Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কেয়ার; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আখের, আখির
(p. 82) ākhēra, ākhira বি. পরিণাম, শেষ, চূড়ান্ত পরিণতি। [আ. আখীর্]। আখেরি বিণ. অন্তিম, শেষের। আখেরি চাহার শুম্বা শেষ বুধবার; হজরত মোহম্মদের মৃত্যুর পূর্বের শেষ বুধবার (এই দিন অসুস্হতার মধ্যে তিনি সুস্হ বোধ করেছিলেন)। আখেরি জমানা বি. শেষ যুগ; কেয়ামত বা প্রলয়ের পূর্ববর্তী যুগ (তু. কলিযুগ)। আখেরে ক্রি-বিণ. শেষ পর্যন্ত, পরিণামে; ভবিষ্যতে। 31)
কেওড়া
(p. 205) kēōḍ়ā বি. 1 কেয়াফুল বা তার গাছ; 2 কেয়াফুলের নির্যাস; 3 কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)।[তু. সং. কোতক, হি. কেবড়া]। 19)
কেতক, কেতকী
(p. 206) kētaka, kētakī বি. কেয়াফুল বা তার গাছ। [সং. √ কিত্ + অক, ঈ]। 12)
কেয়া-মত
(p. 207) kēẏā-mata বি. 1 (ইসলামি মতে) সমাধি থেকে মৃতের পুনরুত্থান; 2 মহাবিচারক কর্তুক মৃতদের পাপপুণ্য বিচার, শেষ বিচার; 3 মহাপ্রলয়। 7)
কেয়া1
(p. 207) kēẏā1 বি. ফুলবিশেষ, কেতকী (কেয়ার ঝাড়)। [সং. কেতক]। কেয়া-কাঁদি বি. কেয়াফুলের গুচ্ছ বা ছড়া-এতে প্রচুর রেণু থাকে এবং হাত দিলে ধুলোর মতো পদার্থ ওড়ে। 5)
কেয়া2
(p. 207) kēẏā2 অব্য. কী চমত্কার (কেয়া বাত ! কেয়া মজা!)। [হি. ক্যা]। কেয়া বাত, (বর্জি.) কেয়া বাত্ অব্য. কী চমত্কার কথা; কী ব্যাপার; বাহবা; শাবাশ। 6)
কেয়ার
(p. 207) kēẏāra বি. 1 অবধান, যত্ন, মনোযোগ (শরীর সম্বন্ধে যথেষ্ট কেয়ার নিয়ো); 2 গ্রাহ্য, সমীহ (বাপকে মোটেই কেয়ার করে না); 3 তত্ত্বাবধান (ছেলেটি এখন আমার কেয়ারে আছে); 4 ঠিকানা (রামবাবুর কেয়ারে পত্র দিয়ো)। [ইং. care]। 8)
কেয়ারি, কিয়ারি
(p. 207) kēẏāri, kiẏāri বি. 1 আল-বাঁধা খেত বা উদ্যান (ফুলের কেয়ারি, কেয়ারি-করা ফুলবাগান); 2 সযত্ন বিন্যাস (কেয়ারি-করা চুল)। [সং. কেদারিকা]। 9)
কেয়াস
(p. 207) kēẏāsa বি. অনুমান, আন্দাজ (এ ব্যাপারে তোমার কেয়াস কেমন দেখি; সঠিক বলা যায় না, তবে কেয়াস করে বলতে পারি)। [আ. কি'য়াস]। 10)
তোয়াক্কা
(p. 387) tōẏākkā বি. 1 সমীহ; 2 কেয়ার; 3 অপেক্ষা (কারও তোয়াক্কা রাখি না); 4 ভয় (আমি কাউকে তোয়াক্কা করি না)। [তবাক্কু]। 25)
থোড়া2
(p. 394) thōḍ়ā2 বিণ. সামান্য, অল্প ('মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে': রবীন্দ্র)। [হি. থোড়া]। ̃ ই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)। 30)
নিকর
(p. 459) nikara বি. 1 রাশি, সমূহ (নক্ষত্রনিকর); 2 সারবস্তু; 3 ধন, রত্ন, নিধি; 4 মোট, সমষ্টি (নিকর বাকি)। [সং. নি + √ কৃ + অ]। ̃ বাকি বি. বাকি পড়ে যাওয়া মোট খাজনা, মোট বকেয়া খাজনা। 2)
বকেয়া1
(p. 573) bakēẏā1 বিণ. 1 অবশিষ্ট, বাকি (বকেয়া পাওনা, বকেয়া টাকা আদায়); 2 পুরাতন। [আ. বকীয়া]। বকেয়া বাকি বি. গত বছরের বাবদ বাকি। 21)
বকেয়া2, বখেয়া
(p. 573) bakēẏā2, bakhēẏā বি. সেলাইয়ের প্রণালীবিশেষ, সহজেই খুলে ফেলা যায় এমন সেলাইবিশেষ। [আ. বখিয়া]। 22)
বখেয়া-বকেয়া2
(p. 573) bakhēẏā-bakēẏā2 এর রূপভেদ। 42)
বাকি
(p. 591) bāki বিণ. 1 অবশিষ্ট, উদ্বৃত্ত (বাকি টাকা পরে দেব); 2 অসম্পন্ন, অসমাপ্ত (কিছু কাজ বাকি রইল); 3 অনাদায়ি, প্রাপ্য (বাকি পাওনা); 4 আগামী (বাকি জীবন)। বি. 1 উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ ('বাকি কোথা নাহি জানে': রবীন্দ্র); 2 দেয় টাকা (বাকি শোধ); 3 পাওনা ইত্যাদি (বাকি আদায়)। [আ. বাকী]। ̃ জায় বি. অনাদায়ি খাজনার তালিকা। বাকি পড়া ক্রি. বি. অনাদায়ি থাকা। ̃ বকেয়া বিণ. অন্যের কাছে পাওনা। 36)
রোজ
(p. 750) rōja বি. 1 তারিখ (সাতই রোজ); 2 দিন (তিন রোজ); 3 দৈনিক মজুরি (দু-টাকা রোজে কাজ); 4 দৈনিক জোগান (দুধ রোজ করা)। ক্রি-বিণ. প্রতিদিন (রোজ সকালে বেড়াতে যায়)। [ফা. রোজ্]। ̃ .কার বিণ. প্রতিদিনের (এ তো আমার রোজকার কাজ)। রোজ রোজ ক্রি-বিণ প্রত্যহ, প্রতিদিন, নিত্য। রোজকেয়ামত বি. ইসলাম-শাস্ত্রানুযায়ী মৃতদের শেষবিচারের দিন। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2085340
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772745
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370460
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700247
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596098
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550590
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543190

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন