Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কিম্]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপরূপ
(p. 39) aparūpa বিণ. 1 অপূর্ব; অতুলনীয় রূপবিশিষ্ট (অপরূপ শিল্পসম্পদ); 2 (ব্যঙ্গে) আশ্চর্য, কিম্ভূত; 3 কদাকার, কুরূপ; বেয়াড়া। [(1)সং. অপূর্ব প্রাকৃ. অপরূব (2) সং. অপ (=অপগত) + রূপ (=সৌন্দর্য বা তুলনা)]। 10)
অব-তার
(p. 44) aba-tāra বি. 1 জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; 2 জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); 3 মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার); 4 অবতরণ, নীচে নামা; 5 (ব্যঙ্গাত্মক) কিম্ভূত বা অদ্ভুত মূর্তি। [সং. অব √ তৃ + অ]। 11)
অভীক2
(p. 50) abhīka2 বিণ. কামুক, লোভী। [সং. অভি + √ কিম্ + অ (নিপাতনে)]।
আচা. ভুয়া, আচা.ভুয়ো
(p. 85) ācā. bhuẏā, ācā.bhuẏō বিণ. অদ্ভুত, কিম্ভুতকিমাকার। [হি. অচম্ভা]। আচাভো বি. কিম্ভূতকিমাকার সংবিশেষ। 7)
কতি
(p. 160) kati বিণ. (প্রা. বাং.) 1 কত, কতপরিমাণ; 2 কিছু, কতিপয়। সর্ব. কোথায়। [সং. কিম্ + অতি, হি. কতী]। 5)
কস্য
(p. 174) kasya সর্ব. বিণ. (আদালতি ভাষায়) কার, যার, অমুকের ('কস্য পত্রমিদং কার্যঞ্চাগে')। [সং. কিম্ শব্দের 6ষ্ঠীর 1 বচনে]। 19)
কি
(p. 188) ki অব্য. 1 সংশয়াত্মক প্রশ্নসূচক শব্দ (সেও কি আসবে? তুমি কি সেখানে যাবে?); 2 কিংবা, অথবা (কি বালক কি বৃদ্ধ)। [সং. কিম্]। 54)
কিংকর, কিঙ্কর
(p. 188) kiṅkara, kiṅkara বি. ভৃত্য, চাকর; অনুচর। [সং. কিম্ + √ কৃ + অ]। স্ত্রী. কিংকরী। 56)
কিংকর্তব্য-বিমূঢ়
(p. 188) kiṅkartabya-bimūḍh় বিণ. কী করতে হবে বুঝতে পারে না এমন, কর্তব্য স্হির করতে অক্ষম, হতবুদ্ধি (প্রচণ্ড বকুনি খেয়ে লোকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল)। [সং. কিম্ + কর্তব্য + বিমূঢ়]। বি.̃ তা। 57)
কিংবদন্তি, কিংবদন্তী
(p. 188) kimbadanti, kimbadantī বি. জনশ্রুতি, জনরব, গুজব, মুখে মুখে প্রচলিত কথা। [সং. কিম্ + √ বদ্ + অন্তি]। 59)
কিংবা
(p. 188) kimbā অব্য. অথবা, বা, পক্ষান্তরে, বিকল্পে (সে কিংবা আমি, আমি যেতে পারি কিংবা তাকে পাঠাতে পারি)। [সং. কিম্ + বা]। 60)
কিংশুক
(p. 188) kiṃśuka বি. (শুক পাখির ঠোঁটের মতো রক্তবর্ণ বলে) পলাশ ফুল বা পলাশ গাছ। [সং. কিম্ + শুক]। 61)
কিঙ্কিণি, কিঙ্কিণী
(p. 188) kiṅkiṇi, kiṅkiṇī বি. 1 ক্ষুদ্র ঘণ্টাযুক্ত কটিভূষণবিশেষ; 2 ঘুঙুর বা পায়ের ওইরকম গহনাবিশেষ। [সং. কিম্ + √ কিণ্ + ই, ঈ (স্ত্রী.)]। 62)
কিঞ্চিত্
(p. 188) kiñcit অব্য. বিণ. অল্প, সামান্য, একটু। [সং. কিম্ + চিত্]। কিঞ্চিদধিক বিণ. সামান্য বা একটু বেশি। কিঞ্চিদুষ্ণ বিণ. সামান্য বা একটু গরম। কিঞ্চিদূন বিণ. সামান্য বা ঈষত্ কম। কিঞ্চিমাত্র বিণ. বি. সামান্যপরিমাণ. একটুও, কিছুমাত্র (কিঞ্চিন্মামাত্র খাদ্যও গ্রহণ করেনি)। ক্রি-বিণ. সামান্য পরিমাণেও, একটুও (তাকে কিঞ্চিন্মাত্রও বিশ্বাস করি না)। 67)
কিঞ্জল, কিঞ্জল্ক
(p. 188) kiñjala, kiñjalka বি. 1 ফুলের কেশর; 2 পরাগ; পুষ্পরেণু। [সং. কিম্ + জল + অ, + ক]। 68)
কিন্তু
(p. 190) kintu অব্য. অথচ, পক্ষান্তরে (সে দরিদ্র কিন্তু সত্)। বিণ. দ্বিধাগ্রস্ত, সংকুচিত (কিন্তুভাব)। বি. সংকোচ, দ্বিধা, (তার কথাবার্তায় একটা কিন্তু রয়েছে)। [সং. কিম্ + তু]। কিন্তু কিন্তু বি. দ্বিধার ভাব, আমতা আমতা। 13)
কিন্নর
(p. 190) kinnara বি. ঘোড়ার মতো মুখ এবং মানুষের মতো দেহবিশিষ্ট দেবলোকের গায়কজাতিবিশেষ; দেবযোনিবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + নর]। ̃ কণ্ঠ বিণ. (কিন্নরদের মতো) সুকণ্ঠবিশিষ্ট। বি. (স্ত্রী.) কিন্নরী। 14)
কিমাকার
(p. 190) kimākāra বিণ. 1 কী আকারের, কীরূপ; 2 কুত্সিত আকৃতিবিশিষ্ট (কিম্ভূতকিমাকার)। [সং. কিম্ + আকার]। 19)
কিমাশ্চর্য
(p. 190) kimāścarya বি. কী অদ্ভুত ব্যাপার। বিণ. অদ্ভুত। [সং. কিম্ + আশ্চর্য]। 20)
কিম্পুরুষ
(p. 190) kimpuruṣa বি. 1 কিন্নর, দেবযোনিবিশেষ; 2 পুরাণোক্ত ভূখণ্ড, জম্বুদ্বীপের অংশবিশেষ। [সং. কিম্ (কুত্সিত) + পুরুষ]। 22)
কিম্বদন্তী, কিম্বা
(p. 190) kimbadantī, kimbā যথাক্রমে কিংবদন্তি ও কিংবা -র অশু. বানান। 23)
কিম্ভূত
(p. 190) kimbhūta বিণ. 1 কীরূপ, কেমন; 2 অদ্ভুত। [সং. কিম্ + ভূত]। ̃ কিমাকার বিণ. অদ্ভুত; কুত্সিত আকারবিশিষ্ট, বিকট। 24)
কিল-কিঞ্চিত
(p. 191) kila-kiñcita বি. (বৈ. শা.) গভীর আনন্দজনিত গর্ব অভিলাষ ইত্যাদি বিভিন্ন ভাবের যুগপত্ প্রকাশ। [সং. কিল + কিম্ + চিত]। 4)
কিয়ত্
(p. 190) kiẏat অব্য. বিণ. 1 কত বা কী পরিমাণ; 2 কিঞ্চিত্, একটু (কিয়ত্পরিমাণে সুস্হ)। [সং. কিম্ + ইয়ত্]। কিয়দ্দিন বি. কিছুদিন, অল্পদিন (কিয়দ্দিন পর)। কিয়দ্দূর বি. কিছুদূর, খানিকদূর। 26)
কিয়ে
(p. 190) kiẏē অব্য. বিণ. সর্ব. (প্রা. কাব্যে) 1 কী; 2 কেন; 3 কিংবা, অথবা; 4 কিবা, কেমন (কিয়ে মনোহর); 5 অতি সুন্দর; 6 কে; 7 কেমন; 8 কত; 9 অতি, অত্যন্ত; 1 কী অদ্ভুত; 11 কোন। [মৈথি. সং. কিম্?]। 27)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074383
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768756
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366187
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698128
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594685
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545294
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542312

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন