Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ক্রন্দ্ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অশ্রু
(p. 67) aśru বি. চোখের জল। [সং. √ অশ্ + রু]। ̃ .কণা বি. চোখের জলের বিন্দু। ̃ জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)। ̃ .পাত, ̃ .বর্ষণ, ̃ .মোচন বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা। ̃ পূর্ণ বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)। ̃ .বারি বি. চোখের জল। ̃ .মুখী বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা। ̃ রুদ্ধ বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)। ̃ সিক্ত বিণ. চোখের জলে ভেজা। 12)
উপ-ক্রন্তা
(p. 131) upa-krantā (-ন্তৃ) বিণ. উপক্রম করছে এমন; আরম্ভ করছে এমন, উদ্যোক্তা। [সং. উপ + √ ক্রম্ + তৃ]। 4)
কাঁদন
(p. 174) kān̐dana বি. ক্রন্দন, রোদন, কান্না। [কাঁদা দ্র]। কাঁদনি বি কাঁদূনি -র রূপভেদ। 76)
কাঁদা
(p. 174) kān̐dā ক্রি. ক্রন্দন বা রোদন করা, দুঃখে, রাগে বা অভিমানে চোখের জল ফেলা। বি. রোদন, ক্রন্দন। [বাং. √ কাঁদ্ + আ]। কাঁদাকাটা, কাঁদাকাটি বি. কান্নাকাটি. বিলাপ; কাতরতা প্রকাশ; কাতর অনুনয়বিনয়। ̃ নে বিণ. কাঁদায় এমন। কাঁদানে গ্যাস একপ্রকার গ্যাস যার ঝাজে চোখে জল আসে (tear gas)। ̃ নো ক্রি. কাঁদিয়ে দেওয়া, অপরকে রোদন করানো। বি. উক্ত অর্থে। কেঁদে হাট করা, কেঁদেকেটে হাট করা ক্রি. বি. উচ্চরবে কান্নাকাটি করে লোক জড়ো করা। ইনিয়েবিনিয়ে কাঁদা ক্রি. বি. নানারকম বিলাপ করে বা নানাভাবে কাতরতা প্রকাশ করে কাঁদা। গুমরে কাঁদা ক্রি. বি. চাপা কান্না কাঁদা, যে কান্নায় মৃদু গুমগুম বা উমউম শব্দ শোনা যায় তেমনিভাবে কাঁদা। ডুকরে কাঁদা ক্রি. বি. ডাক ছেড়ে বা চিত্কার করে কাঁদা। ফুলে ফুলে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যে কান্নার দমকে বুক ঘনঘন ফুলে ওঠে। ফুঁপিয়ে কাঁদা ক্রি. বি. এমনভাবে কাঁদা যাতে ফোঁপানি ছাড়া আর কিছু শোনা যায় না। কেঁদেকঁকিয়ে ক্রি. বিণ. কান্নাকাটি ও কাতর অনুনয়বিনয় সহযোগে (কেঁদেকঁকিয়ে মাকে রাজি করাল)। 77)
কাঁদোকাঁদো
(p. 174) kān̐dōkān̐dō বিণ. প্রায় কেঁদে ফেলেছে এমন, ক্রন্দনোন্মুখ (কাঁদোকাঁদো মুখ)। [কাঁদা দ্র]। 81)
কান্দা
(p. 181) kāndā ক্রি. কান্না, রোদন করা, ক্রন্দন করা। [বাং. √ কান্দ্ (সং. ক্রন্দ্) + আ]। ̃ নো ক্রি. কাঁদানো। 51)
কান্না
(p. 181) kānnā বি. ক্রন্দন, রোদন, দুঃখকষ্ট বা ব্যথায় চোখের জল ফেলা। [সং. √ ক্রন্দ্]। কান্না আসা, কান্না পাওয়া ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া। কান্না চাপা ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা। কান্না জোড়া ক্রি. বি. কাঁদতে আরম্ভ করা। ̃ কাটি বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়। 52)
ক্রন্দন
(p. 210) krandana বি. কান্না, রোদন (ক্রন্দনরোল). [সং. √ ক্রন্দ্ + অন]। ̃ ধ্বনি বি. কান্নার শব্দ। ̃ রোল বি. কান্নার শব্দ। ̃ শীল, ̃ রত বিণ. কাঁদছে এমন।
ক্রন্দসী
(p. 215) krandasī বি. আকাশ ও পৃথিবী; স্বর্গ-মর্ত। [ঋগ্বৈদিক সং. ক্রন্দস্ + ঈ]। 2)
ক্রন্দিত
(p. 215) krandita বিণ. 1 রোদনকারী; 2 রুদিত। [সং. √ ক্রন্দ্ + ত]। বি. 1 রোদন; 2 আহ্বান, পরস্পর স্পর্ধা। 3)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
নিরশ্রু
(p. 467) niraśru বিণ. অশ্রুহীন, চোখের জল পড়ে না বা নেই এমন ('নিরশ্রু ক্রন্দনে প্রাণের পরম শিরা ছিঁড়ে যায়': সু. দ.)। [সং. নির্ + অশ্রু]। 8)
রুদিত
(p. 743) rudita বিণ. 1 কেঁদেছে এমন; 2 কাঁদছে এমন, ক্রন্দনরত। বি. ক্রন্দন, রোদন। [সং. √ রুদ্ + ত]। স্ত্রী. রুদিতা। 94)
রুদ্ধ
(p. 743) ruddha বিণ. 1 বন্ধ (রুদ্ধদ্বার, রুদ্ধ বাতাস); 2 অবরুদ্ধ, আটক (কারারুদ্ধ); 3 চাপা (রুদ্ধ কণ্ঠে); 4 প্রতিহত, বাধাপ্রাপ্ত (রুদ্ধ ক্রন্দন, রুদ্ধ বাতাস, রুদ্ধ স্রোত)। [সং. √ রুধ্ + ত]। ̃ .কক্ষ বি. যে-ঘরের দরজা বন্ধ। বিণ. দরজা বন্ধ রেখে কৃত (রুদ্ধকক্ষ বৈঠক)। ̃ .গতি বিণ. গতি বাধা পেয়েছে এমন। ̃ .দ্বার বিণ. দরজা বন্ধ রয়েছে এমন (রুদ্ধদ্বার বৈঠক)। ̃ .শ্বাস বিণ. 1 শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন 2 বিস্ময়াদির আধিক্যহেতু শ্বাস ফেলতে অক্ষম। ̃ শ্বাসে ক্রি-বিণ. শ্বাস রুদ্ধ হয় এমন বেগে (রুদ্ধশ্বাসে দৌড়ানো)। তু. ঊর্ধ্বশ্বাসে। 95)
রোদন
(p. 750) rōdana বি. ক্রন্দন, কান্না ('রোদন ভরা এ বসন্ত': রবীন্দ্র)। [সং. √ রুদ্ + অন]। 23)
রোদসী
(p. 750) rōdasī বি. (একত্রে) পৃথিবী ও স্বর্গ। [সং. রোদস্ + ঈ]। [ক্রন্দসী দ্র]। 24)
রোরুদ্য-মান
(p. 750) rōrudya-māna বিণ. 1 অবিরাম বা উচ্চকণ্ঠে ক্রন্দনরত; 2 (বাং.) ক্রন্দনরত। [সং. √ রুদ্ + যঙ্ + শানচ্]। স্ত্রী. রোরুদ্য-মানা। 44)
হাউ-মাউ
(p. 862) hāu-māu বি. সক্রন্দন হইচই। ̃ খাউ বি. মানুষ বা অন্য জীবজন্তুকে খেয়ে ক্ষুধাশান্তির জন্য রূপকথার রাক্ষসের ব্যস্ততা-প্রকাশক গর্জন। 25)
হাসি
(p. 867) hāsi বি. 1 দুই ঠোঁট প্রসারিত করে এবং কখনো কখনো দাঁত বার করে খুশির প্রকাশ, হাস্য; 2 উপহাস (হাসির পাত্র)। [সং. হাস + বাং. ই (স্বার্থে)]। ̃ কান্না বি. হাস্য ও ক্রন্দন; হাসি ও কান্নার মিশ্রিত ভাব। ̃ খুশি বিণ. হাসিতে ও আনন্দে পূর্ণ। ̃ ঠাট্টা, ̃ তামাশা বি. সরস উপহাস, রঙ্গরসিকতা; হাসি-টিঁটকারি। ̃ মুখ বি. সহাস্য বদন, হাসিপূর্ণ মুখ। হাসি-হাসি বিণ. হাসির ভাবযুক্ত, প্রফুল্ল। 67)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2075164
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769139
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366439
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721189
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698230
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594789
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545516
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542358

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন