Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেঁদে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তরাত্মা
(p. 32) antarātmā (-ত্মন্) বি. 1 (শরীরমধ্যস্হ) জীবাত্মা; 2 মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]। 35)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
ককা, ককানো
(p. 156) kakā, kakānō ক্রি. 1 (প্রধানত পীড়িতের ও শিশুর) রুদ্ধস্বরে কাঁদা বা যন্ত্রণায় অস্ফুটভাবে কাঁদা; আর্তস্বরে কাঁদা; 2 অতিশয় অনুনয়বিনয় করা (কেঁদে ককিয়ে আদায় করল)। [সং. √ কক্ + বাং. আ, আনো]। ককানি বি. ককানোরণ কাজ বা শব্দ। 18)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কাঁচা
(p. 174) kān̐cā বিণ. 1 অপক্ব (কাঁচা ফল); 2 আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস); 3 অদগ্ধ (কাঁচা ইট); 4 মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা); 5 কোমল, কচি (কাঁচা ঘাস); 6 তরুণ (কাঁচা বয়স); 7 অপরিণত (কাঁচা বুদ্ধি); 8 অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ); 9 অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ); 1 সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা); 11 প্রাথমিক খসড়া (কাঁচা খাতা); 12 পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং); 13 অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা); 14 কালো (কাঁচা চুল); 15 অশুষ্ক (কাঁচা কাঠ); 16 নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের); 17 সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা); 18 অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম); 19 কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)। ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)। কাঁচা কলা বি. অনাজি কলা. যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়। কাঁচা খিস্তি বি. অত্যন্ত অশ্লীল গালাগাল। ̃ গোল্লা বি. নরম পাকের সন্দেশবিশেষ। ̃ নো ক্রি. 1 কাঁচা করা; 2 পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া; 3 পণ্ড করা। বি. বিণ. উক্ত সব অর্থে। কাঁচা-মাথা বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)। ̃ মাল বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material. ̃ মিঠে, ̃ মিঠা বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)। কাঁচা নাড়ি সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা। কাঁচা রাঁড়ি বালবিধবা। কাঁচা-সর্দি সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি। 55)
কাঁচিয়া, কেঁচে
(p. 174) kān̐ciẏā, kēn̐cē দ্র কেঁচে। 59)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কাঁদোকাঁদো
(p. 174) kān̐dōkān̐dō বিণ. প্রায় কেঁদে ফেলেছে এমন, ক্রন্দনোন্মুখ (কাঁদোকাঁদো মুখ)। [কাঁদা দ্র]। 81)
কাঁপ, কাঁপন, কাঁপুনি
(p. 177) kām̐pa, kām̐pana, kām̐puni বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]। 2)
কিল-কিল, কিল-বিল
(p. 191) kila-kila, kila-bila অব্য. বহুসংখ্যক জীবজন্তুর (বিশেষত কেঁচো, কৃমি, সাপ প্রভৃতির) দলবদ্ধভাবে বিচরণ বা অবস্হানসূচক (সাপের ছানাগুলো কিলবিল করছে)। [ধ্বন্যা.]। 5)
কৃমি
(p. 204) kṛmi বি. 1 পোকা, কীট; 2 (বিশেষত মানুষের) পেটের মধ্যে বিদ্যমান কেঁচোজাতীয় কীটবিশেষ। [সং. √ক্রম্ + ই]। ̃. ঘ্ন বিণ. বি কৃমিনাশক (ওষুধ)। ̃. জ বিণ. কৃমি থেকে জাত। বি লাক্ষা। ̃. ল বিণ. কৃমিযুক্ত। 29)
কেঁউ-কেঁউ
(p. 205) kēm̐u-kēm̐u অব্য. কুকুরের আর্ত চিত্কার (কুকুরটা কেঁউকেঁউ করতে করতে পালিয়ে গেল)। 20)
কেঁচে
(p. 205) kēn̐cē অস-ক্রি. 1 পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); 2 নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা। 21)
কেঁচো
(p. 205) kēn̐cō বি. মাটির নীচে বাসকারী কৃমিজাতীয় সরীসৃপ কীটবিশেষ, মহীলতা। [সং. কিঞ্চলুক, কিঞ্চুলুক]। কেঁচো খুড়তে সাপ বের হওয়া তুচ্ছ কারণ থেকে বা সামান্য কাজ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে গুরুতর ব্যাপার ঘটা বা ভীষণ বিপদের সম্মুখীন হওয়া। 22)
কেঁড়ে
(p. 205) kēn̐ḍ়ē বি. মাটির হাঁড়ি বা ভাঁড় (দুধের কেঁড়ে)। [সং. কুণ্ডু ?]। 23)
কেঁড়েলি
(p. 205) kēn̐ḍ়ēli বি. বখাটেপনা; ডেঁপোমি। [দেশি]। 24)
কেঁদকঁকিয়ে
(p. 205) kēn̐dakan̐kiẏē দ্র কাঁদা। 25)
কেঁদো
(p. 205) kēn̐dō বিণ. মোটা, অতিকায়, প্রকাণ্ড (কেঁদো বাঘ)।[বাং. কাঁধ + উয়া=কাঁধুয়া কেঁদো]। 26)
ক্যাঁক
(p. 210) kyān̐ka অব্য. আকস্মিক আঘাত উত্তেজনা বা বেদনাব্যঞ্জক ধ্বনিবিশেষ (লাথি খেয়ে ক্যাঁক করা, ক্যাঁক করে লাথি মারা)। [ধ্বন্যা.]। ক্যাঁক ক্যাঁক করা ক্রি. বি. কর্কশ স্বরে বিরক্তি বা রাগ প্রকাশ করা। ক্যাঁক-কেঁকে বিণ. কর্কশ (ক্যাঁককেঁকে গলা)। 107)
ক্যাঁট ক্যাঁট, ক্যাট ক্যাট
(p. 210) kyān̐ṭa kyān̐ṭa, kyāṭa kyāṭa অব্য. বারবার বিঁধে যাবার কল্পিত ধ্বনিবিশেষ; কর্কশভাবে কথা বলার ধ্বনিবিশেষ। [ধ্বন্যা.]। ক্যাঁট-কেঁটে, ক্যাট-কেটে বিণ. 1 মর্মভেদী; 2 কর্কশ ও চড়া বা তীব্র (ক্যাঁটকেঁটে রং, ক্যাটকেটে কথা)। 109)
গণ্ডু, গণ্ডূ
(p. 239) gaṇḍu, gaṇḍū বি. 1 বালিশ; 2 গ্রন্হি। [সং. √গণ্ড্ + উ, ঊ]। ̃ পদ বি. কেঁচো। ̃ পদী বি. (স্ত্রী.) ছোট কেঁচো। 2)
ডুকরা
(p. 357) ḍukarā ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ̃ নো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। বি. উক্ত অর্থে। 30)
বক্ষ, বক্ষঃ
(p. 573) bakṣa, bakṣḥ (-ক্ষস্) বি. 1 বুক (তীক্ষ্ণ শরে বক্ষ বিদীর্ণ হল); 2 হৃদয়, অন্তর ('বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন': বুদ্ধ)। [সং. √ বক্ষ্ + অস্]। বক্ষঃ-স্হল বি. বুকের উপরিভাগ; বুক, হৃদয়। ̃ ত্রাণ বি. বুক রক্ষার জন্য বর্মবিশেষ। 33)
বাসনা1
(p. 605) bāsanā1 বি. 1 কামনা ('বাসনার বক্ষোমাঝে কেঁদে মরে ক্ষুধিত যৌবন': বুদ্ধ); 2 প্রত্যাশা; 3 (বর্ত. বিরল) পূর্বজন্মের সংস্কার; 4 আসক্তি (বিষয়-বাসনা)। [সং. √ বাসি + অন + আ]। ̃ কুল বিণ. বাসনায় অধীর। 4)
ভণ্ডুল
(p. 655) bhaṇḍula বিণ. পণ্ড, ব্যর্থ, কেঁচে গেছে এমন (তোমার ভুলে গোটা প্ল্যানটাই ভণ্ডুল হয়ে গেল)। [দেশি]। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074543
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768818
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366261
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698163
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545354
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542320

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন