Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কোথাও দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অব-সন্ন
(p. 46) aba-sanna বিণ. 1 অবসাদগ্রস্ত, ক্লান্ত, শ্রান্ত (দেহ অবসন্ন); বিষণ্ণ; 2 অন্তিম; অবসানপ্রাপ্ত ('অবসন্ন দিবালোকে কোথা হতে ধীরে': রবীন্দ্র; রাত্রি অবসন্ন)। [সং. অব + √ সদ্ + ত]। অব-সন্নতা বি. 1 ক্লান্তি, অবসাদ; 2 অন্ত, সমাপ্তি; 3 বিষণ্ণতা। 27)
অযাত্রা
(p. 59) ayātrā বি. 1 যে সময়ে কোথাও যাওয়া নিষিদ্ধ; অশুভ যাত্রা ('অযাত্রাতে নৌকো ভাসা': রবীন্দ্র); 2 যাওয়ার মুহূর্তে যা দেখা বা শোনা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। [সং. ন + যাত্রা]। অযাত্রিক বিণ. যাত্রার পক্ষে শুভ নয় এমন।
আপদ, আপদ্
(p. 95) āpada, āpad বি. 1 বিপদ; দুর্দশা; দুঃখ; 2 অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল ?)। [সং. আ + √ পদ্ + ক্কিপ্]। ̃ .গ্রস্ত বিণ. বিপদে পড়েছে এমন, বিপন্ন। আপদর্থে অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য। ̃ .বিপদ বি. নানারকম বিপদ বা বিপত্তি। ̃ .ভঞ্জন বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন। আপদুদ্ধার বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ। আপদ্ধর্ম, ̃ .ধর্ম বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম। 45)
আপোড়া
(p. 97) āpōḍ়ā বিণ. 1 পোড়া বা পোড়ানো নয় এমন, অদগ্ধ; 2 কাঁচা; 3 ঈষত্ গদ্ধ, আধপোড়া, অল্প পোড়া; 4 শবদাহহীন, যেখানে শবদাহ হয় না এমন ('আপোড়া পৃথিবী যদি তুমি কোথা কাশী)। [বাং]. আ + পোড়া। 16)
আশ-পাশ
(p. 108) āśa-pāśa বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশ-পাশে, আশে-পাশে ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। 15)
উঁচু
(p. 119) un̐cu বিণ. 1 উচ্চ; 2 উন্নত, উদার (উঁচু মন); 3 অভিজাত, খানদানি (উঁচু বংশ); 4 চড়া (উঁচু গলা)। [সং. উচ্চ]। ̃ নিচু বিণ. অসমান; কোথাও উঁচু কোথাও নিচু এমন (উঁচুনিচু রাস্তা)। 9)
কই1
(p. 156) ki1 অব্য. 2 কোথায় (জিনিসটা কই?); 2 নৈরাশ্য, প্রত্যাশিত্যের অভাব, অস্বীকার, বিস্ময় ইত্যাদি বোঝাতে (কই আর গেলাম; কই, পাইনি তো; কই, দেখি)। [সং. ক্ব]। 6)
কতি
(p. 160) kati বিণ. (প্রা. বাং.) 1 কত, কতপরিমাণ; 2 কিছু, কতিপয়। সর্ব. কোথায়। [সং. কিম্ + অতি, হি. কতী]। 5)
কমনে, কম্নে
(p. 164) kamanē, kamnē ক্রি-বিণ. (আঞ্চ.) 1 কোথায়; 2 কোন পথে; 3 কেমন করে ('খাঁচার মধ্যে অচিন পাখি কম্নে আসে যায়). [ বাং. কেমন]। 43)
কাঁহা, কাহা
(p. 177) kām̐hā, kāhā অব্য. ক্রি-বিণ. কোথায়, কোথা। [সং. কুত্র]। ̃ তক ক্রি-বিণ. কোন পর্যন্ত, কতদূর বা কতক্ষণ পর্যন্ত। 10)
কুঁই-কুঁই
(p. 192) kum̐i-kum̐i অব্য. বি. ক্ষুধা, শীত, কষ্ট প্রভৃতির সূচক চাপা আর্তনাদ (কুকুরছানাটা শীতে কুঁইকুঁই করছে, কোথা থেকে যেন একটা কুঁইকুঁই শব্দ আসছে)। [ধ্বন্যা.]। 11)
কুত্র
(p. 196) kutra অব্য. ক্রি-বিণ. কোথায়, কোনখানে। [সং.]। 10)
কুত্রাপি
(p. 196) kutrāpi অব্য. ক্রি-বিণ. কোথাও, কোনোখানে (এমন কথা কুত্রাপি লেখা নেই)। [সং. কুত্র + অপি]। 11)
কোথা
(p. 210) kōthā বি. অব্য. কোনো স্হান (কোথা থেকে)। ক্রি-বিণ. অব্য. কোন স্হানে, কোথায় (কোথা আছে সে?)। [সং. কুত্র]। ̃ ও ক্রি-বিণ. 1 কোনো স্হানে (কোথাও নেই); 2 কোনো কোনো স্হানে ('কোথাও বা কাশবন ফুলে ফুলে সাদা': রবীন্দ্র)। ̃ কার বিণ. 1 কোন স্হানের (কোথাকার জিনিস?); 2 অস্হানের (কোথাকার কে); 3 (র্ভত্সনায়) অস্হানের কুস্হানের (বদ ছেলে কোথাকার)। ̃ য় অব্য. ক্রি-বিণ. কোন স্হানে। 11)
ক্বচিত্
(p. 210) kbacit অব্য. ক্রি-বিণ. 1 কোথাও; 2 কখনো; 3 খুব কম, প্রায় না (সেখানে ক্বচিত্ যাই)। [সং. ক্ব + চিত্]। 104)
খানা৪
(p. 226) khānā4 বি. 1 মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার (আজ কোথায় খানা খাবে?); 2 ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)। [হি. খানা]। ̃ পিনা বি. পানভোজন; আহারাদি। 48)
খুকি
(p. 230) khuki বি. 1 ছোট মেয়ে (তোমার নাম কী খুকি?); 2 কন্যা সন্তান (আপনার ছোট খুকি কোথায়?)। [সং. কুক্ষি?]। ̃ পনা বি. খুকির মতো আচরণ; ছোট মেয়ের মতো আবদেরে ও অবুঝ ব্যবহার। খুকু বি. (আদরে) খুকি। 25)
খেপা2, খ্যাপা
(p. 232) khēpā2, khyāpā ক্রি. 1 ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 2 ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে); 3 উদ্দাম হওয়া (সমুদ্র খেপেছে)। [সং. √ক্ষিপ্]। বিণ. 1 খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়); 2 উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া); 3 ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)। বি. 1 খ্যাপা লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ; 2 আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা, খেপা কোথাকার)। স্ত্রী. খেপি। ̃ নো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা। বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ মি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)। 34)
গ্যাঁজানো
(p. 261) gyān̐jānō ক্রি. বি. (অশা.) অসার গল্পগুজব করা; বাজে গল্পে সময় কাটানো (দুপুরটা গোঁজিয়ে কাটালাম; এই ভরদুপুরে কোথায় গ্যাঁজাতে যাবে?)। [বাং. গ্যাঁজ1 গ্যাঁজা + আনো]। 35)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জমি
(p. 312) jami বি. 1 ভূমি (জমিতে পড়ে আছে); 2 কৃষিক্ষেত্র (চাষের জমি); 3 ভূ-সম্পত্তি (সমস্ত জমি ক্রোক হয়েছে); 4 ভূতল, ভূপৃষ্ঠ (সর্বত্র বন্যার জল, কোথাও জমি দেখা যায় না); 5 বস্ত্রাদির বুনুনি (শাড়ির জমি)। [ফা. জমীন্]। ̃ জমা বি. ভূ-সম্পত্তি। ̃ জিরাত, ̃ জিরেত বি. চাষবাসের উপযুক্ত জমি; কৃষিজমি। ̃ দার বি. জমির মালিক, ভূস্বামী। ̃ দারি বি. 1 জমিদারের পদ; 2 জমিদারের সম্পত্তি (এত বড় জমিদারি সামলায় কে?); 3 (আল.) দাপট, খবরদারি, মাতব্বরি (এখানে তোমার জমিদারি মানব না)। বিণ. 1 জমিদারসংক্রান্ত (জমিদারি কায়দা); 2 জমিদারিসংক্রান্ত (জমিদারি আয়)। 113)
জানোয়ার
(p. 322) jānōẏāra বি. 1 পশু, জন্তু (বন্য জানোয়াররা এখানে জল খেতে আসে); 2 (নিন্দায়) জন্তুর তুল্য ঘৃণ্য ও মনুষ্যত্বহীন ব্যক্তি (অসভ্য জানোয়ার কোথাকার)। [ফা. জান্বর]। 19)
জাহান
(p. 324) jāhāna বি. জগত্, পৃথিবী, বিশ্ব (সারা জাহানে এমন জিনিস আর কোথাও নেই)। [ফা. জহান্]। 23)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074229
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768707
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698079
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594668
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545216
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন