Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাব্যে) দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগরু
(p. 6) agaru (প্রা. কাব্যে) অগর-অগুরু- র রুপভেদ। 21)
অগেয়ান
(p. 6) agēẏāna (প্রাচীন কাব্যে) আগেআন-অঞ্জান এর কোমল রূপ।
অজ্ঞান
(p. 8) ajñāna বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। 132)
অদ্ভুত
(p. 17) adbhuta বিণ. বিস্ময়কর; অসাধারণ; সচরাচর ঘটে না এমন; আকস্মিক। বি. কাব্যরসবিশেষ। [সং. অত্+ √ ভূ + উত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. অসাধারণ কাজ করার ক্ষমতা আছে যার; অলৌকিক ক্ষমতাসম্পন্ন। ̃ .দর্শন বিণ. যার আকৃতি অদ্ভুত, যার চেহারা অস্বাভাবিক (এমন অদ্ভুতদর্শন লোক আমি আগে দেখিনি)। ̃ রস বি. কাব্যরসবিশেষ। 25)
অনিমিখ
(p. 25) animikha (কাব্যে) বিণ. অপলক, পলকহীন। ক্রি-বিণ. একদৃষ্টিতে, পলকহীনভাবে, অনিমিষে, নিমেষহীনভাবে ('খরদৃষ্টে চেয়ে অনিমিখে': রবীন্দ্র)। [সং. অনিমিষ]। 39)
অনু-প্রেরণা
(p. 29) anu-prēraṇā বি. অনুপ্রাণনা, শক্তির সঞ্চার; উত্সাহ; উদ্দীপনাসঞ্চার (পিতার কাছ থেকেই তিনি সংগীতে অনুপ্রেরণা লাভ করেন)। [সং. অনু + প্রেরণা]। অনু-প্রেরিত বিণ. উত্সাহ বা উদ্দীপনা পেয়েছে এমন (রবীন্দ্রনাথের কাব্যের দ্বারা অনুপ্রেরিত)। 15)
অনুপাম (কাব্যে) অনুপম
(p. 29) anupāma (kābyē) anupama এর রূপভেদ। 3)
অনুপ্রাস
(p. 29) anuprāsa বি. শব্দালংকারবিশেষ, একই ধ্বনি ও বর্ণের পুনঃ পুনঃ প্রয়োগসমন্বিত কাব্যলংকারবিশেষ (যেমন, 'মালঞ্চের চঞ্চল অঞ্চল': রবীন্দ্র)। [সং. অনু + প্র + √ অস্ + অ]। 14)
অন্ত্যানু-প্রাস
(p. 34) antyānu-prāsa বি. (কাব্যে) এক প্রঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির সঙ্গে পরবর্তী পঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির মিল; অন্ত্যমিল, end rhyme. [সং. অন্ত্য + অনুপ্রাস]। 36)
অন্যোন্য
(p. 34) anyōnya বিণ. পরস্পর, mutual. বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ জীবিত্ব বি. ভিন্ন ভিন্ন জীবের মিলন, মিথোজীবিতা, symbiosis (বি. প.)। ̃ বিরোধী (-ধিন্) বি. পরস্পরবিরোধী, mutually opposed. 58)
অপ-সর, অপ-সরণ
(p. 39) apa-sara, apa-saraṇa বি. 1 অন্যত্র যাওয়া; 2 পলায়ন; 3 নির্গমন। [সং. অপ + √ সৃ + অ, অন]। অপ-সরা ক্রি. (কাব্যে) 1 সরে যাওয়া; 2 পালিয়ে যাওয়া; 3 দূরে চলে যাওয়া। 24)
অব-তরণ
(p. 44) aba-taraṇa বি. নিচে নামা, নিম্নে গমন; অবরোহণ (বন্দরে অবতরণ)। [সং. অব + √ তৃ + অন]। অব-তরণিকা বি. 1 (বইয়ের) ভূমিকা, মুখবন্ধ; 2 সিঁড়ি, সোপান। অব-তরা ক্রি. (কাব্যে) 1 নামা, নেমে আসা; 2 অবতীর্ণ বা আবির্ভূত হওয়া। 9)
অমরু-শতক
(p. 57) amaru-śataka বি. অমরু নামে পরিচিত জনৈক কবির রচিত একশত শ্লোকে সম্পূর্ণ সংস্কৃত কাব্য। [সং. অমরু + শতক]। 4)
অমিয়, অমিয়া
(p. 57) amiẏa, amiẏā বি. (কাব্যে) অমৃত ('অমিয়া সাগরে সিনান': চণ্ডী)। বিণ. অমৃততুল্য, অতি মধুর (অমিয় বাণী)। [সং. অমৃত ]। 35)
অর্থাপত্তি
(p. 62) arthāpatti বি. কাব্যে অর্থালংকার ও দর্শনে অনুমানবিশেষ; এতে এক অর্থ থেকে অন্য অর্থের 'আপত্তি' (=প্রাপ্তি) বোঝায়। [সং. অর্থ + আপত্তি]। 11)
অলং-কার, (বর্জি.) অলঙ্কার
(p. 62) ala-ṅkāra, (barji.) alaṅkāra বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। 34)
আওল2
(p. 77) āōla2 ক্রি. (প্রা. কাব্যে) আসিল, এল ('আওল ঋতুপতি': বিদ্যা)। 38)
আগ1
(p. 82) āga1 বি. (কাব্যে) আগুন। [বাং. আগুন]। 36)
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আদি
(p. 89) ādi বি. 1 আরম্ভ, উত্পত্তির কারণ, উত্পত্তি ('নাহি তুঁয়া আদি অবসানা': বিদ্যা); 2 উত্পত্তিস্হান; 3 (বহুব্রীহি সমাসনিষ্পন্ন পদান্তে) প্রভৃতি (ইন্দ্রবরুণাদি দেবতা, ) রাবণাদি রাক্ষস)। 1 প্রথম (আদি কবি); 2 মূল (আদি বাসস্হান)। [সং. আ + √ দা + ই]। ̃ .অকৃত্রিম বিণ. মৌলিক, কৃত্রিমতাহীন; অপরিবর্তিত, অবিকৃত। ̃ .কবি বি. প্রথম কবি; ব্রহ্মা; বাল্মীকি। ̃ .কান্ড বি. গ্রন্হাদির (বিশেষত রামায়ণের) প্রথম অধ্যায়। ̃ .কাব্য বি. প্রথম রচিত কাব্য; রামায়ণ। ̃ .কারণ বি. 1 মূল কারণ; 2 পরমব্রহ্ম। ̃ .কাল বি. প্রাচীন কাল। ̃ .দেব বি. প্রথম দেবতা; ব্রহ্মা; বিষ্ণু; শিব। ̃ নাথ বি. ঈশ্বর; মহাদেব। ̃ .পুরাণ বি. ব্রহ্মপুরাণ। ̃ .পুরুষ বি. বংশের প্রথম পুরুষ। ̃ .বাসী (-সিন্) বি. আদিম অধিবাসী বা জাতি। ̃ .ভূত বিণ. প্রথম জাত বা সৃষ্ট; আদ্য; মূলস্বরূপ। স্ত্রী ̃ ভূতা। ̃ .রস বি. অলংকারশাস্ত্রের প্রথম রস, শৃঙ্গার রস, নারী-পুরুষের মিলন বা সম্ভোগসম্বন্ধীয রস। ̃ .রসাত্মক বিণ. আদিরসম্বন্ধীয়, আদিরসমূলক। ̃ .রূপ বি. মূল আদর্শ, archetype. 65)
আন1
(p. 89) āna1 বিণ. (কাব্যে) অন্য, ভিন্ন ('আন পথে যাই': চণ্ডী)। [সং. অন্য]। 119)
আস্বাদ
(p. 111) āsbāda বি. স্বাদ, রসানুভূতি; তার (দুধের আস্বাদ)। [সং. আ + √ স্বদ্ + অ]। ̃ ক বিণ. স্বাদগ্রহণকারী। ̃ ন বি. স্বাদগ্রহণ; পান; ভোজন; উপভোগ। ̃ ণীয়, আস্বাদ্য বিণ. আস্বাদযোগ্য। আস্বাদা ক্রি. (কাব্যে) স্বাদ নেওয়া, আস্বাদন করা। আস্বাদিত বিণ. স্বাদগ্রহণ করা হয়েছে এমন। 10)
উজল-উজ্জ্বল
(p. 119) ujala-ujjbala এর কোমল রূপ ('নয়ন উজল')। উজলা ক্রি. (কাব্যে) উজ্জ্বল হওয়া। 65)
উপাড়া
(p. 133) upāḍ়ā ক্র. (পুরোনো কাব্যে) উত্পাটন করা ('শালগাছ উপাড়িয়া আনে': কৃত্তি)। [বাং. √ উপাড়্ + আ]। উপাড়ন বি. উত্পাটন। 92)
উলসা
(p. 133) ulasā ক্রি. উল্লসিত হওয়া ('উলসি উঠেছে প্রাণ')। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত বিণ. (কাব্যে) উল্লসিত ('উলসিত তটিনী': রবীন্দ্র)। 158)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073868
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768609
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365992
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721027
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698017
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545108
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542282

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন