাতরে আবেদন-নিবেদন। [কাঁদা দ্র]। কাঁদুনি গাওয়া ক্রি. বি. সকাতরে অনুযোগ করা বা দুঃখ-অভাব-অভিযোগ প্রভৃতি প্রকাশ করা। 79)
কাতর
(p. 179) kātara বি. 1 আর্ত; কষ্টে বা দুঃখে অভিভূত; 2 ব্যাকুল (কাতর প্রাণের প্রার্থনা); 3 কুণ্ঠিত (অর্থব্যয়ে কাতর; তু. অকাতরে অর্থব্যয়); 4 ভীত (ভয়ে কাতর)। [সং. কু (-ঈষত্) + তৃ + অ]। স্ত্রী. কাতরা1। বি. ̃ তা, (বিরল) কাতর্য। কাতরা2 ক্রি. কাতরতা বা যন্ত্রণা প্রকাশ করা, ছটফট করা; আর্তনাদ করা। কাতরানো ক্রি. বি. কাতর হওয়া, কাতরতা প্রকাশ করা। কাতরানি বি. কাতরতা; যন্ত্রণা প্রকাশ অথবা যন্ত্রণা প্রকাশের ধ্বনি; ছটফটানি; আর্তনাদ। কাতরোক্তি বি. কাতরতাপূর্ণ বাক্য। 46)
কার-বলিক, কার্বলিক
(p. 185) kāra-balika, kārbalika বিণ. অঙ্গার বা আলকাতরা জাতীয় অম্লসম্বন্ধীয়। [ইং. carbolic]। কারবলিক আসিড বি. অঙ্গার-অম্লবিশেষ। কারবলিক সাবান বি. কারবলিক আসিড়-মেশানো সাবানবিশেষ। 17)
কুন্হন
(p. 196) kunhana বি. 1 কোঁথ দেওয়া, কোঁথা; 2 কাতরানি। [সং. √ কুন্হ্ + অন]। 29)
কোঁ, কোঁ-কোঁ
(p. 207) kō, n̐kō-n̐kō অব্য. ব্যথা বা যন্ত্রণায় কাতরতাসূচক ধ্বনিবিশেষ (পেট কোঁ-কোঁ করছে)। [ধ্বন্যা.]। 56)
ক্লৈব্য
(p. 217) klaibya বি. 1 ক্লীবত্ব, অক্ষমতা; 2 কাপুরুষতা; পৌরুষের অভাব ; 3 কাতরতা। [সং. ক্লীব + য]। 4)
ঢেঁকি
(p. 362) ḍhēn̐ki বি. 1 ধান ডাল ইত্যাদি শস্য বা অন্যান্য বস্তু ভানবার বা কুটবার জন্য ব্যবহৃত এবং বড় কাঠের দণ্ড দিয়ে তৈরী যন্ত্রবিশেষ; 2 (আল.) অত্যন্ত বোকা লোক বুদ্ধির ঢেঁকি)। [মুন্ডা.ডিংকি]। কল বি. ঢেঁকির আকৃতিবিশিষ্ট চাপ দিয়ে ওঠানামা করার জন্য বালক-বালিকাদের ক্রিয়াযন্ত্রবিশেষ। শাক বি. ভোজ্য শাকবিশেষ। শাল বি. ঢেঁকিঘর। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে (সচ. খেদোক্তিতে) যার ভাগ্য মন্দ তার কোনো অবস্হাতেই ভালো কিছু হতে পারে না। বুকে ঢেঁকির পাড় পড়া (প্রধানত পরশ্রীকাতরতার দুরুন) মর্মজ্বালায় ছটফট করা। 6)
ত্রিপল
(p. 387) tripala বি. (প্রধানত আলকাতরা মাখানো) জলনিরোধক মোটা কাপড়বিশেষ। [ইং. tarpaulin]। 93)
দৈন্য
(p. 421) dainya বিণ. 1 দীনতা; 2 দারিদ্র, অভাব; 3 কার্পণ্য, ব্যয় করতে কাতরতা। [সং. দীন + য]। ̃ দশা বি. দারিদ্র; দুরবস্হা। 62)
পরশ্রী
(p. 488) paraśrī বি. অন্যের সমৃদ্ধি উন্নতি বা সৌভাগ্য। [সং. পর3 + শ্রী]। ̃ .কাতর বিণ. অন্যের ঐশ্বর্য বা উন্নতি দেখলে দুঃখিত বা ঈর্ষান্বিত হয় এমন। বি. ̃ .কাতরতা। 189)
পিচ2
(p. 519) pica2 বি. রাস্তা পাকা করা ও নৌকো জাহাজ বাড়ির ছাদ প্রভৃতি মেরামত করার কাজে ব্যবহৃত আলকাতরা থেকে প্রস্তুত কালো রঙের চটচটে পদার্থবিশেষ। [ইং. pitch]। 30)
বিলপন
(p. 625) bilapana বি. বিলাপ, কাতরভাবে ও উচ্চস্বরে দুঃখ প্রকাশ। [সং. বি + √ লপ্ + অন]। বিলপ-মান বিণ. বিলাপ করছে এমন। 16)
বৈক্লব্য
(p. 644) baiklabya বি. 1 কাতরতা, দুর্বলতা (ইন্দ্রিয়বৈক্লব্য); 2 বিমূঢ় ভাব, বিহ্বলতা, সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা; 3 চিত্তচাঞ্চল্য। [সং. বিক্লব + য]। 8)
মত্-সর
(p. 676) mat-sara বি. 1 ঈর্ষা, অন্যের ভালো সহ্য করতে না পারা, দ্বেষ, পরশ্রীকাতরতা; 2 ক্রোধ। বিণ 1 ঈর্ষাকারী, দ্বেষযুক্ত, পরশ্রীকাতর; 2 ক্রুদ্ধ। [সং √ মদ্ + সর]। মত্-সরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ। স্ত্রী. মত্-সরিণী। 65)
মাত্সর্য
(p. 692) mātsarya বি. পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে নাপারা ('মাত্সর্য বিষদশন কামড়ে রে অনুক্ষণ': মধু.)। [সং. মত্সর + য]। 106)
সকাতর
(p. 796) sakātara বিণ. কাতরতাযুক্ত, মিনতিপূর্ণ (সকাতর প্রার্থনা)। [সং. সহ + কাতর]। সকাতরে ক্রি-বিণ. করুণভাবে, অত্যন্ত দুঃখ বা কাতরতার সঙ্গে ('সকাতরে ওই কাঁদিছে সকলে': রবীন্দ্র)। 59)
স্তনন
(p. 846) stanana বি. 1 শব্দ; 2 কাতরধ্বনি; 3 মেঘগর্জন। [সং. √ স্তন্ (গর্জনে) + অন]। স্তনিত বিণ. শব্দিত। বি. 1 মেঘগর্জন; 2 রতিশব্দ। 74)
স্পর্শ
(p. 849) sparśa বি. 1 দেহত্বক দ্বারা অনুভব করার গুণ বা ত্বগিন্দ্রিয়গ্রাহ্য গুণ; 2 ছোঁয়া, ঠেকাঠেকি। [সং. √ স্পৃশ্ + অ]। ̃ ক বিণ. স্পর্শকারী; (জ্যামি.) যে সরল রেখা বৃত্তাদির পরিধি স্পর্শ করে কিন্তু বর্ধিত হলেও ছেদ করে না, tangent (বি. প.)। ̃ কাতর বিণ. স্পর্শমাত্রে বা তুচ্ছ কারণে মনে আঘাত সৃষ্টি করে এমন বা মনে আঘাত পায় এমন (স্পর্শকাতর ভাব, ব্যক্তি বা ব্যাপার), sensitive. বি. ̃ কাতরতা। ̃ ক্রামী (-মিন্) বিণ. স্পর্শদ্বারা সংক্রমিত হয় এমন, সংক্রামক, ছোঁয়াচে। ̃ ন বি. স্পর্শ করা। ̃ নীয়, স্পৃশ্য বিণ. স্পর্শনযোগ্য (তু. বিপ. অস্পৃশ্য)। ̃ বর্ণ বি. বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণ। ̃ মণি বি. যে (কাল্পনিক) রত্নের ছোঁয়া লাগলেই সব কিছু সোনায় পরিণত হয়, পরশপাথর। স্পর্শী (-র্শিন্) বিণ. স্পর্শকারী (আকাশস্পর্শী)। স্ত্রী. স্পর্শিনী। স্পর্শেন্দ্রিয় বি. ত্বক। স্পৃষ্ট বিণ. স্পর্শ করা হয়েছে এমন (বিদ্যুত্স্পৃষ্ট = বৈদ্যুতিকস্পর্শে মৃত, electrocuted)। স্পৃষ্টি বি. স্পৃষ্ট অবস্হা; স্পর্শন। 34)
হিংসা
(p. 869) hiṃsā বি. 1 বধ (প্রাণীহিংসা); হনন; হত্যা; 2 হত্যা করার প্রবৃত্তি ('হিংসায় উন্মত্ত পৃথ্বী': রবীন্দ্র); 3 অপকার, ক্ষতি; 4 (বাং.) ঈর্ষা; পরশ্রীকাতরতা। [সং. √ হিন্স্ + অ + আ]। ̃ লু বিণ. হিংসা করে এমন, হিংসাশীল; 2 ঘাতক; 3 অপকারক। ̃ ত্মক বিণ. হিংসার প্রবৃত্তি বা আচরণবিশিষ্ট (হিংসাত্মক আক্রমণ বা ক্রিয়াকলাপ)। ̃ শ্রয়ী বিণ. মারমুখো, হিংস্র আক্রমণে প্রবৃত্ত (হিংসাশ্রয়ী জনতা)। হিংসিত বিণ. 1 হিংসার বিষয়ীভূত; 2 হত, বিনাশিত। হিংস্য বিণ. 1 হিংসাযোগ্য; 2 বধ্য। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074821
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769068
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366346
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698192
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545451
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542337

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন